ক্রিকেট

লর্ডস টেস্টে স্লো-ওভার রেটের জন্য পয়েন্ট কর্তন ইংল্যান্ডের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ জুলাই ২০২৫, ৪:৩১ পিএম

news-details

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে নাটকীয় জয় পেলেও ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছে ইংল্যান্ডকে। তৃতীয় টেস্টে নির্ধারিত সময়ে নির্ধারিত ওভার শেষ করতে না পারায় টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ পয়েন্ট কর্তন করা হয়েছে বেন স্টোকসের দলের।


বুধবার আইসিসির দেওয়া এই শাস্তির ফলে ইংল্যান্ডের মোট পয়েন্ট ২৪ থেকে কমে এখন দাঁড়িয়েছে ২২ পয়েন্টে। প্রভাব পড়েছে শতকরা পয়েন্টের হারেও। ৬৬.৬৭ শতাংশ থেকে কমে সেটা হয়েছে ৬১.১১ শতাংশ। এতে টেবিলের দ্বিতীয় স্থান থেকে নেমে এসেছে তৃতীয় স্থানে নেমে গেছে ইংলিশরা। এছাড়া শাস্তির অংশ হিসেবে ইংল্যান্ড খেলোয়াড়দের ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানাও গুনতে হয়েছে।


আরও পড়ুন

তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনে অনুপস্থিত শামীম তৃতীয় টি-টোয়েন্টির আগে অনুশীলনে অনুপস্থিত শামীম


ওভার রেট নিয়ে আইসিসির নিয়ম অনুযায়ী, ইনিংসের ওভার শেষ করা সময় হিসাব করে যত ওভার কম হয়, সেটা ধরে প্রতি ওভারের জন্য বোলিং করা দলের এক পয়েন্ট করে কাটা হয়। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন, যার ফলে আর আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।


অবশ্য ইংল্যান্ড লর্ডস টেস্ট যে রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্য দিয়ে খেলে জিতেছে, তাতে ওভার রেটের বিষয়টির দিকে মনযোগ দেওয়ার সুযোগ কমই ছিল তাদের সামনে। প্রথম ইনিংসে দুই দলই করেছিল ৩৮৭ রান করে। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে বেশ চাপে পড়ে যায় ভারত। এরপর রবীন্দ্র জাদেজার অপরাজিত ফিফটিতে জয়ের খুব কাছাকাছি গিয়ে মাত্র ২২ রানে হারে দলটি। 


এই জয়ে পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।

bottom-logo

ক্রিকেট

দেশে ফিরেছে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দল

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৭ জুলাই ২০২৫, ২:৪৯ পিএম

news-details

প্রথমবারের মত শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতা টাইগাররা ২৪ ঘণ্টা না পেরোতেই দেশের মাটি স্পর্শ করেছে। আজ(বৃহস্পতিবার) সকাল ১১টায় ঢাকায় পৌঁছে লিটন দাসের দল।


তিন ফরম্যাটে এই সফরে ৮টি ম্যাচ খেলে বাংলাদেশ। টেস্ট সিরিজ ১-০, ওয়ানডে ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেও টানা দুই জয়ে সিরিজ পকেটে পোরে কোচ ফিল সিমন্স শিষ্যরা। সবমিলে এই সিরিজে শ্রীলঙ্কা জিতেছে চারটি ম্যাচ, আর বাংলাদেশ জেতে তিন ম্যাচ, গল টেস্ট ড্র হয়েছিল। আর তাই সাফল্যের নিরিখে এটা একটা মিশ্র সিরিজই টাইগারদের জন্য। টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে ব্যাডপ্যাচ কাটিয়েছেন লিটন দাস। অফ-ফর্মের কারণে দীর্ঘ সময় ট্রলের শিকার হচ্ছিলেন, সেই চাপ উপেক্ষা করে পারফর্ম করাটা মোটেও সহজ ছিল না, সেটা মনে করিয়ে দিয়েছেন দলের ম্যানেজার নাফীস ইকবাল খান, “কাজটা সহজ ছিল না লিটনের জন্য, কারণ ব্যাড প্যাচটা ছিল দীর্ঘ! আমরা জানি খারাপ খেললে সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়, আমরা খুব আবেগী জাতি! ওর ফিরে আসাটা দারুণ হয়েছে, অধিনায়কত্বও করেছে খুব ভাল”।


এয়ারপোর্টে সিরিজ জয়ের ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা তানজিদ তামিম ও শেখ মেহেদী সহ বাকি সব খেলোয়াড়কে দেখা গেছে প্রাণবন্ত। দেশে ফিরলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা, কাল থেকেই নেমে পড়তে হবে অনুশীলনে। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ জুলাই থেকে, সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে।


ইতিমধ্যে সালমান আলী আগা’র নেতৃত্বে পাকিস্তান দল ঢাকায় এসে পৌঁছেছে। সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগাররা। গত মে মাসে পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা, এবার দেশের মাটিতে বদলা নেয়ার লক্ষ্য লিটন দাসের দলের।


ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

শেখ মেহেদী-তানজিদের নৈপূণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসব বাংলাদেশের

 
শামীম চৌধুরী
শামীম চৌধুরী
ঢাকা

১৭ জুলাই ২০২৫, ১২:০৯ এম

news-details

শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভেন্যু প্রেমাদাসায় সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে অতীত রেকর্ডটা বাংলাদেশের দারুণ। কলম্বোর এই ভেন্যুতে এবারের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারনী ম্যাচে অবতীর্ন হওয়ার আগে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ম্যাচের ৩টিতে জয়ের সুখস্মৃতি আছে বাংলাদেশের। ৭ বছর আগে এই মাঠে নিদাহাস কাপে দুই লড়াইয়ের দুটিতে জিতে নাগিন নৃত্য উৎসব করেছে বাংলাদেশ। সেই অতীত থেকে টনিক নিয়ে প্রেমাদাসায় নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এতোদিন ছিল না কোনো দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের অতীত। ২০১৭ সালে ১-১ এ সিরিজ ড্র-ই ছিল বাংলাদেশের সান্ত্বনা। 


শেখ মেহেদীর ভয়ংকর ছোবল (৪/১১) এবং তানজিদ হাসান তামিমের ব্যাটিং ঝড়ে ( ৪৭ বলে ৭৩*) ২১ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে, শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উৎসব করেছে বাংলাদেশ।      


সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটহীন কাটিয়েছেন ঠিকই,তবে অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে অফ স্পিনার শেখ মেহেদীর বোলিং ছিল মিতব্যয়ী। এন্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০-২২-০, ভারতের বিপক্ষে ৪-০-২৮-০, এমন মিতব্যয়ী বোলিংয়ে হাততালি পাওয়ারই কথা এই অফ স্পিনারের। স্লো উইকেটে এই অফ স্পিনার কতোটা কার্যকর, তা জানিয়ে দিয়েছেন প্রেমাদাসায়। সিরিজ নির্ধারণী ম্যাচে করেছেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে সেরা বোলিং (৪-১-১১-৪)। তার স্পিন বিষে নীল শ্রীলঙ্কা ধুঁকেছে রানে। স্কোর টেনে নিতে পেরেছে ১৩২/৭ পর্যন্ত। 


গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে এই অফ স্পিনার নিজেকে একটু বেশিই চিনিয়েছিলেন। তিন ম্যাচের ওই সিরিজে ৮ উইকেটে উড়েছেন হাওয়ায়। জ্যামাইকায় ওই সিরিজের প্রথম ম্যাচে ৪-০-১৩-৪ ছিল তাঁর এতোদিন সেরা বোলিং। সেই বোলিং ছাপিয়ে এদিন প্রেমাদাসায় বিস্ময়কর বোলিং করেছেন। ২৪টি ডেলিভারির মধ্যে ১৭টি দিয়েছেন ডট! একটিও বাউন্ডারি মারতে পারেনি তাকে কেউ। ১ ওভারের শেষ স্পেলটি আবার মেডেন উইকেট (১-০-০-১)। নিজের প্রথম ওভারে কুশল পেরেরাকে (০) স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করার দিনে শ্রীলঙ্কার কোমর ভেঙ্গে দিয়েছেন শেখ মেহেদী আউটসাইড অফ ডেলিভারিতে চান্দিমালকে (৪) পয়েন্টে ক্যাচের পাতা ফাঁদে ফেলে। শেখ মেহেদীর বলে আসালাঙ্কা (৩) ব্যাক ফুটে ডিফেন্স করতে যেয়ে হয়েছেন বোল্ড। শ্রীলঙ্কার ইনফর্ম ওপেনার পাথুম নিশাঙ্কাকে (৩৯ বলে ৪ বাউন্ডারিতে ৪৬) হাফ সেঞ্চুরির আগে ফিরিয়ে দিয়ে ক্যারিয়ারসেরা বোলিং শেষ করেছেন শেখ মেহেদী।


অকেশনাল স্পিনার শামীম পাটোয়ারি বল হাতে নিয়ে নির্ভরতা দিয়ে চলেছেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। তাঁর দ্বিতীয় ওভারে কামিন্দু মেন্ডিজ রিভার্স সুইপ করতে যেয়ে পয়েন্টে দিয়েছেন ক্যাচ (১৫ বলে ১ চার, ১ ছক্কায় ২১)। এদিন বাঁ হাতি পেসার মোস্তাফিজ করেছেন মিতব্যয়ী বোলিং (৪-০-১৭-১)। ২৪টি ডেলিভারির মধ্যে ১১টি ডট দিয়েছেন তিনি। ডেথ ওভারে দারুণ বোলিং করেছেন। তাঁর শেষ স্পেলটি (২-০-৬-১) এক কথায় অসাধারণ। ইনিংসের ৫ম বলে কুশল মেন্ডিজকে (৪ বলে ৬) স্কোয়ার লেগে ক্যাচ দিতে বাধ্য করে প্রথম ব্রেক থ্রু দিয়েছিলেন বাঁ হাতি পেসার শরিফুল। তবে খরুচে বোলিংয়ের (৪-০-৫০-১) অপবাদ গায়ে মাখাতে হয়েছে তাকে। তাঁর শেষ স্পেলটি ছিল খরুচে। ২০তম ওভারে খরচ তাঁর ২২ রান। শানাকার হাতে ওই ওভারে খেয়েছেন ২ ছক্কা,২ বাউন্ডারি।


ডাম্বুলায় শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ভালভাবে ফেরাটা ছিল সিরিজের শেষ ম্যাচে আত্মবিশ্বাসের রসদ। বোলারদের অসামান্য বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৩২/৭ এ আটকে ফেলে ১৩৩ রানের চ্যালেঞ্জটা সহজ করেছেন দুই টপ অর্ডার তানজিদ হাসান তামিম-লিটন দাস।


ইনিংসের প্রথম বলে তুষারার লো বাউন্সি ডেলিভারি ব্যাক প্যাডে আঘাত হানায় গোল্ডেন ডাক-এ ফিরতে হয় ওপেনার পারভেজ হাসান ইমনকে (১ বলে ০)। তবে স্কোর কার্ডে রান ওঠার আগে ওপেনিং পার্টনারশিপ ভেঙ্গে যাওয়ায় দুর্ভাবনায় পড়তে দেননি তানজিদ হাসান তামিম-লিটন দাস। দ্বিতীয় উইকেট জুটিতে তাদের ৫০ বলে ৭৪ রান বড় জয়ের পথ করেছে প্রশস্ত। বাকি দায়িত্বটা পালন করেছেন অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে তানজিদ হাসান তামিম-তাওহিদ হৃদয় (৪৮ বলে ৫৯*)। এই দুটি পার্টনারশিপের কল্যানে ২১ বল হাতে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ সর্বোচ্চ ব্যবধানে (৮ উইকেটে ) জিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের উৎসব করেছে। এটি উইকেটের ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে গত বছর সিলেটে ১১ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ের অতীত আছে বাংলাদেশের।


ইনিংসের দ্বিতীয় ওভারে লিটনের বিপক্ষে এলবিডাব্লুর সিদ্ধান্ত দিয়েছিলেন লঙ্কান আম্পায়ার। ওই সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ আপীলে লিটন জিতে ইনিংস টেনে নিয়েছেন ৩২ রান পর্যন্ত। ২৮ বলের যে ইনিংসে ছিল ২ চার ১ ছক্কা। চারের চেয়ে ছক্কার আধিক্যে নিজেকে একটু বেশিই চিনিয়েছেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ার সেরা ইনিংস এতোদিন ছিল তার ৬৩। গত বছর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ওই স্কোর। সেই স্কোরকে ছাপিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারনী ম্যাচে করেছেন হার না মানা ৭৩ রান। ৪৭ বলের যে ইনিংসে ১ টি চারের পাশে মেরেছেন ৬টি ছক্কা। উইনিং রান নিয়ে ড্রেসিংরুমে ফেরা হৃদয় ছিলেন ২৫ বলে ২৭ রানে অপরাজিত।

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

তানজিদের উড়ন্ত ফিফটি, ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ জুলাই ২০২৫, ১১:২৩ পিএম

news-details

কোনো ফরম্যাটেই শ্রীলঙ্কার মাটিতে আগে ছিল না সিরিজ জয়ের কীর্তি। দ্বিতীয় ম্যাচ জয়ে জাগে সেই আশা। সিরিজ নির্ধারণী ম্যাচে শেষের ওভার বাদে বোলার তাদের কাজটা করলেন দারুণভাবেই। ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হল এরপরও। তবে তানজিদ হাসান তামিমের ফিফটির সাথে অন্য ব্যাটারদের পেশাদার ব্যাটিংয়ে বিশাল জয়ে সিরিজ জয়ও হল লিটন দাসের দলের।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে অনায়াসেই ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৩৩ রানের টার্গেট সফরকারীরা স্পর্শ করেছে ১৬.৩ ওভারেই।

কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে সবশেষ ১০ ম্যাচে ৯টি জিতেছে রান তাড়া করা দল। ১৩৩ রান তাড়া করা বাংলাদেশের জন্য তাই খুব কঠিন হওয়ার কথা ছিল না। সেটাও হয়নিও। 

ইনিংসের প্রথম বলেই অবশ্য বড় ধাক্কা খায় বাংলাদেশ। নুয়ান থুসারার ইনসুইংয়ে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তরুণ এই ওপেনারের। আম্পায়ার্স কলে সাজঘরে ফিরতে হয় তাকে। এটি ইমনের ক্যারিয়ারের ১৫তম ম্যাচে  তৃতীয় গোল্ডেন ডাক।

এরপরই পাল্টা আক্রমণে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম মিলে। অবশ্য লিটন ৮ রানে থাকা অবস্থায় একবার বিনুরা ফার্নান্দোর এক ইয়র্কারে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন। বেঁচে যান রিভিউ নিয়ে। পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৪৭।

তানজিদ এদিন শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। চারিথ আসালাঙ্কার প্রথম বলেই ছক্কার পর আর দুটি বড় শটে পূর্ণ করেন লিটনের সাথে জুটির পঞ্চাশ, বল প্রয়োজন হয় মাত্র ৩৬টি।

আগের ম্যাচে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা লিটন ফর্ম ধরে রেখে এগিয়ে যাচ্ছিলেন আরেকটি ফিফটির দিকে। তবে এবার আর পারেননি বাংলাদেশ অধিনায়ক। কামিন্দু মেন্দিসের বলে সুইপ খেলতে গিয়ে কুসাল মেন্ডিসের হাতে ধরা পড়ার আগে ২৬ বলে করেন ৩২ রান। জুটিতে রান হয় ৭৪ রান।


তবে তানজিদ ঠিকই ফিফটি তুলে নেন। জেফ্রি ভ্যান্ডারসেকে প্রথমে ছক্কা, পরের বলে চার মেরে মাত্র ২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন তরুণ এই ওপেনার। এতে ভর করে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৯ রান, যা গড়ে দেয় সহজ জয়ের ভিত।

তাওহীদ হৃদয়কে নিয়ে এরপর বাকি আনুষ্ঠানিকতা সারেন তানজিদ। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেন ৬৯ রান। তানজিদ অপরাজিত থাকেন ৪৭ বলে ৬ ছক্কা ও এক চারে ৭৩ রানে। আর তাওহীদ করেন ২৫ বলে ২৭।

এর আগে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ম্যাচেও দুইটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায়। মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ফেরেন শেখ মাহেদি হাসান ও তানজিম হাসান সাকিব।

সিরিজে প্রথমবার মাঠে নেমেই বাজিমাত করেন মাহেদি। ম্যাচের প্রথম বলেই কুসাল পেরেরাকে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান ডানহাতি এই স্পিনার। লম্বা সময় ফর এই ফরম্যাটে দলে ফেরা দিনেশ চান্দিমালও সুবিধা করতে পারেননি। ৫ বলে মাত্র ৪ রান করে মিড উইকেটে ক্যাচ তুলে দেন তিনি। 

প্রথম তিন ওভারের মধ্যেই তিন উইকেটের দেখা পেতে পারত বাংলাদেশ, তবে কঠিন দুটি সুযোগ হাতছাড়া হয় ফিল্ডারদের ব্যর্থতায়।

দারুণ এক স্পেল করা মাহেদি তার তৃতীয় ওভারে ফের আঘাত হানেন। এবার বোল্ড করেন চারিথ আসালাঙ্কাকে। একপ্রান্ত আগলে পাওয়ার প্লেতে কিছু আগ্রাসী শট খেলেন পথুম নিসাঙ্কা। তবে শেষ পর্যন্ত তাকেও থামান সেই মাহেদি। কয়েকবার জীবন পাওয়া এই ব্যাটারকে ফেরান রিটার্ন ক্যাচে। চার ওভার শেষ করেন মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে, যা এই ফরম্যাটে তার তার ক্যারিয়ার সেরা বোলিংও।

অন্যদিকে শুরুতে একটি ক্যাচ ফেলা তানজিম কিছুটা ক্ষতিপূরণ করেন কামিন্দু মেন্ডিসকে দুর্দান্ত এক ক্যাচে ফিরিয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর একসময় দাঁড়ায় ৬ উইকেটে ৮৮ রান। 

ওই সময়ে শ্রীলঙ্কার জন্য ১২০ রানই অনেক বড় মনে হচ্ছিল। তবে দলের ত্রাতা হিসেবে হাজির হন দাসুন শানাকা। শরিফুল ইসলামের করা শেষ ওভারে ২টি চার ও ২টি ছক্কায় আদায় করে নেন ২২ রান। আর সেটাই শেষ পর্যন্ত দলটিকে নিয়ে যায় ১৩২ রান পর্যন্ত।


ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

ইফতেখার-সোহানের ব্যাটে চড়ে রংপুরের ১৫৮

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ জুলাই ২০২৫, ৯:৫৮ পিএম

news-details

আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাট করা কাইল মায়ার্স শুরুটা পেলেও এবার পারলেন না ইনিংস বড় করতে। তবে দায়িত্বশীল ইনিংস খেললেন অভিজ্ঞ সৌম্য সরকার। মাঝের সময়ে এরপরও কিছুতা চাপে পড়ল রংপুর রাইডার্স। সেটা সামাল দিয়ে শেষের ঝড় তুললেন ইফতেখার আহমেদ ও অধিনায়ক নুরুল হাসান সোহান। দুবাই ক্যাপিটালসকে তাতে চ্যালেঞ্জিং টার্গেট দিল রংপুর।


গায়ানায় গ্লোবাল সুপার লিগের গ্রুপ পর্বের বুধবারের ম্যাচে রংপুর ২০ ওভারে দাঁড় করিয়েছে ৫ উইকেটে ১৫৮ রানের স্কোর।


টস জিতে আগে ব্যাটিং নেওয়া রংপুর শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন আগের দুই ম্যাচেও রানের দেখা না পাওয়া ইব্রাহিম জাদরান। সেটা সামলে দ্বিতীয় ওভারে কালেম সানাকে তিন ছক্কায় উড়িয়ে ১৯ রান আদায় করেন কাইল মায়ার্স ও সৌম্য সরকার। 


গুলবাদিন নাইবকে এরপর আরেকটি ছক্কা হাঁকান সৌম্য। তবে আক্রমণে এসেই আঘাত হানেন রোহান মুসতাফা, ফিরিয়ে দেন দারুণ ফর্মে থাকা মায়ার্সকে। ক্যারিবিয়ান এই ব্যাটার তার আগে এক চার ও দুই ছক্কায় ১১ বলে করেন ১৯ রান। 


পাওয়ার প্লে এরপর নির্বিঘ্নে কাটিয়ে দেন সৌম্য ও মাহিদুল ইসলাম অঙ্কন। ছয় ওভারে রংপুরের স্কোর দাঁড়ায় ৫৫। নিজের প্রথম ওভারে দুবাইয়ের বাংলাদেশ তারকা সাকিব আল হাসান দেন মাত্র ২ রান।


জুটি গড়লেও অঙ্কন ছিলেন বেশ ধীর। শেষ পর্যন্ত ১৫ বলে থামেন ১১ রানে, শিকার হন কাইস আহমেদের। পরের ওভারেই ফের উইকেট! এবার আঘাত সাকিবের। প্রথম তিন বলে এক ছক্কায় ৮ রান নেওয়ার পর ক্যাচ দিয়ে ফেরেন ২৮ বলে ৩৬ রান করার পর। ১০ ওভার শেষে রংপুরের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৫।


ইফতেখার আহমেদের সাথে এরপর ছোট একটি জুটি গড়েন আজমতউল্লাহ ওমরজাই। তবে আফগান অলরাউন্ডার পারেননি ইনিংস বড় করতে। স্বদেশী নাইবের শিকার হওয়ার আগে তার অবদান ৮ (১৩ বল)। তাতে ১৫ ওভারের পর সোহানের দলের স্কোর ছিল ৫ উইকেটে ১০৫।


দারুণ বোলিং করা সাকিব তার স্পেল শেষ করেন চার ওভারে মাত্র ১৬ রানে এক উইকেটে। রংপুরের রানের গতি এই সময়ে কিছুটা কমে যায়। তবে সেটা অনেকটাই পুষিয়ে দেন ইফতেখার ও নুরুল হাসান সোহান মিলে, ১৯তম ওভারে। দুই চার ও এক ছক্কায় আদায় করেন ১৮ রান।


ইনিংসের শেষ ওভারে টানা দুই ছক্কা হাঁকিয়ে রংপুরের স্কোর দেড়শ পার করান। ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন সোহান। আর ইফতেখার ৪১ রান করেন ৩২ বলে।


ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

সাকিবদের বিপক্ষে আগে ব্যাটিংয়ে রংপুর

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ জুলাই ২০২৫, ৭:৩৮ পিএম

news-details

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্স টুর্নামেন্টে তাদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর।


প্রথম দুই ম্যাচ জেতা রংপুর নিজেদের প্রথম ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিওর্সের সাথে ৮ রানের দারুণ এক জয় পায় রংপুর। পরের ম্যাচে ধরা দেয় আও রোমাঞ্চকর এক জয়। বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের বিপক্ষে অবিশ্বাস্যভাবে দলটি ম্যাচ জেতে মাত্র এক রানে।


দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে রংপুরের প্রতিপক্ষ দুবাই ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। এই দলটির হয়ে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি দলটির প্রথম ম্যাচে চার উইকেট ও ফিফটি করে হন ম্যাচ সেরা।


এবার সাকিব খেলবেন বিপিএলে তার সাবেক দল রংপুরের বিপক্ষে, যা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি দেখতে চোখ রাখুন টি স্পোর্টসের পর্দায়।


রংপুর রাইডার্স একাদশ : ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, কাইল মায়ার্স, আজমাতউল্লাহ ওমরজাই, সাইফ হাসান, নুরুল হাসান (অধিনায়ক), ইফতেখার আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, তাবরাইজ শামসি, খালেদ আহমেদ।


bottom-logo