বাংলাদেশের অধিনায়ক ও কোচ উভয়ই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব বড় প্রত্যাশা না করার কথাই বলে আসছেন। বারবারই উঠে আসছে গ্রুপ পর্ব পার করার কথা। তবে একটা দলকে বেড়ে উঠতে হলে তো বড় অর্জনের দিকেও চোখ রাখতে হয়। আর সেটাই নিজের ভেতর ধারণ করছেন সৌম্য সরকার। অভিজ্ঞ এই ওপেনার মনে করেন, স্বপ্ন বড় রেখে তাদের উচিত শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ বরাবরই বাংলাদেশের পারফরম্যান্স গড়পড়তারও নিচে। গ্রুপ পর্বের বৈতরনী পার করাটাই হয়ে ওঠে ভীষণ কঠিন চ্যালেঞ্জ। এই ফরম্যাটে দল হিসেবে অধারাবাহিক বাংলাদেশকে খেলতে হয়েছে বাছাইপর্বও। এবারের বিশ্বকাপের আগের ফর্ম ও যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে তাই খুব বড় আশা করার সুযোগ কমই দেখা হচ্ছে। ঘুরেফিরে আলোচনাই সেই গ্রুপ পর্ব পার করাই।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘দ্য গ্রিন রেড স্টোরি’-তে সৌম্য বলেছেন, এত অল্প অর্জনেই সন্তুষ্ট হওয়াটা তার মধ্যে নেই। “আমি তো সবসময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা। আমি সবসময় বড় স্বপ্ন দেখি। বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলি না ফাইনালে খেলব। তারপরের কথা তো রেজাল্টের তো পরে আসব। আমরা যখন মাঠে ভালো বা খারাপ খেলব, সেটার ওপর ফলাফল নির্ভর করবে। কিন্তু বড় স্বপ্ন দেখাটা সবসময়ই গুরুত্বপূর্ণ ব্যাপার।”
আরও পড়ুন: শেষ বিশ্বকাপ থেকে ভালো করার আশায় বিশ্ব মঞ্চ রাঙাতে চান শরীফুল
শান্ত যে স্বপ্নের কথা বলেছেন, সেটা বাস্তবে রুপ দিতে হলে তিনি তো বটেই, গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। টপ অর্ডারে দলের ভরসা হওয়ার পাশাপাশি দলের নেতৃত্ব সামলাবেন তিনি। কয়েক মাসে আগে তিন ফরম্যাটে অধিনায়ক হওয়ার পর এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স ভালো-মন্দের মিশেল। বিশ্বকাপে বাংলাদেশকে ভালো করতে হলে শান্তকে নেতা হিসেবে দলকে এগিয়ে নিতে হবে সামনে থেকে।
সৌম্য মনে করেন, সেই সামর্থ্য শান্তর আছে। “শ্রীলঙ্কার বিপক্ষে শেষ সিরিজে তার অধীনে খেলেছি প্রথম৷ আমি যেভাবে ওনাকে মাঠের মধ্যে দেখেছি, সেটা আমার ভালো লেগেছে। সে দলকে সবসময় একতাবদ্ধ রাখার চেষ্টা করছে এবং রাখছেও। তাই আমি আশা করব যে সব কিছু একত্রিত করে দল হিসেবে যেন ভালো একটা কিছু সে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে শুভকামনা, আশা করব সে যেন অধিনায়কত্বের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন একটা কিছু উপহার দিতে পারে।”
২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত সৌম্য এখন দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। তার সাথে আছেন সুই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। আছেন মুস্তাফিজুর রহমান, লিটন দাসরাও। দলে বেশ কয়েজন তরুণ সদস্য থাকায় বিশ্ব মঞ্চে অভিজ্ঞদের ছন্দে থাকাটা বেশ গুরুত্বপূর্ণ হবে।
সেই ভূমিকা যথাযথভাবে পালন করার আশাবাদ সৌম্যর। “শান্ত নতুন অধিনায়ক, দলে সাকিব ভাই, (মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইরা আছেন, বা আমরাও যারা আছি অনেকদিন ধরে খেলছি, তো সবকিছু মিলে সবার অভিজ্ঞতা যদি আমরা একসাথে করতে পারি, সবাই মিলে যদি একসাথে খেলতে পারি, তাহলে একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারব।”
একাদশে আসল বেশ কয়েকটি পরিবর্তন। তবে বড় স্কোর গড়ায় তাতে পড়ল না প্রভাব। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত এক ফিফটির সাথে অন্য ব্যাটারদের সম্মিলিত অবদানে দুইশ প্লাস স্কোর পেয়ে জয়ের সুবাসই পাচ্ছিল বাংলাদেশ। তবে বিশ্বাসকে সঙ্গী করে সাহসী ক্রিকেট খেলল সংযুক্ত আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। শেষের দিকে কিছুটা পথ হারালেও নিজের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েই মাঠ ছাড়ল স্বাগতিকরা।
শারজাহতে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ২ উইকেটে। ৫ উইকেটে ২০৫ রান তুলেছিল সফরকারীরা। ১ বল হাতে রেখেই সেই রান তাড়া করেছে আমিরাত। তাতে সিরিজে সমতা এখন ১-১ ব্যবধানে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী বুধবার একই ভেন্যুতে।
বিশাল রান তাড়ায় ঠিক আগের ম্যাচের মতোই ইতিবাচক ব্যাটিংয়ে শুরু থেকেই চড়াও হন আমিরাতের ওপেনাররা। শরিফুল ইসলামের করা ইনিংসের প্রথম বলেই আসে চারের মার। দ্বিতীয় ওভারে তানভীর ইসলাম হজম করেন চার ও ছক্কা।
তানজিম হাসান সাকিবের প্রথম ওভারেও আসে ১১ রান। তবে ঝড় বয়ে যায় অভিষিক্ত নাহিদ রানার ওপর দিয়ে। গতিময় এই পেসারের এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডেলিভারিটিই হয় নো বল। ফ্রি-হিটে খান ছক্কা, যেটা হয় আরেকটি নো বল। আরও দুই চার হজমে শেষ পর্যন্ত ওভারে গুনেন ১৮ রান।
ছয় ওভারে ৬৮ রান তুলে আমিরাত শিবিরে জয়ের আশা বাড়িয়ে দেন ওয়াসিম ও মুহাম্মদ জোহাইব। সিরিজে টানা দ্বিতীয় ফিফটি করার পথে ফিরতি স্পেলেও নাহিদকে বেদম মার দেন আমিরাত অধিনায়ক। তিনটি চার সহ এই দফায় নাহিদ দেন ১৪ রান।
শেষ পর্যন্ত ১০৭ রানের ওপেনিং জুটি ভাঙেন তানভীর ইসলাম। বাঁহাতি এই স্পিনার ৩৮ রানে ক্যাচ বানিয়ে ফেরান জোহাইবকে। এরপর রাহুল চোপড়াকে ফিরিরে দেন রিশাদ হোসেন।
তবে সেই চাপ সরিয়ে বড় শটের পসরা সাজিয়ে বাংলাদেশ বোলারদের দিশেহারা করে ফেলেন ওয়াসিম। সাথে যোগ দেন আগের ম্যাচে ঝড়ো এক ইনিংস খেলা আসিফ খান, তানজিমকে হাঁকান টানা দুই ছক্কা।
বাংলাদেশের হাত থেকে ম্যাচ যখন ক্রমেই ফসকে যাওয়ার পথে, সেই সময়ে ত্রাতা হিসেবে হাজির হন শরিফুল। টাইমিংয়ে গড়বর করে বিপজ্জনক ওয়াসিম ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে, যা গ্লাভসবন্দী করতে ভুল হয়নি জাকেরের। এর মধ্য দিয়ে শেষ হয় ওয়াসিমের মাত্র ৪২ বলে ৮২ রানের টর্নেডো ইনিংস।
নিজের তৃতীয় ওভারেই খরুচে নাহিদ দুটি চার হজম করলেও ফেরান আফিফ খানকে। দুর্দান্ত এক স্পেল করা রিশাদ তার শেষ ওভারে দেখা পান উইকেটের। নাহিদকে একটি ছক্কা মেরে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেওউয়া আরিয়ানশ শর্মা ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন একই বোলারের হাতে।
নাহিদ তার স্পেল শেষ করেন চার ওভারে ৫২ রানে ২ উইকেট নিয়ে। ২০ ওভারে ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে অভিষেকে ৫০ বা তার বেশি রান দিয়েছেন ইবাদত হোসেন ও শরিফুল।
১৯তম ওভারে প্রথম বলে শরিফুল উইকেট পেলেও নার্ভ ধরে রাখতে ব্যর্থ হন এরপর। চার ও ছক্কা তো হয়ই, সাথে তার করা ওভারথ্রো থেকে বাড়তি চারটি রানও পেয়ে আমিরাত। শেষ ওভারে তাতে সমীকরণ দাঁড়ায় জয়ের জন্য মাত্র ১২ রানের।
তানজিমের করা দ্বিতীয় ডেলিভারি ছিল লো ফুলটস, মিড অনের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দেন ধ্রুব পারেশ্বর। তবে পরের বলে ঘুরে দাঁড়ান বোলার। স্লোয়ারে করে দেন বোল্ড। তবে শেষ পর্যন্ত আর তাল সামলাতে পারেননি তানজিম। প্রথমবারের মত বাংলাদেশকে হারিয়ে দেয় আমিরাত।
চার পরিবর্তন নিয়ে একাদশ সাজানো বাংলাদেশ ম্যাচটি খেলতে নামে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে ছাড়াই। চোটের কারণে তাকে দেওয়া হয় বিশ্রাম। অধিনায়ক লিটন ওপেন করতে নেমে শুরু থেকেই ছিলেন না সাবলীল।
তবে অন্যপ্রান্তে তানজিদ ছিলেন ঠিক বিপরীত ছন্দে। প্রথম ওভারেই একটি ছক্কার পাশাপাশি তার ব্যাট থেকে আসে দুটি চার। তার সাথে তাল মিলিয়ে কিছুটা আগ্রাসন দেখিয়ে টানা দুটি বাউন্ডারি হাঁকান লিটন। ১০ রানে ধ্রুভ পারেশ্বরের বলে ফাইন লেগে ক্যাচ দিয়েও বেঁচে যান অভিজ্ঞ এই ব্যাটার।
এরপর তাকে দর্শক বানিয়ে ঝড় তোলেন তানজিদ। চার-ছক্কার মহড়ায় মাত্র ২৫ বলে করে ফেলেন ফিফটি, যা তাকে জায়গা করে দেয় দারুণ এক রেকর্ডবুকে।
তানজিদ ফিফটি অর্ধশতক পূরণ করেন পাওয়ার প্লের শেষ ওভারে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার আগে এই কীর্তি গড়েছেন কেবল দুজন। প্রথম জন ছিলেন নাজিমুদ্দিন, ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে। আর অন্যটি লিটনের করা, ভারতের বিপক্ষে ২০২২ টি-২০ বিশ্বকাপে।
এই ম্যাচে অবশ্য লিটন অধিকাংশ সময় জুড়েই খোলসবন্দী ছিলেন, রান করেছেন তবে ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন কয়েকবার। ৯০ রানের জুটিতে মূল অবদান রাখা তানজিদ অবশ্য প্রতিপক্ষের বোলারদের জন্য কাজটা কঠিন করেই আউট হন ৫৯ রানে। মাত্র ৩৩ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ৩ ছক্কায়।
এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর শুরুটা হয় উড়ন্ত। ক্রিজে গিয়েই কয়েকটি বড় শটে প্রথম ৯ বলে করে ফেলেন ২০ রান। তবে এরপর কিছুটা ধীরলয়ে এগিয়ে যায় তার ইনিংস।
প্রায় একই চিত্র ছিল লিটনের ব্যাটেও। ক্রিজেব ভালোভাবেই সেট হলেও পারেননি রানের গতি বাড়াতে। ৪০ রান করতে বল খেলে ফেলেন ৩২টি। তবে পাল্টা আক্রমণে আমিরাতের বোলারদের চাপে ফেলে দেন তাওহীদ হৃদয়। হায়দার আলিকে ছক্কার মারার পরের ওভারে চার ও ছক্কায় ওড়ান মুহাম্মদ ওয়াসিমকে।
২৭ রানে শান্তর বিদায়ের পরও তাই পথ হারায়নি বাংলাদেশের ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিয়ে দুর্দান্ত এক ক্যামিও উপহার দেন জাকের আলি অনিক। মুহাম্মদ জাওয়াদুল্লাহর শিকার হওয়ার আগে তারই ওভারে দুই ছক্কা ও এক চারে আদায় করেন ১৬ রান। জাকের খেলেন ৬ বলে ১৮ রানের ইনিংস।
ফিফটির দিকে এগিয়ে যাওয়া তাওহীদকে থামতে হয় পাঁচ রান দূরে থাকতে। সাঘির খানের বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন ২৪ বলে ৪৫ রান করে। তবে তার এই ইনিংসে কারণেই শেষ ওভারে মাত্র চার রান বোর্ডে জমা হওয়ার পরও বাংলাদেশ পায় ২০০ পার করা স্কোর। তবে তাতেই শেষ রক্ষা আর হয়নি।
আগেই ম্যাচে করেছেন সেঞ্চুরি। অথচ চমক জাগিয়েই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে জায়গা হয়নি পারভেজ হোসেন ইমনের। ম্যাচ শুরু হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে তরুণ এই ওপেনারের না খেলার কারণ।
বিবৃতিতে বলা হয়েছে, প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং করার সময় বাম কুঁচকিতে অস্বস্তি অনুভব করেন ইমন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাই ফিল্ডিং করতে মাঠে নামেননি তিনি।
আরও পড়ুন
পিএসএল দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরার আশায় মিরাজ |
![]() |
বিসিবি আরও জানিয়েছে, ইমন দ্বিতীয় ম্যাচের আগে ফিটনেস টেস্টে অংশগ্রহণ করেন এবং সেখানে তাকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়। তবে সতর্কতার অংশ হিসেবে তাকে সম্পূর্ণভাবে সেরে ওঠার জন্য অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই ম্যাচটা তাকে বেঞ্চেই কাটাতে হচ্ছে।
সিরিজের প্রথম ম্যাচে মাত্র দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন ইমন। হাঁকান ৯টি ছক্কা, যা এক ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
দ্বিতীয় ম্যাচে তার জায়গায় একাদশে জায়গা মিলেছে সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
সবশেষ বিপিএলে টুর্নামেন্ট সেরা হলেও নানা বাস্তবতায় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় দলে মেহেদি হাসান মিরাজ এখনও অনিয়মিত। সেই ধারায় নেই চলমান সংযুক্ত আরব আমিরাত সফরেও। আর সেটাই তাকে আচমকাই সুযোগ করে দিয়েছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার। অভিজ্ঞ এই অলরাউন্ডার মনে করেন, পিএসএল তার জন্য জাতীয় দলের দরজা খুলে দিতে পারে।
সোমবার মিরাজ চলমান পিএসএলের প্লে-অফ পর্বে খেলার জন্য লাহোর কালান্দার্সে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এরই মধ্যে অনাপত্তিপত্র দিয়েছে ২২ থেকে ২৫ মে পর্যন্ত।
আরও পড়ুন
৬ দিনের এনওসি পেলেন মুস্তাফিজুর |
![]() |
ফলে ধারণা করা হচ্ছে, তিনি আগামী মঙ্গলবারের মধ্যে লাহোরে পৌঁছে যাবেন। পিএসএলের প্লে-অফ পর্ব শুরু হবে বুধবার থেকে। আর কালান্দার্স তাদের ম্যাচটি খেলবে বৃহস্পতিবারের এলিমিনেটর পর্বে।
এলিমিনেটর ম্যাচ হওয়ায় স্রেফ এক ম্যাচেই শেষ হতে পারে মিরাজের পিএসএল অধ্যায়। তবে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এই অলরাউন্ডার বলেছেন, এই সুযোগ নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত।
“লাহোর কালান্দার্সে যোগ দেওয়া অবশ্যই আমার জন্য একটা রোমাঞ্চকর ব্যাপার। ওভাবে বললে এটা আমার দ্বিতীয়বার কোনো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়ার ঘটনা। তবে আমার জন্য এটা শীর্ষ পর্যায়ে খেলার দারুণ একটি সুযোগ। পিএসএল এই সময়ের শীর্ষ টুর্নামেন্টগুলোর একটি। আমি বিপিএলে ভালো করেছি। তাই একটা আত্মবিশ্বাস আছে যে, আমি এখানে নিজের সেরা পারফরম্যান্সটা দিতে পারব।”
মিরাজ এর আগে একবার দল পেয়েছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে। তবে মাঠে নামার আর সুযোহ হয়নি। তবে এবার লাহোর দলের যে বাস্তবতা, তাতে এলিমিনেটর ম্যাচে তার খেলাটা প্রায় নিশ্চিতই বলা যায়। কারণ, জিম্বাবুয়ের স্পিনিং অলরাউন্ডার সিকান্দার রাজার জায়গায় তাকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আরও পড়ুন
লম্বা হল বাংলাদেশ-আমিরাত সিরিজ |
![]() |
ফলে এক ম্যাচ খেলার সুযোগ হোক আর তিন ম্যাচ, পিএসএলে ভালো করাটা মিরাজের জন্য হতে পারে গুরুত্বপূর্ণ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের চলমান টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি সামনে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের স্কোয়াডেও রাখা হয়নি তাকে।
পূর্ব ঘোষিত সংযুক্ত আরব আমিরাত সফর সূচী অনুযায়ী সিরিজ হওয়ার কথা ছিল দুই ম্যাচের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবে সাড়া দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ফলে এক ম্যাচ বেড়েছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের চলমান টি-টোয়েন্টি সিরিজে।
সোমবার এক বিবৃতিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী ২১ মে (বুধবার)।
প্রথম দুই ম্যাচের পর এই ম্যাচটিও হবে বিখ্যাত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু যথারীতি বাংলাদেশ সময় রাত ৯টায়।
বিসিবি আনুষ্ঠানিকভাবে না জানালেও ধারণা করা হচ্ছে, মূলত পাকিস্তান সফরের আগে ভ্রমণ ক্লান্তি কমাতেই একটি ম্যাচ বাড়ানোর প্রস্তাব ছিল তাদের। চলতি মাসের শেষের দিকে পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে লিটন-ইমনদের।
চলতি মাসের শুরুতে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার কারণে অনিশ্চিয়তার মুখে পড়ে গিয়েছিল বাংলাদেশের সফর। তবে বদলে যাওয়া পরিবেশে সিরিজটি এই মাসেই আয়োজনের দিকেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবিও রাজি রয়েছে তারিখ ও ভেন্যু বদলে সিরিজটি খেলার।
তবে সেটা চূড়ান্ত না হওয়ায় বাংলাদেশ দলকে আরব আমিরাতে দ্বিতীয় ম্যাচ খেলেই দেশে ফিরতে হত। এরপর আবার পাকিস্তান যেতে হত। সেটা এড়াতেই বাড়তি একটি ম্যাচ এখানে খেলে সরাসরি পাকিস্তানে যাওয়ার দিকেই হয়ত এগিয়ে যাচ্ছে বিসিবি।
ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং উপহার দিল বাংলাদেশ। অন্য ব্যাটারদের কেউই সেভাবে বড় ইনিংস না গড়তে পারলেও একপ্রান্ত আগলে ঝড় তুললেন পারভেজ হোসেন ইমন। তরুণ এই ওপেনার রেকর্ড গড়া দুর্দান্ত এক সেঞ্চুরিতে বোর্ডে বড় রানই জমল। তবে তাতে ভড়কে না গিয়ে সংযুক্ত আরব আমিরাত রান তাড়ায় করল সাহসী ব্যাটিং, যাতে জাগল তাদের জয়ের সম্ভাবনা। এরপর শেষের দিকে ঝড় তুললেন আসিফ খান। তবে সেটা সামলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ।
শারজাহতে দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ২৭ রানে। ৭ উইকেটে ১৯১ রান করার পর প্রতিপক্ষকে ১৬৪ রানে আটকে দিয়েছে তারা। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী সোমবার একই ভেন্যুতে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে প্রথম ওভারে এক চার ও এক ছক্কায় ভালো শুরু এনে দেন তানজিদ হাসান তামিম। তবে অতি আগ্রাসী হতে গিয়ে মাত্র ১০ রানেই থামতে হয় তাকে পরের ওভারে।
ধ্রুভ পারেশকারকে চার ও ছক্কা হাঁকিয়ে অন্যপ্রান্তে ইতিবাচক ব্যাটিংয়ের আভাস দেন ইমন। তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অধিনায়ক লিটন। এক ছক্কায় ৮ বলে ১১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন ম্যাচে চমৎকার বোলিং করা মুহাম্মাদ জায়াদুল্লাহর বলে।
প্রথম ছয় ওভারে ৫৫ রান করা বাংলাদেশের ইনিংসে গতি দেন ইমন, অষ্টম ওভারে। সাঞ্চিত শর্মার ওপর ঝড় বইয়ে দিয়ে তিনটি ছয় ও এক বাউন্ডারিতে আদায় করেন ২২ রান। এরপর চার মেরে মাত্র ২৮ বলে পূর্ণ করেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি।
তাওহীদ হৃদয়ের ব্যাটেও ছিল আক্রমণের সুর। ভালো কিছু শটে দ্রুতই চলে যান বিশের ঘরে। তবে পারেননি সেটা লম্বা করতে। এক চার ও এক ছক্কায় ১৫ বলে করতে পারেন ২০ রান।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মাহেদি, জাকের আলি অনিক বা শামিম হোসেনরা পারেননি পরিস্থিতির চাহিদা মিটিয়ে ব্যাটিং করতে। ফলে নিজের সেঞ্চুরির পাশাপাশি ইমনের কাঁধেই চাপে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার।
প্রায় প্রতি ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে সেই কাজটা তিনি সামলান দক্ষতার সাথেই। ১৭ত্ম ওভারে মাতিউল্লাহ খানকে মারেন দুটি চার ও একটি ছক্কা। ১৯তম ওভারে গিয়ে কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পান তরুণ এই ব্যাটার। ৫৩ বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন ইমন।
এর মধ্য দিয়ে মাত্র দ্বিতীয় বাংলাদেশী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন ইমন। এরপরই আউট হলেও তার আগে হাঁকান ৯টি ছক্কা, যা এক ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
চার ওভারে মাত্র ২১ রানে ৪ উইকেট নেন জায়াদুল্লাহ।
১৯১ রান ডিফেন্ড করতে নামা বাংলাদেশকে দ্বিতীয় ওভারে চমকে দেন আরব আমিরাত ওপেনাররা। শেখ মাহেদি হাসানকে তিন চার ও এক ছক্কা হাঁকিয়ে আদায় করেন ১৯ রান। তানজিম হাসান সাকিবের করা পরের ওভারটিও হয় ব্যয়বহুল, আসে ১৪ রান।
শেষ পর্যন্ত আক্রমণে এসে জুটিতে ভাঙন ধরান হাসান মাহমুদ। ডানহাতি এই পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন মুহাম্মাদ জোহাইব। অন্যপ্রান্তে মুস্তাফিজুর রহমানও তার করা প্রথম ওভারে দেখা পান উইকেটের।
প্রথম ওভারটা ভীষণ হিসেবী করা হাসান ফিরতি স্পেলে এসে হজম করেন বেদম মার। তার ওপর চড়াও হয়ে রাহুল চোপড়া তিন বাউন্ডারির সাথে মারেন একটি ছক্কায়, ওভারে আসে ১৯ রান।
বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও পারছিলেন না সুবিধা করতে। ওই সময়ে তাই চাপে পড়ে যায় বাংলাদেশ। মাত্র ৩২ বলে পঞ্চাশে পা রাখেন ওপেনার মুহাম্মদ ওয়াসিম। ১০ ওভার শেষে আরব আমিরাতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৯৮।
চাপ সামলে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুটা এনে দেন তানজিম। শর্ট ফাইন লেগে ক্যাচ বানিয়ে ফেরান ৩৯ বলে ৫৪ রান করা ওয়াসিম। তবে ক্রিজে গিয়েই পাল্টা আক্রমণ চালিয়ে বাংলাদেশ শিবিরে চিন্তার ভাজ বাড়ান আসিফ খান। মাহেদির ওভারে হ্যাটট্রিক ছক্কার মারে ২৭ রান।
অন্যপ্রান্তে বিপজ্জনক রাহুলকে (৩৫) ফিরিয়ে ফের বাংলাদেশকে ম্যাচে ধরে রাখেন তানজিম। অন্যপ্রান্তে এরপর আসা-যাওয়ার মিছিল অব্যাহত থাকলেও একাই লড়ে যান আসিফ। ১৯তম ওভারে তার বিদায়েই মূলত শেষ হয় আরব আমিরাতের জয়ের আশা।
তবে তার আগে বাংলাদেশকে ভয় পাইয়েই দিয়েছিলেন ৪টি ছক্কা ও তিন বাউন্ডারিতে মাত্র ২১ বলে ৪২ রানের ইনিংসে, যার ইতি ঘটে হাসানের বলে। ৩৩ রানে ৩ উইকেট নিয়েই তিনিই বাংলাদেশের সেরা বোলার।