প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরতে চলেছেন নেইমার জুনিয়র। একইসঙ্গে জায়গা হারাতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র। বেশ কয়েকজনকে ফিরিয়ে ও কয়েকজনকে বাদ দিয়ে সামনের দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি।
আগামী মাসের শুরুতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ওই দুই ম্যাচের জন্য সোমবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন দলের প্রধান কোচ। তবে ব্রাজিলের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম 'গ্লোবো' এরই মধ্যে জানিয়েছে কারা থাকতে পারে স্কোয়াডে।
গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ফিফার নিয়ম মেনে ফুটবল ক্লাবগুলোর কাছে প্রাথমিক দল পাঠিয়েছেন আনচেলত্তি। যেখানে সিদ্ধান্ত হয়েছে, ভিনিসিয়ুসকে বিশ্রাম দেওয়া হবে। আর রিয়াল মাদ্রিদে তার সতীর্থ রদ্রিগো ও এডের মিলিটাওকে ফেরানো হবে দলে।
ভিনিসিয়ুস অবশ্য এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় সামনে চিলির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না তিনি। তাকে বিশ্রাম দিয়ে বলিভিয়ার বিপক্ষে দলেও রাখবেন না ব্রাজিলের ইতালিয়ান কোচ।
রদ্রিগো আর মিলিটাও ছাড়াও, গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, গোলরক্ষক গ্যাব্রিয়েল বারা, ফুলব্যাক ভিতিনহা ও পাউলো হেনরিখ, মিডফিল্ডার দানিলো ও মার্কোস আন্তোনিও (সাও পাওলো), ফরোয়ার্ড কাইও হোর্হে ও নেইমারকে দলে রাখছেন আনচেলত্তি।
গ্লোবোর প্রতিবেদন সত্যি হলে, প্রায় ২২ মাস পর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে। ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি নেইমারের। বেশ কয়েকবার ফেরার কাছাকাছি থাকলেও ফিরতে পারেননি।
নিজেদের ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। পরে ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে তাদের মাঠে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এরই মধ্যে মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। সামনের দুই ম্যাচ দিয়ে শেষ হবে বাছাইয়ে তাদের যাত্রা।
বাহরাইনে অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শুক্রবার রাতে হওয়া ম্যাচটিতে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে সাইফুল বারী টিটুর দল।
প্রথম ম্যাচে ১-০ গোলে হারার পর এ ম্যাচে জয়ের জন্য বাড়তি চেষ্টা ছিল বাংলাদেশের। সেই মিশনে আবাহনীর মিরাজুল ইসলামের জোড়া গোলে শুরুতে দারুণভাবে এগিয়েও যায় সফরকারীরা।
ম্যাচের প্রথমার্ধের খেলা শেষেও ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল হজম করে ম্যাচটা শেষপর্যন্ত ৪-২ গোলে হেরে মাঠ ছাড়ে টিটুর শিষ্যরা।
আরও পড়ুন
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ |
![]() |
ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলার আগে বাহরাইনে প্রস্তুতি ম্যাচ এবং ১২ দিনের ক্যাম্প করছে দল। ম্যাচ দুটিই ছিল ক্লোজ-ডোর। ম্যাচের ফল আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)। বিভিন্ন মাধ্যমে জানা যায় ফল।
শনিবার সকালে বাফুফের দেওয়া ভিডিওবার্তায় অনূর্ধ্ব-২৩ দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু জানান ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া।
“বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। প্রত্যেকেই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য।”
রোববার বাহরাইন থেকে ফেরার কথা বাংলাদেশ দলের।
ভারতীয় ফুটবলের জন্য বড় সুঃসংবাদ দিলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সময় শনিবার ভোরে এই খবর জানিয়েছে আর্জেন্টিনা। তবে কোন দলের বিপক্ষে খেলবে তারা, সেটি এখনও নিশ্চিত নয়।
বিবৃতিতে আর্জেন্টিনার পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সালে আর দুটি স্লটে ফিফা প্রীতি ম্যাচ খেলবেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা।
“লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে আর দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল।
আরও পড়ুন
লাল কার্ড দেখার পর ‘ফোন-কল’ বিতর্কে মেসিদের কোচ |
![]() |
“প্রথমটি হবে অক্টোবর মাসের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে, যুক্তরাষ্ট্রে (প্রতিপক্ষ ও শহর এখনও নির্ধারণ হয়নি)। দ্বিতীয়টি হবে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে (প্রতিপক্ষ নির্ধারণ হয়নি)।”
কেরালার ক্রীড়া বিষয়ক মন্ত্রী ভি আব্দুরাহিমানও নিশ্চিত করেছেন এই খবর। এর আগে কিছু জটিলতায় গত মে মাসে শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা দলের ভারত সফর। তবে সব দূর করে তিন মাসের মধ্যেই ভারতে যাচ্ছে তারা।
এর আগে ২০১১ সালে সবশেষ ভারত সফর করেছে আর্জেন্টিনা জাতীয় দল। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল তারা।
আর্জেন্টিনা জাতীয় দলের পর ব্যক্তিগত সফরে ভারতে যাওয়ার কথা রয়েছে মেসির। ডিসেম্বরে তিন দিনের 'গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া' করার কথা তার। যেখানে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ঘুরবেন তিনি।
নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করলেন হ্যারি কেইন। প্রথম ম্যাচেই তিনি পেলেন হ্যাটট্রিকের দেখা। যার সৌজন্য বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ল বায়ার্ন মিউনিখ।
জার্মান বুন্দেসলিগায় বাংলাদেশ সময় শুক্রবার রাতে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন। একাই তিন গোল করেছেন কেইন। মাইকেল ওলিজ করেছেন দুটি। আর অন্য লুইস দিয়াজের।
পুরো ম্যাচে দাপট দেখিয়েই খেলে বায়ার্ন। ৬৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে মোট ১৯টি শট করে তারা। এর ১০টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে লাইপজিগের ১০ শটের মধ্যে মাত্র ১টি ছিল গোলপোস্ট বরাবর।
আরও পড়ুন
প্রয়াত জতার নাম ভাঙিয়ে ৭৮ লাখ টাকার প্রতারণা |
![]() |
ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় স্বাগতিক ক্লাব। ২৭ মিনিটে প্রথম গোল করেন ওলিজ। মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল থেকে আসা দিয়াজ। বিরতির কিছুক্ষণ আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ওলিজ।
দলের তিন গোলের একটিও করতে না পারায়ই হয়তো তেঁতে ছিলেন কেইন। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটের সময় স্কোর শিটে নাম তোলেন ইংলিশ তারকা। পরে ৭৪ ও ৭৭ মিনিটে আরও দুটি চমৎকার গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন।
ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছেড়ে আসার পর কেইনের এটি নবম হ্যাটট্রিক। মাত্র ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে ৫৪ বছরের রেকর্ড মনে করিয়েছেন তিনি।
বুন্দেসলিগায় মৌসুমের প্রথম ম্যাচে ১৯৭১ সালের পর এত অল্প সময়ে কেউ তিন গোল দিতে পারেননি। সে বছরের আগস্টে শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার হ্যানোভারের বিপক্ষে চার গোল করেছিলেন, যার মধ্যে শেষ তিনটি গোল এসেছিল মাত্র ১২ মিনিটে।
লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়োগো জতার মৃত্যুতে শোকাহত পুরো ফুটবল বিশ্ব। আর সেটিকেই পুঁজি বানিয়ে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নিল প্রতারক চক্র। জতার নামে ভুয়া ফাউন্ডেশন করে তারা মানুষের কাছ থেকে তুলেছে ৭৮ লাখ টাকার বেশি।
গত মাসের শুরুর দিকে স্পেনের জামোরায় নিজের ভাই আন্দ্রে সিলভাকে নিয়ে গাড়ি চালানোর সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা যান জতা। তার আকস্মিক বিদায়ে সবার শোককেই পুঁজি বানিয়েছে একটি প্রতারক চক্র।
দিয়োগো জোতা ফাউন্ডেশন নাম দিয়ে প্রতিষ্ঠান খুলে diogojotafoundation.org ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছে তারা। অল্প কিছু দিনের মধ্যেই তারা সংগ্রহ করে ফেলেছে ৬৪ হাজার ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় ৭৮ লাখ টাকার বেশি)।
আরও পড়ুন
‘ব্রাত্য’ খেলোয়াড়রা বিদায় না নিলেও শক্তি বাড়াবে ইউনাইটেড |
![]() |
ওয়েবসাইটে লিভারপুল ফুটবল ক্লাব, ইউনিসেফ, আলিয়াঞ্জ এবং পর্তুগিজ প্ল্যাটফর্ম অব ডেভেলপমেন্ট এনজিওর মতো মতো বড় বড় প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করা হয়েছে। সঙ্গে জোতা ও তাঁর পরিবারের ছবিও। তাই যে কেউ ভাবতেই পারে, জতার পরিবারের জন্য সংগ্রহ করা হচ্ছে অর্থ।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ জানিয়েছে, এই ফাউন্ডেশন বা ওয়েবসাইটের ব্যাপারে লিভারপুল ও জতার পরিবারের কেউই কিছু জানত না। এমনকি সংস্থাগুলোর কেউই ফাউন্ডেশনটির সঙ্গে যুক্ত নয়। অনুমতি ছাড়াই তাদের লোগো ব্যবহার করা হয়েছে।
এছাড়া ব্রিটিশ চ্যারিটি কমিশনে দাতব্য সংস্থা হিসেবে ফাউন্ডেশনটি এখনো নিবন্ধনের জন্য আবেদন করেনি। এই খবর জানাজানি হওয়ার পর থেক ওয়েবসাইটটিও আর কাজ করছে না। কিন্তু এর আগেই বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে গেছে প্রতারক চক্র।
চোটের কারণে গত মৌসুমের প্রায় পুরোটাই মিস করেছেন। সেটা কাটিয়ে ফিরে আরেক চোটের শিকার হয়ে এখন মাঠের বাইরে আছেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। এবার তার মাঠে ফেরার নিশ্চয়তা দিলেন পেপ গার্দিওলা৷ সিটি কোচ আশাবাদী, টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচেই দেখা যাবে ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে।
এসিএল চোটে পড়ে গত মৌসুমের বড় অংশ মিস করতে হয় রদ্রিকে। সেটা কাটিয়ে মাঠে ফেরার পর গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে গ্রোয়েন চোটে পড়েন। ফলে মিস করেন উলভারহ্যাম্পটনের বিপক্ষে সিটির মৌসুমের প্রথম ম্যাচ, যেখানে তার দল জেতে ৪-০ গোলে।
আরও পড়ুন
‘ব্রাত্য’ খেলোয়াড়রা বিদায় না নিলেও শক্তি বাড়াবে ইউনাইটেড |
![]() |
শনিবার প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগে গার্দিওলা নিশ্চিত করেছেন, রদ্রি এখন মাঠে ফিরতে প্রস্তুত। “আমি শুধু রদ্রিকে নিয়মিত খেলত দেখতে চাই। তার সামর্থ্য বা যোগ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত সেই বিশ্বের সেরা খেলোয়াড়। তার ধারাবাহিকতা আসবে সপ্তাহের পর সপ্তাহ অনুশীলন ও ম্যাচ খেলার মাধ্যমে। এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।”
চার মৌসুম পর গেল মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিততে ব্যর্থ হওয়া সিটি শীর্ষ চারে থেকে নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগ খেলা। শিরোপাহীন থাকার পর সমর্থকরা ক্লাবে বড় রদবদল আশা করলেও এখন পর্যন্ত বড় কোনো তারকা সিটিতে নাম লেখাননি। অন্যদিকে জোর গুঞ্জন রয়েছে, ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিকে সিটি ছেড়ে যোগ দিতে পারেন গালাতাসারাইয়ে।
তবে সংবাদ সম্মেলনে এই প্রশ্ন এড়িয়েই গেছেন গার্দিওলা।
“আমি জানি না এই ব্যাপারে। তারা এখনও আমাদের খেলোয়াড়। সামনে কয়েকটি ব্যাপার ঘটতে পারে, তারপর দেখা যাবে কী হয়।”
১৪ ঘণ্টা আগে
২ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১২ দিন আগে
১২ দিন আগে
১২ দিন আগে