বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন আরো আগে, ক্যারিয়ারের সায়াহ্নে ইনজুরি-চোট জর্জরতার কারণে শেষ ম্যাচটায় মালাগায় অনুষ্ঠিত ডেভিস কাপে কোর্টে আদৌও নামতে পারবেন কিনা– জানেন না ক্লে কোর্টের অবিসংবাদিত রাজা রাফায়েল নাদাল। কিন্তু নাদালেরই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং অন্যতম ‘বড় ভক্ত’ রজার ফেদেরার এক খোলা চিঠিতে একবাক্যে মেনে নিচ্ছেন, নাদালের মতো আর কেউ তাকে চ্যালেঞ্জ ছুড়তে পারেননি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফেদেরার তার প্রিয় বন্ধু এবং প্রতিন্দ্বন্দ্বী নাদালের জন্য লিখেছেন খোলা চিঠি। সেখানে ফেদেরার জানাচ্ছেন, নাদালের কারণেই টেনিসকে আরো উপভোগ করেছেন দ্য সুইস মায়েস্ত্রো।
নাদালের মুখোমুখি হয়েছেন অসংখ্যবার। ফেদেরার আর নাদালের লড়াই একবিংশ শতকের শুরুর টেনিসকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। ফেদেরার তার ক্যারিয়ারের ইতিটাও টেনেছেন নাদালকে কাছে রেখে, ২০২২ সালের লেভার কাপে একসঙ্গে খেলে। সে মুহূর্তটাকে ফেদেরার বলেছেন ‘তার ক্যারিয়ারের অন্যতম বিশেষ মুহূর্ত’ হিসেবে।
ফেদেরার তার লেখা খোলা চিঠিতে স্মরণ করিয়ে দিচ্ছেন, জয়ের চাইতে হারের তেতো স্বাদটা ৪৩ বছর বয়সী সুইস বেশি পেয়েছেন, যখন তিনি নাদালের মুখোমুখি হয়েছেন, “তুমি আমায় অনেকবার হারিয়েছ, অনেকবার। আমি যতবার তোমাকে হারিয়েছি তার চেয়ে অনেক বেশি”, লেখেন ফেদেরার। স্মরণ করেন তাদের প্রথম সাক্ষাতের গল্পটাও, ২০০৪ সালের মার্চ মাসে মায়ামি মাস্টার্সে একেবারে স্ট্রেইট সেটে সে সময়ের বিশ্বের নাম্বার ওয়ান ফেদেরারকে হারিয়ে বিশ্বকে চমকে দেন র্যাংকিংয়ের ৩৪ তম বাছাই স্প্যানিশ রাফা।
ততদিনে ফেদেরারের নামের পাশে চারটা গ্র্যান্ড স্ল্যাম, আর নাদালের বয়স কেবল ১৭। ২০০৫ সালের ফ্রেঞ্চ ওপেন জিতে নিজের নাম ইতিহাসের বুকে লেখার আগেই ফেদেরারকে বুঝিয়ে দিয়েছিলেন যে নাদাল টেনিস জগতে রাজত্ব করতে এসেছেন। ফেদেরার-নাদাল রাইভালরিতে জয়ের সংখ্যা কিংবা গ্র্যান্ড স্ল্যাম জয়– দুই জায়গাতেই নাদাল ছাড়িয়েছেন ফেদেরারকে। একে অপরের বিপক্ষে ৪০ দেখায় নাদাল জিতেছেন ২৪ বার, আর ফেদেরার শেষ হাসি হেসেছেন ১৬ বার। গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও নাদাল ভেঙেছিলেন ফেদেরারের ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছাড়িয়ে, থেমেছেন ২২ এ এসে।
“আমি ভেবেছিলাম আমিই পৃথিবীর শ্রেষ্ঠ, এবং সেটাই সত্যি ছিল ততদিন পর্যন্ত যেদিন মায়ামিতে তোমার মুখোমুখি হলাম। লাল, হাতাকাটা শার্টে বাইসেপস দেখিয়ে কোর্টে নামলে, আমাকে একদম সহজে হারিয়ে দিলে। তোমার জন্যই আমি খেলাটাকে অন্যভাবে দেখতে শিখেছি,” খোলা চিঠিতে লেখেন ফেদেরার। নাদালের তীব্র টপস্পিন সামলানোর জন্য ফেদেরার নিজের ব্যাকহ্যান্ডে আসলেই পরিবর্তন এনেছিলেন।
ক্লে কোর্টে ১৪ বার ফ্রেঞ্চ ওপেনজয়ী নাদালের উপরে আর কেউ নেই, সেই স্বীকৃতিটা ফেদেরার আরেকবার দিয়েছেন ৩৮ বছর বয়সী স্প্যানিয়ার্ডকে, “ক্লে কোর্টে নামলে মনে হতো তোমার রাজ্যে প্রবেশ করেছি, আর সেখানে তুমি আমার চিন্তা-সামর্থ্যের বাইরে আমাকে খাটিয়ে মেরেছো। বিশ বছর পর, ১৪ টা ফ্রেঞ্চ ওপেন জয়। কী ঐতিহাসিক এক ক্যারিয়ার। স্পেনকে তুমি গৌরব এনে দিয়েছো। তোমার জন্য পুরো টেনিস বিশ্বও গর্বিত।”
ডেভিস কাপে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেন খেলবে মঙ্গলবার রাত ৯ টায়। ডেভিস কাপের ফাইনাল রবিবার ২৪ নভেম্বর। স্পেন তার মূল ভরসা রাখছে আরেক স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজের উপর। তবে নাদালের ‘ওয়ান লাস্ট ডান্স’টা আদৌ কোর্টে হবে কিনা, সেটা তার শরীরের সামর্থ্যের উপর নির্ভর করবে।
৬ জুলাই ২০২৫, ৭:২৩ পিএম
অর্জনমুখর এক ক্যারিয়ারে আরও একটু দারুণ কীর্তি যোগ হল নোভাক জোকোভিচের। গত শনিবার স্বদেশী সার্বিয়ান মিওমির কেচমানোভিচকে ৬-৩, ৬-০, ৬-৪ সেটে হারিয়ে উইম্বলডনে নিজের ১০০তম জয় পূর্ণ করেছেন এই টেনিস কিংবদন্তি।
এই জয়ের মাধ্যমে সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ উইম্বলডনের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে শততম একক ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। তার আগে এই কীর্তি ছিল কেবল মার্টিনা নাভরাতিলোভা (১২০ জয়) ও রজার ফেদেরারের (১০৫ জয়)।
আরও পড়ুন
ক্লাব বিশ্বকাপ : সেমিফাইনালের টিকিটের মূল্য অবিশ্বাস্য কমাল ফিফা |
![]() |
এমন অর্জনের পর জোকোভিচ জানান উচ্ছ্বসিত প্রতিক্রিয়া।
“এটা আমার কাছে স্বপ্নের এক টুর্নামেন্ট। উইম্বলডন শুধু আমার একারই নয়, বরং বিশ্বের অধিকাংশ টেনিস খেলোয়াড়ের কাছেই প্রিয় একটি টুর্নামেন্ট। ছোটবেলায় প্রায় সব টেনিস খেলোয়াড়ই এই কোর্টে খেলার ও জেতার স্বপ্ন দেখে। আমি নিজেকে তাই ভাগ্যবান মনে করি যে, আমার প্রিয় টুর্নামেন্টে আমি ইতিহাস গড়তে পারছি।”
এবারের উইম্বলডন জোকোভিচের ২০তম অংশগ্রহণ। এই জয়ের মাধ্যমে তিনি গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন ৬৮তম বারের মত, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তার এগিয়ে আছেন কেবল সুইস গ্রেট ফেদেরার (৬৯ বার)।
আরও পড়ুন
লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে মুসিয়ালাকে |
![]() |
এছাড়া জোকোভিচ ও ফেদেরারই পুরুষ এককের দুই খেলোয়াড়, যারা দুটি ভিন্ন ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ১০০ বা তার বেশি ম্যাচ জিতেছেন (উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেন মিলিয়ে)। ১৯৬৮ সালে ওপেন যুগ শুরুর পর আর কেউই পারেননি এই কীর্তি গড়তে।
আজ থেকে শুরু হলো এমটিবি ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা। ৪ জুলাই পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স ও ময়মনসিংহ ক্লাবে। শুক্রবার বিকেলে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন পৃষ্ঠোপষোক প্রতিষ্ঠান ও ফেডারেশনের কর্মকর্তারা।
এবারের প্রতিযোগিতায় বিকেএসপি, পুলিশ ক্লাব, আমেরিকান ক্লাব, জাতীয় টেনিস কমপ্লেক্স, ধানমন্ডি স্পোর্টিং ক্লাব, সেনা বাহিনী অফিসার্স ক্লাব, নেভি ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, জার্মান ক্লাব, ব্রাহ্মনবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, মাসা টেনিস একাডেমী, নরডিক ক্লাব, প্রো টেনিস একাডেমী ঢাকা, গোপালগঞ্জ টেনিস ক্লাব, ঠাকুরগাও স্টেশন ক্লাব, খুলনা ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স - রাজশাহী, জেলা টেনিস ক্লাব মাগুরা, অফিসার্স ক্লাব - ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা হতে (ক) সিনিয়র ৩৫+, ৪৫+ ও ৫৫+, (খ) উন্মুক্ত (প্ররুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও মহিলা দ্বৈত) এবং ৩৩৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতা সিনিয়র ও উন্মুক্ত ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন ২০২৫ সকাল ৮:০০ টা হতে উন্মুক্ত ইভেন্টের খেলা জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় এবং সিনিয়র ইভেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ ক্লাবে।
ক্লে কোর্টে চলতি মৌসুমের নিজের প্রথম জয়ের লক্ষ্যে জেনেভা ওপেনে টানা দ্বিতীয় বছরের মতো অংশ নিতে যাচ্ছেন টেনিস গ্রেট নোভাক জোকোভিচ। এটি মূলর রোলাঁ গ্যারোর (ফ্রেঞ্চ ওপেন) আগে একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট।
জেনেভা ওপেনের আয়োজকরা শুক্রবার জানিয়েছেন, আগামী ১৭ থেকে ২৪ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এটি ফ্রেঞ্চ ওপেনের আগে খেলোয়াড়দের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখা হয়।
বর্তমানে টেনিসে বিশ্বের ছয় নম্বর খেলোয়াড় জোকোভিচ তার ক্যারিয়ারের ১০০তম একক শিরোপা জয়ের খোঁজে আছেন। তবে কাজটা সহজ হতে যাচ্ছে না তার জন্য। সার্বিয়ান তারকা এবারের ইউরোপিয়ান ক্লে কোর্ট মৌসুমে এখনো কোনো ম্যাচ জিততে পারেননি। মন্টে কার্লো এবং মাদ্রিদ ওপেন থেকে বিদায় নেন জয় ছাড়াই।
আরও পড়ুন
শুরু হল জাতীয় টেনিস প্রতিযোগিতা ২০২৫ |
![]() |
জোকোভিচ ছাড়াও জেনেভা ওপেনের অংশগ্রহণকারীদের মধ্যে আছেন র্যাংকিংয়ে চতুর্থ স্থানে থাকা টেলর ফ্রিটজ ও ক্যাসপার রুড, যিনি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এবং গত চার আসরের মধ্যে তিনবারই এই শিরোপা জিতেছেন।
গত বছর জোকোভিচ জেনেভা ওপেনের সেমিফাইনালে টমাস মাচাচের কাছে হেরে বিদায় নেন। এরপর প্যারিসে চলে গিয়েছিলেন চার রাউন্ড পর্যন্ত। তবে কোয়ার্টার ফাইনালে রুডের বিপক্ষে ম্যাচের আগে হাঁটুর চোটের কারণে তিনি সরে দাঁড়ান। ফলে তিনি তার র্যাংকিংয়ে শীর্ষ অবস্থানও হারান।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় রোববার শুরু হয়েছে জাতীয় টেনিস প্রতিযোগিতা ২০২৫। আসর চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
টুর্নামেন্ট উপলক্ষ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি ও বিটিএফ টুর্নমেন্ট উপ-কমিটির মেম্বার ইন চার্জ জনাব আশরাফুজ্জমান খাঁন (পুটন), সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ (কারেন), কোষাধ্যক্ষ জনাব এম এ জিন্নাহ।
আরও পড়ুন
মাসচেরানোর কাছে জোড়া অ্যাসিস্ট করা মেসিই মায়ামির ‘প্রাণ’ |
![]() |
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যে, প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও মহিলা দ্বৈত ইভেন্টসমূহ অন্তর্ভূক্ত থাকছে। প্রতিযোগিতায় জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, অফিসার্স ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, উত্তরা ক্লাব , অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স - রাজশাহী, নওগাঁ টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, সেনাবাহিনী অফিসার্স ক্লাব, নরডিক ক্লাব, আমেরিকান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, পুলিশ মেস অফিসার্স ক্লাব, গুলশান ক্লাব, প্রো টেনিস একাডেমি ঢাকা, জামালপুর টেনিস ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, লক্ষীপুর টেনিস ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার হতে মোট ১৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতাটি সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনের জন্য ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির কনভেনর জনাব শফিকুল ইসলাম সরকার (সোহেল) কে টুর্নামেন্ট ডিরেক্টর মনোনিত করা হয়েছে।
টুর্নামেন্টে রেফারী হিসেবে দায়িত্ব পালন করছেন আইটিএফ হুয়াইট ব্যাজ রেফারী মাসফিয়া আফরিন ও বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্য ও অফিসিয়েটিং কমিটির মেম্বার ইনচার্জ জনাব আহমেদ জিয়াউর রহমান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঢাকার বহিরাগত খেলোয়াড় ও প্রশিক্ষকগণের ফেডারেশনের অভ্যন্তরে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
ফিরছেন মাহমুদউল্লাহ, টিকে থাকার লড়াইয়ে কঠিন পরীক্ষায় বাংলাদেশ |
![]() |
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে সর্বমোট টাকা ৩ লাখ ৩৫ হাজার নগদ অর্থ প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়াও সকল ইভেন্টের বিজয়ী খেলোয়াড়দের ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে।
বিকেএসপিতে শেষ হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৫। টুর্নামেন্টে বিকেএসপি মোট নয়টি ইভেন্টের মধ্যে ৭টিতে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে।
সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিকোসেপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান তাঁর সাথে উপস্থিত ছিলেন।
বালিকা বিভাগে অনূর্ধ্ব- ১২ ইভেন্টে বিকেএসপির মানভা চ্যাম্পিয়ন ও আসফি হয়েছেন রানার-আপ, অনূর্ধ্ব- ১৪ ইভেন্টে বিকেএসপির ঊশা চ্যাম্পিয়ন ও প্রো টেনিস একাডেমির মাস্তরা আফরিন রানার-আপ, অনূর্ধ্ব- ১৬ ইভেন্টে বিকেএসপির জান্নাতুল ফেরদৌস চ্যাম্পিয়ন ও নওগাঁ টেনিস ক্লাবের ইয়ানা কোরেশি রানার-আপ, অনূর্ধ্ব- ১৮ ইভেন্টে বিকেএসপির সুবর্না খাতুন চ্যাম্পিয়ন ও মাসুদা অঅক্তার রানার-আপ হন।
বালক বিভাগে অনূর্ধ্ব- ১২ ইভেন্টে বিকেএসপির জুবায়ের চ্যাম্পিয়ন ও মানিকগঞ্জ টেনিস ক্লাবের আল রাফি রানার-আপ, অনূর্ধ্ব- ১৪ ইভেন্টে বিকেএসপির কাব্য গায়েন চ্যাম্পিয়ন ও সাবির ইসলাম রানার-আপ, অনূর্ধ্ব- ১৬ ইভেন্টে বিকেএসপির তুষার চ্যাম্পিয়ন ও আলিফ রানার-আপ, অনূর্ধ্ব- ১৮ ইভেন্টে বাংলাদেশ টেনিস ফেডারেশনের জারিফ আবরার চ্যাম্পিয়ন ও রানার আপ ম্: সায়েম রানার আপ এবং বালক দৈত ইভেন্টে বাংলাদেশ টেনিস ফেডারেশনের জারিফ আবরার ও মো: সায়েম চ্যামিপয়ন এবং বিকেএসপির ছবিদ বড়ুয়া জয় ও মালেক বিন মাহাত রানার আপ হন।
৫ দিনের এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪ টি দলের মোট ১১২ জন তরুণ-তরুণী ৯টি ইভেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো – বাংলাদেশ টেনিস ফেডারেশন, ধানমন্ডি টেনিস ক্লাব, উত্তরা টেনিস ক্লাব, ঢকা ক্যান্টনমেন্ট টেনিস ক্লাব, রাজশাহী টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস কমপ্লেক্স, ঝালকাঠি টেনিস ক্লাব, মেহেরপুর টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব, স্টেশন ক্লাব বগুড়া, বিপিএটিসি-সাভার, মাদারীপুর টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাগুড়া টেনিস ক্লাব, গোপালগঞ্জ টেনিস ক্লাব, খুলনা টেনিস ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রেশন ক্লাব, গুলশান ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, নাটোর টেনিস ক্লাব ও স্বাগতিক বিকেএসপি।
No recent posts available.