১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ এম
দেশের জন্য বড় এক সম্মানের উপলক্ষ নিয়ে এলেন পাক্ষিক ক্রীড়া ম্যাগাজিন ‘ক্রীড়াজগত’ পত্রিকার সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল। এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের সর্বোচ্চ সংস্থা এআইপিএস এশিয়া কে 'লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড'-এ তাকে সম্মানিত করেছে।
শুক্রবার সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে এআইপিএস এশিয়ার কংগ্রেসে এশিয়ার ছয়জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে তাঁদের আজীবন কর্মকাণ্ডের জন্য এই সম্মানে ভূষিত করা হয়। তাদেরই একজন মাহমুদ হোসেন খান দুলাল।
অন্য পাঁচজন সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালের। এবার নিয়ে দ্বিতীয়বার এই অ্যাওয়ার্ড দেওয়া হল। পর্যায়ক্রমে বিভিন্ন দেশের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিকদের এই সম্মানে ভূষিত করা হবে।
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সভাপতি দুলাল মাহমুদের হাতে পুরস্কার তুলে দেন এআইপিএস-এর ভাইস প্রেসিডেন্ট ইয়োন দারাজ। এআইপিএস এশিয়ার কংগ্রেসে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন সনৎ বাবলা, কাজী শহীদুল আলম, সামন হোসেন ও সুদীপ্ত আনন্দ।
৭ অক্টোবর ২০২৪, ১২:৩৫ এম
২৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৬ পিএম
পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বড় দায়িত্ব পেলেন মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। এখন সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব। গত রোববার এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদীকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। 'জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে' বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় পদবঞ্চিত ছিলেন রেজাউল মাকসুদ জাহেদী। সরকারের যুগ্ম-সচিব থাকাকালে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে পদোন্নতি দেওয়া হয়নি। এমনকি কনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে অধস্তন করেও রাখা হয়েছিল তাকে।
ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের ফলে গত সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর রেজাউল মাকসুদ জাহেদীকে যুগ্ম-সচিব থেকে পদোন্নতি দিয়ে সরকারের অতিরিক্ত সচিব করা হল।
তিনি ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। বিসিএস ১৩ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা জনপ্রশাসনে সৎ ও দক্ষ বলে খ্যাত।
আগে শোকজ করা হয়েছিল। এবার মহিউদ্দিন বুলবুলকে ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের সার্চ কমিটি থেকে অব্যাহতিও দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত এই কমিটির সদস্য মহিউদ্দিন বুলবুলকে অব্যাহতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জগদীশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানিয়েছে।
মহিউদ্দিন আহমেদ বুলবুল সার্চ কমিটির একজন সদস্য হওয়া সত্ত্বেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসছে নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ঘোষণাস্থলে উপস্থিত হয়েছিলেন। এই বিষয়টি নজরে আসার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাকে শোকজ করেছিল। সেখানে বলা হয়েছিল, তার এই কাণ্ডে সার্চ কমিটি তথা সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এমন আচরণে সরকার বিব্রত। এছাড়া জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সংগঠন ফোরাম। সেই সংগঠনের কর্মকান্ডেও সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল বুলবুলের উপর।
মহিউদ্দিন আহমেদ বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কয়েকজন সাবেক পরিচালকের সঙ্গে নিয়ে।
No recent posts available.