৮ আগস্ট ২০২৫, ১১:৪৩ পিএম
২ ম্যাচ হাতে রেখে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ফাইনাল নিশ্চিত করেছে বলেই রাউন্ড রবীন লিগের শেষ ম্যাচে সাইড বেঞ্চ পরীক্ষা-নীরিক্ষা করতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। নিয়মিত একাদশের ৫ জনকে বিশ্রাম দিয়ে শুধু সাইড বেঞ্চের শক্তি পরীক্ষাটাও করেছে টিম ম্যানেজমেন্ট।
চলমান ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে বড় জয় (১৬০ রান) উদযাপন করেছে এদিন বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ দলের টুর্নামেন্টে বাংলাদেশ যুবারা জিতল সব কটি ম্যাচ (৩টি)।
হারারেতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এই টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ স্কোর (২৮৪/৬) করেছে। রিফাত বেগ করেছেন ৭৮ বলে ১০ চার, ১ ছক্কায় সর্বোচ্চ ৭৭ রান। দ্বিতীয় উইকেট জুটিতে ১১২ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল হাকিম ৬৫ বলে ৩৪, রিজান ২৯ বলে ৩৩, আবদুল্লাহ ৪৫ বলে ৩৭ রান করেছেন। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের শেলটন পেয়েছেন ৩ উইকেট (৩.৭০)।
জবাব দিতে এসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। এক পর্যায়ে স্কোরশিটে ৬৪ উঠতে ৫ উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ষ্ঠ উইকেট জুটিতে ৫৪ রান যোগ করলে তিন অঙ্কের নাগাল পায় জিম্বাবুয়ে যুবারা। তবে শেষ ৫ উইকেট হারায় তারা মাত্র ৮ রানে। রিজান (৩/৯) এবং আজিজুল হাকিম (৩/২৫) পেয়েছেন ৩টি করে উইকেট। শাহরিয়ার আল আমিন পেয়েছেন ২টি উইকেট (২/২৭)।
৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম
৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ পিএম
৯ আগস্ট ২০২৫, ১০:৩০ পিএম
প্রায় দশ বছর আগে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এত দিন খেলার সুযোগ পায়নি ময়মনসিংহ। তবে চলতি বছর থেকে এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে দেশের অষ্টম বিভাগটি।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সময় বেশি না থাকায় ওই আসরে খেলা হবে না ময়মনসিংহের। তবে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চার দিনের প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলবে তারা।
আর এজন্য বাদ পড়বে ২০১১ সাল থেকে জাতীয় লিগ খেলতে থাকা ঢাকা মেট্রো। শনিবার বিসিবি বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান।
"ময়মনসিংহ যেহেতু বিভাগ হয়েছে, আমাদের নিয়ম অনুযায়ী তাদেরকে গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের খেলার ব্যবস্থা করতে হবে।"
"যেহেতু আমাদের এনসিএল টি-টোয়েন্টি শুরু হয়ে যাচ্ছে, এখানে একটা দল আছে ঢাকা মেট্রো। সেটার জায়গায় এনসিএলের চার দিনের টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগ খেলবে।"
বিকেল থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টার সভা করেছে বিসিবি। সভায় চূড়ান্ত হয়েছে অনেকগুলো সিদ্ধান্ত। এর মধ্যে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
সভা শেষে বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন বিপিএল নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা।
বিপিএলের বকেয়া মিটিয়ে দেবে বিসিবি
বিপিএলে ডিরেক্ট সাইনিং, কোচ এসবের চিঠি এখনো পাচ্ছে বিসিবি। কিছু টিম এখনো টাকা পায়। চিটাগং কিংসের কোচ শন টেইটের বিপিএলের পাওনা টাকা, রাজশাহীর টিম হোটেলের টাকা এখন দেবে বিসিবি।
পৃষ্ঠপোষক ও ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে আইনী প্রক্রিয়া
গত কিছু বিপিএলে স্পন্সররা স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে। ফ্র্যাঞ্চাইজি টিমের যে পেমেন্ট দেওয়ার কথা ছিল, তা দেয়নি। এটার একটা তালিকা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় যাচ্ছে বিসিবি।
স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি
স্পোর্টস মার্কেটিং কনসালটেন্টের জন্য পাঁচ প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এটা নিয়ে যাচাই-বাছাই করেছে বিসিবি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও দুই-তিন দিন সময় লাগবে।
আইসিসির দুর্নীতি দমন কমিশন
নেক্সট বিপিএলে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট কাজ করবে বিসিবির সঙ্গে। তাদের কড়া নজরে থাকবে বিপিএল।
“বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের ৮টি প্র্যাকটিস পিচ ও ২টি সেন্টার উইকেট তৈরির কাজ শুরু দিচ্ছি। এটিরও বাজেট অনুমোদন করে দেওয়া হয়েছে।”
“এছাড়া বান্দরবান ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মাঠে দুই থেকে তিনটি টার্ফ ও কংক্রিট পিচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
“রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অনুশীলনের জায়গায় ১৬টি প্র্যাকটিস পিচ, পানি নিষ্কাসন ব্যবস্থা ও নাইলন নেট স্থাপন করা হচ্ছে। এই বাজেট অনুমোদন করা হয়েছে। সহসা কাজ শুরু হয়ে যাবে।”
নতুন করে দুই বছরের চুক্তিতে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কাজ শুরু করবেন টনি হেমিং। হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অস্ট্রেলিয়ান এই কিউরেটরকে নিয়োগ দিয়েছে বিসিবি।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বোর্ড পরিচালকদের দীর্ঘ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মিরপুরের প্রধান কিউরেটর গামিনি সিলভার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রায় ছয় ঘণ্টা লম্বা সভার পর সংবাদ সম্মেলনে হেমিংকে আবারও নিয়োগ দেওয়ার ঘোষণা দেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ইফতেখার রহমান।
“হেড অব টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে টনি হেমিংকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি বাংলাদেশে আগেও কাজ করেছেন। তাকে ২ বছরের জন্য আনা হচ্ছে।”
হেমিংকে আনার আলোচনার শুরুর পর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, গামিনি সিলভাকে সরিয়ে দেবে বিসিবি। তবে এখনই সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বরং কিছু দিন আগে গামিনির সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করা হয়েছে।
গত মেয়াদে গামিনির সঙ্গে হেমিংয়ের ঝামেলার কথা চাউর হয়েছিল সংবাদমাধ্যমে। এখন নতুন দায়িত্বে হেমিং আসার পর গামিনির ভবিষ্যৎ কী হবে, সেই বিষয়ে পরিষ্কার কিছু বলেননি ইফতেখার।
বরং নিজের টার্ফ ম্যানেজমেন্ট বিভাগে কাজ শুরুর পর, গামিনিকে রাখা হবে কিনা সেই সিদ্ধান্ত হেমিংই নেবেন জানান বিসিবি পরিচালক।
২০২৩ সালের জুলাইয়ে দুই বছরের জন্য হেমিংকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। তবে এক বছর বাকি থাকতে গত বছরের জুলাইয়ে কাজ ছেড়ে দেন তিনি। তখন তাকে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১৩ মাস পর হেমিংকে ফেরাল বিসিবি। নতুন দায়িত্বে তার কাজ কী হবে সেটিও জানালেন ইফতেখার।
“বাংলাদেশে যত আন্তর্জাতিক ভেন্যু আছে, সব মাঠের কিউরেটররা হেমিংয়ের তত্ত্বাবধানে থাকবে। তার অধীনে পিচগুলো উন্নত করা বা নতুন করে বানানো হবে।” “হেমিংকে আনার ব্যাপারে পরিচালকদের ইচ্ছা ছিল যে, শুধু পিচের মান বাড়ানো নয়। এর সঙ্গে আমাদের যে কিউরেটর ও অন্যান্য রিসোর্স আছে, তাদের ট্রেইন করার পরিকল্পনাও আছে।”
ক্রিকেট পিচ, মাটি বিশেষজ্ঞ ও প্রশিক্ষক হিসেবে প্রায় ৩৭ বছরের অভিজ্ঞতা হেমিংয়ের৷ আশির দশকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ক্যারিয়ার শুরু তার৷
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন হেমিং। ওমানেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।
বাংলাদেশে আসার আগে প্রায় অর্ধ যুগ তিনি অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা স্টেডিয়ামে মাটি বিশেষজ্ঞ ও অপটাস স্টেডিয়ামে অ্যারেনা ম্যানেজার হিসেবে কাজ করেছেন।
ক্রিকেটের বাইরেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। প্রায় দুই বছর সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার ছিলেন হেমিং।
জিম্বাবুয়ের হার অনকেটা নিশ্চিত হয়ে যায় প্রথম দিন! অলৌকিক কিছু না ঘটলে হার ঠেকানোর কোনো উপায় ছিল না। জ্যাকারি ফোকসের তোপ দাগানো বোলিংয়ে সেই কাজ অনায়াসে করে নিয়েছে কিউইরা। পেয়েছে রানের দিক থেকে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩৫৯ রানের রেকর্ড গড়া জয় পেয়েছে নিউজিল্যান্ড। আর জিম্বাবুয়ে পেয়েছে টেস্টে নিজেদের সবচেয়ে বড় হারের তিক্ত স্বাদ।
ক্রিকেটের অভিজাত সংস্করণে নিউজিল্যান্ডের তিনটি বড় জয়ই জিম্বাবুয়ের বিপক্ষে। এর আগের সবচেয়ে বড় জয়টি ছিল ২০১২ সালে নেপিয়ারে পাওয়া ইনিংস ও ৩০১ রানের জয়। শুধু তা-ই নয়, টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের তালিকায় আজকের জয়টি জায়গা করেছে তিন নম্বরে। তার চেয়ে বড় দুই জয় - ১৯৩৮ সালে ওভালে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৫৭৯ রানে হারায় ইংল্যান্ড। সেটি এখন পর্যন্ত রানের দিক থেকে টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। দ্বিতীয় সর্বোচ্চ রান ব্যবধানের জয় ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছিল অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের ইনিংস ও ৩৬০ রানে হারিয়েছিল অজিরা।
টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬০১ রান। লিড ছিল ৪৭৬ রানের। আজ তৃতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি তারা। এ রান তাড়া করে নিউজিল্যান্ডকে আবার লক্ষ্য ছুড়ে দেওয়া - জিম্বাবুয়ের জন্য ছিল ‘আকাশ-কুসুম’ স্বপ্ন। অভিষেক টেস্টে ফোকসের রেকর্ড বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকেরা। প্রথম ইনিংসে করেছিল তারা ১২৫ রান।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ৯ ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁতেই ব্যর্থ হন। নিক ওয়েলচ সর্বোচ্চ ৪৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক ক্রেগ এরভিন করেন ১৭ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ফোকস শিকার করেছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি।
দুই ইনিংসে মিলিয়ে ৭৫ রান দিয়ে ফোকসের শিকার ৯ উইকেট। অভিষেকে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারও এটি। এর আগে উইলিয়াম ও’রুর্কি গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৩ রান দিয়ে নিয়েছিলেন ৯ উইকেট। তার আগে নিউজিল্যান্ড ৩ উইকেটে ৬০১ রান করে ইনিংস ঘোষণা করে। রাচিন রবীন্দ্র ১৬৫ ও হেনরি নিকোলস ১৫০ রানে অপরাজিত থাকেন। ১৫৩ রান করেন ডেভন কনওয়ে। দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।