২২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪২ পিএম
ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আনম তরিকুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবন, ঘুষ, অনিয়মসহ নানা অভিযোগের তীর পরিদপ্তরটির কর্মকর্তা-কর্মচারীদের। তাই তার অপসারণ চান তারা। তা না হলে আমরন অনশন এবং সকল কার্যক্রম থেকে বিরত থাকার হুশিয়ারি দিয়েছেন পরিদপ্তরের সকল ক্রীড়া কর্মকর্তারা।
ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে কাজ করে ক্রীড়া পরিদপ্তর। প্রতিটি জেলা ও বিভাগে সরকারি এই পরিদপ্তর ক্রীড়া অফিসারদের মাধ্যমে খেলার সরঞ্জাম বিতরণ, প্রতিভা অন্বেষণসহ তৃণমূল পর্যায়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। একজন পরিচালকের অধিনে পরিচালিত হয় এসব কার্যক্রম। বর্তমান পরিচালক আ ন ম তরিকুল ইসলামের বিরুদ্ধে যেনো অভিযোগের শেষ নেই। চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, পেনশানের ফাইল আটকে রেখে ঘুষ গ্রহণের মত গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পরিচালকের পদত্যাগের দাবিতে গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছেন পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা। শুধু ঘুষ নয়, বিভিন্ন সময় বিনা কারণে তরিকুল ইসলামের দুর্ব্যবহারের স্বীকার হয়েছেন অনেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনকে সমর্থন করার জন্যও তার কাছে হেনস্থা হতে হয়েছে কয়েকজনকে বলে দাবি ক্রীড়া কর্মকর্তাদের।
এই ব্যাপারে ঠাকুরগাঁওয়ের এক ক্রীড়া কর্মকর্তা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দলন যখন শুরু হয়েছে, আমি আমার বিবেকের তাড়ণায় এই আন্দলনে শরিক হই। এই যে আন্দলনে শরিক হই, এই তথ্যটি তিনি পেয়েছেন। তথ্যটি পাওয়ার পর তিনি আমাকে জুলাই মাসে পর পর তিনটি ‘শো কোজ’ করেছেন বিভিন্ন ইস্যু নিয়ে। এবং গত দেড় থেকে দুই সপ্তাহ আগে আমাকে উনি নির্যাতনের ভয় দেখিয়ে একটি বিভাগীয় মামলা দায়ের করেছেন। অবিলম্বে আমরা এই ধরণের পরিচালকের অপসারণ চাই।’
দিনের পর দিন স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন এই কর্মকর্তা। তার থেকেও গুরুতর অভিযোগ, মাদকের নেশায় নাকি বুদ হয়ে থাকেন সব সময়। এক ক্রীড়া কর্মকর্তা বলেন, ‘উনার রুমে আমরা কোনো মিটিং করতে পারি না। সারাক্ষণ সিগারেটের ধোয়ায় আচ্ছন্ন থাকে। ধুমপানের দুর্গন্ধে টেকা যায় না। উনার চেহারা দেখলেই যে কেউ বুঝতে পারবে যে উনি নেশা করেন’
তৃতীয় শ্রেণীর কর্মচারিরাও তটস্থ থাকেন তরিকুল ইসলামের ভয়ে। সরকারি ছুটির দিনও তার ব্যক্তিগত কাজ করে দিতে হয়। নাহলে শুনতে হয় কটু কথা। স্বীকার হতে হয় বৈষম্যের বলে দাবি করেছেন অনেকে। একজন বলেন, ‘পরিচালক স্যারের অত্যাচারের কারণে আমি অসুস্থ্য হয়ে পরি। কোনো ছুটি পাই না। আমাকে দিয়ে বিভিন্ন কাজ করান। একদিন অজ্ঞান হয়ে পরি আমি। পরে মন্ত্রণালয়ের লোকজন আমার মাথায় পানি ঢালে।’
এমন অসংখ্য অভিযোগ নিয়ে রোববার ক্রীড়া পরিদপ্তরের বারান্দায় মানববন্ধন করেন ভুক্তভোগীরা। অংশ নেন পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন জেলার ক্রীড়া অফিসার ও সরকারি শারিরীক শিক্ষা কলেজের অধ্যক্ষরা।
No posts available.
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:০১ পিএম
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৪ পিএম
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৪ পিএম
বিশ্ব অ্যাথলেটিস চ্যাম্পিয়নশিপে ৬.৩০ মিটার লাফিয়ে বিশ্বরেকর্ড গড়লেন আর্মান্ড মন্ডো ডুপ্লান্টিস। গত মাসে হাঙ্গেরির বুদাপেস্ট মিটে ৬.২৯ মিটার উচ্চতা টপকেছিলেন সুইডেনের এই পোল ভল্টার। আজ টোকিওতে নিজেরই আগের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন তিনি। হিসেব বলছে, এ নিয়ে ১৪তম বার বিশ্বরেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।
আরও পড়ুন
প্রথমবারের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে স্কুল হ্যান্ডবল |
![]() |
ডুপ্লান্টিসের পেছনে থেকে রুপা জেতেন গ্রিসের ইমানৌয়েল কারালিস। তিনি ৬.২৫ মিটার লাফিয়েছেন। ৫.৯৫ মিটার টপকে ব্রোঞ্জ জেতেন কার্টিস মার্শাল।
বিশ্ব রেকর্ড গড়ার আগেই ৬.১৫ মিটার উচ্চতা পেরিয়ে সোনা জয় নিশ্চিত করেন ডুপ্লান্টিস। পরে নিজেই নিজেকে চ্যালেঞ্জ ছুড়ে পাড়ি দেন আরও ১৫ সেন্টিমিটার উচ্চতা। তৃতীয়বারের চেষ্টায় গড়েন নিজের ১৪তম বিশ্ব রেকর্ড।
আগামী ১৮ সেপ্টেম্বর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে শুরু হচ্ছে ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব। ২৩ সেপ্টেম্বর শুরু হবে কাপ পর্ব। এই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অংশ নেবে চারটি স্কুল। এবারই প্রথমবারের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে হ্যান্ডবলের কোনো ম্যাচ।
প্রতিযোগিতায় বালক ও বালিকা দুই বিভাগে অংশ নেবে ২৬টি স্কুল। এর মধ্যে প্লেট পর্বের বালক বিভাগে চার গ্রুপে অংশ নেবে ১৬টি দল। প্লেট গ্রুপের ফাইনাল ২২ সেপ্টেম্বর।
আরও পড়ুন
বিশ্ব অ্যাথলেটিকসে হিটে সবার শেষে হার্ডলার রনি |
![]() |
কাপ পর্বে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে ছেলেদের বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি ও নারিন্দা উচ্চবিদ্যালয়। মেয়েদের বিভাগে খেলবে সানিডেল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এই তিনটি দল ছিল গত আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয়।
স্কুল হ্যান্ডবল উপলক্ষ্যে সোমবার ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ।
জাপানের টোকিওতে বসেছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যম্পিয়নশিপের এবারের আসর। প্রতিযোগিতার ৪০০ মিটার হার্ডলস ইভেন্টে সোমবার অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট নাজমুল হোসেন রনি। সেখানে পাঁচ নম্বর হিটে দৌড়ে তিনি সময় নেন ৫২.৪৭ সেকেন্ড।
এই হিটে ৯ জন প্রতিযোগীর মধ্যে রনি শেষ হলেও দেশের হয়ে বিশ্ব মঞ্চে অংশ নেওয়াটা তাঁর জন্য বড় অভিজ্ঞতা ও অর্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। গত মাসে ঢাকায় অনুষ্ঠিত সামার অ্যাথলেটিকসে রনি ৫২.৩০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছিলেন।
আরও পড়ুন
কবে খুলবে পুলিশ ক্লাব, দ্বারে দ্বারে আর্চাররা |
![]() |
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫টি হিটে মোট ৪৪ জন প্রতিযোগী ছিলেন, যেখানে রনি ছিলেন ৪২তম। তার হিটে প্রথম স্থান অধিকার করেন নাইজেরিয়ার নাথানিয়েল, যিনি সময় নেন ৪৮.৩৭ সেকেন্ড। যুক্তরাজ্যের এলিস্টেয়ার চেলমার্স ৪৮.৮৬ সেকেন্ড সময় নিয়ে হিটে চতুর্থ হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেন।
রনির অংশগ্রহণ দেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় রাখার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
ফুটবল ছাড়াও বিশ’র অধিক ডিসিপ্লিনে অংশ নিয়ে থাকে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সেরা চার-পাঁচের মধ্যেই ঘুরপাক ক্লাবটির। তবে ২০১৯ সালে আর্চারি ক্লাব প্রতিষ্ঠার পর এই ডিসিপ্লিনে অনন্য উচ্চতায় পৌঁছে পুলিশ। দেশ ও বাইরে নিয়মিতই সাফল্য পেতে থাকে। তা সত্ত্বেও গত বছর বন্ধ হয়ে যায় পুলিশের আর্চারি ক্লাবটি। সে সময় প্রায় ২৫ জন আর্চারের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তাদের মধ্যে অনেকে এখনও দ্বারে-দ্বারে ঘুরেছেন ক্লাব চালুর প্রতিক্ষায়।
আর্চারি ক্লাব বন্ধ হওয়ার পর বেশিরভাগ আর্চারই বেকার হয়ে পড়েছেন। সে সময় পুলিশ থেকে তাঁদের পাঁচ থেকে ৩০ হাজার টাকার মতো ভাতা দেওয়া হতো। যা দিয়ে জীবিকা নির্বাহ করতেন তাঁরা। এই ক্লাবের তারকা আর্চারদের মধ্যে ছিলেন- তামিমুল ইসলাম, আশিকুজ্জামান অনয়, ভানরুম বম, ইতি খাতুন, অলিম্পিয়ান শ্যামলী রায়, বিউটি রায়, জ্যোতি মনি চাকমা, জ্যোতি রানী। তাঁদের মধ্যে জ্যোতি চাকমা ও জ্যোতি রানী বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিয়েছেন। ইতি খাতুন পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর চাকরি। হাকিম আহমেদ রুবেল তো হতাশায় খেলা ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন।
আরও পড়ুন
বোল্টের স্বদেশি অবলিক বিশ্বের নতুন দ্রুততম মানব |
![]() |
ক্লাবটির কোচ ছিলেন আবুল কাশেম মামুন। ক্লাব চালুর আশায় এখনও তিনি চেষ্টা করে যাচ্ছেন। সোমবার টি-স্পোর্টসের এই প্রতিবেদককে তিনি বলেন,
‘আমরা এক বছর ধরে বেকার। আমাদের রুটি-রুজি ছিল এটাই। অনেক দৌড়াদৌড়ি করছি। উর্ধ্বতন অনেক স্যারই বিষয়টি নিয়ে ইতিবাচক। কিন্তু আমাদের কথা তো কেউ মূল্যায়ন করবে না। ফেডারেশনের কেউ যদি উদ্যোগ নেন তবে হয়ত ক্লাবটি আবার চালু হবে।’
ফেডারেশনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ মামুনের। প্রায় প্রতি সপ্তাহেই গ্রাম থেকে ঢাকায় আসেন খোঁজ-খবর নিতে। কিন্তু সেটাও সব সময় সহজ হয় না, ঢাকায় থাকা খাওয়ার জায়গা নেই বলেই জানালেন। তারপরও চেষ্টা করে যাচ্ছেন ক্লাবটি যাতে আবার চালু হয়। ক্লাব বন্ধ হওয়ার আপাতত নড়াইল জেলার একটা দল আছে, সেখানেই বাচ্চাদের আর্চারি প্রশিক্ষণ দেন তিনি।
আরও পড়ুন
আট বিভাগে হবে ১৩৩১২ কোটি টাকার স্পোর্টস হাব |
![]() |
মামুনের মতো বেকার হয়ে পড়ে আছেন আর্চার শ্যামলী রায়। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন,
‘এক বছর যাবৎ আমরা বসে। আসলে আমি জাতীয় দলে খেলেছি অনেক দিন যাবৎ। দেশকে অনেক কিছু দিয়েছি, এরপর পুলিশ ক্লাবে খেলেছি, সেখানে আমাদের অবদান যে খারাপ তা বলব না। আমাদের ক্লাবটা বন্ধ হয়ে যাওয়ায় এখন খুব কষ্টে আছি।’
নড়াইলের মেয়ে শ্যামলী সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে খেলেন জাতীয় দলের হয়ে। চীনে হওয়া এশিয়ান গেমসই তাঁর জাতীয় দলের শেষ সফর। এরপরও তিনি ক্লাবের হয়ে খেলায় সেটি ছিল তাঁর জন্য ভরসার জায়গা। সেটিও বন্ধ হওয়াতে এখন ভালো নেই বলেই জানান,
‘জাতীয় দলে আজীবন থাকব না, এমনটাই স্বাভাবিক। আমরা তো একটা প্রতিষ্ঠানের অধীনে ছিলাম। কিন্তু এখন এটা বন্ধ হয়ে যাওয়ায় আমাদের আর্থিক অবস্থা একদম করুন।’
আরও পড়ুন
রেকর্ড গড়ে বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন-উডেন |
![]() |
২০১৬ সালের রিও অলিম্পিকে খেলেন শ্যামলী। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে জেতেন স্বর্ণপদক। ইসলামিক সলিডারিটি গেমসে সিলভার এবং ব্যাংকক এশিয়া কাপে বোঞ্জ পদক জেতেন শ্যামলী। আক্ষেপ নিয়ে বলেন,
‘এতকিছু অবদান থাকতেও যদি এভাবে আমাকে বসে থাকতে হয়... হুট করে তো আর খেলা ছাড়া যায় না। এটা তো আমার কাছে নেশার মতো ছিল।’
আর্চার তামিমুল ইসলাম ২০১৫ সালের যুব কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। বাংলাদেশ পুলিশের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং ২০১৬ সালের এশিয়া কাপে রিকার্ভে সোনা জিতেছেন। এখন পুলিশ ক্লাব বন্ধ হওয়ার অনেকের মতো তিনিও আছেন বিপাকে। সোমবার সন্ধ্যায় কথা হলে জানান,
‘পুলিশ ক্লাব ছিল অন্যতম সেরা ক্লাব। এত অল্প সময়ে এত সাফল্য, আন্তর্জাতিক পর্যায়ে গোল মেডেল, আমিও তিনটা ইভেন্টে তিনটা গোল মেডেল পেয়েছি। দেশের সুনাম বয়ে আনার পাশাপাশি আমাদেরও জীবিকা চলছিল, এখন হুট করে বন্ধ হওয়াতে অনেকেরই জীবিকা বন্ধ হয়ে গেছে। আর আমরা তো শিখছিই আর্চারি, এটা ছাড়া তো আমাদের কোনো শিক্ষা নেই, মানুষ পড়াশোনা শেখার পর চাকরি করে, কিন্তু আমরা তো ছোটবেলা থেকে আর্চারি শিখেছি, এখন ক্লাব বন্ধ হওয়ায় চারিদিকে কেবল অন্ধকার দেখছি।’
আরও পড়ুন
বিশ্ব আর্চারির ব্যক্তিগত ইভেন্টেও পদকহীন বাংলাদেশের মেয়েরা |
![]() |
পুলিশ ক্লাবের সেরা আর্চারদের মধ্যে অন্যতম ইতি খাতুন। দেশের জার্সিতে এসএ গেমসে এনেছেন স্বর্ণপদক। ক্লাব বন্ধ হওয়ার পর এখন আছেন বাংলাদেশ বিমান বাহিনীতে। তাঁরও চাওয়া পুলিশ আর্চারি ক্লাব ফিরে আসুক স্বমহিমায়,
‘ক্লাবটি বন্ধ হওয়ার পর অনেকেই খেলাটা ছেড়ে দিয়েছে। কেউ হতাশায় অন্য পথ খুঁজছে, কেউ এখনও আছে ক্লাব চালুর প্রত্যাশায়। আমি চাই এই ক্লাবটি আবার চালু হোক।’
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,
‘আমরা এটা নিয়ে কাজ করছি। গতকালও (রোববার) আইজি স্যারের সঙ্গে আমাদের প্রেসিডেন্ট যোগাযোগ করেছেন। এ সপ্তাহের মধ্যে ওনার কাছ থেকে সাক্ষাতের সময় নিয়ে দেখা করব। আশা করি এই সপ্তাহে একটা কিছু হবে।’
নোয়াহ লাইলস ও কিশানে টম্পসনকে পেছনে ফেলে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুষ ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন অবলিক সেভিল। বিশ্বরেকর্ড গড়তে জ্যামাইকার এই স্প্রিন্টার সময় নিয়েছেন ৯.৭৭ সেকেন্ড। রুপা জিতেছেন তারই স্বদেশি টম্পসন। তিনি সময় নিয়েছেন ৯.৮২ সেকেন্ড। আমেরিকান স্প্রিন্টার নোয়াহ লাইলস হয়েছেন তৃতীয়। তিনি সময় নিয়েছেন ৯.৮৯ সেকেন্ড।
২০১৬ রিও অলিম্পিকে উসাইন বোল্টের সোনা জয়ের পর প্রথমবারের মতো আবারও বিশ্ব শিরোপা জিতলেন কোনো এক জ্যামাইকান স্প্রিন্টার। আর টোকিওর গ্যালারিতে বসে সেই ঐতিহাসিক মুহূর্ত দেখলেন বোল্ট নিজেই। সেভিলের জয়ের পর খুশিতে রীতিমতো লাফিয়েছেন সর্বকালের দ্রুততম মানব।
আরও পড়ুন
রেকর্ড গড়ে বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন-উডেন |
![]() |
নারী স্প্রিন্টারদের ১০০ মিটার ফাইনালে ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মেলিসা জেফারসন-উডেন। দৌড়ের প্রথম ৫০ মিটারেই আমেরিকান দৌড়বিদ এগিয়ে যান এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করেন। দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার টিনা ক্লেটন, আর সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড প্যারিস অলিম্পিকে ১০০ মিটারে স্বর্ণ জয়ের সাফল্য পুনরাবৃত্তি করতে পারেননি, তিনি থামেন তৃতীয় স্থানে।