
১ জানুয়ারি ২০২৫, ৭:২৫ পিএম

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার বালিকা একক ১৪ বছর গ্রুপে মাদাীরপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
টুর্নামেন্টের ষষ্ঠ দিনে, ফাইনালে জান্নাত ৬-১, ৬-১ গেমে প্রো টেনিস একাডেমীর মাসতুরা আফরিনকে পরাজিত করেছেন।
পুরুষ এককের মূল পর্বের খেলায় আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার ৬-২, ৬-১ গেমে বিকেএসপির তানভির মুন তুষারকে, উত্তরা ক্লাবের জাওয়াদ মোহাম্মদ ভূঁঞা ৬-২, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের ফারুক হোসেনকে, মাহাদি হাসান আলভি (পাশা) ৪-৬, ৬-০, ৬-২ গেমে নরডিক ক্লাবের বিপ্লব রামকে এবং আমেরিকান ক্লাবের মো: রুস্তম আলী ৬-৪, ৬-৩ গেমে হানিফ মুন্না [পাশা] কে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। 
আরও পড়ুন
    
| টেনিস থেকে অবসরের ঘোষণা নাদালের |   | 
নারী এককের কোয়ার্টার ফাইনালে বিকেএসপির হালিমা জাহান ৩-৬, ৪-৬, ৬-২ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেনকে এবং বিকেএসপির সুবর্না খাতুন ৬-৩, ৬-১ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের তানজিলা আক্তারকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। 
বালক একক ১৮ বছর গ্রুপে বিকেএসপির কাব্য গায়েন ৩-৬, ৬-৩, ৭-৬ গেমে বিকেএসপির মাহাদ বিন মালেককে এবং মো: সায়েম ৬-১, ৬-০ গেমে বিকেএসপির সুবিত বড়ুয়া জয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। 
বালিকা একক ১৮ বছর গ্রুপে বিকেএসপির হালিমা হাজান ৬-২, ৬-১ গেমে ডভোকেট আব্দুস সালাম টেনিস কপ্লেক্সের সুমনা বক্সিকে এবং বিকেএসপির জান্নাতুন  ফেরদৌস মিতু ৬-৩, ৬-১ গেমে নওগাঁ টেনিস ক্লাবের ইয়ানা কোরেইশি চৌধুরীকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।
আরও পড়ুন
    
| টেনিসে ইতিহাস গড়া মাসফিয়া এগিয়ে যেতে চান নতুনদের অনুপ্রেরণা হয়ে |   | 
বালক একক ১৪ বছর গ্রুপের খেলায় বিকেএসপির কাব্য গায়েন ৬-০, ৭-৫ গেমে বিকেএসপির এনএইচ তালুকদারকে, বিকেএসপির তাহমিদ জামজিদ ৬-২, ৬-৪ গেমে বিকেএসপির ইনতেসার হাসিনকে, বিকেএসপির জুবায়ের ইসলাম ৬-২, ৭-৬ গেমে বিকেএসপির সাবির ইসলামকে এবং প্রো টেনিস একাডেমীর মো: আকাশ হেসেন ৬-৩, ৭-৫ গেমে বিকেএসপির পার্থ সমদ্দারকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।
No posts available.



২২ অক্টোবর ২০২৫, ৫:১৩ পিএম




১৯ অক্টোবর ২০২৫, ১:২৯ পিএম


প্যারিস মাস্টার্সের কোর্ট বড় অঘটনের সাক্ষী হলো! উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারের শোধ নিলেন ক্যামেরন নরি। বিশ্বের এক নম্বর বাছাইকে ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দিলেন ৩০ বছর বয়সী এই ব্রিটিশ তারকা।
আলকারাজের বিপক্ষে এটাই নরির ক্যারিয়ারের প্রথম জয়। টুর্নামেন্টে টানা ১৭ ম্যাচ জয়ের পরে তিনি শেষ ষোলোতে পৌঁছালেন।
আলকারাজকে হারানোকে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় উল্লেখ করে নরি বলেন,
‘এটা আমার জন্য বিশাল কিছু। চোট থেকে ফিরে এসেছি, গত বছর এখানে প্রথম রাউন্ডের বাছাই পর্বেই হেরেছিলাম। এবার সেই জায়গা থেকে ফিরে ক্যারিয়ারের বড় জয়টা পেয়েছি। বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে প্রথম জয়, এমন আত্মবিশ্বাসী একজনের বিপক্ষে জেতা দারুণ অনুভূতি।’
শেষ ষোলোর ম্যাচে আগামীকাল নরি খেলবেন মোনাকোর ভ্যালেন্টিন ভ্যাচেরটের বিপক্ষে।

প্যারিস মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জোকোভিচ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন সার্বিয়ান তারকা। টানা দ্বিতীয়বারের মতো মৌসুমের শেষ এটিপি মাস্টার্সে খেলবেন না জোকোভিচ। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনায় ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
এক্সে জোকোভিচ ঘোষণা দেন,
‘প্রিয় প্যারিস, দুর্ভাগ্যবশত আমি এই বছরের প্যারিস মাস্টার্সে প্রতিদ্বন্দ্বিতা করব না। এখানে অসাধারণ স্মৃতি এবং দুর্দান্ত সাফল্য রয়েছে, বিশেষ করে সাতবার শিরোপা জয় করতে পেরেছি। আশা করি পরের বছর সঙ্গে দেখা হবে।’
চলতি মৌসুমে খুব কম সংখ্যক টুর্নামেন্টে অংশ নিয়েছেন ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ। চারটি গ্র্যান্ড স্লামের বাইরে তিনি মাত্র আটটি এটিপি ট্যুরে খেলেছেন। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন সব গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছান এই তারকা।
সবশেষ অফিশিয়াল টুর্নামেন্ট হিসেবে সাংহাই মাস্টার্স খেলেন জোকোভিচ। তবে সেখানে ভালো করতে পারেননি তিনি। বিদায় নেন সেমিফাইনাল থেকে। গত সপ্তাহে সৌদি আরবে সিক্স কিংস স্ল্যামে আমন্ত্রিত ছয়জন খেলোয়াড়ের একজন ছিলেন জোকোভিচ। তবে হেরে যান ইয়ানিক সিনারের কাছে। তারপর তৃতীয় স্থানের জন্য টেলর ফ্রিটজের বিপক্ষে নামেন। কিন্তু এক সেট খেলার পরই কোমরের অস্বস্তিতে খেলা ছেড়ে উঠে যান।

ডেভিস কাপে ইতালির হয়ে অংশ নেবেন না চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইয়ানিক সিনার। আগামী মাসে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ইতালি। গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বের দুই নম্বর র্যাঙ্কধারী সিনারকে পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আগামী ১৮-২৩ নভেম্বর বোলোগনিয়া শহরে অনুষ্ঠিত হবে ডেভিস কাপ। এর আগে তুরিনে ৯-১৬ নভেম্বর এটিপি ওয়ার্ল্ড ট্যুরে অংশ নেবেন সিনার।
গতকাল ইতালির স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী সিনার তারকা বলেছেন,
'এটি সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু তুরিনের পর লক্ষ্য হলো অস্ট্রেলিয়ায় ভালো শুরু করা। ওই সময়ে এক সপ্তাহের প্রস্তুতি অনেক পার্থক্য গড়ে দিতে পারে।'
২০২৬ সালের জানুয়ারিতে হবে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। চলতি বছর সবগুলো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছান সিনার। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন শিরোপা। সিনার ডেভিস কাপে অংশ না নিলেও স্পেন দলের হয়ে কোর্টে নামবেন বিশ্বের এক নম্বর বাছাই কার্লোস আলকারাজ।
জানা গেছে ডেভিস কাপে ইতালির হয়ে অংশ নেবেন লোরেঞ্জো মুসেত্তি ও ফ্লাভিও কোবোল্লি। মুসেত্তি বিশ্বের অষ্টম বাছাই, কোবোল্লির র্যাঙ্কিংয়ে অবস্থান ২২তম।

নিজেকে হারিয়ে আবারও খুঁজে পেলেন দানিয়েল মেদভেদেভ। বাজে সময় পেছনে ফেলে ৮৮২ দিন পর শিরোপায় চুম্বন দিলেন রাশিয়ান টেনিস তারকা। আলমাতি ওপেনের ফাইনালে আজ কোরেন্টিন মাউটেটকে হারিয়ে ক্যারিয়ারের ২১তম টাইটেল জিতলেন মেদভেদেভ।
২০২৪ রোম মাস্টার্সে
সর্বশেষ শিরোপা জিতেছিলেন মেদভেদেভ। এরপর ভুলে যাওয়ার মতো সময় পার করেছেন। সর্বশেষ
ইউএস ওপেনে মাত্র একটি ম্যাচ জিতেছেন, আসরজুড়ে বলার মতো কোনো দাপুটে পারফরম্যান্স ছিল
না সাবেক নম্বর ওয়ান তারকার।                                                   
দীর্ঘদিনের হতাশা থেকে
বের হতে গিয়ে বেশ কিছু কাজ করেছেন মেদভেদেভ। কোচের সঙ্গে সম্পর্কচ্ছেদের মতো ঘটনা ঘটিয়েছেন
তিনি। তার একসময়কার কোচ গিলস সার্ভারা এখন আর নেই রাশিয়ান টেনিস তারকার সঙ্গে। কারণ,
পুরোনো কোচের কাছ থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছিলেন না বলেও অভিযোগ তুলেছিলেন মেদভেদেভ।
বিশেষ করে সার্ভ করার
সময় সমস্যায় পড়েন মেদভেদেভ। ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ডে দুর্বলতা ছিলই, দ্রুত কোর্ট
কভারিংয়েও সুবিধা নিতে পিছপা হচ্ছিলেন তিনি। এ জন্যই নতুন করে থমাস জনসন ও রোহান গোয়েটজির
সঙ্গে চুক্তিতে জড়ান মেদভেদেভ। ফলস্বরূপ আলমাতি ওপেনের ফাইনালে কোরেন্টিনকে ৭-৬, ৪-৬,
৬-৩ সেটে হারিয়েছেন তিনি।
১৯ বছরের ক্যারিয়ারে এটি মেদভেদেভের ২১তম শিরোপা। এটি শুধু একটি জয়ই নয়, বরং নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ। আর সে মঞ্চে র্যাঙ্কিংয়ের ১৪ নম্বর রুশ তারকা বুঝিয়ে দিলেন, তিনি হারিয়ে যাননি। নিজেকে ভেঙে-চুরে গড়েছেন নতুন করে।
.jpg) 
                        ২৯ বছর বয়সি মেদভেদেভ বলেছেন,
‘এই প্রথম কোনো টুর্নামেন্টে আমি জিতেছি, যেখানে আমার দুই কন্যা উপস্থিত ছিল। এটা সত্যিই আমার জন্য দারুণ একটা মুহূর্ত।’
তিনি তার ২১তম টাইটেল দ্বিতীয় কন্যা ভিক্টোরিয়াকে উৎসর্গ করেছেন,
‘আমি যখন আমার প্রথম টাইটেল পেয়েছিলাম, তখন আমার প্রথম কন্যা জন্ম নিয়েছিল। সেটা আমি তাকে উৎসর্গ করি। এবারের ট্রফিটা আমি আমার দ্বিতীয় মেয়েকে (ভিক্টোরিয়া) উৎসর্গ করতে চাই।’
  .jpg) 
    
      
    

স্প্যানিশ কার্লোস আলকারাজকে হারিয়ে টানা দ্বিতীয়বার ‘সিক্স কিংস স্ল্যাম’র শিরোপা জিতলেন ইতালির টেনিস তারকা ইয়ানিক সিনার। আর সেই সঙ্গে পেলেন টেনিস ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পুরস্কার—৬০ লাখ ডলার! বাংলাদেশি মুদ্রায় ৭২ কোটি টাকা। গ্র্যান্ড স্ল্যামে চেয়েও পুরুষ এককে এই টুর্নামেন্টের প্রাইজমানি বেশি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত এই প্রদর্শনী টুর্নামেন্টে বিশ্বের ছয় শীর্ষ খেলোয়াড় অংশ নেন—নোভাক জোকোভিচ, স্তেফানোস সিৎসিপাস, আলেকজান্ডার জেভরেভ, টেইলর ফ্রিটজ, কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। সবাই পেতেন অংশগ্রহণের জন্য দেড় মিলিয়ন ডলার করে, তবে চ্যাম্পিয়নের জন্য অপেক্ষা করছিল আকাশছোঁয়া পুরস্কার।
ইনডোর কোর্টে আগ্রাসী সিনার ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র এক ঘণ্টা ১৫ মিনিটে আলকারাজকে হারান সরাসরি সেটে—৬-২, ৬-৪ গেমে। গত মাসেই ইউএস ওপেনে আলকারাজের কাছে হেরেছিলেন সিনার। এবার সেই হার মুছে দিলেন দারুণ জয়ে।
২৪ বছর বয়সী সিনারের এটি শুধু প্রতিশোধ নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচও। রিয়াদের এই জয়ে আগামী মাসে নিজ দেশ ইতালির তুরিনে এটিপি ফাইনালসের আগে নতুন করে জ্বলে উঠলেন তিনি।
র্যাংকিং পয়েন্ট না থাকলেও, অর্থ আর গৌরবে ভরপুর এই ‘সিক্স কিংস স্ল্যাম’ যেন টেনিসে সৌদি আরবের নতুনভাবে পরিচয় করিয়ে দিল।