২০ অক্টোবর ২০২৫, ৯:০৪ পিএম
৩৪তম জাতীয় সাঁতারের প্রথম দিনে আলো কেড়েছেন সামিউল ইসলাম। ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে প্রথম হওয়ার পাশাপাশি ভেঙেছেন নিজের রেকর্ড। ২০২৪ সালে জাতীয় সাঁতারে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিততে সামিউল সময় নেন ২৬.৭৯ সেকেন্ড। সোমবার একই দূরত্বের সাঁতারে লেগেছে ২৬.০৫ সেকেন্ড।
৫০ মিটার ব্যাকস্ট্রোকে এ নিয়ে চতুর্থবার সেরা হয়েছেন সামিউল। ২০২২ থেকে ২০২৫- এ সময়ে টানা প্রথম হতে পেরে খুশি নৌবাহিনীর এই সাঁতারু, ‘আমি ২০২১ সালে প্রথম জাতীয় সাঁতারে খেলেছিলাম। সেবার প্রথম হতে পারিনি। তবে ২০২২ থেকে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতে আসছি। এটি সত্যি আনন্দের। বাকি ইভেন্টগুলোতে আরও ভালো করতে চাই।’
জাতীয় সাঁতারে এবার ব্যক্তিগত ও দলগত মিলিয়ে ১১টি ইভেন্টে অংশ নিচ্ছেন সামিউল। প্রথম দিনে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ছাড়াও ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে সোনা জিতেছেন। দলগত এই ইভেন্টে তাঁর সঙ্গে ছিলেন মাহামুদুন্নবী নাহিদ, নূর আলম ও আসিফ রেজা। বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপির সাঁতারুদের হারিয়ে প্রথম হতে সময় নেন ৩ মিনিট ৩২.১৮ সেকেন্ড। এই ইভেন্টে আগের জাতীয় রেকর্ড ছিল ৩ মিনিট ৩৫.৮৫ সেকেন্ড।
সামিউলের মতো দুটি রেকর্ড গড়েন নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল মিয়া। ২০০ মিটার ফ্রিস্টাইলে নয় বছর আগের পুরোনো রেকর্ড ভাঙতে কাজলের লেগেছে ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড।
এর আগে ২০১৬ সালে জাতীয় সাঁতারের এই ইভেন্টে প্রথম হয়েছিলেন মাহফিজুর রহমান। সেবার ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিততে মাহফিজুর সময় নেন ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড।
২০০ মিটার বাটারফ্লাইতে কাজল ভেঙেছেন নিজের গড়া ২০২৪ সালের রেকর্ডও। গত বছর জাতীয় সাঁতারের এই ইভেন্টে প্রথম হতে কাজলের লেগেছিল ২ মিনিট ০৯.৪১ সেকেন্ড। এবার লেগেছে ২ মিনিট ০৫.৯৫ সেকেন্ড।
পঞ্চম রেকর্ডটি হয়েছে মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপির সাঁতারুদের হারিয়ে প্রথম হয়েছেন নৌবাহিনীর মাইশা আক্তার, যুথী আক্তার, এ্যানি আক্তার ও সোনিয়া আক্তার। এই ইভেন্টে সোনা জিততে এই চার সাঁতারুর লেগেছে ৪ মিনিট ২৫.৫৫ সেকেন্ড।
চার দিনব্যাপী প্রতিযোগিতায় প্রথম দিন ১২টি ইভেন্ট শেষে ৮টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। দ্বিতীয় স্থানে সেনাবাহিনী। সেনাবাহিনী জিতেছে ৩ সোনা, ৬ রুপা ও ৪ ব্রোঞ্জ।
No posts available.
২৩ অক্টোবর ২০২৫, ৭:৪৩ পিএম
২২ অক্টোবর ২০২৫, ১০:২২ পিএম
কাভা কাপ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারিয়েছে স্বাগতিকেরা। পাঁচ গেমে বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ১৬-২৫ ও ১৬-১৪। ম্যাচ সেরা হন বাংলাদেশের আল আমিন।
দিনের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান ৩-১ সেটে হারায় শ্রীলংকা। চার গেমে তুর্কমেনিস্তানের পয়েন্ট ছিল ২৫-২২, ২৫-১৬, ২০-২৫ ও ২৫-২০। ম্যাচ সেরা হন তুর্কমেনিস্তানের সেরদার আলদুরদীভ।
এরপর দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ সেটে হারায় আফগানিস্তান। আফগানরা ২৫-১৭, ২৫-২০ ও ২৫-১২ পয়েন্টে জয় তুলে নেয়। ম্যাচ সেরা হন আফগানিস্তানের মোহাম্মদ শাহ বাদুন।
ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতায় জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। বুধবার নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে সরাসরি ৩-০ সেটে জেতেন লাল সবুজেরা।
২৮ অক্টোবর পর্যন্ত চলবে কাভা কাপ ভলিবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলছে মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।
২০টি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হল ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই আসরে ৩৫ স্বর্ণ, ২৩ রৌপ্য ও ১১ ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
১০ স্বর্ণ, ২১ রৌপ্য ও ২৯ ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ৪ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৯ ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করে বিকেএসপি।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে আজ সাঁতারে ৯টি ইভেন্ট হয়, যার মধ্যে পাঁচটিতে হয়েছে নতুন জাতীয় রেকর্ড।
গত তিন দিন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি রেকর্ডের ছড়াছড়ি ঘটালেও শেষ দিনে আলো কেড়ে নেন তারই সতীর্থ সাঁতারু কাজল মিয়া। আজ তিনি দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জুয়েল আহমেদের (২০২২ সালের রেকর্ড ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ড) রেকর্ড ভাঙেন।
একই দিনে ৪০০ মিটার ফ্রি স্টাইলে কাজল মিয়া নতুন রেকর্ড গড়েন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে। সব মিলিয়ে এবারের জাতীয় সাঁতারে কাজল মিয়া মোট চারটি নতুন জাতীয় রেকর্ড করেন। তবে শেষ দিনে রাফি তাঁর ব্যক্তিগত ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে সতীর্থ আসিফ রেজার কাছে হেরে দ্বিতীয় হন।
নারী সাঁতারুদের মধ্যেও নতুন রেকর্ড হয়েছে। বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭.০১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার এবং চার গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
রেকর্ডের ধারাবাহিকতায় পুরুষ বিভাগে নৌবাহিনীর রাফি ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক (৬টি নতুন জাতীয় রেকর্ড) অর্জন করে ‘সেরা সাঁতারু’ নির্বাচিত হন।
নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্য (৩টি নতুন জাতীয় রেকর্ড) পদক জিতে সেরা সাঁতারু নির্বাচিত হন।
ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে সেরা খেলোয়াড় এবং নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
ওয়াটারপোলোতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়েছে। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে বিকেএসপি।
প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
দু’দিন আগে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়ান গেমসে পদক জয় করেছিল বাংলাদেশ নারী কাবাডি দল। এবার দ্বিতীয় পদকটাও এল কাবাডির হাত ধরে। আজ বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ পুরুষ কাবাডি দল ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।
কাবাডির ছেলেদের সাফল্যে এবারের যুব গেমসে এ নিয়ে বাংলাদেশের মোট পদকও হল দুটি। ঈসা স্পোর্টস সিটিতে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক বাহরাইনকে ১০৬-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে লাল সবুজের ছেলেরা। এই জয়ের ফলে কাবাডি ডিসিপ্লিনে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।
বাংলাদেশ দলকে উৎসাহিত করতে সেখানে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার।
প্রতিযোগিতায় বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পরাজয় মানতে হয় বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে ইরানকে হারিয়ে ঘুরে দাঁড়ায় দল। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্ভাগ্যজনকভাবে থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের রেসে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি।
এশিয়ান যুব গেমসের আগের দুটি আসরে অংশ নিলেও কোনো ইভেন্টে পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার কাবাডির হাত ধরে বাংলাদেশ জিতল দুটি পদক।
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনে হয়েছে আরও তিনটি নতুন রেকর্ড। রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত মোট ১৫টি রেকর্ড হয়েছে।
আজকের দিনের অন্যতম আকর্ষণ ছিলেন নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে তিনি নিজের আগের রেকর্ড ভেঙে ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। এর আগে, ২০২৩ সালে তিনি এই ইভেন্টে ৫৮.৪৫ সেকেন্ড সময়ে রেকর্ড করেছিলেন।
এবারের আসরে তিনি ব্যক্তিগত ৬টি ইভেন্টে ও একটি দলীয় ইভেন্টে মিলিয়ে মোট ৭টি রেকর্ড গড়েছেন।
দিনের বাকি দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলে। পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সাঁতারু তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন। নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রুপা, যুথী ও টুম্পা জুটি রেকর্ড গড়েছেন।
ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। আগামীকাল শিরোপার জন্য লড়বে তারা।
পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। তৃতীয় দিন শেষে তারা ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে প্রথম স্থানে। ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় স্থানে। তৃতীয়তে থাকা বিকেএসপির পদক- ০৩টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জ। প্রতিযোগীতার পর্দা নামবে আগামীকাল।
কাভা কাপ ভলিবলে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিকরা।
সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) আয়োজিত এই কাভা কাপ মেনস টুর্নামেন্টে তিন গেমে বাংলাদেশের পয়েন্ট ছিল যথাক্রমে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১।
দিনের অন্য খেলায় তুর্কমেনিস্তান ৩-০ সেটে নেপালকে হারিয়েছে। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচে। যেখানে লঙ্কানরা ৩-২ সেটে আফগানদের পরাজিত করে।
ছয় জাতির এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেন,
‘বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ দেশ। আমি আশা করি, এই টুর্নামেন্ট অত্যন্ত উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সবার অংশগ্রহণে এটি সফল একটি আসর হবে।’
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান বলেন,
‘এমন একটি টুর্নামেন্ট আয়োজন করা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটা আমাদের দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বড় একটি টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। আমাদের ফেডারেশনের জন্য এটি একটি আন্তর্জাতিক মাইলফলক। আসুন, সবাই মিলে এই টুর্নামেন্টকে সফল করে তুলি।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে ছয় জাতির এই টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নিচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান।