
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো নারী কাবাডি বিশ্বকাপের। রোমাঞ্চকর ফাইনালে চায়নিজ তাইপেকে ৩৫–২৮ পয়েন্টে হারিয়েছেন ভারতের সাঞ্জু দেবীরা।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ প্রথমার্ধে ২০–১৬ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় ভারত। বিরতির পর ব্যবধান কমানো দূরে থাক, উল্টো ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে যায় চায়নিজ তাইপে। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে চায়নিজ তাইপে ফেরার আভাস দিলেও ভারতের স্কোর আর ধরতে পারেনি।
খালি হাতে বিশ্বকাপ শেষ করেনি বাংলাদেশ। স্বাগতিকরা জিতেছে ব্রোঞ্জ। ব্যক্তিগতভাবে আসরের সেরা ডিফেন্ডারের পুরস্কার জিতে টুর্নামেন্টটি স্মরণীয় করে রেখেছেন স্মৃতি আক্তার।
দলীয় পুরস্কারের পাশাপাশি তিনটি ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়েছে সমাপনীতে। তৃতীয় ব্যক্তিগত পুরস্কার জিতেছেন চাইনিজ তাইপের মিন লিন, যিনি আসরের সেরা রেইডার হয়েছেন।
সমাপণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব মাহবুব-উল-আলম।। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিয়েছেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি আব্বাস আভারসেজি, প্রো কাবাডির লিগ কমিশনার অনুপম গোস্বামী ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের পরিচালক তেজস্বী সিং গেলত।
No posts available.
২৪ নভেম্বর ২০২৫, ৫:০৬ পিএম
২৩ নভেম্বর ২০২৫, ৯:০৩ পিএম
২৩ নভেম্বর ২০২৫, ৪:০১ পিএম
২৩ নভেম্বর ২০২৫, ১:০৩ পিএম

নির্বাচনী প্রচারণায় জাতীয় দলের খেলোয়াড়দের ব্যবহার না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
এনএসসির চিঠিতে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং নাগরিকদের একাত্মতার প্রতীক। তাঁদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর।
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল বা ব্যক্তি খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন। এটি ক্রীড়ানীতি বিরোধী এবং ক্রীড়াঙ্গনের পরিবেশ কলুষিত করতে পারে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় বা কোনো প্রার্থীর পক্ষে ব্যবহার করা যাবে না।
খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভার মঞ্চে এবং প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। সব খেলোয়াড়কে তাঁদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
এনএসসি সতর্ক করেছে, এই নির্দেশনার ব্যত্যয় দেশের সুস্থ ক্রীড়া পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করতে পারে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা যথাযথভাবে পালন করাতে বলা হয়েছে।

নারী কাবাডি বিশ্বকাপে ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে লড়াইয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চায়নিজ তাইপের কাছে ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিক দলের।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে হারের আগেই অবশ ্য ব্রোঞ্জপদক নিশ্চিত করেছিল বাংলাদেশ!
২০১২ সালে পাটনায় হওয়া প্রথম নারী বিশ্বকাপে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবার স্বাগতিকরা তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করল। প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১২ পয়েন্টের ব্যবধানে হেরেছে ইরান, চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হারের ব্যবধান ছিল ৭। সুবাদে প্রথম আসরের তুলনায় দুই ধাপ উন্নতি করল বাংলাদেশ।
এদিন প্রথম রেইডে ব্যর্থ হন আন্তর্জাতিক কাবাডিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামা বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার। পরে ট্যাকলে পয়েন্ট হারান স্মৃতি আক্তারও। এগিয়ে যায় চাইনিজ তাইপে। তৃতীয় মিনিটে বোনাস পয়েন্ট নিয়ে খাতা খোলে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সময় নিল না তারা। অষ্টম মিনিটে শ্রাবণী মল্লিকের সফল রেইডে ৫-৪ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
২০১২ সালের নারী কাবাডি বিশ্বকাপের প্রথম আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চাইনিজ তাইপে এবারের আসরে শুরু থেকেই আধিপত্য বিস্তার করছে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে আসা দলটি বাংলাদেশের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে ৯-৮ পয়েন্টে এগিয়ে থেকে। ব্যবধান আরও বাড়তে পারত, বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে সুপার ট্যাকলে ২ পয়েন্ট তুলে বাংলাদেশ ব্যবধান কমিয়ে প্রথমার্ধ শেষ করে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ঘুচিয়ে ১০-৮ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। চাইনিজ তাইপেও পাল্টা আঘাতে ১০-১০ সমতায় ফিরে। সময় গড়ানোর সাথে সাথে আধিপত্য বাড়তে থাকে চাইনিজ তাইপের। এ অর্ধের পঞ্চম মিনিটে বাংলাদেশকে অল আউট করে তারা এগিয়ে যায় ১৫-১২ পয়েন্টে। বাকিটা সময়ে দাপট ধরে রেখে ২৫-১৮ পয়েন্টে জয় তুলে নেয় চাইনিজ তাইপে।
সোমবার ফাইনালে চাইনিজ তাইপে মুখোমুখি হবে ভারতের। আসরের প্রথম সেমিফাইনালে ইরানকে হারিয়েছিল ভারত।

সফলভাবে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করেছে বাংলাদেশ। মাঠের পারফরম্যান্সেও স্বাগতিকরা পিছিয়ে নেই। টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন রুপালী-বৃষ্টিরা। তাতে নারী বিশ্বকাপ কাবাডিতে প্রথমবার কোন পদকও জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী কাবাডি দল এই টুর্নামেন্টের আগে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে ছিল, সেটির ইতিবাচক প্রভাব পড়েছে তাদের পারফরম্যান্সে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম মনে করেন, আরও বড় সাফল্যের সামর্থ্যও আছে বাংলাদেশ দলের।
ক্রীড়াঙ্গনের যে কোন ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে নিজেদের আরও মেলে ধরার জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, ‘এরই মধ্যে ব্রোঞ্জ পদক পাওয়ার নিশ্চয়তা আমরা লাভ করেছি। আশা করছি সেমিফাইনালে যদি চাইনিজ তাইপেকে হারাতে পারি, তবে পরবর্তীতে লক্ষ্য থাকবে স্বর্ণ পদক অর্জনের। সব খেলাতেই দীর্ঘমেয়োদী প্রশিক্ষণের প্রয়োজন আছে, তাহলেই আমরা বিভিন্ন গেমসগুলোতে আরও ভাল করতে পারবো।’
এবারের কাবাডি বিশ্বকাপ এবং সম্প্রতি শেষ হওয়া এশিয়ান যুব গেমস এবং ইসলামিক সলিডারিটি গেমসের অভিজ্ঞতায় মাহবুব-উল-আলম জানিয়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের আরও উজ্জ্বলভাবে মেলে ধরতে সরকারের নানা উদ্যোগের কথা, ‘একটা দেশ যদি খেলাধূলা বা যে কোন ক্ষেত্রে উন্নতি করতে চায়, তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। ইতিমধ্যে আমরা ২০১ টি উপজেলাতে মিনি স্টেডিয়াম করেছি, সেখানে সব ধরণে খেলাধূলার ব্যবস্থা থাকবে। আমাদের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ণের প্রকল্প নেওয়া হয়েছে।’
নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের মধ্যে দিয়ে আয়োজক হিসেবে বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বলেও মনে করে যুব ও ক্রীড়া সচিব, ‘বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গৌরবের যে, আমরা এখানে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে পেরেছি। বাংলাদেশ কাবাডি ফেডারেশন দক্ষতা এবং পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করেছে। সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সব ধরণের সহায়তার জন্য। প্রশাসনিক, আর্থিক সহায়তা আমরা দিয়েছি।’

কাবাডি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের ঐতিহাসিক যাত্রা আরও এগিয়ে নিতে চায় স্বাগতিকরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে লাল সবুজের মেয়েরা মুখোমুখি হবে অপরাজিত চাইনিজ তাইপের। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। সরাসরি দেখাবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস।
শনিবার থাইল্যান্ডকে হারিয়ে পুল ‘এ’ থেকে রানার্স-আপ হয় বাংলাদেশ। চার ম্যাচে তিন জয়ে এটিই বিশ্বমঞ্চে বাংলাদেশের সবচেয়ে সফল অভিযান।
চাইনিজ তাইপের শক্তিমত্তা স্বীকার করলেও আরেকটি স্মরণীয় পারফরম্যান্সের আশা করছেন বাংলাদেশের প্রধান কোচ শাহনাজ পারভীন মালেকা, ‘চাইনিজ তাইপে শক্তিশালী দল। আমরাও সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করব এবং জয়ের লক্ষ্যেই নামব। উগান্ডা, জার্মানি ও থাইল্যান্ডকে হারিয়েছি— এটাই আমাদের আত্মবিশ্বাস।’
থাইল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর দল আরও চাঙা হয়েছে বলেও জানান বাংলাদেশ কোচ, ‘মেয়েরা এখন আরও উদ্দীপ্ত ও আত্মবিশ্বাসী। তাঁরা আমাকে বলেছে, চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটা ডু অর ডাই। মেয়েরা সর্বোচ্চটা উজাড় করে দেবে।’
দলের অন্যতম সেরা রেইডার স্মৃতি আক্তার জানালেন স্বাগতিক হিসেবে খেলতে পারার অনুভূতি, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। নিজের মাটিতে খেলা আর দেশের জন্য পদক নিশ্চিত করা— এর চেয়ে আনন্দ আর কী হতে পারে?’
অন্যদিকে, পাঁচ ম্যাচে পাঁচ জয়ে পুল ‘বি’ সেরা হয়ে সেমিফাইনালে এসেছে চাইনিজ তাইপে। দলটির অধিনায়ক ইয়াহান চুয়াং স্বাগতিকদের প্রশংসা করেও জানালেন প্রস্তুতির কথা, ‘বাংলাদেশের বিপক্ষে ভালোভাবে প্রস্তুত থাকব। তারা অভিজ্ঞ দল, তাই আমাদেরও সেরাটা দিতে হবে।’ স্বাগতিকদের বিপক্ষে খেলায় বাড়তি চাপ থাকার কথাও স্বীকার করেন তিনি, ‘হ্যাঁ, কিছুটা চাপ আছে, কারণ বাংলাদেশ আয়োজক। তবে আমরা শুধু ম্যাচেই মনোযোগ দেব।’
টানা পাঁচ জয়ে বাড়তি আত্মবিশ্বাসের কথাও জানান চুয়াং, ‘এটি আমাদের টুর্নামেন্টে পঞ্চম জয়। আমরা এখন আরও আত্মবিশ্বাসী।’
আজ বাংলাদেশের পক্ষে থাকবে স্বাগতিক সমর্থকদের সমর্থন। বিপরীতে শৃঙ্খলা, নির্ভুলতা ও ধারাবাহিকতা নিয়ে প্রস্তুত চাইনিজ তাইপে। তাই সেমিফাইনালটি রোমাঞ্চকর এক দ্বৈরথেরই আভাস দিচ্ছে। বাংলাদেশের মেয়েদের সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ, আর তাইপের সামনে তাদের অপরাজিত যাত্রা ধরে রাখার চ্যালেঞ্জ।
গতবারের চ্যাম্পিয়ন ভারত ও রানার্স-আপ ইরান দিনের প্রথম সেমিফাইনালে একে অপরকে মোকাবিলা করবে।

প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ চারে ওঠায় পদকও নিশ্চিত হলো লাল সবুজের মেয়েদের।
শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড। সেখানে ৩৯-৩১ পয়েন্টে বিজয়ী হয়েছে মালেকা পারভীনের দল।
প্রথমার্ধে সমানে সমান লড়াই হয় দুই দলের মধ্যে।স্বাগতিকরা এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে। তবে দ্বিতীয়ার্ধে আর বাংলাদেশের মেয়েদের সঙ্গে পেরে উঠেন অতিথিরা।
ঘরের মাঠে বিশ্বকাপ। সেখানে এখন পর্যন্ত দারুণ খেলছে আগের বিশ্বকাপে পঞ্চম স্থান অর্জন করা বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ নিতে হয়।
তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। সমান পয়েন্ট ছিল থাই মেয়েদেরও। শনিবার আরেক ম্যাচে নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইরান।