বাহরাইনে ১২ দিনের ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে মঙ্গলবার দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১৮ ও ২২ আগস্টে হওয়া দুটি ম্যাচই হেরেছে সাইফুল বারী টিটুর দল।
প্রথমটিতে পরাজয় ১-০ গোলে; পরের ম্যাচে ২-০ গোলে লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ২-৪ ব্যবধানে। প্রস্তুতি ম্যাচে দলের লক্ষ্য কেবল জয় ছিল না; দলের সব খেলোয়াড়কে বাজিয়ে নেওয়া, টিম কম্বিনেশন বোঝা ছিল কোচ টিটুর মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে কোচরা সফল বলেই জানা গেছে।
বাহরাইনের কোনো স্থানীয় দলের বিপক্ষে সোমবার আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। সেটি হয়নি; নিজেদের মধ্যে ভাগ হয়েই তাই ম্যাচ খেলবেন আল আমিন, শেখ মোরসালিনরা।
আরও পড়ুন
নেপালকে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ |
![]() |
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, “গতকাল রিকভারি সেশন ছিল, আজকের সেশন কিছুটা হালকা ছিল। আগামীকাল (সোমবার) একটা ম্যাচ খেলব, কথা ছিল এখানকার কোনো লোকাল টিমের সঙ্গে খেলব। কিন্তু সেটা আমরা পাইনি; এখন আমাদের মধ্যেই ম্যাচটা খেলব।”
দুটি প্রস্তুতি ম্যাচের শেষটিতে হারলেও দলের প্রস্তুতি ও খেলোয়াড়দের টিম স্পিরিটের প্রশংসা করেছেন হাসান আল মামুন। সেই সঙ্গে বাহরাইন থেকে নিয়ে ফেরা আত্মবিশ্বাস ভিয়েতনামে কাজে দেবে বলে মনে করেন তিনি।
“সবশেষ ম্যাচে দেখার দরকার ছিল টিমের কম্বিনেশনটা কী। সবাইকে খেলিয়েছি, কার কী অবস্থা তা দেখেছি। সম্ভাব্য সেরা সমাধানের খুব কাছাকাছি আছি। টিম স্পিরিট খুব ভালো আছে। আশা করি ভালো কিছু পুঁজি নিয়ে এখান থেকে দেশে ফিরব। যেটা ভিয়েতনামে কাজে দেবে।”
জানা গেছে, মঙ্গলবার দেশে ফিরে ঢাকায় দুদিন অনুশীলন করবে অনূর্ধ্ব-২৩ দল। এরপর ২৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে তারা। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে দেশটিতে যাবে দল।
ভিয়েতনাম যাওয়ার আগে বাহরাইনে ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলা দলের জন্য ভালো হয়েছে মনে করেন ডিফেন্ডার শাকিল আহাদ তপু।
“প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কোচিং স্টাফরা যেভাবে চেয়েছে আমরা সেভাবে করেছি। সবকিছু ভালোই চলছে। (রোববার) আরেকটা সেশন করেছি, যে ম্যাচটা গেছে ওখানে যে ভুলত্রুটি ছিল, সেগুলো নিয়ে কোচরা কাজ করছে। বাহরাইনে আরও একটি সেশন আছে এরপর আমরা বাংলাদেশে রওনা দেবো।”
এবারই প্রথম এশিয়ান কাপ বাছাই সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলকে বিদেশের মাটিতে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ খেলিয়েছে ফেডারেশন। মেয়েদের দুটি দল এখন এশিয়ান কাপের মূলপর্বে (সিনিয়র ও অনূর্ধ্ব-২০)।
আরও পড়ুন
২ গোল দিয়ে ৪ গোল হজম বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের |
![]() |
ছেলেদের দলও যাতে সেই পথে হাটতে পারে তা নিয়ে জোড় চেষ্টা ফেডারেশনের। বাহরাইনে যে লক্ষ্য নিয়ে দলের ক্যাম্প করা সেটি অনেকটাই কাজে দেবে বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন।
“আমাদের যে টার্গেট, যে মিশন, ভিয়েতনামে যে খেলব, মানে বিশেষভাবে কাজে দেবে। কারণ এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছে দল- মাঠ, হোটেল, খাবার এবং ট্রেনিং ফ্যাসিলিটিস; সবকিছু মিলিয়ে প্লেয়াররা ফোকাসড। আমার কাছে মনে হয়েছে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে।”
১২ দিনের সফরে কেবল খেলোয়াড়ই নয়, সার্বক্ষণিক কাজ করতে হয়েছে কোচিং স্টাফকেও। এমন সুযোগ করে দেওয়ার জন্য হাসান আল মামুন ধন্যবাদ দিয়েছেন বাফুফে এবং বাহরাইন ফুটবল ফেডারেশনকে।
এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও এই গ্রুপে আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। এরপর ৬ ও ৯ সেপ্টেম্বর যথাক্রমে ইয়েমেন ও সিঙ্গাপুরের মোকাবিলা করবে লাল সবুজের প্রতিনিধিরা।
১৬ দল নিয়ে ২০২৬ সালে সৌদি আরবে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বের লড়াই। স্বাগতিক দেশ হিসেবে খেলবে সৌদি আরব। অন্য ১৫ দল আসবে গ্রুপ পর্বে প্রমাণ করে। পয়েন্টের ভিত্তিতে ১১ গ্রুপে সেরা দল এবং চার সেরা রানার্সআপ দল পাবে এশিয়ান কাপের টিকিটি।
২৭ আগস্ট ২০২৫, ৫:৪১ পিএম
২৭ আগস্ট ২০২৫, ২:১৮ পিএম
২৭ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ এর চ্যানেল হ্যাকিংয়ের শিকার হলে আজ খেলা দেখায় সাফের ইউটিউব চ্যানেল। নির্ধারিত সময়ে খেলা সরাসরি সম্প্রচার করতে পারেনি তারা। ২৪ মিনিটের পর লাইভ দেখা যায় বাংলাদেশ ও নেপাল ম্যাচ। খেলা দেখায় সমর্থকদের জন্য কিছুটা সমস্যা তৈরি হলেও কাঙ্ক্ষিত জয় ঠিকই পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
সুরভী আকন্দ প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ফিরতে দেখায় নেপালকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। সুরভীর হ্যাটট্রিক ছাড়াও গোল পেয়েছেন থুইনুইয়ে মারমা। প্রতিযোগিতায় প্রথম দেখায় নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল কোচ মাহবুবুর রহমান লিটুর দল।
আজ ভুটানের থিম্পুর চাংলিনিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে নেপালের রক্ষণে বার বার হানা দিতে থাকে বাংলাদেশ। তবে সাফল্য পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত।
৩২ মিনিটে প্রীতির রক্ষণছেঁড়া পাস, নেপালের গোলরক্ষক লাক্সমি ওলি এগিয়ে আসার আগে বলের নাগাল পাননি আলপি। তিন মিনিট পর আলপির ক্রসে এবার গোলমুখের সামনে বলে পা ছোঁয়াতে পারেননি প্রীতি।
আরও পড়ুন
রিয়ালের পর লেভারকুসেনে ইতিহাস গড়ার স্বপ্ন ভাসকেজের |
![]() |
৩৭ মিনিটে মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন প্রীতি। এই ফরোয়ার্ডের কাছ থেকে বল পেয়ে অবশ্য নেপালের গোলরক্ষকের শরীর বরারবর মারেন আলপি। তবে পরের মিনিটে আর ভুল করেননি থুইনুইয়ে। কয়েকজনের বাধা পেরিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে সোজা নিচু শটে নেন, লাক্সমির পায়ের নিচ নিয়ে বল জড়ায় জাল। খেলায় ১-০ গোলে লিড নেয় বাংলাদেশ।
৪০ মিনিটে বাংলাদেশের রক্ষণ ফাঁকি দিয়ে বল নিয়ে এগিয়ে যান নেপালের ইয়াম কুমারি, সামনে গোলরক্ষক ইয়ারজান বেগম। তবে বিপজ্জনক হওয়ার আগেই পেছন থেকে দৌড়ে দারুণ ট্যাকল করেন অর্পিতা। বিরতির আগেমুহূর্তে লিড দ্বিগুণ করেন প্রীতি। ৪৫ মিনিটে নেপালের দুই ডিফেন্ডার সামঝানা চান্দ ও মায়া শ্রেষ্ঠকে বোকা বানিয়ে প্রীতির পায়ে বল তুলে দেন মামনি চাকমা। বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে চিপ শটে গোলরক্ষকের মাথার উপর দেয়ে জালে বল জড়ান প্রীতি।
প্রথমার্ধের যোগ করা সময়ের দুই মিনিটের মাথায় ডিফেন্ডারদের ভুলে গোল হজম করে বাংলাদেশ। ববিতা কার্কির কর্নার থেকে বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন আলপি। বক্সের সামনে বল পেয়ে সোজা গোলে শট নেন নেপালের ফরোয়ার্ড রাবিনা। সেটি সহজেই আটকান মমিতা খাতুন। তবে বল তখনও নিজেদের বক্সে, সেখান থেকে বল ক্লিয়ার করবেন এ নিয়ে দ্বিধা দেখা যায় বাংলাদেশের তিন ডিফেন্ডার সুরভী রানী, ক্রানুচিং মারমা ও অর্পিতার মধ্যে। সেই সময় দৌড়ে এসে গতিময় শটে লক্ষ্যভেদ করেন নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টিটুর দল।
৫০ মিনিটে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেন নেপালের অধিনায়ক। সামনে ছিলেন কেবল বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান, তবে ভূমিকা বল মারেন পোস্টের বাইরে দিয়ে। ৫৫ মিনিটে নেপালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়েন পূর্ণিমা মারমা, যদিও তার নেওয়া শট বাইরে দিয়ে যায়।
৬৭ মিনিটে আলপিকে তুলে কোচ রিয়াকে বদলি হিসেবে নামান কোচ টিটু। পরের মিনিটে গোলরক্ষককে পরাস্ত করতে পারলেই গোল পেতে পারতেন পূর্ণিমা। দ্বিতীয় প্রচেষ্টায় প্রীতিও পড়েন নেপালি ডিফেন্ডারদের বাধার মুখে।
আরও পড়ুন
পুরোনো কোচকে নতুন করে ফেরাল আফগানিস্তান |
![]() |
এ সময় একের পর এক আক্রমণ শানায় বাংলাদেশ। টানা তিনটি কর্নারও আদায় করে নেয় দল। সবশেষটি থেকে গোলও আদায় করেন প্রীতি। ৭০ মিনিটে মামনি চাকমার কর্নার থেকে গোলমুখের সামনে আলতো টোকায় বল জালে জড়ান প্রীতি। নেপালের বিপক্ষে আগের ম্যাচেও গোল পেয়েছিলেন এই ফরোয়ার্ড।
৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গোলের ক্ষুধা যেন বাংলাদেশকে আরও পেয়ে বসে। নেপালের ডিফেন্ডারদের ব্যস্ত সময় উপহার দেন বাংলাদেশের মেয়েরা। চাপ ধরে রেখে ৮৬ মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়ান প্রীতি। সেই সঙ্গে ম্যাচে নিজের হ্যাটট্রিকও পূর্ণ করেন তিনি। ডানপ্রান্ত দিয়ে ঢুকে নেপালের দুই ডিফেন্ডারকে কাটিয়ে প্রীতির কাছে পাস দেন পূর্ণিমা। গোলমুখের সামনে থেকে সহজেই জাল কাঁপান প্রীতি। এই নিয়ে টুর্নামেন্টে ৫ গোল হলো তার। শেষ পর্যন্ত ৪-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
এই জয়ে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৯, টেবিলের দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ভারতের অর্জন সমান ৯ পয়েন্ট। সন্ধ্যা ৬টায় তাদের মোকাবিলা করবে ভুটান। চার ম্যাচ শেষে তিন হার এবং এক জয়ে পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেপালের। এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি স্বাগতিক ভুটান।
প্রতিযোগিতায় বাংলাদেশের পরের ম্যাচ আগামী পরশু, প্রতিপক্ষ ভুটান। যাদেরকে প্রথম দেখায় ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
রিয়ালে মাদ্রিদের সিনিয়র দলে যখন অভিষেক হয়, তখন ক্যারিয়ারে ছিল না বড় অর্জন। তবে স্প্যানিশ ক্লাবটিতে লম্বা এক অধ্যায়ে অসংখ্য শিরোপা জিতে লুকাস ভাজকেজ নাম লিখিয়েছেন লেভারকুসেনে। অভিজ্ঞ এই ফুটবলারের আশা, রিয়ালের ধারা বজায় রেখে জার্মানিতেও ইতিহাস গড়তে পারবেন তিনি।
চলতি বছরের ক্লাব বিশ্বকাপে খেলে রিয়ালকে বিদায় জানান ভাজকেজ। তার আগে ক্লাবটির হয়ে ৪০০-এর বেশি ম্যাচ খেলে ১০ বছরের ক্যারিয়ারে ২৩টি শিরোপা জিতেছেন তিনি, যার মধ্যে রয়েছে চারটি লা লিগা ও পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ।
লেভারকুসেনে যোগ দিয়ে ভাজকেজ তাই শুনিয়েছেন বড় স্বপ্নের কথাই।
“আমি বায়ার লেভারকুসেনে যাত্রা শুরু করার জন্য মুখিয়ে আছি। আমার সাবেক কোচ কোচ জাবি আলোনসো এবং আমার সাবেক সতীর্থ দানি কারভাহাল এই ক্লাবের ব্যাপার অনেক ইতিবাচক কথা বলেছে। তাছাড়া ম্যানেজমেন্টের সাথে আলোচনার পর বুঝতে পেরেছি, এই ক্লাবটি জেতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আর তাদের এই মানসিকতা আমার লক্ষ্য ও প্রত্যাশার সঙ্গে শতভাগ মিলে যায়।”
আরও পড়ুন
এই সিনারই টেনিস ছেড়ে দেওয়ার কথা দেন মা-বাবাকে |
![]() |
রিয়ালের যুব একাডেমিতে বেড়ে ওঠা ভাসকেজ ক্লাবের সিনিয়র দলে অভিষেকের আগে এক মৌসুম ধারে খেলেন স্প্যানিশ ক্লাব এস্পানিওলে। এরপর ২০১৫ সালে ফিরে আসেন চেনা ঠিকানায়। জিনেদিন জিদানের কোচিংয়ে রিয়ালের টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তবে গত দুই মৌসুম ধরে ক্রমেই দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। মূলত উইঙ্গার হলেও খেলতে হয়েছে ডিফেন্ডার হিসেবে।
এবার তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে পাড়ি জমিয়েছেন লেভারকুসেনে, যারা গত মৌসুমে বুন্দেসলিগায় দ্বিতীয় স্থান অর্জন করেছিল। আর এর আগের মৌসুমে রিয়ালের বর্তমান কোচ আলোনসোর অধীনে তারা লিগে চ্যাম্পিয়ন হয়। তার বিদায়ের পর স্থলাভিষিক্ত হয়েছেন এরিক টেন হাগ। চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে হফেনহাইমের কাছে ২-১ গোলে হেরেছে লেভারকুসেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে ১৫তম হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন আসরের শুরুটাও হয়েছে বেশ বাজে। প্রথম দুই ম্যাচে জয় নেই তাদের। মাত্র ১ পয়েন্ট নিয়ে এখন ১৬ নম্বরে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।
দলের এমন অবস্থায় প্রধান কোচ রুবেন আমোরি মেনে নিয়েছেন, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ বা ওই ধরনের ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলার মতো অবস্থায় নেই ইউনাইটেড।
গত মৌসুমের লিগে ১৫তম হওয়ায় চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ বা কনফারেন্স লিগে খেলার সুযোগ পায়নি ইউনাইটেড। তবু গত আসরের ইউরোপা লিগের ফাইনাল জিতে চ্যাম্পিয়নস লিগের টিকেট পাওয়ার হাতছানি ছিল তাদের।
আরও পড়ুন
চ্যানেল হ্যাকড, সাফে বাংলাদেশ-নেপাল লড়াই দেখার বিকল্প উপায় |
![]() |
কিন্তু টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে সেটিও কাজে লাগাতে পারেনি আমোরির দল। আর এবার নতুন মৌসুমে প্রথম ম্যাচে আর্সেনালের কাছে হেরেছে তারা। পরের ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে আত্মঘাতী গোলের সুবিধা নিয়েও জিততে পারেনি তারা।
এবার ইংলিশ লিগ কাপের (ইএফএল) ম্যাচে বুধবার রাতে গ্রিমসবি টাউনের মুখোমুখি হবে ইউনাইটেড। ম্যাচের আগে আমোরি মেনে নিলেন, ইউরোপে খেলার অবস্থা নেই তার দলের।
“আমার মনে হয়, আমরা এখনও ইউরোপে খেলার জন্য প্রস্তুত নই। এটা আমার ভাবনা। চ্যাম্পিয়ন্স লিগে কঠিন সব ম্যাচ, এরপর প্রিমিয়ার লিগের লড়াই, এসবের জন্য দল গড়ে তুলতে সময় লাগবে আমাদের।”
“ফুটবলারদের আগে লড়াই করতে হবে দলে জায়গার জন্য। এরপর সবকিছু বদলাতে পারে।”
ভুটানে চলমান মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করে আসছিল সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ। তবে আজ সকালে হ্যাকিংয়ের শিকার হয় তাদের ইউটিউব চ্যানেলটি।
এক বিবৃতিতে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, হ্যাকারদের থেকে চ্যানেল এখন পর্যন্ত উদ্ধার হয়নি; তবে খেলা সম্প্রচারের বিকল্প উপায় বের করেছে তারা। নিজেদের ইউটিউব চ্যানেলেই খেলা সরাসরি সম্প্রদায়ের সিদ্ধান্ত নিয়েছে সাফ। এই লিঙ্কে প্রবেশ করলেই দেখা যাবে খেলা।
আরও পড়ুন
হ্যাকিংয়ের শিকার সাফ সম্প্রচারকারী চ্যানেল, বাংলাদেশ-নেপাল ম্যাচ দেখানো নিয়ে শঙ্কা |
![]() |
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বিকেল ৩টায় বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় ভারতের মোকাবিলা করবে স্বাগতিক ভুটান। দুটি ম্যাচই সাফের ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে।
নারী সাফ অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতাটি চলছে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। এখন পর্যন্ত প্রত্যেক দল তিনটি করে ম্যাচ খেলেছে। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। দুই ম্যাচে জয় ও একটিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে বাংলাদেশের মেয়েরা। তিন থাকা নেপালের পয়েন্ট তিন। আর একটি ম্যাচও জিততে না পারা ভুটান রয়েছে পয়েন্ট টেবিলে সবার নিচে।
৬ ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল জিতবে শিরোপা। সাফের সব প্রতিযোগিতায় ট্রফি থাকলেও এই একটি টুর্নামেন্টে এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে বুধবার বিকেল ৩টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। একই ভেন্যু থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ভারতের প্রতিপক্ষ ভুটান। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচারের কথা ছিল সাফের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ এর ইউটিউব চ্যানেলে।
কিন্তু এখন খেলা সরাসরি সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কারণ হ্যাকিংয়ের কবলে পড়েছে ওই ইউটিউব চ্যানেলটি।
এখন পর্যন্ত আসরের সবগুলো ম্যাচ সম্প্রচার করেছে স্পোর্টওয়ার্কজ। বুধবার সকালে এক বার্তায় সেই চ্যানেল হ্যাক হওয়ার কথা জানিয়েছে সাফ। ফলে আজকের দুটি ম্যাচসহ মেয়েদের এই প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন
সাফে নেপালের বিপক্ষে আজ ফিরতি লড়াই বাংলাদেশের |
![]() |
“আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের স্ট্রিমিং পার্টনার স্পোর্টওয়ার্কজের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এবং বর্তমানে অচল রয়েছে। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে একেবারে গুরুত্বপূর্ণ সময়ে, যখন সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ চলছে ও দক্ষিণ এশিয়ান ফুটবলভক্তরা অধীর আগ্রহে ম্যাচগুলো অনুসরণ করছেন।”
যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সাফ।
“সাফ ও স্পোর্টওয়ার্কজ জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং যত দ্রুত সম্ভব লাইভ ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে।”
নারী সাফ অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতাটি হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। দুই ম্যাচে জয় এবং একটিতে হরে ৬ পয়েন্ট পেয়ে বাংলাদেশের মেয়েরা আছে দুইয়ে।
তিন থাকা নেপালের পয়েন্ট তিন। আর একটি ম্যাচও জিততে না পারা ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
আরও পড়ুন
থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণারা |
![]() |
৬ ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল শিরোপা জিতবে। সাফের সব প্রতিযোগিতায় ট্রফি থাকলেও এই একটি টুর্নামেন্টে এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৪ দিন আগে
৬ দিন আগে
৮ দিন আগে
৯ দিন আগে
১১ দিন আগে
১১ দিন আগে
১১ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে