১০ ডিসেম্বর ২০২৪, ৫:৪০ পিএম
দুবাইতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ায় পুরো দেশের তো বটেই, প্রাইম ব্যাংক পিএলসিকে এনে দিয়েছে বাড়তি আনন্দের উপলক্ষ্য। আসরে বাংলাদেশের অধিনায়ক যে ছিলেন প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট স্কলারশিপ পাওয়া আজিজুল হাকিম তামিম। আর তাই তাকে নিয়ে প্রাইম ব্যাংক পরিবার আনন্দিত, গর্বিত।
আজিজুল ও বাংলাদেশ দলের এই দুর্দান্ত অর্জনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সকল ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের অবদান এবং দর্শক এবং গণমাধ্যমের ভূমিকা ছিলো দারুণ গুরুত্বপূর্ণ। সবার অবদানকেই আজিজুলকে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে তুলে ধরে প্রাইম ব্যাংক।
আরও পড়ুন
চট্রগ্রাম দলে অনূর্ধ্ব-১৯ সেনসেশন জিসান আলম |
![]() |
আজিজুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে মঙ্গলবার প্রাইম ব্যাংকের পক্ষে থেকে তাকে
ক্রেস্ট উপহার দেয়া হয়। এ সময় উপক্ষিত ছিলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমূল আবেদিন ফাহিম, গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ও বিসিবি পরিচালক ফাহিম সিনহা, প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স সৈয়দ রায়হান তারিক এবং বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার।
পরবর্তীতে ফাইনাল ম্যাচ, দলীয় ও নিজের পারর্ফম্যান্স, প্রাইম ব্যাংক ও দর্শকদের অবদান নিয়ে কথা বলেন আজিজুল। উল্লেখ্য, ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
২৭ মে ২০২৫, ৬:২৬ পিএম
২৭ মে ২০২৫, ৬:১৪ পিএম
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনে শন টেইটের ক্লাসের মনযোগী ছাত্র হিসেবেই দেখা গেল হাসান মাহমুদকে। বাংলাদেশের পেসাররা মানের দিক থেকে এখন আগের চেয়ে অনেক ভালো। তবে শারজার ব্যাটিং সহায়ক উইকেটে যে আত্মবিশ্বাস নড়ে গেছে অনেকটাই, পাকিস্তান সফরে তা ফেরাতে হবে হাসানদেরই। সেই অভিযানে পাশে পাচ্ছেন সাবেক অজি স্পিড স্টারকে, পেস বোলিং কোচ হিসেবে!
অনুশীলনে একইরকম মনযোগী ছিলেন তানজিম হাসান সাকিবও। সংযুক্ত আরব আমিরাতের সাথে সিরিজটা কেটেছে যাচ্ছেতাই। তাই কেবল প্র্যাকটিসেই নয়, পেসারদের টেইটের তালি আদায় করতে হবে লাহোরের মূল ম্যাচেও।
আরও পড়ুন
বাংলাদেশের জেগে ওঠার সিরিজ |
![]() |
সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চ্যালেঞ্জটা আরো বেশি। ব্যাটিং নিয়ে কাজ বেশি, সেই ব্যাটিংটাই দলের হচ্ছে না ঠিকঠাক। টেইটের সাথে তার আলাপ চলেছে কী দলের ব্যাটিং ব্যর্থতা নিয়েও?
প্র্যাকটিসে ফুটবলে চোটের সমস্যা বেড়ে যায়, তাই অনুশীলনে ফুটবল বাদ দিয়ে আপাতত ভলিবল ভরসা টাইগারদের। মাঠেও একই রকম নানান সমস্যাও এড়াইতে চাইবে লিটন দাসের দল। শিশিরের দোহাই দিলেও কাজের কাজ ব্যাটিং-বোলিং ব্যর্থতার উত্তর নেই বাংলাদেশের। আরব আমিরাতের সাথে সিরিজ হারে আত্মবিশ্বাস ঠেকেছে তলানিতে। লিটনের সামনে চ্যালেঞ্জের কমতি নেই পাকিস্তানেও।
প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য আশা করছেন শারজার হার দলকে করবে চাঙা।
“আরব আমিরাতে সিরিজ হেরে যাওয়া কঠিন। কিন্তু কখনো কখনো এমন কিছু আপনাকে চাঙা করে তোলে, আশা করি আমাদের দলকেও তা করবে।”
পাকিস্তানের সাথে অতীত রেকর্ডও সায় দিবে না বাংলাদেশকে। ১৯ ম্যাচের মোটে তিনটে জয়, যার একটা আবার এশিয়ান গেমসে। অন্য দুটোই মিরপুরে। পাকিস্তানে আর লাহোরেও তাই নিজেদের আক্ষেপের দিনই দেখেছে টাইগাররা। এবারই তিন টি-টোয়েন্টি যে সেই লাহোরেই।
আরও পড়ুন
‘সাকিবের সাথে বিসিবির সম্পর্ক শেষ হয়ে যায়নি’ |
![]() |
সিমন্স অপেক্ষায় নিজেদের সেরা খেলার।
“আমি জানি না পাকিস্তানকে টি–টোয়েন্টিতে হারানোর জন্য এটাই সেরা সময় কিনা। আমার মনে হয়, এটা আমাদের সেরাটা খেলার সময় এটাই। যেকোনো সময়ই পাকিস্তান ভয়ংকর দল। তারা আজ খারাপ খেলতে পারে, কাল আবার আলাদা হয় যাবে। আপনারা বলছেন পাকিস্তান ভালো খেলছে না, কিন্তু পাকিস্তান তো পাকিস্তানই।”
কোচ বলছেন বটে তবে দল কী পারবে আদৌ নিজেদের সেরাটা শক্তিশালী পাকিস্তানের সাথে খেলতে?
এই সিরিজ দিয়ে কোচ হিসেবে মাইক হেসনের নতুন শুরু পাকিস্তানে দলে। স্কোয়াডে নেই শাহিন শা-বাবর আজম-রিজওয়ানের মতো বড় নাম। তবে চমক হতে পারেন ঘরোয়া ক্রিকেটে ৯ ম্যাচে ৪ সেঞ্চুরি করা সাহিবজাদাও। অবিশ্বাস্যভাবে, নিউ জিল্যান্ডের সাথে সবশেষ সিরিজের স্কোয়াডের ৮ জন জায়গা পাননি এবারের দলে।
আগামী বুধবার রাত ৯টায় শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সিরিজ।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনও ঢের বাকি। অন্য দলগুলো বাকি দুই ফরম্যাটে খেলে গেলেও বাংলাদেশ দলের আপাতত ব্যস্ততা স্রেফ ২০ ওভারের ক্রিকেটেই। পাকিস্তান সফরে তাই বাদ পড়েছে ওয়ানডে সিরিজ। তবে এই প্রস্তুতিতে বড় ধাক্কা এসেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে। সেটা পেছনে ফেলে ইতিবাচকই আছেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, পাকিস্তান সফরে তাদের নজর থাকবে বিস্বকাপের প্রস্তুতির দিকে।
পাকিস্তানের সাথে শুরুতে বাংলাদেশের কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার। তবে সেটা বাতিল করে পরে ঘোষণা দেওয়া হয় কেবল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার। সফরের কয়েকদিন আগে এটিও নেমে আসে তিন ম্যাচে। অন্যদিকে আরব আমিরাতের সাথে একটি ম্যাচ বাড়িয়ে তিন ম্যাচের সিরিজ খেলে বাংলাদেশ, যেখানে তারা হেরে যায় ২-১ ব্যবধানে।
আরও পড়ুন
পাকিস্তান সিরিজে বিশ্বকাপ প্রস্তুতির দিকে চোখ লিটনের |
![]() |
এবার পাকিস্তান সিরিজ শুরুর আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে লিটন গাইলেন ইতিবাচকতার গান।
“এখানে আমাদের একটা ভালো অনুশীলন সেশন হয়েছে, আর এখানকার কন্ডিশনের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। খেলোয়াড়রা এই সিরিজটির জন্য অপেক্ষা করছে। সবাই মনোযোগী। আমরা জানি পাকিস্তান নিজেদের মাঠে কেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। এটা প্রতিটি খেলোয়াড়ের জন্য নিজেদের মেলে ধরার দুর্দান্ত সুযোগ। আমরা টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে কিছু কৌশল চেষ্টা করছি, আর এই সফর সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।”
লিটন বিশ্বকাপের প্রস্তুতির দিকে নজর রাখলেও আপাতত বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ হবে লড়াই জমিয়ে তোলাই। কারণ, অপেক্ষাকৃত দুর্বল আমিরাতের কাছে যেভাবে সিরিজ হেরে গেছেন তারা, তাতে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের চ্যালেঞ্জ সামলানো হবে কঠিন মিশনই। তার সাথে যোগ হবে চোটের কারণে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে হারানো। সাথে রয়েছে ব্যক্তিগত কারণে পেসার নাহিদ রানার সিরিজ থেকে সরে যাওয়ার।
আরও পড়ুন
ম্যান পাওয়ার ক্রিকেট লিগের শিরোপা সাবা ইন্টারন্যাশনালের |
![]() |
সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী বুধবার, রাত ৯টায়। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বাংলাদেশের জনশক্তি রপ্তানীতে অবদান রেখে দেশের অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি ক্রিকেটের জনপ্রিয়তাকেও কাজে লাগাচ্ছে দেশের ম্যান পাওয়ার এজেন্সীগুলো। ম্যান পাওয়ার ক্রিকেট লিগ নামে টি-২০ আসর নিয়মিত আয়োজন করছে তারা। সম্প্রতি সম্পন্ন হয়েছে ম্যান পাওয়ার ক্রিকেট লিগ সিজন থ্রি। রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত এই আসরের ট্রফি জিতেছে সাবা ওভারসিজ।
ফাইনালে তারা ৮১ রানে মোনাজাত ইন্টারন্যাশনালকে হারিয়ে ট্রফি জয়ের উৎসব করেছে। প্রথমে ব্যাট করে জুনায়েদের ঝড়ো সেঞ্চুরিতে (৪৫ বলে ১১২) ভর করে ২১১/৮ স্কোর করে সাবা ইন্টারন্যাশনাল।
আরও পড়ুন
জেনেভা ওপেনে খেলবেন জোকোভিচ |
![]() |
রান পাহাড়ে চাপা পড়ে জবাব দিতে পারেনি মোনাজাত ওভারসিজ। ১৩০ রানেই অল আউট হয় তারা। দলের পক্ষে ৩৩ বলে সর্বোচ্চ ৪২ রান করেন সাজ্জাদ।
ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সাবা ইন্টারন্যাশনালের জুনায়েদ।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বিএনপি ঢাকা মহানগর উত্তরের সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল।
পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ। এই অনুষ্ঠানে জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের পেস বিভাগের শক্তি অনেকটাই কমেছে চোটের কারণে। খেলতে পারবেন না দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের কাছে সদ্যই সিরিজ হারার পর তাদের অনুপস্থিতিকে বড় ধাক্কাই বাংলাদেশের জন্য। তবে প্রধান কোচ ফিল সিমন্স এর মধ্যেও দেখছেন আশার আলো। তার মতে, এটাই সময় অন্য পেসারদের নিজেদের মেলে ধরার।
তাসকিন ভুগছেন গোড়ালির চোটে। গত দুই মাস ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকা ডানহাতি এই পেসার মিস করেন আমিরাত সিরিজও। ওই সিরিজেই প্রথম ম্যাচ খেলে আইপিএলে তিন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করেন মুস্তাফিজুর। শেষ ম্যাচে আঙুলে চোট পান এই বাঁহাতি এই পেসার, যা তাকে ছিটকে দিয়েছে পাকিস্তান সিরিজ থেকে।
আরও পড়ুন
পাকিস্তান সিরিজে বিশ্বকাপ প্রস্তুতির দিকে চোখ লিটনের |
![]() |
গত সোমবার লাহোরে দলের অনুশীলন চলাকালীন সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এই দুজনের অনুপস্থিতি নিয়ে সিমন্স বলেছেন, এই সিরিজে অন্যদের সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় আছেন তিনি।
“আপনি যখন দলের সিনিয়র পেসারদের পাবেন না, তখন সেটা কিন্তু দলকে প্রভাবিত করবেই। ফিজ (মুস্তাফিজুর) আইপিএলে দুর্দান্ত বল করছিল। এই সিরিজে আমরা তাকে মিস করব। তবে এটা অন্যদের জন্য সুযোগ হতে পারে। ফিজের জায়গায় এই সিরিজে কেউ যদি সুযোগ পেয়ে সেই দায়িত্বটা নেয়, তাহলে সেটা দলের জন্য ভালো হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে সাধারণত বোলিংটাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা। তবে তাসকিন আর ফিজ না থাকায় এবার সেই জায়গায় ভারসাম্য কিছুটা নষ্ট হয়েছে।”
মুস্তাফিজের জায়গায় দলে ডাক পেয়েছেন খালেদ আহমেদ। তবে ব্যক্তিগত কারণে সফর থেকে সরে দাঁড়ানো নাহিদ রানার কোনো বদলি নেওয়া হয়নি। ফলে পাকিস্তান সিরিজে পেস বিভাগে খালেদ ছাড়া আর আছেন তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
পেসারদের সাথে এই সিরিজ দিয়েই কাজ শুরু করছেন নতুন পেস বোলিং কোচ শেন টেইট। তার চুক্তি হয়েছে দুই বছরের। এরই মধ্যে স্কোয়াডের সাথে যোগ দিয়েছেন অতীতে পাকিস্তান জাতীয় দল ও পিএসএলে কাজ করা সাবেক অস্ট্রেলিয়ান এই পেসার।
আরও পড়ুন
‘সাকিবের সাথে বিসিবির সম্পর্ক শেষ হয়ে যায়নি’ |
![]() |
সিমন্স মনে করেন, টেইটের এই অভিজ্ঞতা তাদের কাজে দেবে।
“আমি মনে করি সে (টেইট) শুধু বোলারদের জন্যই নয়, পুরো দলের জন্যই দারুণ সংযোজন হবে। (স্পিন কোচ) মুশি পুরো পিএসএল জুড়ে এখানেই ছিলেন, তাই তার কাছ থেকেও আমরা বিভিন্ন ব্যাপারে তথ্য পাব এবং সেভাবে আমাদের সিদ্ধান্ত নেব।”
তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী বুধবার থেকে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
মাঠের বাইরে নানা বাস্তবতায় দলে নেই অনেকদিন ধরেই। টেস্ট ক্রিকেট থেকে হয়ে গেছে অলিখিত অবসর। সাকিব আল হাসান ফের বাংলাদেশের হয়ে খেলবেন কিনা, সেটা নিয়ে তাই থেকে গেছে বড় অনিশ্চয়তাই। তবে কিছুটা আশার আলো রেখে দিলেন বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তার মতে, সাকিবের জাতীয় দলে খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।
গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে শেষবার বাংলাদেশের জার্সি গায়ে খেলেন সাকিব। এরপর ফিট থাকলেও দলের বাইরে থাকেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। দেশে এসে টেস্ট অবসর নিতে চাইলেও তার বিরুদ্ধে থাকা মামলার কারণে শেষ মুহূর্তে বিসিবির পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি তাকে। মিস করেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। এরপর বোলিং অ্যাকশন জটিলটা কাটিয়ে দীর্ঘ ছয় মাস পর ক্রিকেটে ফিরেছেন পিএসএল দিয়ে।
আরও পড়ুন
অধিনায়ক হয়ে শৃঙ্খলা-পরিশ্রমের উদাহরণ হওয়ার প্রত্যয় গিলের |
![]() |
সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে সাকিবের দেশের হয়ে খেলার সুযোগ আছে কিনা, সেই প্রশ্নে মতামত দেন ইফতেখার রহমান।
“সাকিব আল হাসান যেকোনো দলের জন্য একজন বড় সম্পদ। তাই আমাদের টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের পরিকল্পনায় সে সবসময়ই থাকে। বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার পর এটা তার প্রথম টুর্নামেন্ট, যেখানে সে মাত্র দুটি ম্যাচ খেলেছে। আরও কিছু ম্যাচ খেলুক, তারপরই আমরা পরিষ্কার করে কিছু বলতে পারব।”
সাকিবের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ নানা কারণেই ক্রমেই সংকুচিত হয়ে এসেছে। সাবেক সরকারের পতন হওয়ার তার বিরুদ্ধে করা হয়েছে হত্যা মামলা ও অন্য কয়েকটি মামলাও। দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজে তিনি খেলতে আসার পর মিরপুরে কয়েক দফায় প্রতিবাদ জানান অনেকেই। এরপর থেকে বিসিবির সাথে প্রায় যোগাযোগ নেই বললেই চলে সাকিবের। ফলে জাতীয় দলে ভবিষ্যতে খেলার ক্ষেত্রে অনেকেই দেখেন প্রতিবন্ধকতা।
আরও পড়ুন
গিলের নেতৃত্বে ভারতের টেস্ট দল, বদল হল সহ-অধিনায়কও |
![]() |
ইফতেখার রহমান অবশ্য সাকিবের সাথে বিসিবির সম্পর্ককে দেখছেন আগের মতোই পেশাদার।
“আমাদের দলের টিম ম্যানেজমেন্ট ও টিম সেটআপে কিন্তু তাকে এখনও গুরুত্ব সহকারেই বিবেচনা করা হচ্ছে। এটা সত্যি যে অ্যাকশন সংশোধনের পর এটাই (পিএসএল) ছিল তার প্রথম বড় টুর্নামেন্ট। সে সামনে কেমন পারফর্ম করে, এখন সেটা দেখা গুরুত্বপূর্ণ। তবে সে যে একজন বিশ্বমানের একজন ক্রিকেটার, সেটা আমরা সবাই জানি।”
তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কত্ব করা সাকিব সদ্য শেষ হওয়া পিএসএলে শুরুতে দল পাননি। তবে শেষের দিকে তাকে বদলি হিসেবে দলে নেয় লাহোর কালান্দার্স। দুটি ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে সাকিব শিকার করেন এক উইকেট। ব্যাট হাতে অবশ্য সময়টা কাটে খারাপ। দুই ম্যাচেই আউট হন রানের খাতা খোলার আগেই।