অর্জনে ভরপুর এক ক্যারিয়ার। ক্লাব, জাতীয় দল বা ব্যক্তিগতভাবে লিওনেল মেসির পূর্ণতার নেই শেষ। সবখানেই যে পেয়েছেন দুহাতে সাফল্য। ইতিহাসের সেরাদের কাতারে নিয়ে গেছেন নিজেকে। অবসরের পর ফুটবল কীভাবে মনে রাখবে আর্জেন্টিনার এই কিংবদন্তিকে? সদা বিনয়ী মেসি মনে করেন, যারা তারা খেলে দেখছেন তারাই এটাই বিচার করবেন নিজেদের মত করে।
বার্সেলোনায় ক্লাব ক্যারিয়ার শুরু করা মেসি দলটির হয়ে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। ক্লাব ছাড়ার আগেই হয়েছেন সর্বোচ্চ গোলস্কোরার। আর্জেন্টিনার ইতিহাসেরও সবচেয়ে বেশি গোলের মালিক তিনি। একবার বিশ্বকাপ জেতার পাশাপাশি অধিনায়ক হিসেবে জিতেছেন দুটি কোপা আমেরিকা। ব্যক্তিগত অর্জনে নামের পাশে রয়েছে ৮টি ব্যালন ডি’অর।
অনেকেই মনে করেন, মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়। ৪৩৩ অ্যাপে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সাথে আলাপচারিতায় নিজেকে কীভাবে মনে রাখা উচিত সবার, সেই প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন ইন্টার মায়ামি তারকা। “আমাকে কীভাবে মনে রাখতে চায়, সেটা আমি এটা লোকেদের ওপরই ছেড়ে দিয়েছি। আমি নিজের ক্যারিয়ার, বিশ্বকাপ জয় করার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করা, আমার জীবন এবং আমার চমৎকার পরিবারের নিয়ে কৃতজ্ঞ। আমি যা যা অর্জন করেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।”
মেসি যে ক্যারিয়ারটা পার করছেন, সেটা যেকোনো ফুটবলারের জন্য স্বপ্নের মতই। তবে আগেও বলেছেন, তার কাছে সেরা অর্জন ছিল ২০২২ সালে জেতা কাতার বিশ্বকাপ। ৩৬ বছর পর আসরে সেরা খেলোয়াড় হওয়া মেসির হাত ধরে আবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।
সমৃদ্ধ এক ক্যারিয়ার নিয়ে তাই আক্ষেপ করার কিছুই নেই মেসির। “লোকেরা আমাকে যেভাবে চায় সেভাবে মনে রাখুক আমাকে। আমি আমার পেশাদার জীবনের জন্য বেশ কৃতজ্ঞ। আর ঈশ্বরকে ধন্যবাদ আমি যা যা অর্জন করেছি, তা অর্জন করার সামর্থ্য দেওয়ার জন্য। আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপ জেতা, যেটার জন্য আমি দীর্ঘদিন ধরে লড়েছি এবং যার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। বার্সেলোনার হয়ে, জাতীয় দলের হয়ে সবকিছু জিততে পেরে আমি ভাগ্যবান ছিলাম। আমি একটি চমৎকার জীবন এবং পরিবার পেয়েছি, তাই আমি যা কিছু করেছি তার জন্য আমি ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ। আর তাই আমি এটি মানুষের ওপর ছেড়ে দিয়েছি যে তারা আমাকে কীভাবে মনে রাখবে।”
মেসির বয়স হয়ে গেছে ৩৭। স্বাভাবিকভাবেই তাই প্রশ্নটা চলেই আসে, অবসর কবে নেবেন বা খেলা ছেড়ে কী করবেন? অতীতে আভাস দিয়েছেন, বার্সেলোনায় ভিন্ন ভূমিকায় ফেরার ইচ্ছা আছে তার।
আর কোচিং? মেসি আপাতত রেখে দিয়েছেন অনিশ্চয়তা। “এটা সত্যিই আমি জানি না। আমার মনে হয় না আমি কোচ হতে চাই না। তবে আমি আসলেই জানি না (ভবিষ্যতে) আমি কী করতে পারি।”
৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম
৬ ডিসেম্বর ২০২৪, ৭:০৯ পিএম
এই মৌসুমে এরই মধ্যে চোটের কারণে মিস করেছেন কিছু ম্যাচ। টানা কয়েকটি ম্যাচ খেলে যখন একটু একটু করে নিজেকে ফিরে পাচ্ছিলেন, ঠিক সেই সময়ে আবারও চোট পেলেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে তাই জিরোনা ম্যাচের জন্য শেষ সময়ে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় রোববার রাত ২টায় লা লিগায় জিরোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ম্যাচের কয়েক ঘণ্টা আগে দলটি পেয়েছে দুঃসংবাদ। বাম পায়ের পেশীতে অস্বস্তি অনুভব করায় ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
আরও পড়ুন
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে রদ্রিগো |
ফলে এই ম্যাচে আক্রমণে নতুন কাউকে খেলানোর বিকল্প নেই কার্লো আনচেলত্তির জন্য। আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র আগে থেকেই আছেন মাঠের বাইরে। এই সময়ে পজিশন বদলে কিলিয়ান এমবাপে খেলছেন লেফট উইংয়ে। আর রদ্রিগো স্ট্রাইকার হিসেবে। গোল না পেলেও ফরাসি তারকার সাথে ভালোই জমে যাচ্ছিল তার জুটি।
চলতি মৌসুমে লা লিগায় ১৩টি ম্যাচ খেলেছেন রদ্রিগো। গোল করেছেন ৩টি আর করিয়েছেন একটি।
জিরোনা ম্যাচে তার জায়গাটা নিতে পারেন রদ্রিগোর স্বদেশী এন্দ্রিক। তরুণ এই স্ট্রাইকার এই মৌসুমে এখন পর্যন্ত সেভাবে খেলারই সুযোগ পাচ্ছেন না। লা লিগায় ১০টি ম্যাচ খেললেও বেশিরভাগই বদলি হিসেবে। গোল করেছেন মাত্র একবার।
আরও পড়ুন
ভিনি-নেইমার অনুপস্থিত, রদ্রিগোর সামনে বড় সুযোগ! |
পয়েন্ট টেবিলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
এভারটনের বিপক্ষে গুডিসন পার্কে ম্যাচ ছিল লিভারপুলের। কিন্তু ঝড়ের কারণে শনিবারের ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়েছে ঝড়ের প্রভাবে ঘণ্টায় ৯০ কিলোমিটারের বেশি বেগে বাতাস বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সেই শঙ্কা থেকেই ম্যাচের দিন সকালে স্থগিত করা হয়েছে এভারটন-লিভারপুল ম্যাচটি।
গুডিসন পার্কে এটি হওয়ার কথা ছিল শেষ মার্সিসাইড ডার্বি। ১৩২ বছর ধরে গুডিসন পার্ক এভারটনের ঘরের মাঠ। তবে আগামী মৌসুম থেকে ক্লাবটি ঠিকানা পালটে চলে যাচ্ছে নিজেদের নির্মাণ করা নতুন স্টেডিয়ামে। লিভারপুলের সঙ্গে এই ম্যাচটি ঘিরে তাই বাড়তি আগ্রহ ছিল। আপাতত সেটি স্থগিত হয়ে গেল কয়েকদিনের জন্য। ম্যাচের নতুন সময়সুচী পরে নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন
নিজের লিভারপুল অধ্যায়ের শেষ দেখছেন সালাহ |
ডারা ঝড়ের পূর্বাভাস আগে থেকেই জানা ছিল। ম্যাচের দিন সকালে লিভারপুল সিটি কাউন্সিল, দুই ক্লাব ও মার্সিসাইড পুলিশ ম্যাচ স্থগিতের ব্যাপারে ঐক্যমতে পৌঁছায়। দুই ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে বিরুপ আবহাওয়ায় ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
১৪ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে লিভারপুল ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে এভারটন।
গত দুই মৌসুমের ধারায় এবারও প্রিমিয়ার লিগে শুরু থেকেই দারুণ লড়াই করে চলেছে আর্সেনাল। তবে চলতি মৌসুমে দলটির সেট-পিসে লন্ডনের দলটির শক্তিমত্তা বিশেষভাবে ফুঁটে উঠছে। সেটা কাজে লাগিয়ে নিয়মিত গোল আদায় করে নিচ্ছে দলটি। বিষয়টি নিয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। তবে উন্নতির শীর্ষ চূড়ায় আর্সেনালকে দেখতে চান স্প্যানিয়ার্ড। তার চাওয়া দলকে প্রতিটি বিভাগেই সবার সেরা হিসেবে দেখার।
গত বুধবার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে আর্সেনাল দুটি গোলই করে কর্নার থেকে। গত মৌসুমের শুরু থেকে প্রিমিয়ার লিগে সেট-পিস থেকে সবচেয়ে বেশি ২২টি গোল আর্তেতার দলেরই। আর্সেনালের ফ্রি-কিক বা কর্নার মানেই প্রতিপক্ষ শিবিরে গোল হজমের আশঙ্কা। গত দুই আসরের রানার্সআপ আর্সেনালের এবার তাই দেখা হচ্ছে শিরোপা জেতার ভালো সম্ভাবনা।
আরও পড়ুন
ইউরোপের ‘অন্যতম সেরা’ চেলসিকে না হারানোর আক্ষেপে পুড়ছেন আর্তেতা |
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে আর্তেতা দলের প্রতি বার্তা দিয়েছেন শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাওয়ার ধাপ নেওয়ার।
“আমরা সবকিছুর রাজা হতে চাই। সেট-পিসে বিশ্বের সেরা, হাই প্রেসে বিশ্বের সেরা, জায়গা বের করে আক্রমণ করায় বিশ্বের সেরা হতে চাই আমরা। সেরা মান এবং স্টেডিয়াম, সবকিছুতে সেরা হতে চাই। এর আগে আমরা যথেষ্ট গোল করতে পারিনি, আমরা ডিফেন্সে জমাট ছিলাম না। আমাদের লড়াকু মানসিকতা ছিল না, আমরা শারীরিভাবে যথেষ্ট ভালো অবস্থায় ছিলাম, তাই আমরা শীর্ষ দলকে চ্যালেঞ্জ করতে পারিনি। এবার আমরা সবকিছুতে সেরা হতে চাই।”
কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার ক্লাব ছাড়ার পর থেকেই একটা রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে আর্সেনাল। আর্তেতার হাত ধরে শুরুটা ভালো না হলেও ক্রমেই দল হিসেবে গড়ে উঠছে তারা। গত দুই মৌসুমে একটা ভালো সময় পর্যন্ত ম্যানচেস্টার সিটির সাথে সমানে সমান লড়াই করে শেষ পর্যন্ত আর লিগ জিততে পারেনি আর্সেনাল। তবে তরুণ একটি দল নিয়ে একই সাথে বর্তমান ও ভবিষ্যৎ নির্মাণের কাজটা এখন পর্যন্ত সেরা উপায়েই করে যাচ্ছে আর্তেতা।
আরও পড়ুন
খেলোয়াড়দের সাবধান করতে পেশাদার পকেটমার ভাড়া করলেন আর্তেতা! |
সাবেক এই মিডফিল্ডারের এজন্য মাঠে ও মাঠের বাইরে ক্লাবের কাছ থেকে দেখতে চান সেরা সব পদক্ষেপ।
“আমরা সেরা একাডেমি, খেলোয়াড়দের জন্য সেরা ব্যক্তিগত উন্নয়নও দেখতে চাই। আমরা সেরাদের সেরা হতে চাই। সেরা খেলোয়াড়, সেরা কোচ নিয়োগ করা, এটাই আমাদের লক্ষ্য।”
লিগে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এখন তিন নম্বরে আছে আর্সেনাল।
মেজর সকার লিগের (এমএলএস) শেষ মৌসুমে চোটের কারণে অনেকগুলো ম্যাচই মিস করেছেন। তবে যতটুকু খেলেছেন, তাতেই রেখেছেন বড় অবদান। ইন্টার মায়ামির লিগে সর্বোচ্চ পয়েন্ট অর্জনে ভূমিকা রাখায় অবদানের জন্য লিওনেল মেসি গত মৌসুমের ‘ল্যান্ডন ডোনোভান’ এমভিপি অ্যাওয়ার্ড জিতেছেন।
গত শুক্রবার বিজয়ী হিসেবে মেসির নাম ঘোষণা করে এমএলএস। এই লড়াইয়ে মায়ামি অধিনায়ক পেছনে ফেলেছেন ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ, কলম্বাস ক্রুর কুচো হার্নান্দেজ, পোর্টল্যান্ড টিম্বারস ইভান্ডার, ডিসি ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেককে।
আরও পড়ুন
ফিফপ্রোর সেরা একাদশের চূড়ান্ত মনোনয়ন পেলেন মেসি-রোনালদো |
গেল মৌসুমে লিগে মাত্র ১৯ ম্যাচ খেলেছেন মেসি। তাতেই তার নামের পাশে রয়েছে ২০টি গোল ও ১৬টি অ্যাসিস্ট। এমএলএসের এক মৌসুমে আর আগে মাত্র দুজন কমপক্ষে ২০ গোল এবং ১৫টি অ্যাসিস্ট করার কীর্তি দেখিয়েছেন।
এমভিপি পুরষ্কার একটি পোল দ্বারা নির্ধারিত হয়, যেখানে খেলোয়াড়, ক্লাবের টেকনিক্যাল কর্মী এবং মিডিয়ার নির্বাচিত সদস্যরা অন্তর্ভুক্ত থাকেন। দ্বিতীয় স্থানে থাকা ফিনিশার বেনতেকে (৩৩.৭০%) এর তুলনায় মেসি গড়ে ৩৮.৪৩% ভোট পেয়েছেন।
২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে যোগ দেওয়া মেসির হাত ধরে গত মৌসুমে এমএলএসে নিজেদের রেকর্ড পায় দলটি। জেতে সাপোর্টার্স শিল্ড, যার সুবাদে জায়গা মিলেছে আগামী বছরের ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপেও।
আরও পড়ুন
বাবাকে অনুসরণ করে রোসারিওর ফুটবল টুর্নামেন্টে অভিষেক থিয়াগো মেসির |
৩৪ ম্যাচের এমএলএসের নিয়মিত মৌসুমের মাত্র ৫৫ শতাংশ খেলা সত্ত্বেও মেসি এই পুরস্কার জিতেছেন। খেতাবটি একজন খেলোয়াড়ের অবদান এবং মাঠে তার প্রভাব বিবেচনা করে নিয়মিত মৌসুমে ন্যূনতম ১ হাজার মিনিট খেলা হয়েছে সেই ভিত্তিতে দেওয়া হয়।
ফটমবের তথ্য অনুযায়ী, মেসি গড়ে প্রতি ৯০ মিনিটে একটির বেশি গোল করেছেন, যা লিগের সর্বোচ্চ। মোট ১ হাজার ৪৮৫ মিনিট খেলা মেসির প্রতি ম্যাচে গড়ে ২.১৮ গোলে অবদান রেখেছেন, যা এমএলএসের লিগ রেকর্ড।
নিজের অর্জন নিয়ে কখনই সেভাবে বাড়তি কথা বলতে দেখা যায় না পেপ গার্দিওলাকে। সম্প্রতি অবশ্য লিভারপুলের সমর্থকদের সমালোচনার জবাবে প্রিমিয়ার লিগ জেতার কীর্তিগুলো তুলে ধরেন প্রকাশ্যেই। এরপর নিজের এক কাজকে তুলনা করেন ইতিহাসের অন্যতম বর্ণময় কোচ জোসে মরিনিয়োর সাথে। বিতর্কিত কান্ডের জন্য বিখ্যাত এই পর্তুগিজের বিষয়টি ভালো লাগেনি। ম্যানচেস্টার সিটি কোচকে কটাক্ষ করে বলেছেন, তিনি যা জিতেছেন সবই ছিল নায্যভাবে।
এই সপ্তাহে প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পর গার্দিওলাকে দুয়ো দেন দলটির সমর্থকরা। দুই হাত দিয়ে এরপর সিটিতে নিজের জেতা ৬টি প্রিমিয়ার লিগ জয়ের বিষয়টি মনে করিয়ে দেন এই স্প্যানিয়ার্ড। এরপর কথা প্রসঙ্গে তার এই কাজটি মরিনিয়োর মত হয়ে গেল কিনা, এই প্রশ্নে সম্মতি জানান গার্দিওলা।
মেইলস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলার মন্তব্য নিয়ে প্রশ্নে বিরক্তিই প্রকাশ করেছেন তিনবার প্রিমিয়ার লিগ জেতা মরিনিয়ো-
“পেপ গার্দিওলা গতকাল আমাকে নিয়ে কিছু বলেছিল। সে ছয়টি (প্রিমিয়ার লিগ) শিরোপা জিতেছে আর আমি তিনটি জিতেছি। তবে আমি নায্য এবং পরিষ্কারভাবেই তা জিতেছি।”
অতীতে একই সময়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কোচ থাকার সুবাদে এই দুজনের সম্পর্কটা ভালো নয় একেবারেই। আর সেই কারণেই নিজের সাথে তুলনার জন্য গার্দিওলার ওপর চটেছেন মরিনিয়ো। সেটা এতোটাই যে, টেনে এনেছেন সিটির বিরুদ্ধে চলমান অর্থনৈতিক দুর্নীতি সংক্রান্ত ১১৫টি মামলার বিষয়টিও, যা প্রমাণ হলে গার্দিওলার দলকে প্রিমিয়ার লিগ থেকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার পাশাপাশি কেড়ে নেওয়া হতে পারে তাদের জেতা কয়েকটি প্রিমিয়ার লিগও।
পাশাপাশি লিভারপুল সমর্থকদের যেভাবে জবাব দিয়েছেন গার্দিওলা, সেটা নিয়েও কড়া প্রতিক্রিয়াই জানিয়েছেন মরিনিয়ো।
“যদি নায্যভাবে না জিততে পারি, তাহলে হারতেও রাজি আছি। কিন্তু আমি ১৫০টি মামলা মাথায় নিয়ে জিততে চাই না। যদি হেরে যাই, সেক্ষেত্রে আমি প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই। কারণ তারা আমার চেয়ে শ্রেয়তর খেলেছে।”
২৩ ঘণ্টা আগে
১ দিন আগে
২ দিন আগে
৩ দিন আগে
৪ দিন আগে
১২ দিন আগে
১৬ দিন আগে
১৯ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে
২৫ দিন আগে
২৫ দিন আগে
২৬ দিন আগে
২৬ দিন আগে
২৬ দিন আগে