২৪ অক্টোবর ২০২৫, ১১:৪০ পিএম

তৃতীয় এশিয়ান যুব গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল আজ সন্ধ্যায় দেশে ফিরেছে। বাহরাইনে অনুষ্ঠিত গেমসে প্রথমবারের মতো পদক জয়ের গৌরব অর্জন করে তারা।
ব্রোঞ্জ পদক জয়ী দলকে বহনকারী বিমানটি আজ সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা ফুল দিয়ে দলের সাফল্যকে অভিনন্দন জানান।
এশিয়ান যুব গেমসের ইতিহাসে এটাই বাংলাদেশের প্রথম পদক। আগের দুই আসরে কোনো পদক না পাওয়ার আক্ষেপ ঘুচল এবার ।
মেয়েদের কাবাডিতে ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম পদক নিশ্চিত করে মেয়েরা। ছেলেরাও ব্রোঞ্জ পদক জিতে একই ধারার পুনরাবৃত্তি করে। কাবাডিতে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।
No posts available.
২৪ অক্টোবর ২০২৫, ২:২০ পিএম
২৩ অক্টোবর ২০২৫, ৭:৪৩ পিএম

কাভা কাপে (সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন) নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ। প্রতিযোগিতার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে স্বাগতিকরা।
গতকাল শুক্রবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে লঙ্কানদের ৩-২ সেটে পরাজিত বাংলাদেশ। এ নিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিলেন হরষিত বিশ্বাসরা।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দারুণ কামব্যাক করেছিল শ্রীলঙ্কা, তবে শেষ সেটে তারা আর পেরে ওঠেনি বাংলাদেশের সঙ্গে।
এদিন প্রথম সেট থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রথম সেট ২৫-২০ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় লাল সবুজেরা।দ্বিতীয় সেটেও ২৫-২১ পয়েন্টে জিতে ২-০ সেটে এগিয়ে যায় বাংলাদেশ।
মনে হচ্ছিল তৃতীয় সেট জিতেই ম্যাচ শেষ করবে তারা। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এই সেটে শ্রীলঙ্কা ২৫-১৫ পয়েন্টে জয়লাভ করে।
চতুর্থ সেটে খেলায় উত্তেজনা আরও বাড়ে। পয়েন্টে সমানে সমানে পাল্লা দিয়ে চলে খেলা। টানটান উত্তেজনার পর এই সেটও শ্রীলঙ্কা জিতে নেয় ২৫-২২ পয়েন্টে। ফলে ম্যাচ গড়ায় পঞ্চম ও শেষ সেটে।
নির্ধারিত সেটে এসে লড়াই আরও জমে ওঠে। একপর্যায়ে দুই দলের পয়েন্ট সমান ছিল ১১-১১ ব্যবধানে। বাংলাদেশের খেলোয়াড়েরা নিজেদের স্নায়ু ধরে রেখে টানা চার পয়েন্ট তুলে নেয়। শেষ পর্যন্ত ১৫-১১ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের খেলোয়াড়েরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের নাঈম।
এর আগে টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষেও জয় পেতে যথেষ্ট বেগ পেতে হয় স্বাগতিকদের। নেপালকে তারা হারায় ৩-২ সেটে। শ্রীলঙ্কাকে হারানোর পর টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান এখন আরও মজবুত হলো।
এর আগে কাভা কাপ ভলিবলে টানা তৃতীয় জয় পেয়েছে তুর্কমেনিস্তান। শুক্রবার আফগানিস্তানকে ৩-১ সেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। দিনের অন্য ম্যাচে নেপাল ৩-০ সেটে মালদ্বীপকে পরাজিত করেছে।
ছয় দলের এই কাভা কাপ অনুষ্ঠিত হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। লিগ পর্ব শেষে সেরা দুই দল মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপ শিরোপার জন্য। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল লড়বে ব্রোঞ্জ পদকের জন্য এবং পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল খেলবে ৫ম-৬ষ্ঠ স্থানের জন্য। আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

ভারতের রাচিতে আজ থেকে শুরু হচ্ছে ৪র্থ দক্ষিণ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষ হবে রোববার। বেশ কয়েকবার স্থগিত হওয়ার পর অবশেষে দীর্ঘ ১৭ বছর পর ফের দক্ষিণ এশিয়া দেশের এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতা।
সিনিয়র অ্যাথলেটিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়। পাকিস্তান ব্যতিত দক্ষিণ এশিয়ার সকল দেশ অংশগ্রহণ করেছে। সবগুলো ইভেন্ট হবে ঝাড়খন্ডের রাচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে।
বাংলাদেশ থেকে মোট ২৪ জনের একটি দল অংশ নিচ্ছে এই আসরে। যার মধ্যে রয়েছেন ১৯ জন অ্যাথলেট এবং ৫ জন অফিসিয়াল।
আরও পড়ুন
| বার্সার আপিল খারিজ, এল ক্লাসিকোতে নিষিদ্ধই থাকছেন ফ্লিক |
|
মোট দুইশ'র বেশি অ্যাথলেটদের নিয়ে হচ্ছে এই প্রতিযোগিতা। সবচেয়ে বেশি ৭৮ জন অ্যাথলেট অংশ নেবেন স্বাগতিক দেশ থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩জন শ্রীলঙ্কার।
প্রথম দিনে বাংলাদেশের অ্যাথলেটরা ৫টি ইভেন্টে অংশগ্রহণ করবে। ১০০ মিটার (পুরুষ) রাউন্ড-১ এ রাত ৮টায় অংশ নবেন মো. ইসমাইল ও আব্দুল মোতালেব। ১০০মিটার (মহিলা) রাউন্ড -১ রাত সোয়া ৮টায় অংশগ্রহণ করবেন সুমাইয়া দেওয়ান।
পুরুষদের ৫০০০ মিটার স্প্রিন্টে আল আমিন দৌড়াবেন রাত সাড়ে ৮টায়। আর মহিলা ইভেন্টে রিংকি বিশ্বাস নামবেন রাত ৮টা ৫০ মিনিটে।
পুরুষদের ১০০ মিটার ফাইনাল রাত সাড়ে ৯টায়। এই ইভেন্টে মেয়েদের ফাইনাল হবে ৯টা ৪০-এ। সবগুলো ইভেন্ট ধরা হয়েছে বাংলাদেশ সময় অনুযায়ী।
এছাড়া মিক্সড রিলে ৪*৪০০ মিটার অংশগ্রহন করবেন বাংলাদেশের হাফিজুর রহমান, লুসাদ ইসলাম, নাজিমুল হক রনি, শিরিন আক্তার, নুসরাত জাহান রুনা ও বর্ষা খাতুন।

কাভা কাপ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারিয়েছে স্বাগতিকেরা। পাঁচ গেমে বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ১৬-২৫ ও ১৬-১৪। ম্যাচ সেরা হন বাংলাদেশের আল আমিন।
দিনের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান ৩-১ সেটে হারায় শ্রীলংকা। চার গেমে তুর্কমেনিস্তানের পয়েন্ট ছিল ২৫-২২, ২৫-১৬, ২০-২৫ ও ২৫-২০। ম্যাচ সেরা হন তুর্কমেনিস্তানের সেরদার আলদুরদীভ।
এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারায় আফগানিস্তান। আফগানরা ২৫-১৭, ২৫-২০ ও ২৫-১২ পয়েন্টে জয় তুলে নেয়। ম্যাচ সেরা হন আফগানিস্তানের মোহাম্মদ শাহ বাদুন।
ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতায় জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। বুধবার নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে সরাসরি ৩-০ সেটে জেতেন লাল সবুজেরা।
২৮ অক্টোবর পর্যন্ত চলবে কাভা কাপ ভলিবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলছে মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।

২০টি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হল ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই আসরে ৩৫ স্বর্ণ, ২৩ রৌপ্য ও ১১ ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
১০ স্বর্ণ, ২১ রৌপ্য ও ২৯ ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ৪ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৯ ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করে বিকেএসপি।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে আজ সাঁতারে ৯টি ইভেন্ট হয়, যার মধ্যে পাঁচটিতে হয়েছে নতুন জাতীয় রেকর্ড।
গত তিন দিন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি রেকর্ডের ছড়াছড়ি ঘটালেও শেষ দিনে আলো কেড়ে নেন তারই সতীর্থ সাঁতারু কাজল মিয়া। আজ তিনি দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জুয়েল আহমেদের (২০২২ সালের রেকর্ড ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ড) রেকর্ড ভাঙেন।
একই দিনে ৪০০ মিটার ফ্রি স্টাইলে কাজল মিয়া নতুন রেকর্ড গড়েন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে। সব মিলিয়ে এবারের জাতীয় সাঁতারে কাজল মিয়া মোট চারটি নতুন জাতীয় রেকর্ড করেন। তবে শেষ দিনে রাফি তাঁর ব্যক্তিগত ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে সতীর্থ আসিফ রেজার কাছে হেরে দ্বিতীয় হন।
নারী সাঁতারুদের মধ্যেও নতুন রেকর্ড হয়েছে। বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭.০১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার এবং চার গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
রেকর্ডের ধারাবাহিকতায় পুরুষ বিভাগে নৌবাহিনীর রাফি ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক (৬টি নতুন জাতীয় রেকর্ড) অর্জন করে ‘সেরা সাঁতারু’ নির্বাচিত হন।
নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্য (৩টি নতুন জাতীয় রেকর্ড) পদক জিতে সেরা সাঁতারু নির্বাচিত হন।
ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে সেরা খেলোয়াড় এবং নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
ওয়াটারপোলোতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়েছে। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে বিকেএসপি।
প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।

দু’দিন আগে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়ান গেমসে পদক জয় করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। এবার দ্বিতীয় পদকটাও এল কাবাডির হাত ধরে। আজ বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ কাবাডি দল ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।
কাবাডির ছেলেদের সাফল্যে এবারের যুব গেমসে এ নিয়ে বাংলাদেশের মোট পদকও হল দুটি। ঈসা স্পোর্টস সিটিতে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে লাল সবুজের ছেলেরা। এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।
বাংলাদেশ দলকে উৎসাহিত করতে সেখানে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।
প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজয় মানতে হয় বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় দল। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের রেসে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি।
এশিয়ান যুব গেমসের আগের দুটি আসরে অংশ নিলেও কোনো ইভেন্টে পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার কাবাডির হাত ধরে বাংলাদেশ জিতল দুটি পদক।