ভারতের
গোয়ায় অনুষ্ঠিত দাবা বিশ্বকাপকে সামনে রেখে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার পিটার কিরিয়াকভকে
কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠাতব্য সেই
আসরে অংশ নেবেন বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড় ।
বিশ্বের
বহু শীর্ষ গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক দাবাড়ুদের কোচ হিসেবে কাজ করেছেন পিটার।
ফাহাদ ও নীড়ের বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি পিটারের মাধ্যমে আন্তর্জাতিক মাস্টার মোঃ
মিনহাজ উদ্দিন, আবু সুফিয়ান শালিক, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, মোহাম্মদ শাকের উল্লাহ,
মোহাম্মদ জাভেদ, অনত চৌধুরী, মোঃ শরীফ হোসেন, সেখ নাসির আহমেদ ও নাইম হকরাও শেখার সুযোগ
পাবেন।
বাংলাদেশ
অলিম্পিক এসোসিয়েশন রাশিয়ান কোচের অর্থায়ন করছে। এই অর্থায়নে পিটার অক্টোবর ও নভেম্বর
দুই মাসে বাংলাদেশে কোচিং করাবেন। গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের তত্ত্বাবধানেও
চলমান আছে দাবাড়ুদের প্রশিক্ষণ। ফিদে মাষ্টার শওকত হোসেন পল্লবের তত্ত্বাবধানে চলছে
উঠতি খেলোয়াড়দের প্রশিক্ষণ।
No posts available.
৫ অক্টোবর ২০২৫, ৮:৪০ পিএম
৪ অক্টোবর ২০২৫, ১১:১৯ পিএম
২ অক্টোবর ২০২৫, ৪:০৭ পিএম
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:০০ পিএম
স্কুল হ্যান্ডবলের বালক বিভাগে দুই বছর আগেও চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল। তবে বালিকা বিভাগে একটি শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষা ছিল স্কুলটির। ২০১৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল সানিডেইল। এরপর এক যুগ পর আবারও শিরোপা ফিরে পেল স্কুলটি।
২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সানিডেইল। সেই সঙ্গে দুই বিভাগে একই আসরে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে সানিডেইল।
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার বালক বিভাগের ফাইনালে সানিডেইল ২৩-১৭ গোলে হারিয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে। বালিকা বিভাগের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সানিডেইল ১৪-১২ গোলে হারিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে।
ভিকারুননিসা নূন মেয়েদের স্কুল হ্যান্ডবলে বরাবর দাপট দেখিয়ে এসেছে। সর্বশেষ ৭টি আসরে ভিকারুননিসা নূন স্কুল চ্যাম্পিয়ন। রোববারও এক সময় ভালো খেললেও সানিডেইলের মেয়েদের সঙ্গে আর পেরে ওঠেনি।
বালক বিভাগে ঢাকা গভ: মুসলিম হাইস্কুলের মাহি প্রতিযোগিতার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। বালিকা বিভাগে সেরা গোলরক্ষক হয়েছেন ভিকারুননিসার আনজুম।
বালক বিভাগে সানিডেইল এর আহিয়ান আহমেদ প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বালিকা বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন সানিডেইল এর রাহা।
বালক বিভাগে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ তৃতীয় এবং ঢাকা গভ: মুসলিম হাই স্কুল চতুর্থ স্থান এবং বালিকা বিভাগে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ তৃতীয় এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় চতুর্থ স্থান অর্জন করেন।
ফাইনালে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মজনু মোল্লাহ স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য ও আয়োজক কমিটির আহবায়ক গোলাম হাবীব এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ।
সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ২০জনকে নির্বাচন করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। সেখানে নেই তেহরানে হএশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়া হাই জাম্পার মাহফুজ উর রহমান শুভর নাম।
আগামী নভেম্বরে রিয়াদে হবে ইসলামিক সলিডারিটি গেমস। সেখানেও নিজের নাম না থাকায় সব ধরনের আন্তর্জাতিক ইভেন্টকে বিদায় বলে দিলেন জাতীয় আসরে সর্বোচ্চ উচ্চতায় লাফানো দেশসেরা হাইজাম্পার মাহফুজ।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহফুজ লিখেন, ‘আন্তর্জাতিক সকল ধরনের প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। একজন খেলোয়াড়ের মন মানসিকতা ও মুরালিটি ডাউন করার জন্য বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কিছু সংখ্যক মানুষই যথেষ্ট।’
নিজের পোস্টে 'কিছুসংখ্যক' মানুষের কথা উল্লেখ করলেও আলাদা করে কারও নাম উল্লেখ করেননি মাহফুজ। শনিবার সন্ধ্যায় টি-স্পোর্টসকে বলেন, 'কারও নাম বলতে চাই না। আপনারা সবাই জানেন সেলেকশন কারা করে। তবে বর্তমান কমিটির কার্যক্রম ভালভাবে চলছে না।'
জাতীয় আসরে হাইজাম্পার মাহফুজ ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণপদক জিতেছেন। ১৪টি আসরেই স্বর্নজয় অব্যাহত রয়েছে তার। এছাড়া গত বছর তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২.১৫ মিটার উচ্চতায় জাম্প করে ব্রোঞ্জপদক জেতেন তিনি। ২০১৯ সালে নেপাল এসএ গেমসে অ্যাথলেটিক্সে একমাত্র রুপা আসে মাহফুজের হাত ধরেই।
অথচ ২৪-২৬ অক্টোবর ভারতে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান অ্যাথলরটিক্স-এ পাঠানো হয়নি মাহফুজের নাম। এ নিয়ে আক্ষেপ করে টি-স্পোর্টসকে বলেন, 'আমি দেশকে ৪টি আন্তজার্তিক পদক এনে দিয়েছি। তারপরও আমার নাম দেওয়া হয়নি, এতেই বুঝা যায় এখানে আমার সেই সম্মানটা আর নেই। যে কারণে আন্তর্জাতিক ইভেন্টে আর খেলব না বলেই সিদ্ধান্ত নিয়েছি।'
আন্তর্জাতিক ইভেন্ট থেকে বিদায় নিলেও জাতীয় পর্যায়ে খেলবেন নৌবাহিনীর মাহফুজ। এছাড়া আন্ত:সার্ভিসেস অ্যাথলেটিক্সেও দেখা যাবে তাকে।
বল হাতে শুরুতেই মারুফার ঝলক |
![]() |
ছয় বছর পর হারানো গৌরব ফিরে পেলেন নিয়াজ মোরশেদ। ৪৯তম জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আগেরদিন পর্যন্ত নিয়াজ ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সমান সাড়ে ৯ পয়েন্ট ছিল। বুধবার শেষ রাউন্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান নিয়াজ। সাকের উল্লাহ’র বিপক্ষে হেরে সাড়ে ৯ পয়েন্টে নিয়ে রানার্সআপ হন ফাহাদ। আর সাড়ে ১০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ৫৯ বছর বয়সী নিয়াজ।
নিয়াজ মোরশেদের এবার শিরোপা লড়াই ছিল আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সঙ্গে। যিনি মূলত তার শিষ্য। গুরু-শিষ্যের লড়াইয়ের পর জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন নিয়াজ। ১৩ গেমের মধ্যে ৮ টিতে জয় এবং পাঁচটি ড্র করেন নিয়াজ। ২০১৯ সালের পর ফের জাতীয় দাবার সেরা হলেন নিয়াজ। এটি তার সপ্তম জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব।
১৯৭৯ থেকে ১৯৮২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন ছিলেন নিয়াজ। পরে গ্র্যান্ডমাস্টার হলেও উচ্চ শিক্ষার জন্য দাবা থেকে দূরে ছিলেন। বেশ কয়েক বছর পর আবার দাবা অঙ্গনে ফেরেন। ত্রিশ বছর পর ২০১২ সালে জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেন।
আগামী বছরের মার্চে শীতকালীন প্যারালিম্পিকের আগে সুখবর পেল রাশিয়া ও বেলারুশ। ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির (আইপিসি) ভোটের পর এই দুই দেশের আংশিক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ দক্ষিণ কোরিয়ার সিউলে আইপিসির সাধারণ পরিষদের বৈঠকে সদস্য দেশগুলোর ভোটে পূর্ণ সদস্যপদ ফিরে পায় দেশ দুটি।
রাশিয়ার সম্পূর্ণ স্থগিতাদেশের বিপক্ষে ১১১-৫৫ ভোট পড়ে, আংশিক স্থগিতাদেশও ৯১-৭৭ ভোটে নাকচ হয়। বেলারুশের সম্পূর্ণ স্থগিতাদেশের বিপক্ষে ভোট পড়ে ১১৯-৪৮, আর আংশিক স্থগিতাদেশ ১০৩-৬৩ ভোটে প্রত্যাখ্যাত হয়। কিছু দেশ ভোটদানে বিরত ছিল।
আরও পড়ুন
বক্সারের মৃত্যু, ঘানায় সব ধরনের বক্সিং স্থগিত |
![]() |
ইতালির মিলানো কর্টিনায় হবে ২০২৬ শীতকালীন প্যারালিম্পিক। ধারণা করা হচ্ছে, নিজেদের জাতীয় পতাকায় অংশ নিতে পারে রাশিয়া ও বেলারুশ। তবে ইতালির প্যারলিম্পিক প্রতিযোগিতার ছয়টি খেলাধুলার নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক ফেডারেশন এখনো এই দুই দেশের ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে আইপিসি জানায়, আমরা রাশিয়া ও বেলারুশ এর সঙ্গে একসঙ্গে কাজ করব, যেন যত দ্রুত সম্ভব বাস্তবিক ব্যবস্থা গ্রহণ করা যায়।
রাশিয়ার প্যারালিম্পিক কমিটি এই সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছে, এটি আন্তর্জাতিক প্যারালিম্পিক আন্দোলনের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং জাতীয় ও রাজনৈতিক ভিত্তিতে বৈষম্য ছাড়াই ক্রীড়াবিদদের অধিকার রক্ষা করার একটি উদাহরণ।
আরও পড়ুন
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় বাংলাদেশি পর্বতারোহী তমালের |
![]() |
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর প্যারালিম্পিক থেকে রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সদস্যপদ স্থগিত রাখা হয়েছিল। তবে ২০২৩ সালে পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে আংশিক স্থগিতাদেশের পক্ষে ভোট দিয়েছিল আইপিসির সদস্য দেশগুলো। প্যারিস প্যারালিম্পিকে এই দুই দেশের ক্রীড়াবিদেরা নিরপেক্ষ হিসেবে অংশ নিয়েছিলেন।
গত সপ্তাহে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) ঘোষণা দিয়েছিল, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিরপেক্ষ পতাকার অধীনে আগামী শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
বর্তমানে রুশ খেলোয়াড়েরা নয়া দিল্লিতে চলমান ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিরপেক্ষ হিসেবে অংশ নিয়েছেন।