অন্যান্য

রাগে-ক্ষোভে আন্তর্জাতিক আসরকে বিদায় বললেন দেশসেরা হাইজাম্পার

 
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা

৪ অক্টোবর ২০২৫, ১১:১৯ পিএম

news-details

সাউথ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ২০জনকে নির্বাচন করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। সেখানে নেই তেহরানে হএশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়া হাই জাম্পার মাহফুজ উর রহমান শুভর নাম। 


আগামী নভেম্বরে রিয়াদে হবে ইসলামিক সলিডারিটি গেমস। সেখানেও নিজের নাম না থাকায় সব ধরনের আন্তর্জাতিক ইভেন্টকে  বিদায় বলে দিলেন জাতীয় আসরে সর্বোচ্চ উচ্চতায় লাফানো দেশসেরা হাইজাম্পার মাহফুজ।


শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহফুজ লিখেন, ‘আন্তর্জাতিক সকল ধরনের প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। একজন খেলোয়াড়ের মন মানসিকতা ও মুরালিটি ডাউন করার জন্য বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের কিছু সংখ্যক মানুষই যথেষ্ট।’


নিজের পোস্টে 'কিছুসংখ্যক' মানুষের কথা উল্লেখ করলেও আলাদা করে কারও নাম উল্লেখ করেননি মাহফুজ। শনিবার সন্ধ্যায় টি-স্পোর্টসকে বলেন, 'কারও নাম বলতে চাই না। আপনারা সবাই জানেন সেলেকশন কারা করে। তবে বর্তমান কমিটির কার্যক্রম ভালভাবে চলছে না।'


জাতীয় আসরে হাইজাম্পার মাহফুজ ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণপদক জিতেছেন। ১৪টি আসরেই স্বর্নজয় অব্যাহত রয়েছে তার। এছাড়া গত বছর তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২.১৫ মিটার উচ্চতায় জাম্প করে ব্রোঞ্জপদক জেতেন তিনি। ২০১৯ সালে নেপাল এসএ গেমসে অ্যাথলেটিক্সে একমাত্র রুপা আসে মাহফুজের হাত ধরেই। 


অথচ ২৪-২৬ অক্টোবর ভারতে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান অ্যাথলরটিক্স-এ পাঠানো হয়নি মাহফুজের নাম। এ নিয়ে আক্ষেপ করে টি-স্পোর্টসকে বলেন, 'আমি দেশকে ৪টি আন্তজার্তিক পদক এনে দিয়েছি। তারপরও আমার নাম দেওয়া হয়নি, এতেই বুঝা যায় এখানে আমার সেই সম্মানটা আর নেই। যে কারণে আন্তর্জাতিক ইভেন্টে আর খেলব না বলেই সিদ্ধান্ত নিয়েছি।'


আন্তর্জাতিক ইভেন্ট থেকে বিদায় নিলেও জাতীয় পর্যায়ে খেলবেন নৌবাহিনীর মাহফুজ। এছাড়া আন্ত:সার্ভিসেস অ্যাথলেটিক্সেও দেখা যাবে তাকে।

অন্যান্য থেকে আরও পড়ুন

No posts available.

bottom-logo

অন্যান্য

ফিলিস্তিনি খেলোয়াড়দের বৃত্তি দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২ অক্টোবর ২০২৫, ৪:০৭ পিএম

news-details
ফিলিস্তিনি ক্রীড়াবিদদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সামনের বিভিন্ন প্রতিযোগিতায় প্রস্তুতি নেওয়ার জন্য তাদের বৃত্তি প্রদান করার ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাটি। 

২০২৫ এশিয়ান ইয়ুথ গেমস, ২০২৬ ডাকার ইয়ুথ অলিম্পিক গেমস, ২০২৬ আইচি নাগোয়া এশিয়ান গেমস এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক প্রস্তুতির জন্য এই বৃত্তি প্রদান করা হবে।

ফিলিস্তিন জাতীয় অলিম্পিক কমিটির সঙ্গে এক বৈঠকের পর আইওসি জানিয়েছে, অলিম্পিক সলিডারিটি তহবিলের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হবে। এর মাধ্যমে অ্যাথলেটরা আসন্ন প্রতিযোগিতাগুলোর জন্য প্রস্তুতি নিতে পারবে। 

প্রায় ৫০ জন ফিলিস্তিনি অ্যাথলেট এই বৃত্তি থেকে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। মূল লক্ষ্য হবে ২০২৮ অলিম্পিকে গেমসে যোগ্যতা অর্জন করা। বর্তমানে ফিলিস্তিন থেকে অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলেটের সংখ্যা দশ জনেরও কম।

আরও পড়ুন
বল হাতে শুরুতেই মারুফার ঝলক বল হাতে শুরুতেই মারুফার ঝলক

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট কার্সটি কভেন্ট্রি বলেন, ‘যারা এই অঞ্চলে শান্তির আগ্রহ রাখে, তাদের মতো আমরাও বর্তমান কূটনৈতিক অগ্রগতি ঘনিষ্ঠভাবে অনুসরণ করছি এবং আশা করি শিগগিরই এটি শান্তির পথে এগিয়ে যাবে।’

এদিকে গাজায় চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ৬৬,০০০ এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। 

এই পরিস্থিতিতে কভেন্ট্রি বলেন, ‘এই সংঘর্ষে আক্রান্ত সকলের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল এবং আমরা স্বাভাবিকভাবেই এই অঞ্চলের অলিম্পিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’

গত বছর আইওসি ফিলিস্তিনি অলিম্পিক কমিটির ‘ফিলিস্তিনি স্পোর্টস রিভাইভাল প্ল্যান’-র প্রতি সমর্থন জানিয়েছিল এবং ধ্বংসপ্রাপ্ত ক্রীড়া অবকাঠামো পুনর্গঠনে আন্তর্জাতিক তহবিল সমন্বয়ের প্রস্তাব দিয়েছিল।

bottom-logo

অন্যান্য

৬ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন নিয়াজ

 
ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা

২ অক্টোবর ২০২৫, ১১:২৭ এম

news-details

ছয় বছর পর হারানো গৌরব ফিরে পেলেন নিয়াজ মোরশেদ। ৪৯তম জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। আগেরদিন পর্যন্ত নিয়াজ ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সমান সাড়ে ৯ পয়েন্ট ছিল। বুধবার শেষ রাউন্ডে ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারান নিয়াজ। সাকের উল্লাহ’র বিপক্ষে হেরে সাড়ে ৯ পয়েন্টে নিয়ে রানার্সআপ হন ফাহাদ। আর সাড়ে ১০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ৫৯ বছর বয়সী নিয়াজ।


নিয়াজ মোরশেদের এবার শিরোপা লড়াই ছিল আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের সঙ্গে। যিনি মূলত তার শিষ্য। গুরু-শিষ্যের লড়াইয়ের পর জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন নিয়াজ। ১৩ গেমের মধ্যে ৮ টিতে জয় এবং পাঁচটি ড্র করেন নিয়াজ। ২০১৯ সালের পর ফের জাতীয় দাবার সেরা হলেন নিয়াজ। এটি তার সপ্তম জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব। 


১৯৭৯ থেকে ১৯৮২ পর্যন্ত টানা চারবার চ্যাম্পিয়ন ছিলেন নিয়াজ। পরে গ্র্যান্ডমাস্টার হলেও উচ্চ শিক্ষার জন্য দাবা থেকে দূরে ছিলেন। বেশ কয়েক বছর পর আবার দাবা অঙ্গনে ফেরেন। ত্রিশ বছর পর ২০১২ সালে জাতীয় দাবার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেন।

bottom-logo

অন্যান্য

প্যারালিম্পিকে পূর্ণ সদস্যপদ ফিরে পেল রাশিয়া-বেলারুশ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:০০ পিএম

news-details

আগামী বছরের মার্চে শীতকালীন প্যারালিম্পিকের আগে সুখবর পেল রাশিয়া ও বেলারুশ। ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির (আইপিসি) ভোটের পর এই দুই দেশের আংশিক স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ দক্ষিণ কোরিয়ার সিউলে আইপিসির সাধারণ পরিষদের বৈঠকে সদস্য দেশগুলোর ভোটে পূর্ণ সদস্যপদ ফিরে পায় দেশ দুটি। 


রাশিয়ার সম্পূর্ণ স্থগিতাদেশের বিপক্ষে ১১১-৫৫ ভোট পড়ে, আংশিক স্থগিতাদেশও ৯১-৭৭ ভোটে নাকচ হয়। বেলারুশের সম্পূর্ণ স্থগিতাদেশের বিপক্ষে ভোট পড়ে ১১৯-৪৮, আর আংশিক স্থগিতাদেশ ১০৩-৬৩ ভোটে প্রত্যাখ্যাত হয়। কিছু দেশ ভোটদানে বিরত ছিল।


আরও পড়ুন

বক্সারের মৃত্যু, ঘানায় সব ধরনের বক্সিং স্থগিত বক্সারের মৃত্যু, ঘানায় সব ধরনের বক্সিং স্থগিত


ইতালির মিলানো কর্টিনায় হবে ২০২৬ শীতকালীন প্যারালিম্পিক। ধারণা করা হচ্ছে, নিজেদের জাতীয় পতাকায় অংশ নিতে পারে রাশিয়া ও বেলারুশ। তবে ইতালির প্যারলিম্পিক প্রতিযোগিতার ছয়টি খেলাধুলার নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক ফেডারেশন এখনো এই দুই দেশের ক্রীড়াবিদদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।


পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে আইপিসি জানায়, আমরা রাশিয়া ও বেলারুশ এর সঙ্গে একসঙ্গে কাজ করব, যেন যত দ্রুত সম্ভব বাস্তবিক ব্যবস্থা গ্রহণ করা যায়।


রাশিয়ার প্যারালিম্পিক কমিটি এই সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছে, এটি আন্তর্জাতিক প্যারালিম্পিক আন্দোলনের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং  জাতীয় ও রাজনৈতিক ভিত্তিতে বৈষম্য ছাড়াই ক্রীড়াবিদদের অধিকার রক্ষা করার একটি উদাহরণ।


আরও পড়ুন

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় বাংলাদেশি পর্বতারোহী তমালের পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় বাংলাদেশি পর্বতারোহী তমালের


২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর প্যারালিম্পিক থেকে রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সদস্যপদ স্থগিত রাখা হয়েছিল। তবে ২০২৩ সালে পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে আংশিক স্থগিতাদেশের পক্ষে ভোট দিয়েছিল আইপিসির সদস্য দেশগুলো। প্যারিস প্যারালিম্পিকে এই দুই দেশের ক্রীড়াবিদেরা নিরপেক্ষ হিসেবে অংশ নিয়েছিলেন। 


গত সপ্তাহে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) ঘোষণা দিয়েছিল, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিরপেক্ষ পতাকার অধীনে আগামী শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।


বর্তমানে রুশ খেলোয়াড়েরা নয়া দিল্লিতে চলমান ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিরপেক্ষ হিসেবে অংশ নিয়েছেন।

bottom-logo

অন্যান্য

বক্সারের মৃত্যু, ঘানায় সব ধরনের বক্সিং স্থগিত

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৬ পিএম

news-details

বক্সিং ম্যাচ খেলার ১১ দিন পর এক খেলোয়াড়ের মৃত্যুতে ঘানায় সব ধরনের বক্সিং স্থগিত করা হয়েছে।


ঘানার রাজধানী আক্রার বুকোম বক্সিং এরেনায় গত ১২ সেপ্টেম্বর জ্যাকব ডিকসনের মুখোমুখি হন আর্নেস্ত আকুশে। যাকে স্থানীয়ভাবে বাহুবালি নামেও ডাকা হয়।


ওই ম্যাচের ১১ দিন পর গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন আকুশে। এখন পর্যন্ত তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি। 


তবে প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে, সবশেষ বক্সিং ম্যাচে পাওয়া অভ্যন্তরীণ চোটের কারণেই হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আকুশে। 


তাই ঘানার জাতীয় ক্রীড়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে সব ধরনের বক্সিং স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। যেখানে বলা হয়েছে, ক্রীড়াবিদদের জীবন বাঁচাতে ও খেলাধুলার সম্মান ধরে রেখে এর ভবিষ্যতের নিশ্চয়তার জন্যই এটি জরুরি পদক্ষেপ।  


আকুশের মৃত্যু ঘানায় ছয় মাসের মধ্যে দ্বিতীয় পেশাদার বক্সারের মারা যাওয়ার ঘটনা। গত মার্চে আক্রায় ঘানার জন বানুগুর বিপক্ষে খেলা চলাকালেই জ্ঞান হারান নাইজেরিয়ার  গ্যাব্রিয়েল ওলানরেয়াজু। পরে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি তাকে। 


তাই এখন বক্সারদের জন্য আরও নিরাপদ ও পেশাদার পরিবেশ তৈরির জন্য পাঁচ বছরের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে ঘানার ক্রীড়া কর্তৃপক্ষ।

অন্যান্য থেকে আরও পড়ুন

bottom-logo

অন্যান্য

পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় বাংলাদেশি পর্বতারোহী তমালের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১:১২ পিএম

news-details

প্রতিকূল আবহাওয়া, তীব্র শীত আর বিপদসংকুল পথ পাড়ি দিয়ে পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (মানাসলু) জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। বুধবার নেপালের স্থানীয় সময় দিবাগত রাত ৩টায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ১৬৩ মিটারেরে এই চূড়া জয় করেন তিনি।

বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী পর্বতগুলোর একটি মানাসলু। মানাসলু পশ্চিম-মধ্য নেপালের মানসিরি হিমালে অবস্থিত। নামের উৎপত্তি সংস্কৃত ‘মনসা’ থেকে, যার অর্থ ‘বুদ্ধি’ বা ‘আত্মা’, তাই মানাসলুর অর্থ দাঁড়ায় ‘আত্মার পর্বত’। এই পর্বত প্রথম আরোহণ করেন তোশিও ইমানিশি ও গ্যালজেন নরবু (১৯৫৬)। উচ্চতায় ৮ম হলেও, প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এটি চতুর্থ।

বর্তমানে নিরাপদে ক্যাম্প–৪ এর পথে নেমে এসেছেন তমাল। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন অভিযানের বাংলাদেশ সমন্বয়ক মহিউদ্দিন আল মুহিত। এই  অভিযান পরিচালনা করে নেপালের খ্যাতনামা পর্বতারোহণ সংস্থা ‘সেভেন সামিটস’

মুহিত বলেন, 

‘তমালের এই সাফল্য কেবল তার একার নয়, এটি পুরো বাংলাদেশের অর্জন। তার একাগ্রতা, সাহস ও দীর্ঘ প্রস্তুতি আজ সার্থক হয়েছে। আমরা গর্বিত এবং তার নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় আছি।’



গত ১ সেপ্টেম্বর এই শৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে নেপালে রওনা দেন তিনি। সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাকে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে পর্বতারোহণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে পরিচয় করানো।

পর্বতারোহী তৌফিক আহমেদ তমালের এই গৌরব অর্জনে এই কঠিন পথ চলা শুরু হয়েছিল ১৪ বছর আগে। গত ১৪ বছর ধরে দেশে-বিদেশে নিয়মিত ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণে যুক্ত ছিলেন।

ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন তমাল। এর আগে, তিনি ৫০০০–৬০০০ মিটার উচ্চতার সাতটি এবং ৬৫০০ মিটার উঁচু দুটি শৃঙ্গ জয় করেন। উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন থার্পু চুল্লি অভিযান, প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয়, এবং ২০২৪ সালে বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয়।

অন্যান্য থেকে আরও পড়ুন

bottom-logo