
আর্চারি জাজেস সেমিনার- ২০২৪, আর্চারি কোচেস কোর্স- ২০২৪ এবং আর্চারি কোচেস কোর্স-২০২৩ এর সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় টঙ্গির আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে।
এই সনদ বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সেমিনার ও কোর্সের পরীক্ষায় উত্তীর্ণ ২৭ জনের মাঝে সনদ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, আরচারি কোচেস ও জাজেস উন্নয়ন সাব-কমিটির সদস্য-সচিব মোঃ রফিক, বাংলাদেশ আরচারি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জাতীয় আরচ্যারী দলের প্রধান প্রশিক্ষকসহ জাজ, কোচ ও জাতীয় আরচারি দলের আর্চারবৃন্দ।
বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টঙ্গির আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে “আরচারি জাজেস সেমিনার ২০২৪” অনুষ্ঠিত হয়। সেমিনারে দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থা থেকে ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে অনুষ্ঠিত পরীক্ষায় নিন্মোক্ত ১৩ জন প্রশিক্ষাণার্থী উত্তীর্ণ হয়ে ন্যাশনাল জাজ হিসাবে ফেডারেশনের অধীনে অ্যাক্রিডিটেড হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন:
১) ঐশ্যর্য্য রহমান, ২) মারুফ বিল্লাহ্ আল ফাহিম, ৩) আলেহা মোসাম্মৎ রুবাইয়া, ৪) শাহাদাৎ হোসেন, ৫) মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল আহাদ, ৬) মোঃ জাবির উদ্দিন, ৭) প্রিন্স মোঃ সায়েম, ৮) মোঃ মাহমুদুল হাসান রিয়াজ, ৯) মোঃ রুবেল হাসান, ১০) মুস্তফা মোঃ রসুল, ১১) আব্দুন নকিব জিমি, ১২) রোকনুর রহমান ও ১৩) শাহাদাৎ হোসেন সরকার।
আর গত ৫ থেকে ৯ নভেম্বর টঙ্গির আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে “আরচারি কোচেস কোর্স ২০২৪” অনুষ্ঠিত হয়। কোর্সে দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থা থেকে ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কোর্স শেষে অনুষ্ঠিত পরীক্ষায় নিন্মোক্ত ৭ জন প্রশিক্ষাণার্থী উত্তীর্ণ হয়ে ন্যাশনাল লেভেল-১ আরচারি কোচ হিসাবে ফেডারেশনের অধীনে অ্যাক্রিডিটেড হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন:
১) মোসাম্মৎ রুবাইয়া আলেহা, ২) মারুফ বিল্লাহ্ আল ফাহিম, ৩) মোহাম্মদ আশিকুজ্জামান, ৪) মোঃ রসুল মুস্তফা, ৫) সাকিবুল, ৬) মোঃ লিটন ও ৭) মোঃ আশিকুর।
এছড়াও ২০২৩ সালের ২৬ থেকে ৩০ নভেম্বর টঙ্গির আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে “আরচারি কোচেস কোর্স ২০২৩” অনুষ্ঠিত হয়। কোর্সে দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থা থেকে ১০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
কোর্স শেষে অনুষ্ঠিত পরীক্ষায় নিন্মোক্ত ৭ জন প্রশিক্ষাণার্থী উত্তীর্ণ হয়ে ন্যাশনাল লেভেল-১ আরচারি কোচ হিসাবে ফেডারেশনের অধীনে অ্যাক্রিডিটেড হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন:
১) মোঃ তামিমুল ইসলাম, ২) মোসাঃ ফারজানা, ৩) সুস্মিতা বনিক, ৪) মোঃ আবুল কাশেম মামুন, ৫) বিউটি রায়, ৬) আনোয়ার হোসেন ও ৭) মোঃ আশরাফ মোল্লা।
No posts available.

চোটের কারণে ডেভিস কাপ ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ। সোমবার ইন্সটাগ্রামে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ইতালির বোলোনিয়ায় আজ ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডেভিস কাপ। বৃহস্পতিবার কোয়ার্টার-ফাইনালে চেক রিপাবলিকের মুখোমুখি হবে স্পেন। সেই ম্যাচে স্পেনের হয়ে খেলার কথা ছিল আলকারাজের।
গত রোববার এটিপি ফাইনালে ইয়ানিক সিনারের কাছে ৭-৬ (৭-৪), ৭-৫ ব্যবধানে হেরে যান আলকারাজ। ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে ফোলাভাব অনুভব করেন ২২ বছর বয়সি এই তারকা।
ইন্সটাগ্রামে পোস্টে আলকারাজ লিখেছেন,
“বোলোনিয়ায় স্পেনের হয়ে ডেভিস কাপে খেলতে পারব না। আমার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে (ইসকিউটিবিয়াল) ফোলা ধরা পড়েছে এবং চিকিৎসকদের পরামর্শ হলো এখন প্রতিযোগিতায় না নামা। সবসময়ই বলেছি, স্পেনের হয়ে খেলা সবচেয়ে বড় গর্বের বিষয়। তবে এবার দলকে ‘এনসালাদেরা’ জেতার লড়াইয়ে সাহায্য করতে না পারায় সত্যিই কষ্ট পাচ্ছি। ব্যথিত মন নিয়ে বাড়ি ফিরছি।”
স্প্যানিশ টেনিস ফেডারেশন জানায়, সিনারের বিপক্ষে প্রথম সেট চলাকালীন উরুর পিছনে ব্যথা অনুভব করেন আলকারাজ। সোমবার তিনি স্পেনের প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিলেও মেডিকেল টেস্টে তার হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির টান ও ফোলাভাব পাওয়া যায়।
চলতি বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে আলকারাজের গ্র্যান্ড স্লাম শিরোপা সংখ্যা দাঁড়িয়েছে ছয়। গত সপ্তাহে এটিপি ফাইনালের নক-আউটে ওঠার মাধ্যমে বছরশেষের বিশ্ব এক নম্বর স্থান নিশ্চিত করেন তিনি।
ডেভিস কাপে ইতালির দলে নেই বিশ্বের দুই নম্বর তারকা ইয়ানিক সিনার। আগামী মৌসুমের প্রস্তুতির জন্য নাম প্রত্যাহার করেছেন তিনি।

সময়ের দুই সেরা তারকার ফাইনাল ম্যাচে লড়াই জমিয়েও বারবার শেষে গিয়ে ধরা খেলেন কার্লোস আলকারাজ। সেই সুযোগ কাজে লাগিয়ে আরও একবার সরাসরি সেটে ম্যাচ জিতে নিলেন ইয়ানিক সিনার। একইসঙ্গে জিতলেন এটিপি ফাইনালস শিরোপা।
ইতালির তুরিনে রোববার রাতে এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই তারকার ফাইনালে সিনারের জয় ৭-৬ (৭-৪) ও ৭-৫ গেমে। পুরো আসরে অপরাজিত থেকেই এটিপি ফাইনালসে নিজের শিরোপা ধরে রাখলেন ২৪ বছর বয়সী এই ইতালিয়ান তারকা।
সব মিলিয়ে ইনডোর হার্ড কোর্টে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইলেন সিনার। সবশেষ এই ফাইনাল জিতে তিনি পেলেন ৫০ লাখ ডলারের অর্থ পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় যা ৬১ কোটি টাকার বেশি।
আলকারাজের বিপক্ষে ফাইনালে ছয়বারের দেখায় এ নিয়ে দুইবার জিতলেন সিনার। সব মিলিয়ে দুই জনের মুখোমুখি ১৬ ম্যাচে সিনারের এটি ষষ্ঠ জয়।
আরও পড়ুন
| ম্যারাথন ফাইনাল জিতে জোকোভিচের ইতিহাস |
|
টেনিসে চলতি বছরের পুরোটাতেই ছিল সিনার ও আলকারাজের দাপট। দুজন মিলে জিতেছেন মোট ১৪টি শিরোপা। এমনকি বছরের চারটি গ্র্যান্ড স্লামও নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন ইতালিয়ান ও স্প্যানিয়ার্ড দুই তারকা।
২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন সিনার। আলকারাজের হাতে উঠেছে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের ট্রফি।
এটিপি ফাইনালস জিতলেও অবশ্য বছর শেষের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাননি সিনার। এই জায়গায় এক নম্বরেই রইলেন আলকারাজ।
সব মিলিয়ে ২০২৫ সালে ৬টি শিরোপা জিতেছেন সিনার। যা তার ক্যারিয়ারে এক বছরে দ্বিতীয় সেরা। এ বছর খেলা ১২টি টুর্নামেন্টের মধ্যে ১০টিতেই ফাইনালে উঠেছেন তিনি। অথচ ডোপিংয়ের দায়ে বছরের শুরু তিন মাস নিষিদ্ধ ছিলেন এই ইতালিয়ান।

প্রায় ৩ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে লরেন্সো মুসেত্তিকে হারিয়ে হেলেনিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। যার সৌজন্যে এটিপি ট্যুরের উন্মুক্ত যুগের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়েছেন সার্বিয়ান তারকা।
অ্যাথেন্সে শনিবারের ফাইনালে মুসেত্তিকে ৪-৬, ৬-৩ ও ৭-৫ গেমে হারান জোকোভিচ। দুই শীর্ষ বাছাই খেলোয়াড়ের মধ্যে লড়াইটি চলে ২ ঘণ্টা ৫৯ মিনিট ধরে।
এটিপি ট্যুর ক্যারিয়ারে জোকোভিচের এটি ১০১তম শিরোপা। এই তালিকায় রজার ফেদেরারের চেয়ে মাত্র ২ শিরোপা দূরে জোকোভিচ। আর ১০৯ শিরোপা নিয়ে সবার ওপরে জিমি কনরস।
হার্ড কোর্টের রেকর্ডে ফেদেরারকে এরই মধ্যে পেছনে ফেলে দিয়েছেন জোকোভিচ। এটি তার ৭২তম শিরোপা। এতদিন ৭১ শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ফেদেরার ও জোকোভিচ।
প্রথম সেটে জোকোভিচকে ৪-৬ গেমে হারিয়ে লিড নেন মুসেত্তি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি শীর্ষ বাছাই এই তারকা। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জেতেন। পরে টাইব্রেকারে যাওয়া তৃতীয় সেট ৭-৫ গেমে নিজের করে নেন তিনি।
তবে এথেন্সে চ্যাম্পিয়ন হলেও তুরিনের এটিপি ফাইনালসে খেলবেন না জোকোভিচ। কাঁধের চোটের কারণে নিজ থেকে সরে দাঁড়িয়েছেন সার্বিয়ান তারকা। ফলে তার জায়গায় সুযোগ পাচ্ছেন রানার্স-আপ হওয়া মুসেত্তি।

গত সেপ্টেবরে ইউএস ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে যান ইয়ানিক সিনার। সেই ম্যাচ হারের ফলে ৬৫ সপ্তাহ পর র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে ফেলেন ইতালিয়ান তারকা। দুই মাস পর আবারও শীর্ষে ওঠার হাতছানি দুই নম্বর বাছাই সিনারের।
সোমবার প্যারিস মাস্টার্সের ফাইনালে জয় পেলেই শীর্ষে উঠবেন এই তারকা।
প্যারিস মাস্টার্স শুরুর আগে চলতি বছর র্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরাকে অসম্ভব বলেছিলেন সিনার। তবে দ্বিতীয় রাউন্ডে ক্যামেরন নরির কাছে হেরে যান শীর্ষ বাছাই আলকারাজ। ফলে আবারও শীর্ষে ওঠার রাস্তা তৈরি হয় সিনারের।
আরও পড়ুন
| আলকারাজকে হারিয়ে চমক নরির |
|
শনিবার রাতে সেমিফাইনালে আলেকজান্ডার জেভারেভকে ৬-০, ৬-১ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছান সিনার। ইনডোরে সিনারের এটি টানা ২৫ ম্যাচ জয়ের রেকর্ড। এই জয়ে প্রথমবারের মতো প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠলেন সিনার।
প্যারিসের লা ডিফেন্স এরিনায় কোনো প্রতিরোধ গড়তে পারেননি তৃতীয় বাছাই জেভারেভ। তিনটি ব্রেক পয়েন্ট জিতে ৬-০ তে প্রথম সেট জিতে নেন সিনার। প্রথম সেট মাত্র ৩০ মিনিটে জেতেন তিনি।
দ্বিতীয় সেটেও ধরে রাখেন আধিপত্য। দুটি ব্রেক পয়েন্ট নিজের করে নিয়ে ৬-১ ব্যবধানে জিতে নেন সেট।
ফাইনালে ফ্রান্সের ফ্লেক্স অগার-আলিয়াসিমের বিপক্ষে নামবেন সিনার। সেমিফাইনালে আলেকজান্ডার বুবলিককে ৭-৬(৭-৩), ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন এই ফরাসি তারকা।

ক্যামেরন নরির কাছে প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। তাঁর প্রতিদ্বন্দী দুই নম্বর বাছাই ইয়ানিক সিনার অবশ্য হতে দেননি কোন অঘটন। বেন শেলটনকে সহজে হারিয়ে প্রথমবার প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে পৌঁছালেন ইতালিয়ান এই তারকা। ইনডোরে সিনারের এটি টানা ২৪ ম্যাচ জয়ের রেকর্ড।
প্যারিসের লা ডিফেন্স এরিনায় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পঞ্চম বাছাই শেলটনকে সরাসরি ৬-৩, ৬-৩ সেটে হারান সিনার। এই জয়ে বিশ্ব র্যাংকিংয়ের আবারো শীর্ষস্থান দখলের কাছাকাছি এগিয়ে গেলেন এই তারকা। সোমবার প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলে চলতি বছর প্রথম মাস্টার্স শিরোপা ঘরে তুলবেন সিনার। সেইসাথে বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর স্থান আবারো পুনরুদ্ধার করবেন। ম্যাচ শেষে সিনার জানালেন, তিনি এই মুহূর্তে র্যাংকিং নিয়ে ভাবছেন না।
এদিন দ্রত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে মাত্র ৭০ মিনিটে জয় নিশ্চিত করেন সিনার। শেলটনের বিপক্ষে এটি টানা সপ্তম জয় ২৪ বছর বয়সি এই তারকার। ম্যাচ শেষে উচ্ছসিত সিনার বলেন,
‘খুবই খুশি। আজকের ম্যাচ খুব কঠিন ছিল। তাঁর সার্ভিং অসাধারণ, তবে আমি ভালো খেলতে পেরেছি।’
সেমিফাইনাল সিনারের প্রতিপক্ষ জার্মান তৃতীয় বাছাই অ্যালেক্সান্ডার জভারেভ। জভারেভ দুই ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ডানিয়েল মেদভেদভকে ২-৬, ৬-৩, ৭-৬ (৭-৫) সেটে হারিয়েছেন।