১৯ আগস্ট ২০২৫, ৪:২২ পিএম
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অভিজ্ঞ ক্রিকেটাররা অবসরে গেলেও ভারত দলে এখনও চলমান তীব্র প্রতিযোগিতা। প্রতিভাবান ক্রিকেটারদের ছড়াছড়ি এতই যে, ফর্মে থেকেও অনেকেই শেষ পর্যন্ত ছিটকে গেলেন আসছে এশিয়া কাপের দল থেকে। নির্বাচক অজিত আগারকার জানালেন, ইয়াশাশভি জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারের বাদ পড়ার কারণ ফর্ম নয়, বরং কাকে রেখে কাকে বাদ দেবেন সেই মধুর সমস্যা।
২০ ওভারের বিশ্বকাপে গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পর একে একে অবসর নিয়েছেন ভারতের তিন তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। এরপর তরুণ একটি দল নিয়েই এগিয়ে যাচ্ছে ভারত। পাইপলাইনে প্রচুর খেলোয়াড় থাকায় তাদের হারানোর ধাক্কা অনুভব করতে হচ্ছে না দলটিকে। উল্টো ১৫ জনের স্কোয়াডে ফর্মে থেকেও অনেকেরই মিলছে না সুযোগ। সবশেষ মঙ্গলবার ভারতের এশিয়া কাপের ঘোষিত স্কোয়াডে ঠিক সেই চিত্রই দেখা গেছে।
আরও পড়ুন
এশিয়া কাপে ভারতের সহ-অধিনায়ক গিল, নেই পান্ত |
![]() |
এই বছরের আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেও জায়গা হয়নি ওপেনার জয়সওয়াল ও অভিজ্ঞ ব্যাটার শ্রেয়াসের। আগারকার সংবাদ সম্মেলনে তুলে ধরলেন তাদের কাজের কঠিন বাস্তবতা, যেখানে প্রথমে আসে জয়সওয়ালের কথা। “এটা সত্যিই দুর্ভাগ্যজনক। অভিষেক শর্মা গত এক বছরে যেসব পারফরম্যান্স করেছে, আর সাথে সে বোলিং অপশনও হতে পারে… তাই একজনের বাদ পড়াটা অনিবার্যই ছিল।”
আর শ্রেয়াসের দলে না থাকা নিয়ে আগারকার প্রকাশ করলেন অসহায়ত্ব। “সত্যি বলতে তার তো কোনো কমতি নেই। আপনিই বলুন, কাকে সরিয়ে তাকে দলে জায়গা করে দেব? এই মুহূর্তে তাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”
ভারত দলে আরেকটি বড় আলোচনার বিষয় জাসপ্রিত বুমরাহ। তারকা এই পেসার সাম্প্রতিক সময়ে চোটের সাথে বেশ লড়াই করছেন। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে চোট কাটিয়ে ফেরেন। বিশ্রাম দিয়ে খেলেছেন পুরো সিরিজেই। পিঠের চোটের কারণে ঝুঁকি না নিয়ে গত দুই-তিন বছর ধরে বুমরাহকে বেঁছে বেঁছে বড় ইভেন্ট বা সিরিজেই কেবল খেলাচ্ছে ভারত।
তবে আগারকার জানালেন, ডানহাতি এই পেসারকে বিশেষ কোনো পরিকল্পনা করে দলে রাখছেন না তারা। “তাকে নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। ইংল্যান্ড সিরিজের পর সে ভালো একটা বিরতি পেয়েছে। ফিজিও ও টিম ম্যানেজমেন্টের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল। আমরা চাই সে বড় ম্যাচগুলোতে খেলার জন্য প্রস্তুত থাকুক। যেমন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো সিরিজে। সে গত ২-৩ বছরে কয়েকবার চোটে পড়েছে, তাই গুরুত্ব বিবেচনা করে তাকে নিয়ে আমরা খুবই সতর্ক থাকব।"
ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। পরে শেষ দিকে দায়িত্ব নিলেন ইয়াসির আলি চৌধুরি। তার ঝড়ো ক্যামিওর সৌজন্যে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ 'এ' দল।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৬ রান করে সোহানের নেতৃত্বাধীন দল। সেমি-ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে বড় দায়িত্ব এখন বোলারদের কাঁধে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চাশ রানের মধ্যে ড্রেসিং রুমের পথ ধরেন মোহাম্মদ নাঈম শেখ (২১ বলে ১৯), জিসান আলম (১৩ বলে ১৩) ও আফিফ হোসেন ধ্রুব (১ বলে ০)।
এরপর দলের হাল ধরেন সাইফ ও সোহান। দুজন মিলে গড়ে তোলেন ৫০ বলে ৬৩ রানের জুটি। দলকে ১০০ পার করিয়ে সাইফ নিজেও পৌঁছে যান ফিফটির কাছে। কিন্তু সম্ভাবনার পূর্ণতা দিতে পারেননি ২৬ বছর বয়সী ব্যাটার।
২ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৪৫ রান করে আউট হন সাইফ। সোহানের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৩ রান। ৪টি চার মারেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক।
পরে ঝড় তোলেন ইয়াসির। শেষ ওভারে আউট হওয়ার আগে ২টি করে চার-ছক্কায় ১৭ বলে ২৯ রান করেন অভিজ্ঞ ব্যাটার।
মেলবোর্নের পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন হ্যামিশ ম্যাকেঞ্জি।
গত বছর ঠিকানা বদলে ইতালিতে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জো বার্নস। প্রয়াত ভাইয়ের স্বপ্ন পূরণের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট ক্যারিয়ার আরও লম্বা করতেই এমন সিদ্ধান্ত নেন তিনি।
ইতালির হয়ে এখন পর্যন্ত বেশ সফল বার্নস। তার নেতৃত্বে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পেরিয়ে এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট পেয়ে গেছে ইতালি। সামনের বছর ভারতে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে আজ্জুরিরা।
দল বদলে ফেললেও অস্ট্রেলিয়া দলের থাকাকালীন স্মৃতি ভোলেননি বার্নস। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক সতীর্থ ওপেনার ডেভিড ওয়ার্নারকে চ্যাটজিপিটির সাথে তুলনা করেছেন ৩৫ বছর বয়সী ব্যাটার।
“আমার মনে হয়, আমি সবসময় ডেভিকে (ওয়ার্নার) খুব মজার মানুষ হিসেবে পেয়েছি। ও সবসময়ই নানান তথ্য দিয়ে যেত। ও যেন চ্যাটজিপিটির মতো- সব জানে, সব কিছুর উত্তর আছে ওর কাছে। তাই আমি মজা নিতে অদ্ভুত সব প্রশ্ন করতাম, আর ওর উত্তরও প্রায় ৮০ শতাংশ সময় সঠিক হতো।”
অস্ট্রেলিয়ার হয়ে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ২৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলেছেন বার্নস। ডেভিড ওয়ার্নারকেই বেশিরভাগ ম্যাচে পেয়েছেন উদ্বোধনী সঙ্গী হিসেবে। তাই বাঁহাতি ওপেনারকে বেশ ভালো করেই চেনেন বার্নস।
“ব্যাটিংয়ের সময় ওয়ার্নার খুব মনোযোগী থাকে এবং প্রক্রিয়ার ক্ষেত্রে বেশ শৃঙ্খলাপূর্ণ। তাই আনন্দের বেশিরভাগ মুহূর্ত আসে খেলার চারপাশের আড্ডা থেকে বা মাঠের বাইরে।”
“খেলাধুলার বাইরে আমরা অনেক সময় একসঙ্গে কাটিয়েছি। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া হয়েছিল, কারণ দু’জনই ওপেনার ছিলাম। খেলার দিনে আমাদের দায়িত্বও একই ছিল। তাই ডেভির সঙ্গে সবসময়ই আমার দারুণ হাসি-ঠাট্টায় সময় কেটেছে।”
নতুন মৌসুম শুরুর আগে রঞ্জি ট্রফিতে মুম্বাই দলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন অজিঙ্কা রাহানে। তার মতে, মুম্বাইয়ের জন্য নতুন নেতৃত্ব গড়ে তোলার এখনই সঠিক সময়। তাই একজন সাধারণ ক্রিকেটার হিসেবে খেলা চালিয়ে নিতে চান ৩৭ বছর বয়সী ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এই খবর জানান রাহানে নিজেই।
“মুম্বাই দলকে নেতৃত্ব দেওয়া ও শিরোপা জেতা আমার জন্য ছিল বিরাট সম্মানের। নতুন ঘরোয়া মৌসুম সামনে রেখে আমার মনে হচ্ছে, নতুন এক নেতাকে গড়ে তোলার এটাই সঠিক সময়। তাই আমি আর অধিনায়কত্ব চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
“সামনের দিনগুলোতে একজন খেলোয়াড় হিসেবে আমি সর্বোচ্চটা দেওয়ার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও শিরোপা জেতাতে মুম্বাই ক্রিকেট এসোসিয়েশনের (এমসিএ) সঙ্গে আমার পথচলা চালিয়ে যাব। মৌসুমটির অপেক্ষায় আছি।”
২০২৩-২৪ মৌসুমে রাহানের অধিনায়কত্বে ৯ বছরের শিরোপা খরা কাটিয়ে নিজেদের ৪২তম রঞ্জি ট্রফি শিরোপা জিতেছিল মুম্বাই। তবে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল না তার। দুই বছরে ২৭ ইনিংসে মাত্র এক সেঞ্চুরিতে তিনি করেছেন ৪৬৭ রান।
তবে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে রাহানে। গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দলের শিরোপা জয়ে আসরের সর্বোচ্চ ৪৬৯ রান করেন অভিজ্ঞ ব্যাটার। যার সৌজন্যে জেতেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার।
সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়কত্ব করেন রাহানে। যেখানে ১৪ ইনিংসে ১৪৭.২৭ স্ট্রাইক রেটে দলের সর্বোচ্চ ৩৯০ রান করেন তিনি। তবে দল হিসেবে বাজে আসর কাটে তাদের। ৫ জয়ে আট নম্বরে থেকে যাত্রা শেষ হয় তাদের।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে সেমি-ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখার অভিযানে টস হারলেন নুরুল হাসান সোহান। ব্যাট ফ্লিপ জিতে আগে বাংলাদেশ 'এ' দলকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন মেলবোর্ন স্টারস একাডেমি অধিনায়ক।
এখন পর্যন্ত ৪ ম্যাচে ২টি করে জয় পেয়েছেন বাংলাদেশ 'এ' ও মেলবোর্ন রেনেগেডস। নেট রান রেটে এগিয়ে থাকায় ৬ নম্বরে মেলবোর্ন। আর বাংলাদেশের অবস্থান অষ্টম। টুর্নামেন্টের সেরা চারে খেলতে তাই দুই দলের সামনেই জয়ের বিকল্প নেই।
এমন ম্যাচে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। রিপন মন্ডলকে বাদ দিয়ে আসরে প্রথমবার সুযোগ দেওয়া হয়েছে আরেক তরুণ পেসার মুশফিক হাসানকে।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম শেখ, জিসান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি, তোফায়েল আহমেদ, মুশফিক হাসান, নাঈম হাসান, রকিবুল হাসান, হাসান মাহমুদ।
ওয়ানডে অভিষেকে প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত প্রেনেলান সুব্রায়েনকে আপাতত ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের দল থেকে তাকে বাদ দিয়েছে প্রোটিয়ারা।
ম্যাকাইয়ে শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সুব্রায়েনকে বাইরে রাখার কথা জানান প্রোটিয়া প্রধান কোচ সুক্রি কনরাড।
এমনিতে সুব্রায়েনকে বাইরে রাখার বাধ্যবাধকতা নেই দক্ষিণ আফ্রিকার। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগপর্যন্ত আন্তর্জাতিক বা যে কোনো ধরনের ক্রিকেট খেলতে কোনো সমস্যা নেই ৩১ বছর বয়সী স্পিনারের।
তবে কনরাড জানালেন, অফ স্পিনারের মানসিক দিক চিন্তা করেই আপাতত বাইরে রাখার সিদ্ধান্ত।
“সে পরীক্ষা দেয়া পর্যন্ত খেলতে পারবে। তবে আমাদের মনে হয়েছে, মানুষের নজর এড়ানোর জন্য তাকে আপাতত বাইরে রাখা ভালো। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে সে ঠিক আছে। এজন্যই আগামীকালের ম্যাচে তার নাম দলের তালিকায় থাকবে না।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১০ ওভার বল করে ৪৬ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচেই কিছু ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। তাই এখন আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিতে হবে তার।
বোলিং অ্যাকশনের সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরেই ভুগছেন সুব্রায়েন। বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ধরা পড়ার পর তার বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘ কাজ করা হয়। সেই সময়ে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
তবে ২০১৪ ও ২০১৫ সালে আবার অভিযুক্ত হয় তার বোলিং একশন। এই দুই অভিযোগের পর আবার নিষিদ্ধ করা হয় সুব্রায়েনের বোলিং। ২০১৬ সালে তিনি প্রাথমিক পরীক্ষা উতরাতে ব্যর্থ হন। এরপর আবার পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান।
১৩ ঘণ্টা আগে
১৫ ঘণ্টা আগে
২ দিন আগে
২ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে