১৩ মে ২০২৫, ৯:৫৩ পিএম
ময়মনসিংহে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের সাঁতার, ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয় মঙ্গলবার।
গত ২১ এপ্রিল থেকে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফুটবল ও লেডিস ক্লাব মাঠে অ্যাথলেটিক্স ও ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছিলো অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকাদের সাঁতার প্রশিক্ষণ।
প্রতিটি ইভেন্টে ৪০ জন করে বালক/বালিকা অংশ নেওয়ার সুযোগ পায়। ২১টি সেশনের এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সাঁতার কোচ জনাব মো: আব্দুস সামাদ কাজল, মো: এমদাদুল হক (টুটুল), ফুটবল কোচ মো: মনোয়ার হোসেন মনির অ্যাথলেটিক্স কোচ সোহেল রানা, মো: আতিকুর বাশার ও মো: মাহবুবুর আলম রতন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
প্রশিক্ষণ থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড়রা অংশ নিবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের এর ময়মনসিংহ বিভাগীয় দলের বাছাইয়ে। এছাড়া ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স ও জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় বিভাগীয় বাছাইয়ে সুযোগ পাবে প্রশিক্ষণে অংশ নেওয়া অ্যাথলেট ও সাঁতারুরা।
২ মে ২০২৫, ১০:৪১ পিএম
২৭ এপ্রিল ২০২৫, ৭:৫৩ পিএম
২৬ এপ্রিল ২০২৫, ৩:০২ পিএম
দুই দেশের মধ্যে চলছে যুদ্ধময় এক আবহ। সীমান্তে অস্থিরতার জেরে ভারত ও পাকিস্তানের সব ধরণের সম্পর্কই এখন প্রায় বন্ধ। এমন এক সময়ে ওমানের মাসকটে দশম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই প্রতিবেশী দেশ।
লিগ পর্যায়ের এই ম্যাচে অংশ নিতে ভারত দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেছিলেন। তবে আয়োজক এবং এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন (এএইচএফ) পক্ষ থেকে তাদের কালো আর্মব্যান্ড সরিয়ে খেলতে বলা হলে সেটা পরিধান না করেই ম্যাচটি খেলে ভারত। আয়োজকরা ভারতীয় কোচিং স্টাফদের এই ব্যাপারে জানিয়েছিলেন, এই ধরণের কাজ করলে সেটা নিয়ম অনুযায়ী ভারত দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করার দিকে নিয়ে যেতে পারে।
আরও পড়ুন
মান বাঁচাতে ইউরোপা লিগ জিততে চান আমোরিম |
![]() |
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সাথে চলমান সংকটের কারণে দেশের মানুষের আবেগের কথা চিন্তা করে ভারত দল এই ম্যাচটি বয়কট করার বিষয়টি বিবেচনা করেছিল। তবে এএইচএফ তাদের এর শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা দেওয়া ও জরিমানা করার ব্যাপারে সতর্ক করার পর খেলতে রাজি হয় দলটি।
হ্যান্ডবল ফেডারেশন অব ইন্ডিয়া- এর নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) নিয়ম অনুসারে, ভারত ম্যাচটি বয়কট করলে তাদের ১০ হাজার ডলার জরিমানা দিতে হত। এছাড়া ভারতকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনারও ছিল।
ভিন্ন আবহে হওয়া এই ম্যাচে শেষ হাসি হেসেছে পাকিস্তান। ভারতকে তারা হারায় ২-০ ব্যবধানে।
আরও পড়ুন
৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি |
![]() |
সেমিফাইনালেও দুই দলের আবার মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে সেই ম্যাচটি খেলা নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়নি ভারত। আনন্দেশ্বর পান্ডে জানিয়েছেন, তারা সরকারি সিদ্ধান্ত মেনে সেভাবেই ম্যাচ খেলা বা বয়কটের সিদ্ধান্ত নেবেন।
ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফিদুল আলম, সু্যোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৬ টি শারীরিক শিক্ষা কলেজের প্রায় ১২০ জন বালক ও বালিকা।
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং দলের নেতৃত্বে আকবর |
![]() |
এই প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌঁড়, বর্শা নিক্ষেপ, ভলিবল, ব্যাডমিন্টনসহ ৯টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
সবচেয়ে বেশি পদক জেতার মুন্সিয়ানা দেখিয়েছে স্বাগতিক ময়মনসিংহ শারীরিক শিক্ষা কলেজ। ভালো প্রতিদ্বন্দ্বিতা দেখায় বাকি দলগুলোও।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখে খুশি অতিথিরাও। এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে আরোবেশি পরিনত হয়ে উঠবে প্রতিযোগিরা। তাদের হাত ধরে সাফল্য আসবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে, প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় রোববার দিনিব্যাপী ‘স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, সাইন্স অব স্পোর্টস ট্রেনিং ও স্পোর্টস সাইন্স’ বিষয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়।
এই ওয়ার্কশপে ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক, খেলোয়াড় ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ওয়ার্কশপটি পরিচালনা করেন বিকেএসপির সিনিয়র গবেষণা কর্মকর্তা জনাব আবু তারেক, স্পোর্টস মেডিসিন বিভিাগের পরিচালক ড. এ.এফ.এম সামির উল্লাহ, সিনিয়র গবেষণা কর্মকর্তা জনাব এস এম জাহাঙ্গীর আলম রনি ও বিকেএসপির স্পোর্টস সাইন্স বিভাগের স্পোর্টস সাইকোলজিস্ট জনাব মো: শফিকুল ইসলাম।
আরও পড়ুন
জিম্বাবুয়ে দলকে আতিথ্য দিয়ে লাভ কী? |
![]() |
ওয়ার্কশপে মৌলভিবাজার ক্লাব, ফেনি অফিসার্স ক্লাব, বাংলাদেশ নেভি, ডাচ ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, বিকেএসপি ও জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে ২৪জন প্রশিক্ষক, খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ জনাব এম এ জিন্নাহসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বয়সভিত্তিক অ্যাথলেটিকস প্রতিযোগিতায়।
শনিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।
আরও পড়ুন
এফএ কাপ জিতে ‘বড় ক্ষতি’ এড়াতে চান গার্দিওলা |
![]() |
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের চারটি ক্যাটাগরিতে মোট ১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১০০ খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায়।
প্রতিযোগিতা থেকে প্রতিভাবান ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। বাছাইকৃত এই খেলোয়াড়দের নিয়ে শনিবার থেকে মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজনের কথা জানান কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে শুরু হলো মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। বৃহস্পতিবার বিকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশীদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ কে এম মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। সভাপতির বক্তব্যে আল-আমিন জানান, ২০০১ সাল থেকে ময়মনসিংহে সুইমিং কমপ্লেক্স এর যাত্রা হলেও এখনো ভালো মানের সাঁতারু তৈরি হয়নি। তাই ভালো মানের সাঁতারু তৈরি করতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তেব্যে মুফিদুল আলম জানান, সাঁতার না জানার কারনে দিন দিন পানিতে পরে মৃত্যুর হার বাড়ছে । তাই যারা এখানে প্রশিক্ষণ পাবে তারা নিজেরা ভালো সাঁতারু হওয়ার চেষ্টা করবে; একই সাথে নিজ এলাকায় সাঁতার শেখানোয় মানুষকে উদ্বুদ্ধ করবে।
সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে ১২০ জন বালক ও বালিকা হাজির হয়েছিলো ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে। প্রাথমিক বাছাই শেষে ৩২ জন বালক এবং ৮ জন বালিকা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এই ৪০ জন সাঁতারুদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। কোচের দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ জেলা সাঁতার কোচ মোঃ আব্দুস সামাদ কাজল।
No recent posts available.