৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৬ পিএম
চলতি মৌসুম থেকে নতুন ফরম্যাটে আয়োজিত হচ্ছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। তাতে বেড়েছে ম্যাচের সংখ্যা। এর মধ্যে ফিফা আবার ঘোষণা দিয়েছে ক্লাব বিশ্বকাপেরও। তাতে ম্যাচের সংখ্যা যেন হুর হুর করেই বেড়ে চলছে। ফুটবলাররা বনে যাচ্ছেন ‘মেশিন’। ম্যাচপ্রতি দিন তিনেকও বিশ্রামের সুযোগ মিলছে না। চোটও তাই ফুটবলারদের নিয়মিত বন্ধু বনে যাচ্ছে। যা নিয়ে হরহামেশাই অভিযোগ জানাচ্ছেন কোচ ফুটবলাররা। সেটা বিবেচনায় নিয়ে পরিবর্তনের পথে হাঁটতে চাচ্ছে ইউয়েফা।
নকআউট থেকে অতিরিক্ত সময়ের হিসেব নিকেশটা বদলের দিকেই নজর দিচ্ছে তারা। সেমিফাইনালের আগ পর্যন্ত অতিরিক্ত সময়ের বদলে সরাসরি টাইব্রেকারের কথা ভাবছে ইউয়েফা। সম্প্রতি এমন তথ্য দিয়েছে গার্ডিয়ান। যদিও এটা এখনো আলোচনা চলছে ইউয়েফার ভেতরে। এই নিয়ে এখনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই তারা জানাচ্ছে।
তবে সিদ্ধান্তে বদল আনলেও অপেক্ষা করতে হবে আরও অন্তত দুই মৌসুমে। ২০২৭ পর্যন্ত ইউয়েফার মিডিয়া স্বত্ব বিক্রি করা হয়েছে বেশ আগেই। ফলে এই সময়ের মধ্যে চাইলেও তারা এই নিয়মে পরিবর্তন আনতে পারবে না। তাদের অপেক্ষা করতে হবে ২০২৭ পর্যন্ত।
এর আগে আমরা আন্তর্জাতিক বেশ কিছু টুর্নামেন্ট এমনটা দেখেছিলাম। বিশেষ করে কোপা আমেরিকায়। গেল কয়েক আসরেই কোপা আমেরিকার নকআউট পর্বে অতিরিক্ত সময়ের জায়গায় সরাসরি টাইব্রেকার দেখেছি। কেবল ফাইনালেই আমরা দেখেছি অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারের। সেই ধারা এবার দেখা যেতে পারে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগেও।
No posts available.
এল ক্লাসিকোর মহেন্দ্রক্ষণ ফুরোতে বসেছে অবশেষে। আগামী রবিবার ২০২৫-২৬ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। গত সিজনের নিয়তিই অনুসরণ করবে রিয়াল মাদ্রিদ, নাকি জাবি আলোনসোর অধীনে লেখা হবে নতুন অধ্যায় — সেটা সময়ই বলবে। তবে ইতিমধ্যে চায়ের টেবিলে জমে উঠেছে রিয়াল-বার্সা আলোচনা।
এল ক্লাসিকো আলোচনায় নতুন সাসপেন্সন তৈরি করেছেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের জার্সিতে সম্ভাব্য সব ট্রফি জিতেছেন এই অভিজ্ঞ স্প্যানিয়ার্ড। ক্যারিয়ারের অন্তিমলগ্নে থাকা ৩৯ বছর বয়সী এই সেন্টারব্যাক এখন মেক্সিকান ক্লাব মন্টের্রে’র হয়ে খেলছেন। সেখান থেকেই সাবেক ক্লাব ও ক্লাবের প্রাণভোমরা কিলিয়ান এমবাপের জন্য সাধুবাদ জানিয়েছেন।
এমবাপের সঙ্গেও রামোসের ঘনিষ্ঠ সম্পর্ক । ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন এ একসঙ্গে খেলা দুই ফুটবলার। এরপর একটা সময় নিজ নিজ পথে এগিয়েছেন। স্বপ্নের ক্লাব হিসেবে রিয়ালে যোগ দেন এমবাপে। যদিও শুরুটা তার হতাশায় কাটে। তবে নতুন মৌসুমে পা দেওয়ার পর নতুন সাজে রিয়াল ও এমবাপে। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ স্কোরার ফরাসি অধিনায়ক।
চ্যাম্পিয়নস লিগে ৫টি এবং লা লিগায় ১০টি গোল করেছেন এমবাপে। রামোস মনে করেন, এল ক্লাসিকোতেও দুর্দান্ত পারফরম্যান্স করবেন তার সাবেক সতীর্থ।
স্পেনের জনপ্রিয় স্পোর্টস টক শো এল চিরিঙ্গিতো আজ তিনি বলেন, ‘ভালো করেই জানো আমার হার্ট আমৃত্যু সাদা (রিয়ালের জার্সির রঙ বুঝাতে এটা বলেছেন সার্জিও)। আমি আশা করি রিয়াল জিতবে এবং আমার ভাই এমবাপে দুর্দান্ত পারফরম্যান্স করবে।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে ক্লাসিকো ম্যাচ পর্যন্ত আমি এমবাপের সঙ্গে কথা বলব আর তাকে খেলায় ভালো করার জন্য উৎসাহ দেব।’
এমবাপের গুণগান গেয়েছেন কোচ আলোনসো। সম্প্রতি তার মন্তব্য ছিল ঠিক এরকম- তার পারফরম্যান্সে আমরা খুব খুশি। সে ম্যাচে বড় ভূমিকা রাখছে। শুধু গোল নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলোতেও তার নজর রয়েছে।
কোন পথে হাঁটছে লিভারপুল? স্বয়ং কোচ আর্নে স্লটও জানেন না সঠিক উত্তর। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন মৌসুমে পথ হারিয়েছে। ২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে শেষ চার ম্যাচের সবকটিতেই হেরেছে দ্য রেডসরা।
জার্মানির ডয়েচ ব্যাঙ্ক পার্কে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ রাত বাংলাদেশ সময় ১টায় বুন্দেসলিগার জায়ান্ট আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে লিভারপুল। এ ম্যাচে হোঁচট খেলে নতুন এক লজ্জাজনক রেকর্ড গড়বে সাবেক লিগ চ্যাম্পিয়নরা।
৭২ বছর আগে, অর্থাৎ ১৯৫৩ সালে টানা পাঁচ ম্যাচে হেরেছিল লিভারপুল। প্রশ্ন উঠেছে ক্রিস্টাল প্যালেস, গ্যালাতাসারায়, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ধারাবাহিক পরাজয়ের পর, এখন আর্নে স্লটের দল কি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।
চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে জয়ের পর গ্যালাতাসারায়ের কাছে হেরে বসে লিভারপুল। প্রিমিয়ার লিগেও শুরুতে দাপট দেখালেও ক্রমান্বয়ে জয় থেকে দুরত্ব বাড়ছে। সর্বশেষ তারা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছেও হারে। ১৯ অক্টোবর সমতার দিকে যাওয়া ম্যাচের ফল বদলে দেন হ্যারি মাগুইর।
বাংলাদেশ নারী ফুটবল দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং প্রধান হিসেবে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন লর্ড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
প্রীতি ম্যাচে অংশ বর্তমানে থাইল্যান্ডে আফঈদা খন্দকাররা। সেখানেই দলের সঙ্গে যোগ দিয়েছেন স্পোর্টস সায়েন্সে পিএইডি করা ক্যামেরন।
ব্যক্তিগত ও দলগত ফিটনেস উন্নয়নে পূর্ণাঙ্গ অ্যাথলেটিক প্রোগ্রাম বাস্তবায়নে কাজ করবেন ক্যামেরন। এর আগে অস্ট্রেলিয়ার এ-লিগের পেশাদার ক্লাব পার্থ গ্লোরিতে এবং মিশরের ক্লাব জেড এফসিতে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং প্রধান হিসেবে কাজ করেছেন এই প্রশিক্ষক।
২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। তারই প্রস্তুতি হিসেবে ব্যাংককের সুখোথাইয়ে পুলিশ তেরো এফসির মাঠে আজ অনুশীলন করেছে সফরকারীরা। ম্যাচের আগে ক্যামেরন লর্ডের অধীনে আরও কয়েকটি অনুশীলন সেশনে অংশ নেবেন খেলোয়াড়রা।
আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আশরাফ হাকিমি ও মোহাম্মদ সালাহ। গত দুই বছর রানার-আপ হয়ে যাত্রা শেষ করেছিলেন পিএসজির রাইটব্যাক হাকিমি। অন্যদিকে, মিশরের লিভারপুল তারকা সালাহ টানা চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০১৭ ও ২০১৮ সালে।
হাকিমি ২০২৪-২৫ মৌসুমটি স্বপ্নের মতো কাটিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও প্যারিস সেন্ট জার্মেইর হয়ে জিতেছেন একাধিক ঘরোয়া লিগ শিরোপা। মিশরের ফরোয়ার্ড সালাহর অবদানও কম নয়। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের ট্রফি উঁচিয়ে ধরার পাশাপাশি জিতেছেন গোল্ডেন বুটও।
সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন এভারটনের ফরোয়ার্ড ইলিমান এনদিয়ায়ে ও টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার পাপে মাতার সার। দু’জনেই সেনেগালকে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এছাড়াও তালিকায় রয়েছেন গালাতাসারায়ের নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন। যিনি ২০২৩ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন।
সেরার দৌড়ে আরও রয়েছেন ক্যামেরুনের মিডফিল্ডার আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গিসা, কঙ্গো ডি আর-এর স্ট্রাইকার ফিস্টন মায়েলে, গ্যাবনের ফরোয়ার্ড ডেনিস বুয়াঙ্গা, গিনির স্ট্রাইকার সেরহু গিরাসি এবং মরক্কোর মিডফিল্ডার ওসামা লামলিউই।
সবচেয়ে অবাক করা ব্যাপার হলো—গতবারের সেরা খেলোয়াড় আদেমোলা লুকম্যান এবার সেরা ১০ জনের তালিকায় নেই।
সময়টা দারুণ যাচ্ছে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। মাঠের পাশাপাশি বাইরেও ছড়াচ্ছেন আলো। এবার বিশ্ব বাজারে সবচেয়ে বাজারযোগ্য ফুটবলার হয়েছেন তিনি। ১১ ধাপ পিছিয়ে ১৬তম স্থানে লিওনেল মেসি। তালিকাটা এমন খেলোয়াড়দের যাঁকে ব্র্যান্ড, স্পনসর বা বিজ্ঞাপনদাতারা সবচেয়ে বেশি পছন্দ করে— কারণ তাঁর জনপ্রিয়তা, প্রভাব, ফলোয়ার, ও পণ্য বিক্রিতে ভূমিকা সবচেয়ে বেশি।
যুক্তরাজ্যভিত্তিক শীর্ষস্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যম ও ইভেন্ট কোম্পানি ‘স্পোর্টসপ্রো’র ২০২৫ বার্ষিক র্যাঙ্কিংয়ে ফুটবলারদের মধ্যে শীর্ষে রয়েছেন রোনালদো। পেছনে ফেলেছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে।
বিভিন্ন খেলাধুলার তারকাদের নিয়ে তৈরি ওই তালিকায় সবচেয়ে বাজারযোগ্য ক্রীড়াবিদ হয়েছেন ফর্মুলা ওয়ান রেস কার ড্রাইভার লুইস হ্যামিল্টন। দ্বিতীয় স্থানে আছেন জিমনেস্ট সিমোন বাইলস, তৃতীয় রাগবি তারকা ইলোনা মাহের, চতুর্থ এনবিএ তারকা স্টেফ কারি। চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে থাকা রোনালদোই তালিকার সবচেয়ে বাজারযোগ্য ফুটবলার। ষষ্ঠ স্থানে আছেন নেইমার।
তালিকার শীর্ষ ৫০ জনের মধ্যে ১৮ জন ফুটবলার রয়েছেন। এর মধ্যে আরো আছেন রবার্ট লেভানদোভস্কি (১১তম), কিলিয়ান এমবাপে (১৩তম), ভিনিসিউস জুনিয়র (১৪তম), লিওনেল মেসি (১৬তম), বুকায়ো সাকা (১৯), লামিন ইয়ামাল (২৩), হ্যারি কেইন (২৮), রাফিনহা (৩০তম), মার্কাস রাশফোর্ড (৩২), আশরাফ হাকিমি (৩৪), আলেক্সিয়া পুতেলাস (৩৬), মোহামেদ সালাহ (৪৩তম), রদ্রিগো (৪৪), জামাল মুসিয়ালা (৪৫), বেথ মিড (৪৬) ও দানি ওলমো (৪৯তম)।
তবে অনেক তারকাই এবার জায়গা পাননি শীর্ষ ৫০-এ। তাদের মধ্যে আছেন আর্লিং হলান্ড, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনে, কোল পামার ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। বেলিংহাম নেমে গেছেন ৬৬ ধাপ নিচে।