
বিজয় দিবস টেনিস প্রতিযোগিতার ফাইনালে পুরুষ এককে আর্মি অফিসার্স ক্লাবের জারিফ আবরার ৪-৬, ৬-১, ৬-২ গেমে আমেরিকান ক্লাবের মো: রুস্তম আলীকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতেন। পুরুষ দ্বৈতে আমেরিকান ক্লাবের মো: রুস্তম আলী ও মিলন হোসেন জুটি ৬-৩, ৭-৬ গেমে পাশা’র হানিফ মুন্না ও মাহাদি হাসান আলভিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মেয়েদের এককে বিকেএসপির হালিমা জাহান ৬-২, ৬-১ গেমে বিকেএসপির সুবর্না খাতুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
নারী দ্বৈতে ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন ও সুমাইয়া আক্তার জুটি ৬-১, ৭-৫ গেমে বিকেএসপির সুবর্না খাতুন ও জান্নাত ফেরদৌসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক এককে (অনূর্ধ্ব-১৮) বিকেএসপির কাব্য গায়েন ৭-৬, ৬-২ জাতীয় টেনিস কমপ্লেক্সের মো: সায়েমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা এককে (অনূর্ধ্ব-১৮) বিকেএসপির হালিমা হাজান ৬-৩, ৬-৩ গেমে বিকেএসপির জান্নাতুন ফেরদৌস মিতুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক এককে (অনূর্ধ্ব-১৪) বিকেএসপির কাব্য গায়েন ৭-৬, ৬-২ গেমে প্রো টেনিস একাডেমীর মো: আকাশ হোসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকা এককে (অনুর্ধব-১৪) মাদারীপুর টেনিস ক্লাবের জান্নাত হাওলাদার ৬-১, ৬-১ গেমে প্রো টেনিস একাডেমীর মাসতুরা আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এবারের প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্টে জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, অফিসার্স ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, উত্তরা ক্লাব , ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স - রাজশাহী, নওগাঁ টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, নেত্রকোনা টেনিস ক্লাব, সেনাবাহিনী অফিসার্স ক্লাব, নরডিক ক্লাব, আমেরিকান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, ডাচ ক্লাব, বাগেরহাট টেনিস ক্লাব, পুলিশ মেস অফিসার্স ক্লাব, আজিমপুর কমিউনিটি সেন্টার টেনিস ক্লাব, বোট ক্লাব, উত্তরা ফ্রেন্ডস ক্লাব, মুন্সীগঞ্জ টেনিস ক্লাব, গুলশান ক্লাব, কাস্টমস ক্লাব, প্রো টেনিস একাডেমি, ইমপেক্ট টেনিস একাডেমি, বাগেরহাট টেনিস ক্লাব মোট ৩০ টি ক্লাব/ সংস্থা হতে মোট ২১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতায় মোট প্রাইজমানি তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার, সহ-সভাপতি মো: সেলিম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সরকার (সোহেল) ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম.এম. সাইফুল ইসলাম, ব্যাংকের জেএবিপি ও জনসংযোগ বিভাগের প্রধান কে এম হারুনুর রশীদসহ শাহজালাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ।
No posts available.
২২ অক্টোবর ২০২৫, ৫:১৩ পিএম

গত সেপ্টেবরে ইউএস ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে যান ইয়ানিক সিনার। সেই ম্যাচ হারের ফলে ৬৫ সপ্তাহ পর র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে ফেলেন ইতালিয়ান তারকা। দুই মাস পর আবারও শীর্ষে ওঠার হাতছানি দুই নম্বর বাছাই সিনারের।
সোমবার প্যারিস মাস্টার্সের ফাইনালে জয় পেলেই শীর্ষে উঠবেন এই তারকা।
প্যারিস মাস্টার্স শুরুর আগে চলতি বছর র্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরাকে অসম্ভব বলেছিলেন সিনার। তবে দ্বিতীয় রাউন্ডে ক্যামেরন নরির কাছে হেরে যান শীর্ষ বাছাই আলকারাজ। ফলে আবারও শীর্ষে ওঠার রাস্তা তৈরি হয় সিনারের।
আরও পড়ুন
| আলকারাজকে হারিয়ে চমক নরির |
|
শনিবার রাতে সেমিফাইনালে আলেকজান্ডার জেভারেভকে ৬-০, ৬-১ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছান সিনার। ইনডোরে সিনারের এটি টানা ২৫ ম্যাচ জয়ের রেকর্ড। এই জয়ে প্রথমবারের মতো প্যারিস মাস্টার্সের ফাইনালে উঠলেন সিনার।
প্যারিসের লা ডিফেন্স এরিনায় কোনো প্রতিরোধ গড়তে পারেননি তৃতীয় বাছাই জেভারেভ। তিনটি ব্রেক পয়েন্ট জিতে ৬-০ তে প্রথম সেট জিতে নেন সিনার। প্রথম সেট মাত্র ৩০ মিনিটে জেতেন তিনি।
দ্বিতীয় সেটেও ধরে রাখেন আধিপত্য। দুটি ব্রেক পয়েন্ট নিজের করে নিয়ে ৬-১ ব্যবধানে জিতে নেন সেট।
ফাইনালে ফ্রান্সের ফ্লেক্স অগার-আলিয়াসিমের বিপক্ষে নামবেন সিনার। সেমিফাইনালে আলেকজান্ডার বুবলিককে ৭-৬(৭-৩), ৬-৪ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন এই ফরাসি তারকা।

ক্যামেরন নরির কাছে প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছিলেন শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ। তাঁর প্রতিদ্বন্দী দুই নম্বর বাছাই ইয়ানিক সিনার অবশ্য হতে দেননি কোন অঘটন। বেন শেলটনকে সহজে হারিয়ে প্রথমবার প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে পৌঁছালেন ইতালিয়ান এই তারকা। ইনডোরে সিনারের এটি টানা ২৪ ম্যাচ জয়ের রেকর্ড।
প্যারিসের লা ডিফেন্স এরিনায় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পঞ্চম বাছাই শেলটনকে সরাসরি ৬-৩, ৬-৩ সেটে হারান সিনার। এই জয়ে বিশ্ব র্যাংকিংয়ের আবারো শীর্ষস্থান দখলের কাছাকাছি এগিয়ে গেলেন এই তারকা। সোমবার প্যারিস মাস্টার্সের শিরোপা জিতলে চলতি বছর প্রথম মাস্টার্স শিরোপা ঘরে তুলবেন সিনার। সেইসাথে বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর স্থান আবারো পুনরুদ্ধার করবেন। ম্যাচ শেষে সিনার জানালেন, তিনি এই মুহূর্তে র্যাংকিং নিয়ে ভাবছেন না।
এদিন দ্রত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে মাত্র ৭০ মিনিটে জয় নিশ্চিত করেন সিনার। শেলটনের বিপক্ষে এটি টানা সপ্তম জয় ২৪ বছর বয়সি এই তারকার। ম্যাচ শেষে উচ্ছসিত সিনার বলেন,
‘খুবই খুশি। আজকের ম্যাচ খুব কঠিন ছিল। তাঁর সার্ভিং অসাধারণ, তবে আমি ভালো খেলতে পেরেছি।’
সেমিফাইনাল সিনারের প্রতিপক্ষ জার্মান তৃতীয় বাছাই অ্যালেক্সান্ডার জভারেভ। জভারেভ দুই ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ডানিয়েল মেদভেদভকে ২-৬, ৬-৩, ৭-৬ (৭-৫) সেটে হারিয়েছেন।

প্যারিস মাস্টার্সের কোর্ট বড় অঘটনের সাক্ষী হলো! উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হারের শোধ নিলেন ক্যামেরন নরি। বিশ্বের এক নম্বর বাছাইকে ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে দিলেন ৩০ বছর বয়সী এই ব্রিটিশ তারকা।
আলকারাজের বিপক্ষে এটাই নরির ক্যারিয়ারের প্রথম জয়। টুর্নামেন্টে টানা ১৭ ম্যাচ জয়ের পরে তিনি শেষ ষোলোতে পৌঁছালেন।
আলকারাজকে হারানোকে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় উল্লেখ করে নরি বলেন,
‘এটা আমার জন্য বিশাল কিছু। চোট থেকে ফিরে এসেছি, গত বছর এখানে প্রথম রাউন্ডের বাছাই পর্বেই হেরেছিলাম। এবার সেই জায়গা থেকে ফিরে ক্যারিয়ারের বড় জয়টা পেয়েছি। বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে প্রথম জয়, এমন আত্মবিশ্বাসী একজনের বিপক্ষে জেতা দারুণ অনুভূতি।’
শেষ ষোলোর ম্যাচে আগামীকাল নরি খেলবেন মোনাকোর ভ্যালেন্টিন ভ্যাচেরটের বিপক্ষে।

প্যারিস মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জোকোভিচ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দেন সার্বিয়ান তারকা। টানা দ্বিতীয়বারের মতো মৌসুমের শেষ এটিপি মাস্টার্সে খেলবেন না জোকোভিচ। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনায় ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
এক্সে জোকোভিচ ঘোষণা দেন,
‘প্রিয় প্যারিস, দুর্ভাগ্যবশত আমি এই বছরের প্যারিস মাস্টার্সে প্রতিদ্বন্দ্বিতা করব না। এখানে অসাধারণ স্মৃতি এবং দুর্দান্ত সাফল্য রয়েছে, বিশেষ করে সাতবার শিরোপা জয় করতে পেরেছি। আশা করি পরের বছর সঙ্গে দেখা হবে।’
চলতি মৌসুমে খুব কম সংখ্যক টুর্নামেন্টে অংশ নিয়েছেন ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী জোকোভিচ। চারটি গ্র্যান্ড স্লামের বাইরে তিনি মাত্র আটটি এটিপি ট্যুরে খেলেছেন। এ বছর অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন সব গ্রান্ড স্ল্যাম টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছান এই তারকা।
সবশেষ অফিশিয়াল টুর্নামেন্ট হিসেবে সাংহাই মাস্টার্স খেলেন জোকোভিচ। তবে সেখানে ভালো করতে পারেননি তিনি। বিদায় নেন সেমিফাইনাল থেকে। গত সপ্তাহে সৌদি আরবে সিক্স কিংস স্ল্যামে আমন্ত্রিত ছয়জন খেলোয়াড়ের একজন ছিলেন জোকোভিচ। তবে হেরে যান ইয়ানিক সিনারের কাছে। তারপর তৃতীয় স্থানের জন্য টেলর ফ্রিটজের বিপক্ষে নামেন। কিন্তু এক সেট খেলার পরই কোমরের অস্বস্তিতে খেলা ছেড়ে উঠে যান।

ডেভিস কাপে ইতালির হয়ে অংশ নেবেন না চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ইয়ানিক সিনার। আগামী মাসে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ইতালি। গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বের দুই নম্বর র্যাঙ্কধারী সিনারকে পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আগামী ১৮-২৩ নভেম্বর বোলোগনিয়া শহরে অনুষ্ঠিত হবে ডেভিস কাপ। এর আগে তুরিনে ৯-১৬ নভেম্বর এটিপি ওয়ার্ল্ড ট্যুরে অংশ নেবেন সিনার।
গতকাল ইতালির স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী সিনার তারকা বলেছেন,
'এটি সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু তুরিনের পর লক্ষ্য হলো অস্ট্রেলিয়ায় ভালো শুরু করা। ওই সময়ে এক সপ্তাহের প্রস্তুতি অনেক পার্থক্য গড়ে দিতে পারে।'
২০২৬ সালের জানুয়ারিতে হবে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। চলতি বছর সবগুলো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছান সিনার। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন শিরোপা। সিনার ডেভিস কাপে অংশ না নিলেও স্পেন দলের হয়ে কোর্টে নামবেন বিশ্বের এক নম্বর বাছাই কার্লোস আলকারাজ।
জানা গেছে ডেভিস কাপে ইতালির হয়ে অংশ নেবেন লোরেঞ্জো মুসেত্তি ও ফ্লাভিও কোবোল্লি। মুসেত্তি বিশ্বের অষ্টম বাছাই, কোবোল্লির র্যাঙ্কিংয়ে অবস্থান ২২তম।