বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা করেছেন কোচ টমাস টুখেল। দলে ফিরেছেন বার্সেলোনার ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। তবে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের।
প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন এবং টটেনহ্যাম হটস্পারের ফুল-ব্যাক জেড স্পেন্স। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সুযোগ পেয়েছেন তাঁরা।
টুখেলের দলে নিয়মিত ছিলেন অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তবে আন্দোরা ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে জায়গা হলো না এই রাইট-ব্যাকের। রিয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচেও ছিলেন না শুরুর একাদশে।
আরও পড়ুন
সাঙ্ঘার সেঞ্চুরির পর দিপুর লড়াই |
![]() |
রাশফোর্ডের মতোই দলে ফিরেছেন অ্যাডাম হোয়্যার্টন, জর্ডান হেন্ডারসন ও মর্গান গিবস-হোয়াইট। তবে এবার বাদ পড়েছেন ডিফেন্ডার কাইল ওয়াকার ও স্ট্রাইকার ইভান টনি। চোটের কারণে দলে নেই রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। তাঁর সঙ্গে অনুপস্থিত বুকায়ো সাকা, কোল পালমার ও লেভি কলউইলও।
ম্যানচেস্টার সিটি থেকে ধারে এভারটনে খেলতে গিয়ে ভালো করলেও জাতীয় দলে ফেরা হয়নি উইঙ্গার জ্যাক গ্রিলিশের। ফলে তাঁর অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।
আগামী শনিবার অ্যাস্টন ভিলার- ভিলা পার্কে আন্দোর বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ২০০৫ সালের পর এই প্রথম ভিলা পার্কে খেলবে তারা। তারপর ৯ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে বেলগ্রেডে মুখোমুখি হবে টুখেলের শিষ্যরা। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।
ইংল্যান্ড দল
গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), জেমস ট্র্যাফোর্ড (ম্যানসিটি)
আরও পড়ুন
জিম্বাবুয়ের সামনে ৩০০ ছুঁই ছুঁই লক্ষ্য |
![]() |
ডিফেন্ডার: ড্যান বার্ন (নিউক্যাসল), মার্ক গেয়ি (ক্রিস্টাল প্যালেস), রিস জেমস (চেলসি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), মাইলস লুইস-স্কেলি (আর্সেনাল), টিনো লিভ্রামেন্টো (নিউক্যাসল), জেড স্পেন্স (টটেনহ্যাম), জন স্টোনস (ম্যানসিটি)
মিডফিল্ডার: এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), মর্গ্যান গিবস-হোয়াইট (নটিংহ্যাম ফরেস্ট), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), ডেকলান রাইস (আর্সেনাল), মর্গ্যান রজার্স (অ্যাস্টন ভিলা), অ্যাডাম হোয়্যার্টন (ক্রিস্টাল প্যালেস)
ফরোয়ার্ড: জ্যারড বোয়েন (ওয়েস্ট হ্যাম), এবেরেচি এজে (আর্সেনাল), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা)।
৩১ আগস্ট ২০২৫, ৭:৩৯ পিএম
৩১ আগস্ট ২০২৫, ৩:২০ পিএম
প্রিমিয়ার লিগে নতুন এক কীর্তি গড়লেন আর্লিং হালান্ড। ব্রাইটনের বিপক্ষে লিগে আজ নিজের শততম ম্যাচে জাদু দেখিয়ে ম্যানচেস্টার সিটিকে নিলেন এগিয়ে। সঙ্গে ১০০ ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন লিগে।
ম্যাচের ৩৪তম মিনিটে সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ বল বাড়ান বক্সে। সুযোগ বুঝে বাঁ-পায়ের শটে বল জালে পাঠান হালান্ড। এই গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিটি বিরতিতে যায় সিটি।
এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগ ১০০ ম্যাচে হালান্ডের হলো ৮৮ গোল। লিগের ইতিহাসে ১০০ ম্যাচে এর চেয়ে বেশি গোল করার নজির নেই। এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার অ্যালান শিয়ারারের। তিনি নিউক্যাসলের হয়ে ১০০ ম্যাচে করেছিলেন ৭৯ গোল।
তালিকায় তিন নম্বরে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডাচ ফরোয়ার্ড রুড ভ্যান নিস্টলরয়, তিনি করেছিলেন ৬৮ গোল। চতুর্থ নম্বরে ম্যানচেস্টার সিটিরই আরেক কিংবদন্তি সার্জিও আগুয়েরো, ৬৪ গোল করেছিলেন তিনি।
ভারতের বিপক্ষে আজকের ম্যাচটা হতে পারত অলিখিত ফাইনাল। রোমাঞ্চ জিইয়ে রাখতে তার আগে বাংলাদেশকে হারাতে হতো ভুটানকে। কিন্তু গত শুক্রবার তুলনামূলক খর্ব শক্তির ভুটানের কাছেই পয়েন্ট হারায় লাল সবুজের দল।
পরের ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। আজ শেষ ম্যাচে ভারতকে ৪-৩ ব্যবধানে হারায় মাহবুবুর রহমান লিটুর দল। তাতে আক্ষেপটাই বেড়েছে। টুর্নামেন্টে রানার্সআপ হয়ে কোচও বললেন,
‘ভুটানের বিপক্ষে পয়েন্ট হারানোর খেসারত দিতে হলো দলকে।’
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশই নামায় ভারত। ম্যাচে দুবার পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ে খেলায় ফেরে চ্যাম্পিয়নরা। তবে সুরভী আকন্দ প্রীতির ৯৫ মিনিটের স্ট্রাইকে ৭ গোলের রোমাঞ্চ জেতে বাংলাদেশ। দারুণভাবে ম্যাচটা জিতলেও শিরোপার স্বাদ পাননি অর্পিতা বিশ্বাসরা। যে কারণে ম্যাচ শেষে ভুটান ম্যাচে ১-১ গোলে ড্র-কেই দুষলেন লিটু,
‘সর্বশেষ ম্যাচটা জেতার দরকার ছিল। কেননা আমরা ভুটানের সঙ্গে একটা পয়েন্ট হারিয়েছি।’
আজ ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পায় বাংলাদেশ। ডিফেন্ডারদের ভুলে আবার বিরতির আগে নিজেরা গোল হজম করে। বাকি সময়ে ছন্দময় ফুটবলের দেখা পাওয়া যায়নি মেয়েদের কাছ থেকে। তবে শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে হারানোয় খেলোয়াড়দেরই কৃতিত্ব দিয়েছেন কোচ,
‘সবমিলিয়ে আমাদের মেয়েরা চেষ্টা করেছে। তো আমি খুশি ওরা আজকে সর্বোচ্চটা দিয়েছে মেয়েরা। দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়েছে।’
বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পায় ভারত। শিরোপা নিশ্চিত হওয়ার পরও এই ম্যাচে তারা নামায় সেরা একাদশ। অপরাজিত থেকে তারা প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিল। বাংলাদেশের কাছে হারের পর মাঠে কাঁদতে দেখা যায় ভারতীয় খেলোয়াড়দের।
শেষ ভালো নিয়ে এবার বাংলাদেশ তাকাতে চায় এশিয়ান মঞ্চে। এএফসি উইমেন্স অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্ব হবে চীনে, আগামী বছর ৩০ এপ্রিল থেকে মূলপর্ব হবে ১৭ মে। তার আগে এ বছরের অক্টোবরে হবে বাছাই টুর্নামেন্ট। বাংলাদেশ পড়েছে ‘এইচ’ গ্রুপে। যেখানে স্বাগতিক জর্ডান ছাড়াও আছে চাইনিজ তাইপে।
বালাদেশের প্রথম ম্যাচ ১৩ অক্টোবর, জর্ডানের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার কথা বলেছেন কোচ লিটু,
‘আসলে এটা (অনূর্ধ্ব-১৭ সাফ) আমাদের লার্নিং ক্যাম্প, আমরা এখান থেকে শিখব, সামনে টার্গেট এএফসি এশিয়ান কাপ বাছাই। ওই প্রতিযোগিতা খেলার আগে আমরা সময় পাব, তার আগে আমরা চেষ্টা করব আরও কতটা ঝালিয়ে নেওয়া যায়।’
মেয়েদের দুটি এশিয়ান কাপের মূলপর্বে এখন বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়ায় আগামী বছরের মার্চে হবে সিনিয়র এশিয়ান কাপ। পরের মাসে থাইল্যান্ডে গড়াবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের প্রতিযোগিতা। দুটি প্রতিযোগিতার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
চলতি মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম দুই ম্যাচেই দেখা পেয়েছেন গোলের। তবে মায়োর্কার বিপক্ষে শেষ ম্যাচে কিলিয়ান এমবাপেকে থাকতে হয়েছে গোলবিহীন। তাতে অবশ্য দলের জয় পেতে সমস্যা হয়নি। ফরাসি তারকা এক ম্যাচ গোল না করলেও তাই উদ্বিগ্ন নন কোচ জাবি আলোনসো।
লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে গত শনিবার মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জয় পায় রিয়াল। ম্যাচে মোট পাঁচবার গোলের চেষ্টা করলেও লক্ষ্যে রাখতে ব্যর্থ হন এমবাপে। একবার বল জালে পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। গোটা ম্যাচে সাবেক পিএসজি ফরোয়ার্ড তিনবার অফসাইডে ধরা পড়েন।
তবে ম্যাচ শেষে এমবাপের পারফরম্যান্স নিয়ে চিন্তিত না হওয়ার কথাই জানালেন আলোনসো। “এমবাপে হয়ত গোল পায়নি, তবে এতে আমি মোটেও চিন্তিত নই। এমবাপের মানসিকতা কিন্তু দারুণ ছিল। তার সামান্য কিছু পজিশনিং ভুল ছিল। আর ফাইনাল পাস বা শটের একটু কমতি ছিল। আমি নিশ্চিত, সে খুব দ্রুতই ছন্দে ফিরে আসবে।”
গত মৌসুমে রিয়ালের সর্বোচ্চ গোলস্কোরার এমবাপেকে প্রতিপক্ষ ভালোই ভুগিয়েছে অফসাইডের ‘ট্র্যাপ’-এ। এই মৌসুমে তৃতীয় ম্যাচেই সেই একই চিত্র প্রকটভাবে দৃশ্যমান হয়েছে। এমবাপেকে পরিকল্পনা করে মায়োর্কার ডিফেন্ডাররা অফসাইডের ফাঁদে পা দিতে বাধ্য করেছেন।
আলোনসো অবশ্য বিষয়টি নিয়ে চিন্তার কিছু দেখছেন না। “অফসাইডের যে ব্যাপারটা, সেটা আমরা আমরা ঠিক করে ফেলব। এটা মনে রাখা প্রয়োজন যে, সে প্রতিপক্ষের জন্য সবসময়ই হুমকির কারণ হয়ে ওঠে। এসব খুঁটিনাটি বিষয় ঠিক করা সম্ভব। আর এই মৌসুমে সে অনেক গোল করবে… এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”
শেষ পর্যন্ত জয় পেলেও ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল। ১৮ মিনিটে মায়োর্কার ভেদাত মুরিকি গোল করে এগিয়ে নেন দলকে। তবে দ্বিতীয়ার্ধে আর্দা গুলার ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিক রিয়াল।
আগের ম্যাচে ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করলে শিরোপা জেতার স্বপ্ন শেষ হয় যায় বাংলাদেশের। ওই দিনই নেপালকে ৫-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়শিপের মুকুট পরে ভারত। বাংলাদেশের বিপক্ষে তাদের আজকের ম্যাচটি ছিল তাই নিয়মরক্ষার।
বাংলাদেশের বিপক্ষে অবশ্য শক্তিশালী একাদশই নামায় ভারত। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ম্যাচের শেষ মিনিটের গোলে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে শিরোপা নয়, শুধু আক্ষেপই বাড়াল বাংলাদেশের। জিতেও তাই রানার্সআপ হয়ে প্রতিযোগিতা শেষ করেছে মাহবুবুর রহমান লিটুর দল।
বাংলাদেশ দুইবার এগিয়ে গিয়েও নির্ধারিত সময় স্কোরলাইন ছিল ৩-৩ গোলে। সেখান থেকে যোগ করা সময়ের শেষ মিনিটে আত্মঘাতী গোলে জয় পায় বাংলাদেশ। ২ গোল করে ম্যাচ সেরা হয়েছেন সুরভী আকন্দ প্রীতি। প্রতিযোগিতায় তাঁর গোল ৭টি। প্রথম দেখায় ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল তারা।
রাউন্ড রবিন লিগের ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ভারত। সমানসংখ্যক ম্যাচে বাংলাদেশের অর্জন ১৩ পয়েন্ট । এর আগে অনূর্ধ্ব-১৭ পর্যায়ের সাফ হয়েছিল একবারই, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল অতিথি দল হিসেবে খেলা রাশিয়া। এবার ভারত জিতল নিজেদের প্রথম শিরোপা।
বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পায় ভারত। শিরোপা নিশ্চিত হওয়ার পরও এই ম্যাচে তারা নামায় সেরা একাদশ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা জিতেই যে তারা প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিল সেটি ম্যাচ শেষেই বোঝা গেল। বাংলাদেশের কাছে হারের পর মাঠেই কান্না করেছেন ভারতীয় খেলোয়াড়েরা।
৮৭ মিনিট পর্যন্ত বাংলাদেশ ৩-২ গোলে এগিয়েছিল। ৮৮ মিনিটে ভারত সমতা ফেরায় ম্যাচে। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
ম্যাচ শুরুর ২২ সেকেন্ডের মাথায় ভারতের জালে বল পাঠায় বাংলাদেশ। বাঁ-দিক থেকে মামুনির ক্রস থেকে পূর্ণিমা মারমা হেডে টুর্নামেন্টের দ্রুততম গোলটি করেন। লিড বেশি সময় ধরে রাখতে পারেনি মেয়েরা। রক্ষণের দুর্বলতায় অষ্টম মিনিটে ভারতকে সমতায় ফেরান আনুসকা কুমারী।
খেলার ৩৪ মিনিটে আলপি আক্তারের গোলে দ্বিতীয়বার লিড নেয় বাংলাদেশ। পূর্ণিমা মারমার শট ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি ভারতের গোলরক্ষক। বলে পেয়ে যান বাংলাদেশের আলপি। তাঁ গোলে ব্যবধান ২-১ হয়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান ৩-১ করেন সুরভী আকন্দ প্রীতি। প্রতিযোগিতায় এ নিয়ে ৬ গোল হলো এই ফরোয়ার্ডে। বাঁ-দিক থেকে আসা বল ধরে ভারতের দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল পাঠান এই ফরোয়ার্ড।
৬৫ মিনিটে ভারতের বদলি খেলোয়াড় প্রীতিকা বর্মণ গোল করে ব্যবধান ৩-২ করেন। ৮৮ মিনিটে ভারত সমতা ফেরালে বাংলাদেশ ড্র নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে যোগ করা সময়ের শেষ মিনিটে প্রীতির শট ভারতের গোলরক্ষক লাইন থেকে ক্লিয়ার করলেও তাদেরই এক ডিফেন্ডারের পায়ে লেগে ঢুকে যায় জালে।
উলভারহ্যাম্পটনকে মৌসুমের প্রথম ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দারুণ শুরু। পরের ম্যাচেই টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলের হারের ধাক্কা খায় ম্যানচেস্টার সিটি। তারপর কোচ পেপ গার্দিওলা খেলার ধরন ও দর্শন নিয়ে তীব্র সমালোচনা।
আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ব্রাইটনের বিপক্ষে খেলবে সিটি। তার আগে গার্দিওলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কখনোই তার ফুটবল দর্শন বদলাবেন না, যদিও প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুটা মিশ্র অভিজ্ঞতায় কাটছে। তাঁর জবাব, ক্যারিয়ারে নিজের ধরন দিয়েই সাফল্য পেয়েছেন তিনি।
আরও পড়ুন
দিশা না পেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মার্তিনেজের পিছু নিয়েছে ইউনাইটেড |
![]() |
৫৪ বছর বয়সী গার্দিওলা তাই একটু রসিকতার সুরে বললেন, ‘হ্যাঁ, ১৮টা শিরোপা জেতার পর আমি নিশ্চয়ই পরিকল্পনা বদলাব। হ্যাঁ, চারবার টানা প্রিমিয়ার লিগ জেতার পর নিশ্চিতভাবেই বদলাব- আমার বিশ্বাসের ফুটবল খেলার ধরন!
তারপর গার্দিওলার স্পষ্ট বার্তা, ‘কখনোই, কোনো দিনই আমার বিশ্বাসের ধরন পরিবর্তন করব না। তবে যদি উপরের দিকে বল কেড়ে নিতে পারি, তখন আমি চাই দ্রুত আক্রমণ করতে। প্রতিপক্ষ যদি ম্যান-টু-ম্যান হাই প্রেসিং করে আর আমরা প্রথম প্রেস ভেঙে বের হয়ে আসি, তখন আমি চাই দ্রুত আক্রমণ হোক। কিন্তু তার পর? আমি ভালোবাসি হাজারো, লাখো একঘেয়ে পাস। আমি সেটাই ভালোবাসি।’
গত মৌসুমে ট্রফিহীন থাকার পর এই গ্রীষ্মে ছয়জন নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে সিটি। অনেকেই মনে করছেন এতে খেলার ধরনে পরিবর্তন আসতে পারে। তবে গার্দিওলার ভাষায়, ‘হ্যাঁ, নতুন খেলোয়াড় এসেছে। কিন্তু আমি যে বিশ্বাসে দল খেলাই, তা কোনো দিনই বদলাবে না।’
নিজেদের বর্তমান অবস্থার সঙ্গে অতীতের সেরা দলগুলোর তুলনা করে কাতালান গার্দিওলার বলেন, ‘যদি এই দলটিকে সেঞ্চুরিয়নস কিংবা চার ঘরোয়া শিরোপা, ট্রেবল ও টানা চার লিগ জেতা দলের সঙ্গে তুলনা করি, আমরা হারব। কিন্তু এমন কিছু বিষয় আছে যা আমার ভালো লাগছে। হয়তো দুই মাস পর বলব আমি ভুল ছিলাম, তবে এখন যেদিন থেকে আমরা যুক্তরাষ্ট্রে (ক্লাব বিশ্বকাপ) গিয়েছি, তখন থেকেই কিছু কিছু বিষয় দেখছি যা ভালো মৌসুমের জন্য দরকারি। এর মানে এই নয় আমরা শিরোপা জিতব, কিন্তু আমি মনে করি মৌসুমটা ভালো কাটবে। আমরা ঠিক থাকব।”
টটেনহ্যামের বিপক্ষেও ইতিবাচক কিছু দেখেছেন গার্দিওলা, ‘স্পার্সের বিপক্ষেও আমি আমার দলের অনেক পরিচিত বিষয় দেখেছি। হ্যাঁ, কিছু কাজ আরও ভালোভাবে করতে হবে, তবে মৌসুমের এই পর্যায়ে এটা স্বাভাবিক। ফলাফলই তা বলে দেবে। যখন টানা চার-পাঁচ-ছয় ম্যাচ জিততে পারব, কিংবা ধারাবাহিকভাবে ভালো খেলব, কম গোল খাব আর বেশি গোল করব, তখন বলব: আমাদের ধারাবাহিকতা ফিরে এসেছে।’
১৬ ঘণ্টা আগে
১৭ ঘণ্টা আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৮ দিন আগে
১০ দিন আগে
১২ দিন আগে
১৩ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
২০ দিন আগে
২০ দিন আগে