১২ আগস্ট ২০২৫, ১:০৭ পিএম
এক সপ্তাহ ধরে চলমান ফিটনেস ক্যাম্পের মাঝে গত রোববার ক্রিকেটারদের ১৬শ মিটার টাইম ট্রায়াল নিয়েছিলেন জাতীয় দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি। তবে সেদিন ওই দৌড়ের কোনো ফলাফল জানাননি তিনি।
৪৮ ঘণ্টা পর সংবাদ সম্মেলনে এসে কেলি বললেন, রোববারের টাইম ট্রায়ালে ১২ জন ক্রিকেটার নিজের সেরা টাইমিং করেছিলেন।
গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে হওয়া এই টাইম ট্রায়ালে দুই ভাগে ভাগ হয়ে মোট ২৬ জন ক্রিকেটার ১৬শ মিটার দৌড় দেন। প্রথম ভাগে ৫ মিনিট ৩১ সেকেন্ডে ১৬শ মিটার দৌড়ে সবাইকে ছাড়িয়ে যান নাহিদ রানা। দ্বিতীয়ভাগে প্রথম হওয়া তানজিম হাসান সাকিবের লাগে ৫ মিনিট ৫৩ সেকেন্ড।
মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাকিদের অবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন কেলি।
“জাতীয় স্টেডিয়ামে কিছু টেস্ট করেছি। সেখানে (৪০ মিটার) স্প্রিন্ট টেস্টিং ও (১৬শ মিটার) টাইম ট্রায়াল করানো হয়েছিল। টাইম ট্রায়ালে আমরা ১২টি ব্যক্তিগত সেরা টাইমিং পেয়েছি। অনেক খেলোয়াড়ই ওই ক্ষেত্রে উন্নতি করেছে। নাহিদের অসাধারণ পারফরম্যান্স ছিল। ১৬শ মিটার টাইম ট্রায়াল শেষ করেছে ৫ মিনিট ৩১ সেকেন্ডে। দল হিসেবে আমরা সম্মিলিতভাবে আরও উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
“আমরা এখানে (মিরপুরে) কিছু স্ট্রেংথ টেস্টিংও করেছি। যখন আমরা সবগুলো স্ট্রেংথ টেস্টের ফলাফল পর্যালোচনা করলাম, তখন দেখা গেল ৫৬টি ব্যক্তিগত সেরা হয়েছে। অর্থাৎ ক্রিকেটাররা দল হিসেবে অনেক উন্নতি করছে।”
গত বছরের এপ্রিলে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব স্প্রিন্ট টেস্ট, টাইম ট্রায়াল বা স্ট্রেংথ টেস্ট নিয়ে আসছেন কেলি। এর আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করা হতো শুধু ইয়ো ইয়ো আর বিপ টেস্ট দিয়ে।
এখন টাইম ট্রায়াল বা স্প্রিন্ট টেস্টের ধারাবাহিক তথ্য পর্যালোচনা করে ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং সাজানো হয় জানালেন কেলি।
“আমি দেখেছি, কিছু মন্তব্যে বলা হয়েছে যে এই টেস্টগুলো নাকি নতুন। আসলে তা নয়। আমি ২০২৪ সালের এপ্রিলে যোগ দেওয়ার পর থেকে গত ১৮ মাস ধরে আমরা এই টেস্টগুলো চালিয়ে যাচ্ছি। টাইম ট্রায়াল, স্ট্রেংথ টেস্টিং, স্প্রিন্ট টেস্টিং- সব ক্ষেত্রেই আমাদের ধারাবাহিক তথ্য আছে।”
“এর মাধ্যমে আমরা ক্রিকেটারদের অগ্রগতি পর্যবেক্ষণ করি। আমি দলের উন্নতিতে সত্যিই খুশি, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের নিয়ে, যারা প্রচুর টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট খেলছে। তারা শুধু ক্রিকেট নয়, নিজেদের আরও ভালো অ্যাথলেট হিসেবে গড়ে তোলার দিকেও মনোযোগী।”
১৪ আগস্ট ২০২৫, ৪:১৬ পিএম
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজে বোলিং-ফিল্ডিংয়ে বিশাল লক্ষ্য পেল বাংলাদেশ। রিপন মন্ডল, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরিদের তুলোধুনা করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রানের সংগ্রহ পেল পাকিস্তান শাহিনস ('এ' দল)।
ম্যাচ জিততে ব্যাটসম্যানদের সামনে এখন তাই কঠিন চ্যালেঞ্জ।
পাকিস্তান শাহিনসের পক্ষে ঝড়ো ইনিংস খেলেন টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান খাওয়াজা নাফে, ইয়াসির খান ও সৈয়দ আব্দুল সামাদ। রান আউট হওয়ার আগে ৩১ বলে ৬১ রান করেন নাফে। ইয়াসিরের ব্যাট থেকে আসে ৪০ বলে ৬২ রান।
আরও পড়ুন
বিশ্বকাপে ‘নতুন দায়িত্ব’ নিতে তৈরি হচ্ছেন ম্যাক্সওয়েল |
![]() |
তিন নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন আব্দুল সামাদ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন নাফে ও ইয়াসির। প্রথম পাওয়ার প্লেতে দুজন মিলে যোগ করেন ৬৯ রান। দশম ওভারে জুটির একশ রান পূর্ণ করে ফেলেন শাহিনসের দুই ওপেনার।
১১তম ওভারে এই জুটি ভাঙার সম্ভাবনা তৈরি করেন মৃত্যুঞ্জয়। কিন্তু সীমানায় মোহাম্মদ নাঈম শেখ ও মাহফুজুর রহমান রাব্বি মিলে ছেড়ে দেন ক্যাচ। তবে পরের ওভারেই নাফের রান আউটে ভাঙে ৬৭ বলে ১১৮ রানের উদ্বোধনী জুটি।
পরের ওভারে ইয়াসিরকে কট বিহাইন্ড করেন মাহফুজুর রাব্বি। তৃতীয় উইকেটে মাত্র ২৩ বলে ৪৯ রান যোগ করেন আব্দুল সামাদ ও মোহাম্মদ ফাইক। ১০ বলে ১৮ রান করা ফাইককে আউট করেন রকিবুল হাসান।
আরও পড়ুন
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ |
![]() |
এরপর ২০ বলে ৩৬ রানের জুটি গড়েন সামাদ ও অধিনায়ক ইরফান খান। ১২ বলে ২৫ রান করা ইরফানকে বোল্ড করেন হাসান মাহমুদ। অভিজ্ঞ এই পেসারই ছিলেন সবচেয়ে কৃপণ। ৪ ওভারে তিনি খরচ করেন ৩৪ রান।
এছাড়া রিপন ৪ ওভারে ৪৫, রকিবুল ৪ ওভারে ৪৩, মৃত্যুঞ্জয় ৪ ওভারে ৩৯, মাহফুজুর রাব্বি ৩ ওভারে ৩৯, সাইফ হাসান ১ ওভারে খরচ করেন ২৬ রান।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলার হিসেবে বড় দায়িত্ব পালন করতে চান গ্লেন ম্য্যাক্সওয়েল। বিশেষ করে পাওয়ার প্লেতে নতুন বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আটকে রাখার লক্ষ্য অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডারের।
সেই লক্ষ্যে এরই মধ্যে নিজের প্রস্তুতি সেরে রাখছেন ম্যাক্সওয়েল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই পাওয়ার প্লেতে ২টি করে ওভার করেছেন ৩৬ বছর বয়সী অফ স্পিনার।
আরও পড়ুন
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ |
![]() |
তৃতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েল জানান, সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নতুন বলে নিয়মিত বোলিং করতে চান তিনি।
“আমার মনে হয়, উপমহাদেশে স্পিনার হিসেবে ম্যাচের শুরুতে কিছুটা বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে। বিশেষ করে নতুন বল, শক্ত সিম- যা শুষ্ক উইকেটে ভালোভাবে গ্রিপ করতে সাহায্য করে। সামনের দিকে তাই এটি নিয়ে আমরা ভাবতে পারি।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৯ উইকেট পেয়েছেন ম্যাক্সওয়েল। এর মধ্যে ১৭টি উইকেটই নিয়েছেন পাওয়ার প্লের মধ্যে। আইপিএলেও নতুন বলে বেশ কার্যকর এই অফ স্পিনার।
২০২২ সালের আসর থেকে এখন পর্যন্ত পাওয়ার প্লের মধ্যে ওভারপ্রতি মাত্র ৭.৩০ রান খরচ করে ৮টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লের মধ্যে এইডেন মার্করামকে আউট করেন ম্যাক্সওয়েল।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসভাগ্য পাশে পেলেন না নুরুল হাসান সোহান। ব্যাট ফ্লিপে হেরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন পাকিস্তান শাহিন্সের অধিনায়ক মোহাম্মদ ইরফান খান।
এক ঝাঁক অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দুই বিশেষজ্ঞ পেসার হাসান মাহমুদ ও রিপন মন্ডলের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরি। স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন মাহফুজুর রহমান রাব্বি ও রকিবুল হাসান।
এছাড়া স্পিন বোলিংয়ে হাত ঘোরাতে দেখা যেতে পারে জিসান আলম, সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুবকে।
বাংলাদেশ একাদশ:
আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম শেখ, মৃত্যুঞ্জয় চৌধুরি, সাইফ হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রকিবুল হাসান।
পাকিস্তান একাদশ:
সাদ মাসুদ, ফয়সাল আকরাম, খাওয়াজা নাফে, মাজ সাদাকাত, মোহাম্মদ ফাইক, মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ ওয়াসিম, শহিদ আজিজ, সৈয়দ মোহাম্মদ আব্দুল সামাদ, উবাইদ শাহ, ইয়াসির খান।
জয়ের জন্য ৪ বলে প্রয়োজন ৯ রান। প্রথম বলেই বাউন্ডারি মেরে নিজের কাজ কিছুটা সহজ করলেন গ্রাহাম ক্লার্ক। কিন্তু পরের দুই বল খেললেন ডট। চাপ বেড়ে গেল বহু গুণে। শেষ বলে প্রয়োজন ৫ রান। টাইমাল মিলসের স্লোয়ার ডেলিভারি ছক্কা মেরে দিলেন সবশেষ বিপিএলে আলো ছড়ানো ক্লার্ক।
ইংল্যান্ডের দা হান্ড্রেড টুর্নামেন্টে বুধবার রাতের ম্যাচে এই কৃতিত্ব দেখান ৩২ বছর বয়সী ব্যাটার। নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ২৪ বলে ৩৮ রানের অপরাজিত ম্যাচ জেতানো ইনিংস খেলে সাউদার্ন ব্রেভকে হারান গত বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলে যাওয়া ক্লার্ক।
নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে প্রায় এক দশক ধরেই খেলছেন ক্লার্ক। তবে সেভাবে আলো ছড়াতে ব্যর্থ হওয়ায় কখনও জাতীয় দলের আশপাশে দেখা যায়নি তাকে। তবে চলতি বছরের শুরুর দিকে বিপিএল খেলতে এসে বাংলাদেশের ক্রিকেটে সুনাম কুড়ান মিডল-অর্ডার এই ব্যাটসম্যান।
প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে চিটাগং কিংসের জার্সিতে ১৪ ম্যাচে আসরের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেন ক্লার্ক। চিটাগংকে রানার্স-আপ করার পথে একটি সেঞ্চুরির পাশাপাশি একটি ফিফটিও করেন তিনি। আসরে তার স্ট্রাইক রেট ছিল ১৫৩.৩৩!
বিপিএল মাতিয়ে এবার দেশের ঘরোয়া ক্রিকেটেও 'হিরো' হলেন ক্লার্ক। নির্ধারিত ১০০ বলে ৫ উইকেটে ১৩৯ রান করে সাউদার্ন ব্রেভ। জবাবে ৫৫ বলে ৭৫ রান করতে ৪ উইকেট হারিয়ে ফেলে নর্দার্ন সুপারচার্জার্স।
৪৫ বলে ৬৫ রানের সমীকরণে ক্রিজে যান ক্লার্ক। কিন্তু অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাচ্ছিলেন না তিনি। এক পাশ আগলে রেখে দলকে তিনি রাখেন জয়ের কক্ষে। পরে শেষ ওভারে টাইমাল মিলসের শেষ বলে ছক্কা মেরে তিনিই জেতেন 'ম্যাচ হিরো' (ম্যান অব দা ম্যাচ) পুরস্কার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। একসঙ্গে ছিটকে গেলেন তিন ক্রিকেটার। এদের একজন আবার খেলতে পারবেন না সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচেও।
চোটের কারণে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন মিচেল ওয়েন, ম্যাথু শর্ট ও ল্যান্স মরিস। তাদের জায়গায় সুযোগ পেলেন অ্যারন হার্ডি, ম্যাথু কুনেমান ও কুপার কনোলি। টি-টোয়েন্টি সিরিজ থেকেই দলের সঙ্গে আছেন কুনেমান ও হার্ডি।
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েনের হেলমেটে লাগে কাগিসো রাবাদার একটি গতিময় বাউন্সার ডেলিভারি। তাৎক্ষণিক কনকাশন পরীক্ষায় পাস করেন ওয়েন। তবে ড্রেসিং রুমে ফেরার পর বিলম্বিত কনকাশনের শিকার হন তরুণ ব্যাটার।
তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রটোকল অনুযায়ী, ১২ দিন মাঠের বাইরে থাকতে হবে ওয়েনকে। যে কারণে প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের পুরোটাই মিস করবেন ২৩ বছর বয়সী মিডল-অর্ডার ব্যাটার।
গত বছর তিনটি ওয়ানডে খেলার পর চোটে পড়েছিলেন মরিস। এরপর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই ফেরার কথা ছিল ২৭ বছর বয়সী ফাস্ট বোলারের। কিন্তু পিঠের চোটে সেই সম্ভাবনা শেষ হয়ে গেল তার।
এছাড়া সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাইড স্ট্রেইনে আক্রান্ত হওয়া শর্ট এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। শুরুতে তাকে প্রথম দুই টি-টোয়েন্টির দল থেকে বাইরে রাখা হয়। কিন্তু এখন আরও চারটি ম্যাচ খেলা হবে না তার।
কেয়ার্নসে শনিবার সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। পরে একই মাঠে ১৯ তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ম্যাকাইয়ে গিয়ে ২২ ও ২৪ তারিখ বাকি দুই ম্যাচ খেলবে তারা।
অস্ট্রেলিয়ার পরিবর্তিত স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেইজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেইন, অ্যাডাম জ্যাম্পা।
৭ ঘণ্টা আগে
৮ ঘণ্টা আগে
৯ ঘণ্টা আগে
১২ ঘণ্টা আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
৩ দিন আগে
২২ দিন আগে
২৯ দিন আগে