ভারতীয় ফুটবলের জন্য বড় সুঃসংবাদ দিলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সময় শনিবার ভোরে এই খবর জানিয়েছে আর্জেন্টিনা। তবে কোন দলের বিপক্ষে খেলবে তারা, সেটি এখনও নিশ্চিত নয়।
বিবৃতিতে আর্জেন্টিনার পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সালে আর দুটি স্লটে ফিফা প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা।
“লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে আর দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল।
আরও পড়ুন
লাল কার্ড দেখার পর ‘ফোন-কল’ বিতর্কে মেসিদের কোচ |
![]() |
“প্রথমটি হবে অক্টোবর মাসের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে, যুক্তরাষ্ট্রে (প্রতিপক্ষ ও শহর এখনও নির্ধারণ হয়নি)। দ্বিতীয়টি হবে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে (প্রতিপক্ষ নির্ধারণ হয়নি)।”
কেরালার ক্রীড়া বিষয়ক মন্ত্রী ভি আব্দুরাহিমানও নিশ্চিত করেছেন এই খবর। এর আগে কিছু জটিলতায় গত মে মাসে শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা দলের ভারত সফর। তবে সব দূর করে তিন মাসের মধ্যেই ভারতে যাচ্ছে তারা।
এর আগে ২০১১ সালে সবশেষ ভারত সফর করেছে আর্জেন্টিনা জাতীয় দল। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল তারা।
আর্জেন্টিনা জাতীয় দলের পর ব্যক্তিগত সফরে ভারতে যাওয়ার কথা রয়েছে মেসির। ডিসেম্বরে তিন দিনের 'গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া' করার কথা তার। যেখানে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ঘুরবেন তিনি।
রোমাঞ্চের সর্বোচ্চ মাত্রা! ফাইনাল যেমনটা হওয়া উচিত, ঠিক তার সব রসদই যেন পেলেন দর্শকেরা। সৌদি সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোল সমতায়। পেনাল্টি শুটআউটে আল আহলির কাছে ৫-৩ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয় আল নাসরের। তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর অনন্য রেকর্ডও যেন ম্লান হয়ে গেল।
৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এর মাধ্যমে আল নাসরের হয়ে ১০০তম গোল করেন পর্তুগিজ মহাতারকা। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে রোনালদো চারটি ক্লাব এবং জাতীয় দলের হয়ে শতাধিক গোল করার রেকর্ড গড়লেন।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে সমতায় ফেরে আল আহলি। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করেন ফ্র্যাঙ্ক কেসিয়ে।
৮২তম মিনিটে আবারও এগিয়ে যায় আল নাসর। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে যান মার্সেলো ব্রোজোভিচ। তিনি নিজেই বক্সে ঢুকে দারুণ শটে গোল করেন।
জয়টা যেন নিশ্বাস দূরে, ঠিক তখনই হংকং স্টেডিয়াম স্তব্ধ করে দেন রজার ইবানেজ। ৮৯তম মিনিটে হেড থেকে গোল করে আল আহলিকে সমতায় ফেরান তিনি। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ৫-৩ ব্যবধানে জয় পায় আল আহলি।
ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে দাপুটে জয়ে নতুন মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তবে দ্বিতীয় ম্যাচেই বদলে গেল দৃশ্য। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে টটেনহাম হটস্পারের কাছে ২-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। স্পার্সরা তুলে নিয়েছে মৌসুমে টানা দ্বিতীয় জয়।
সিটির বিপক্ষে টানা চার ম্যাচে জিতল টটেনহাম। গত মৌসুমেও স্পার্সদের কাছে দুই দেখায় হেরেছে সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে বল দখলে এগিয়ে ছিল ম্যানসিটি। তবে গোলের জন্য লক্ষ্যে শট রাখায় এগিয়ে ছিল টটেনহাম। ব্রেনান জনসন ও হোয়াও পালিনহার গোলে প্রথমার্ধেই জয়ের ভিত পেয়ে যায় অতিথিরা।
ম্যাচের ৩৫তম মিনিটে ম্যানচেস্টার সিটির আক্রমণ ভেঙে কাউন্টার-অ্যাটাকে ওঠে টটেনহাম। মাঝমাঠ থেকে বল পেয়ে রিচারলিসন ডানদিকে ছুটে গিয়ে নিচু কাটব্যাক দেন; জনসন ফার্স্ট-টাইম শটে সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন। ভিএআরে অনসাইড নিশ্চিত হয়ে গোলের বৈধতা দেন রেফারি।
টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন জনসন। আগের ম্যাচে বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে একটি গোল করেন ওয়েলসের এই ফরোয়াড।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান বাড়ান পালিনহা। কর্নার থেকে তৈরি হয় গোলের সুযোগ। বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় সিটির ডিফেন্স। সেই ফাঁকেই মাঝমাঠের নতুন তারকা পালহিনহা দূরপাল্লার শটে বল জালে জড়ান।
তারপর আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে সিটি একাধিকবার সুযোগ পেলেও স্পার্সের দুর্দান্ত ডিফেন্স ও গোলকিপার দৃঢ়তায় শেষ বাঁশি পর্যন্ত লিড ধরে রাখে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে টটেনহাম।
বাহরাইনে অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার রাতে হওয়া ম্যাচটিতে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে সাইফুল বারী টিটুর দল।
প্রথম ম্যাচে ১-০ গোলে হারার পর এ ম্যাচে জয়ের জন্য বাড়তি চেষ্টা ছিল বাংলাদেশের। সেই মিশনে আবাহনীর মিরাজুল ইসলামের জোড়া গোলে শুরুতে দারুণভাবে এগিয়েও যায় সফরকারীরা।
ম্যাচের প্রথমার্ধের খেলা শেষেও ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল হজম করে ম্যাচটা শেষপর্যন্ত ৪-২ গোলে হেরে মাঠ ছাড়ে টিটুর শিষ্যরা।
আরও পড়ুন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ |
![]() |
ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলার আগে বাহরাইনে প্রস্তুতি ম্যাচ এবং ১২ দিনের ক্যাম্প করছে দল। ম্যাচ দুটিই ছিল ক্লোজ-ডোর। ম্যাচের ফল আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)। বিভিন্ন মাধ্যমে জানা যায় ফল।
শনিবার সকালে বাফুফের দেওয়া ভিডিওবার্তায় অনূর্ধ্ব-২৩ দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু জানান ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া।
“বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। প্রত্যেকেই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য।”
রোববার বাহরাইন থেকে ফেরার কথা বাংলাদেশ দলের।
নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করলেন হ্যারি কেইন। প্রথম ম্যাচেই তিনি পেলেন হ্যাটট্রিকের দেখা। যার সৌজন্য বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ল বায়ার্ন মিউনিখ।
জার্মান বুন্দেসলিগায় বাংলাদেশ সময় শুক্রবার রাতে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। একাই তিন গোল করেছেন কেইন। মাইকেল ওলিজ করেছেন দুটি। আর অন্য লুইস দিয়াজের।
পুরো ম্যাচে দাপট দেখিয়েই খেলে বায়ার্ন। ৬৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে মোট ১৯টি শট করে তারা। এর ১০টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে লাইপজিগের ১০ শটের মধ্যে মাত্র ১টি ছিল গোলপোস্ট বরাবর।
আরও পড়ুন
প্রয়াত জতার নাম ভাঙিয়ে ৭৮ লাখ টাকার প্রতারণা |
![]() |
ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় স্বাগতিক ক্লাব। ২৭ মিনিটে প্রথম গোল করেন ওলিজ। মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল থেকে আসা দিয়াজ। বিরতির কিছুক্ষণ আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ওলিজ।
দলের তিন গোলের একটিও করতে না পারায়ই হয়তো তেঁতে ছিলেন কেইন। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটের সময় স্কোর শিটে নাম তোলেন ইংলিশ তারকা। পরে ৭৪ ও ৭৭ মিনিটে আরও দুটি চমৎকার গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন।
ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছেড়ে আসার পর কেইনের এটি নবম হ্যাটট্রিক। মাত্র ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে ৫৪ বছরের রেকর্ড মনে করিয়েছেন তিনি।
বুন্দেসলিগায় মৌসুমের প্রথম ম্যাচে ১৯৭১ সালের পর এত অল্প সময়ে কেউ তিন গোল দিতে পারেননি। সে বছরের আগস্টে শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার হ্যানোভারের বিপক্ষে চার গোল করেছিলেন, যার মধ্যে শেষ তিনটি গোল এসেছিল মাত্র ১২ মিনিটে।
লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়োগো জতার মৃত্যুতে শোকাহত পুরো ফুটবল বিশ্ব। আর সেটিকেই পুঁজি বানিয়ে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নিল প্রতারক চক্র। জতার নামে ভুয়া ফাউন্ডেশন করে তারা মানুষের কাছ থেকে তুলেছে ৭৮ লাখ টাকার বেশি।
গত মাসের শুরুর দিকে স্পেনের জামোরায় নিজের ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে গাড়ি চালানোর সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা যান জতা। তার আকস্মিক বিদায়ে সবার শোককেই পুঁজি বানিয়েছে একটি প্রতারক চক্র।
দিয়োগো জোতা ফাউন্ডেশন নাম দিয়ে প্রতিষ্ঠান খুলে diogojotafoundation.org ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছে তারা। অল্প কিছু দিনের মধ্যেই তারা সংগ্রহ করে ফেলেছে ৬৪ হাজার ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় ৭৮ লাখ টাকার বেশি)।
আরও পড়ুন
‘ব্রাত্য’ খেলোয়াড়রা বিদায় না নিলেও শক্তি বাড়াবে ইউনাইটেড |
![]() |
ওয়েবসাইটে লিভারপুল ফুটবল ক্লাব, ইউনিসেফ, আলিয়াঞ্জ এবং পর্তুগিজ প্ল্যাটফর্ম অব ডেভেলপমেন্ট এনজিওর মতো মতো বড় বড় প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করা হয়েছে। সঙ্গে জোতা ও তাঁর পরিবারের ছবিও। তাই যে কেউ ভাবতেই পারে, জতার পরিবারের জন্য সংগ্রহ করা হচ্ছে অর্থ।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ জানিয়েছে, এই ফাউন্ডেশন বা ওয়েবসাইটের ব্যাপারে লিভারপুল ও জতার পরিবারের কেউই কিছু জানত না। এমনকি সংস্থাগুলোর কেউই ফাউন্ডেশনটির সঙ্গে যুক্ত নয়। অনুমতি ছাড়াই তাদের লোগো ব্যবহার করা হয়েছে।
এছাড়া ব্রিটিশ চ্যারিটি কমিশনে দাতব্য সংস্থা হিসেবে ফাউন্ডেশনটি এখনো নিবন্ধনের জন্য আবেদন করেনি। এই খবর জানাজানি হওয়ার পর থেক ওয়েবসাইটটিও আর কাজ করছে না। কিন্তু এর আগেই বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে গেছে প্রতারক চক্র।
১৯ ঘণ্টা আগে
২ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১২ দিন আগে
১২ দিন আগে
১২ দিন আগে