২৭ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে বুধবার বিকেল ৩টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। একই ভেন্যু থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ভারতের প্রতিপক্ষ ভুটান। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচারের কথা ছিল সাফের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ এর ইউটিউব চ্যানেলে।
কিন্তু এখন খেলা সরাসরি সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ হ্যাকিংয়ের কবলে পড়েছে ওই ইউটিউব চ্যানেলটি।
এখন পর্যন্ত আসরের সবগুলো ম্যাচ সম্প্রচার করেছে স্পোর্টওয়ার্কজ। বুধবার সকালে এক বার্তায় সেই চ্যানেল হ্যাক হওয়ার কথা জানিয়েছে সাফ। ফলে আজকের দুটি ম্যাচসহ মেয়েদের এই প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন
সাফে নেপালের বিপক্ষে আজ ফিরতি লড়াই বাংলাদেশের |
![]() |
“আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের স্ট্রিমিং পার্টনার স্পোর্টওয়ার্কজের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এবং বর্তমানে অচল রয়েছে। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে একেবারে গুরুত্বপূর্ণ সময়ে, যখন সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ চলছে ও দক্ষিণ এশিয়ান ফুটবলভক্তরা অধীর আগ্রহে ম্যাচগুলো অনুসরণ করছেন।”
যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সাফ।
“সাফ ও স্পোর্টওয়ার্কজ জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং যত দ্রুত সম্ভব লাইভ ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে।”
নারী সাফ অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতাটি হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। দুই ম্যাচে জয় এবং একটিতে হরে ৬ পয়েন্ট পেয়ে বাংলাদেশের মেয়েরা আছে দুইয়ে।
তিন থাকা নেপালের পয়েন্ট তিন। আর একটি ম্যাচও জিততে না পারা ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
আরও পড়ুন
থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণারা |
![]() |
৬ ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল শিরোপা জিতবে। সাফের সব প্রতিযোগিতায় ট্রফি থাকলেও এই একটি টুর্নামেন্টে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।
শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরল বাংলাদেশ। তাতে দ্রুতই মিলল গোলের দেখা। কিন্তু বিরতির আগে ধরে রাখা গেল না সেই লিড। দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরলেন ভুটানের রক্ষণভাগের খেলোয়াড়েরা। বাংলাদেশ আর খুজে পেল না জালের দেখা। হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়ল মাহবুবুর রহমান লিটুর দল।
আজ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের হয়ে গোল পেয়েছেন পূর্ণিমা মারমা।
এই ড্রয়ে বাংলাদেশের শিরোপার স্বপ্ন প্রায় নিভু নিভু করছে। শিরোপা শেষ দুই ম্যাচের একটি জিতলেই হয় ভারতের। চার খেলায় তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে বাংলোদেশের পয়েন্ট ১০। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬টায় নেপালকে হারালে আজই সাফের মুকুট পড়বে ভারত। বাংলাদেশ-ভারতের মধ্যকার শেষ ম্যাচটি হয়ে দাঁড়াবে স্রেফ নিয়মরক্ষার।
আপাতত বাংলাদেশকে চেয়ে থাকতে হচ্ছে নেপালের দিকে। ভারতকে তারা রুখে দিতে পারলে সুযোগ থাকবে বাংলাদেশের। সেই আশা হয়ত বাংলাদেশেরই কেউ করবে না। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নেপালকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারায় ভারত। তা ছাড়া টুর্নামেন্টে প্রায় প্রতিটি ম্যাচই ভারত জিতেছে দাপটের সঙ্গে।
আরও পড়ুন
ডারউইনে হতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট |
![]() |
আগের চার ম্যাচেই হেরেছে ভুটান। ওই চারে ম্যাচে কেবল দুই গোল করতে পেরেছে দলটি। হজম করেছে ১৮ গোল। তাদের বিপক্ষে অবশ্য শক্তিশালী দলই মাঠে নামালেন কোচ লিটু। সর্বশেষ নেপাল ম্যাচের একাদশে থাকা গোলরক্ষক ইয়ারজান বেগম ও আলপি আক্তারই ছিলেন না এদিন শুরুর একাদশে। তাদের জায়গায় সুযোগ পান গোলরক্ষক মেঘলা রানী ও রিয়া।
গত মাসে ঘরের মাঠে হয় মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে প্রায় প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন পিটার জেমস বাটলার। ব্রিটিশ কোচের বার্তা ছিল পরিষ্কার, এই ধরনের বয়সভিত্তিক প্রতিযোগিতায় শিরোপা নয়, খেলোয়াড়দের বাজিয়ে দেখতে চান তিনি। কিন্ত বাটলারের দীর্ঘদিনের সহকারী হয়েও লিটু সেই পথে হাঁটেননি। তুলনামূলক খর্ব শক্তির দলের বিপক্ষেও সেরা খেলোয়াড়দের খেলিয়েছেন তিনি। কিন্তু সেই দল নিয়েও ভুটানের বিপক্ষে জয় পেলেন না।
দ্বিতীয় মিনিটে মামনি চাকমার ক্রসে সুরভী আকন্দ প্রীতির হেড যায় পোস্টের ওপর দিয়ে। চতুর্থ মিনিটে গোলরক্ষকে পরাস্ত করতে পারলে গোল পেতেন রিয়া। প্রথম চার মিনিটে দুটি আক্রমণ ব্যর্থ হলেও ষষ্ট মিনিটে পূর্ণিমা মারমার গোলে লিড নেয় বাংলাদেশ। বক্সের সামনে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপরে দিয়ে বল জালে জড়ান পূর্ণিমা।
১২ মিনিটে প্রতিপক্ষের বক্সের সামনে পায়ের কারিকুরি করে কয়েকজন ডিফেন্ডারকে কাটান প্রীতি। শেষ মুহূর্তে নেওয়া শটে গতি না থাকায় অনায়াসে আটকে ফেলেন ভুটানের গোলরক্ষক। ১৬ মিনিটে এই ফরোয়ার্ডের আরেকটি শট ফিরে আসে উপরের পোস্টে লেগে। ফিরতি শট কাঁপায় বাইরের জাল। আগের ম্যাচে হ্যাটট্রিক করা প্রীতি এদিন পারেননি দলের ত্রাতা হতে।
আরও পড়ুন
খেলতে গিয়ে ডাকাতি, আটক ৮২ আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার |
![]() |
২৩ মিনিটে পূর্ণিমা শট মারের ভুটানের কেলজাং ওয়াংমোর শরীর বরাবর। পরের মিনিটে লেফট উইং দিয়ে উঠে গোলে দূরপাল্লার শট নেন মামনি চাকমা। লাফিয়ে উঠে বল তালবুন্দি করেন প্রতিপক্ষের গোলরক্ষক।
২৮ মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন পূর্ণিমা। বা প্রান্ত দিয়ে উপরে উঠে আড়াআড়ি ক্রস দেন মামনি চাকমা। বলের লাইন মিস করেন ভুটানের গোলরক্ষক; এরপর পূর্ণিমা পারেননি অরক্ষিত পোস্টের সামনে বলে পা ছোয়াতে।
৩৩ মিনিটে রিনজিন দেমা বলে শট নেওয়ার আগে পোস্ট থেকে অনেকটা দূর এগিয়ে এসে ফিস্ট করেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী। ভুটানের মিডফিল্ডারের সঙ্গে ধাক্কায় আঘাত পেয়ে এসময় তাৎক্ষনিক চিকিৎসাও নিতে হয় তাকে।
৪৫ মিনিটে শট নেওয়ার আগে গোলরক্ষক কেলজাং ওয়াংমোর বাধার সামনে পড়েন প্রীতি। বাংলাদেশের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর উল্টো ছোর্তেন জাংমোর গোলে সমতায় ফেরে ভুটান। এই অর্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের অসচেতনতায় বল পেয়ে যান ভুটানের স্ট্রাইকার; পেছন থেকে দৌড়ে তার নাগাল পাননি ডিফেন্ডার ক্রানুচিং মারমা। বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। প্রতিযোগিতায় এটি তাঁর প্রথম গোল। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন
ছিটকে গেলেন জিম্বাবুয়ে অধিনায়ক |
![]() |
বিরতির পর বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণের পরীক্ষা নিয়েছেন ভুটানের মেয়েরা। গোলের সন্ধানে থাকা বাংলাদেশকে হতাশ করেছেন প্রতিপক্ষের গোলরক্ষক। ৬৬ মিনিটে মামনির দূরপাল্লার শট ফিরে আসে পোস্টে লেগে।
সময় যত গড়িয়েছে চাপে পড়েছে বাংলাদেশ, খেলায় ছিল না পরিকল্পনার ছাপ। বলা যায় আক্রমণের ধারও যেন কমে যায় মেয়েদের। ৮২ মিনিটে পূর্ণিমাকে তুলে কোচ ফাতেমা আক্তারকে মাঠে নামান। ৮৫ মিনিটে গোলমুখের সামনে থেকেও শট লক্ষে রাখতে পারেননি মামনি চাকমা।
নির্ধারিত সময়ের এক মিনিট আগে পাওয়া কর্নার থেকেও ফায়দা তুলতে পারেনি বাংলাদেশ। খেলায় যোগ হয় অতিরিক্ত চার মিনিট। তবে চেষ্টা করেও জয়ের নায়ক হতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র মেনে মাঠ ছাড়তে হয়ে ভুটানের বিপক্ষে। এই টুর্নামেন্টেই প্রথম দেখায় যাদের ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশকে রুখে দিয়ে স্বাগতিক ভুটান পেল প্রতিযোগিতায় নিজেদের প্রথম পয়েন্ট।
জোড়া গোল করে গত পরশু ইন্টার মায়ামিকে লিগ কাপের ফাইনালে তোলেন মেসি। সেই ম্যাচের পরই এক আবেগঘন বার্তা দিলেন এই মহাতরকা। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ তাঁর। সব মিলিয়ে এটা হতে পারে নিজ দেশের মাঠে শেষ খেলাও। এই ম্যাচে উপস্থিত থাকবেন মেসি পরিবার ও স্বজনরা।
আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নিজ দেশে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচ ঘিরে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছে আর্জেন্টিনায়। টিকিট কেনার হুড়োহুড়ি লেগে গেছে।
টিকিটের চাহিদা আকাশচুম্বী। দামও তাই বেড়েছে অনেক। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ১০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা। ভিআইপি আসনের মূল্য উঠেছে প্রায় ৫০০ ডলার পর্যন্ত, বাংলাদেশি প্রায় ৬০ হাজার টাকা।
আরও পড়ুন
আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ, থাকবে পরিবারও |
![]() |
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন ৩৮ বছর বয়সী মেসি,
‘এটা আমার জন্য খুব বিশেষ এক ম্যাচ হতে যাচ্ছে। জানি না, এরপর আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ হবে কি না। তাই আমার পরিবার- স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা আর স্ত্রীর পুরো পরিবার উপস্থিত থাকবে। আমরা একসঙ্গে উপভোগ করব।’
এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সব ঠিক থাকলে সে টুর্নামেন্টেও খেলবেন মেসি। তবে বিশ্বকাপ-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কোনো নিশ্চয়তা দিচ্ছেন না। তবে বয়সের ভার ও ফিটনেস সব মিলিয়ে ২০৩০ সালের বাছাইপর্বে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।
ভেনেজুয়েলার পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর কয়েকটি প্রীতি ম্যাচ ও স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলার কথা আছে তাদের।
কোচ জোসে মরিনিয়োকে বরখাস্ত করেছে ক্লাব ফেনারবাচে। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে বেনফিকার কাছে হেরে বিদায় নেওয়ার একদিন পরই পর্তুগিজ কোচকে বিদায় জানাল তুরস্কের জায়ান্ট ক্লাবটি।
৬২ বছর বয়সী মরিনিয়োকে ২০২৪ সালের গ্রীষ্মে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফেনারবাচের। এর কয়েক মাস আগে রোমার চাকরি হারিয়েছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর তুর্কি সুপার লিগে দলকে রানার্সআপ করেছিলেন। তবে কোনো শিরোপা জিততে পারেননি। কোয়ার্টার ফাইনালে থেমেছিল তাদের তুর্কি কাপ অভিযান, আর ইউরোপা লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল রেঞ্জার্সের বিপক্ষে।
আরও পড়ুন
আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ, থাকবে পরিবারও |
![]() |
সবচেয়ে বড় ধাক্কাটা আসে চ্যাম্পিয়নস লিগে। প্রথম লেগে ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর, ফিরতি লেগে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে যায় ফেনারবাচে। ফলে গ্রুপ পর্বে খেলার স্বপ্ন ভেঙে যায় ক্লাবটির। আর সেই ব্যর্থতার দায়ে চাকরি হারালেন মরিনিয়ো।
এর আগে মরিনিয়োর দীর্ঘ কোচিং ক্যারিয়ারে তিনি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় ক্লাব সামলেছেন। ২০০০ ও ২০১০-এর দশকে একের পর এক শিরোপা জিতে ‘স্পেশাল ওয়ান’ খ্যাতি অর্জন করেন তিনি। তবে ফেনারবাচেতে এসে প্রত্যাশিত সাফল্য দিতে পারলেন না।
বিদায়ের রাগিনী বাজছে লিওনেল মেসির ক্যারিয়ারে। আন্তর্জাতিক ফুটবলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আর্জেন্টিনা অধিনায়ক জানিয়েছেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা বিশ্বকাপ বাছাইপর্বে দেশের মাটিতে তাঁর শেষ লড়াই। সব মিলিয়ে এটাই হতে পারে নিজ দেশের মাঠে মহাতারকার শেষ খেলা।
আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন ৩৮ বছর বয়সী মেসি।
আরও পড়ুন
আর্জেন্টিনা দলে নেই দুই তারকা খেলোয়াড় |
![]() |
জোড়া গোল করে গত পরশু ইন্টার মায়ামিকে লিগ কাপের ফাইনালে তোলেন মেসি। সেই ম্যাচের পরই বললেন, ‘এটা (ভেনেজুয়েলার বিপক্ষে) আমার জন্য খুব বিশেষ এক ম্যাচ হতে যাচ্ছে। জানি না, এরপর আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ হবে কি না। তাই আমার পরিবার- স্ত্রী, সন্তান, ভাই, বাবা-মা আর স্ত্রীর পুরো পরিবার উপস্থিত থাকবে। আমরা একসঙ্গে উপভোগ করব।’
এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সব ঠিক থাকলে সে টুর্নামেন্টেও খেলবেন মেসি। তবে বিশ্বকাপ-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কোনো নিশ্চয়তা দিচ্ছেন না। তবে বয়স ও ফিটনেস সব মিলিয়ে ২০৩০ সালের বাছাইপর্বে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।
ভেনেজুয়েলার পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর কয়েকটি প্রীতি ম্যাচ ও স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলার কথা আছে তাদের।
আর্জেন্টাইন তরুণ তারকা আলেহান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাচ্ছেন চেলসিতে। তিন মৌসুম ওল্ড ট্রাফোর্ডে কাটানোর পর প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট ক্লাবে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছেন ২১ বছর বয়সী এই উইঙ্গার।
ইউরোপিয়ান ও ইংলিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, চেলসির সঙ্গে ব্যক্তিগত সব শর্তে রাজি হয়েছেন গার্নাচো। দুই ক্লাবের মধ্যে আর্থিক দিক ও বেতনের চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নীল জার্সিতে নাম লেখাবেন তিনি।
আরও পড়ুন
আর্জেন্টিনা দলে নেই দুই তারকা খেলোয়াড় |
![]() |
ইতালির স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোসহ বিশ্বস্ত সূত্রগুলো নিশ্চিত করেছে, চেলসির সঙ্গে গার্নাচোর চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। ব্লুজরা গার্নাচোকে প্রায় ৪০ মিলিয়ন পাউন্ডের পাচ্ছে, যেখানে ক্লাব টু ক্লাব সমঝোতায় ১০ শতাংশ সেল-অন ক্লজও রাখা হয়েছে। সাত বছরের জন্য লন্ডনের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন এ আর্জেন্টাইন। এরই মধ্যে ইউনাইটেডর নাম মুছে ফেলেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
ম্যানচেস্টার ইউনাইটেডে ২০২২ সালে যোগ দিয়েছিলেন গার্নাচো। তাঁর সঙ্গে ক্লাবের চুক্তি ছিল ২০২৮ সাল পর্যন্ত। এ সময়ে ১৪৪ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৬ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২২ গোল। যদিও ইউনাইটেডের হয়ে লিগ শিরোপা জেতা হয়নি, তবে এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার হয়ে সবশেষ কোপা আমেরিকা জিতেছেন গার্নাচো। ২০২৪ সালে পুসকাস পুরস্কার জিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এই উইঙ্গার।
চেলসির আক্রমণভাগে নতুন প্রাণ সঞ্চার করতে গার্নাচোকে বড় ভরসা হিসেবে দেখছে ক্লাব কর্তৃপক্ষ। এখন দেখার বিষয়, লন্ডনে নতুন অধ্যায়ে কতটা সফল হন আর্জেন্টাইন এই তরুণ।
৩ দিন আগে
৩ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৬ দিন আগে
৮ দিন আগে
১০ দিন আগে
১১ দিন আগে
১৩ দিন আগে
১৩ দিন আগে
১৩ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে