২৩ অক্টোবর ২০২৫, ৭:৪৩ পিএম

২০টি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হল ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই আসরে ৩৫ স্বর্ণ, ২৩ রৌপ্য ও ১১ ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
১০ স্বর্ণ, ২১ রৌপ্য ও ২৯ ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ৪ স্বর্ণ, ৫ রৌপ্য ও ৯ ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করে বিকেএসপি।
মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে আজ সাঁতারে ৯টি ইভেন্ট হয়, যার মধ্যে পাঁচটিতে হয়েছে নতুন জাতীয় রেকর্ড।
গত তিন দিন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি রেকর্ডের ছড়াছড়ি ঘটালেও শেষ দিনে আলো কেড়ে নেন তারই সতীর্থ সাঁতারু কাজল মিয়া। আজ তিনি দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জুয়েল আহমেদের (২০২২ সালের রেকর্ড ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ড) রেকর্ড ভাঙেন।
একই দিনে ৪০০ মিটার ফ্রি স্টাইলে কাজল মিয়া নতুন রেকর্ড গড়েন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে। সব মিলিয়ে এবারের জাতীয় সাঁতারে কাজল মিয়া মোট চারটি নতুন জাতীয় রেকর্ড করেন। তবে শেষ দিনে রাফি তাঁর ব্যক্তিগত ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে সতীর্থ আসিফ রেজার কাছে হেরে দ্বিতীয় হন।
নারী সাঁতারুদের মধ্যেও নতুন রেকর্ড হয়েছে। বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭.০১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার এবং চার গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
রেকর্ডের ধারাবাহিকতায় পুরুষ বিভাগে নৌবাহিনীর রাফি ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক (৬টি নতুন জাতীয় রেকর্ড) অর্জন করে ‘সেরা সাঁতারু’ নির্বাচিত হন।
নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্য (৩টি নতুন জাতীয় রেকর্ড) পদক জিতে সেরা সাঁতারু নির্বাচিত হন।
ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে সেরা খেলোয়াড় এবং নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
ওয়াটারপোলোতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়েছে। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে বিকেএসপি।
প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
No posts available.
২৯ অক্টোবর ২০২৫, ৫:১৯ পিএম
২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম

আগামীকাল শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতাটি হবে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা শেখ বশির আহমেদ।
চ্যাম্পিয়নশিপ উপলক্ষে বুধবার পল্টনের জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ)।
উপস্থিত ছিলেন বিবিএসএ-এর সিনিয়র সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, টুর্নামেন্ট কমিটির সচিব ও যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন সোহাগ এবং অংশগ্রহণকারী ১২টি দলের অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ।
সংবাদ সম্মেলনে অনুপম হোসেন বলেন, ‘নারী বেসবলের বিকাশ, নারীদের ক্রীড়া অংশগ্রহণ বৃদ্ধি এবং জাতীয় নারী দল গঠনের লক্ষ্যে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই বাংলাদেশ নারী বেসবল দল শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করুক।’
জাতীয় বেসবলে দেশের বিভিন্ন জেলা ও সংস্থার মোট ১২টি দল অংশগ্রহণ করবে। খেলাগুলো অনুষ্ঠিত হবে সিঙ্গেল এলিমিনেশন নকআউট পদ্ধতিতে। নভেম্বরের ১ তারিখ হবে টুর্নামেন্টের ফাইনাল।
বিবিএসএ সাধারণ সম্পাদক তালহা জুবায়ের বলেন, ‘নারী বেসবল এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উদীয়মান শক্তি। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রতিভাবান নতুন খেলোয়াড় বেছে নিয়ে জাতীয় নারী বেসবল দলকে আরও শক্তিশালী করব।’

কাভা কাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে সরাসরি ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক দল। আসরে এই প্রথম কোনো ম্যাচে সরাসরি সেটে হারলো বাংলাদেশ।
এদিন প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে হারে বাংলাদেশকে। দ্বিতীয় সেটে তুমুল লড়াই হলেও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। এই সেটে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্ট নিয়ে ২-০ সেটে এগিয়ে যায়। তৃতীয় সেটে লঙ্কানরা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩-০ সেটে ম্যাচ জিতে নেয়।
হোম ভেন্যুর টুর্নামেন্টে চতুর্থ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে। এর আগে ২৪ অক্টোবর রাউন্ড রবিন লিগের খেলায় এই দুই দলের সাক্ষাতে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।

কাভা কাপের (সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন) ফাইনালে আফগানিস্তানকে ৩-২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। তৃতীয়বারের মতো কাভা কাপের শিরোপা জিতল মধ্য এশিয়ার দেশটি। এর আগে ২০১৫ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তুর্কমেনিস্তান।
টুর্নামেন্টজুড়ে দাপট দেখিয়েছে তুর্কমেনিস্তান। রাউন্ড রবিন লিগের পাঁচ ম্যাচের সবগুলো জিতে ফাইনালে ওঠে দলটি। শিরোপা নির্ধারণী ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে তারা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে শুরুতেই চমক দেখায় আফগানিস্তান। ২৫-২০ পয়েন্টে প্রথম সেট জিতে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান। ২৫-২১ পয়েন্টে জিতে ম্যাচে সমতা আনে সাবেক চ্যাম্পিয়নরা।
তৃতীয় সেটে আবারও নাটকীয়তা দেখা যায়। এ সেট দখলে নেয় আফগানিস্তান। ২৫-১৮ পয়েন্টে জিতে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় আফগানরা। ম্যাচ যখন আফগানিস্তানের দিকে ঝুঁকছিল, ঠিক তখনই দুর্দান্ত প্রত্যাবর্তন করে চতুর্থ সেট নিজেদের করে নেয় তুর্কমেনিস্তান। ২৫-২০ পয়েন্টে সেট জিতে তারা খেলাকে ভাগ্য নির্ধারণী পঞ্চম সেটে নিয়ে যায়।
পঞ্চম সেটে ছিল চরম উত্তেজনা। এক সময় দুই দলের স্কোর ১১-১১-তে সমান হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে নেয় তুর্কমেনিস্তান। ১৫-১২ পয়েন্টে সেট জিতে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে এবং পুরো দল উল্লাসে মেতে ওঠে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এবং সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান, সিনিয়র সহ সভাপতি লতিফ শাহরিয়ার জাহেদী ও সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩-১ সেটে হেরে ফাইনালের টিকিট হাতছাড়া করে স্বাগতিক দল।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ ‘অঘোষিত সেমিফাইনালে’ আফগানিস্তানের সঙ্গে খেলেছে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের কাছে হেরে যাওয়ায় আফগানিস্তানকে হারালেই ফাইনালে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের।
এদিন প্রথম সেটে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ২৫-২৩ পয়েন্টে আফগানিস্তানকে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে খেই হারায় স্বাগতিকরা। ২৫-২০ পয়েন্টে হেরে ম্যাচে সমতা আসে আফগানিস্তানের কাছে। তৃতীয় সেটেও উত্তেজনা ছড়িয়ে থাকে, কিন্তু শেষ মুহূর্তে ২৫-২৩ পয়েন্টে জয় তুলে নেয় আফগানিস্তান। চতুর্থ সেটেও ১৯-২৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। এতে ফাইনালের টিকিট নিশ্চিত হয় আফগানিস্তানের।
আগামীকাল ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

টানা তিন ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও তুর্কমেনিস্তান। এই যাত্রায় থামতে হয়েছে বাংলাদেশকে। স্বাগতিকদের হারিয়ে কাভা কাপ ভলিবলের ফাইনালে উঠেছে তুর্কমেনিস্তান।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে রোববার বাংলাদেশকে ৩-২ সেটে হারিয়েছে তুর্কমেনিস্তান। টুর্নামেন্টে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখে তুর্কমেনিস্তান।
ম্যাচের প্রথম সেটেই ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। একসময় বাংলাদেশ ২৪-২১ পয়েন্টে এগিয়ে থাকলেও সেখান থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান। ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে তারা প্রথম সেট জিতে নেয়।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫-১৭ পয়েন্টে জয় পেয়ে সেটে সমতা ফেরায় তারা।
তৃতীয় সেটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুর্কমেনিস্তান, ২৫-২১ পয়েন্টে সেটটি জিতে তারা ২-১ সেটে এগিয়ে যায়। পিছিয়ে পড়েও বাংলাদেশ চতুর্থ সেটে অসাধারণ লড়াই করে এবং ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয়। এতে ম্যাচটি গড়ায় পঞ্চম ও নির্ধারক সেটে।
পঞ্চম সেট ছিল চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলের পয়েন্ট যখন ১৩-১৩, তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা বিরাজ করছিল। তবে শেষ হাসি হেসেছে তুর্কমেনিস্তান। ১৬-১৪ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নেয় তারা।
ফাইনালে ওঠার জন্য বাংলাদেশকে এখন অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। রাউন্ড রোবিন লিগের শেষ ম্যাচে স্বাগতিকরা আগামীকাল মুখোমুখি হবে আফগানিস্তানের। বর্তমানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুটি করে ম্যাচ জিতেছে। অন্যদিকে, আগামীকাল শ্রীলঙ্কা খেলবে নেপালের বিপক্ষে।