তারকা সমৃদ্ধ বাংলাদেশ ‘এ’ দলে বড় দায়িত্ব পেলেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সাদা বলের সিরিজের প্রথম দুই ম্যাচে অভিজ্ঞ এই কিপার-ব্যাটারকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল এক দফায় অবশ্য আগেই দেওয়া হয়েছিল। তবে সেখানে অধিনায়ক ছিলেন না কেউ। এছাড়া বাদ পড়েছেন প্রাথমিক স্কোয়াডে থাকা জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় ডাক পেয়েছেন জাতীয় দলের আরেক পেসার খালেদ আহমেদ।
চলতি মাসে বাংলাদেশ দল ব্যস্ত থাকবে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। এই দুই সিরিজে যারা সুযোগ পেতে পারেন বা আপাতত দলের বাইরে আছেন, তাদেরকে নিয়ে সাজানো হয়েছে ‘এ’ দলের স্কোয়াড।
সিলেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সিলেটে হবে যথাক্রমে ৫, ৭ ও ১০ মে। সবগুলো ম্যাচই হবে সিলেটে। একই ভেন্যুতে ১৪ থেকে ১৭ মে মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। আগামী ২১ থেকে ২৪ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ।
দুই ফরম্যাটের সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। এছাড়া খেলা দেখা যাভে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড (প্রথম দুই ম্যাচ) :
নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ।
প্রথমে পেয়েছিলেন নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দায়িত্ব। এবার চারদিনের ম্যাচের সিরিজেও নেতৃত্বের ভার পেলেন নুরুল হাসান সোহান। সাথে আরও পেয়েছেন তৃতীয় ওয়ানডেরও অধিনায়কত্বও।
দুই ম্যাচের চারদিনের সিরিজের দলে সোহান দলে পাবেন জাতীয় দলের আরও কয়েকজনকেও। যেখানে উল্লেখযোগ্য নাম সদ্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলা ওপেনার এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়রাও। ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে এই দলে উল্লেখযোগ্য নাম অমিতে হাসান, যিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট ও সদ্য শেষ হওয়া ডিপিএলে ছিলেন রানের মধ্যেই।
জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকা সোহানের জন্য দুই ফরম্যাটে অধিনায়কত্ব পাওয়াটা তার জন্য বড় এক পরীক্ষাই। এই সিরিজে ভালো পারফর্ম করে এই কিপার-ব্যাটারের জন্য জাতীয় দলের দরজাও।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৫, ৭ ও ১০ মে। সবগুলো ম্যাচই হবে সিলেটে। একই ভেন্যুতে ১৪ থেকে ১৭ মে মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। আগামী ২১ থেকে ২৪ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ।
দুই ফরম্যাটের সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। এছাড়া খেলা দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড (চার দিনের ম্যাচ) :
নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, অমিতে হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাসুম আহমেদ, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মুরাদ, মোহাম্মদ এনামুল হক।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড (তৃতীয় ম্যাচ) :
নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাঈম হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা।
একই সময়ে আইপিএল ও পিএসএল হওয়ায় দুই লিগে অংশ নিচ্ছেন ভিন্ন ভিন্ন খেলোয়াড়রা। তবে ব্যতিক্রম হতে যাচ্ছে মিচেল ওয়েনের ক্ষেত্রে। এই মূহুর্তে পিএসএলে ব্যস্ত অস্ট্রেলিয়ার এই ব্যাটারকে আইপিএলের শেষের অংশের জন্য চুক্তিবদ্ধ করেছে পাঞ্জাব কিংস।
মিচেল স্থলাভিষিক্ত হলেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের। চোটের কারণে এই আসর থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
পাঞ্জাব কিংস (পিবিকেএস) মিচেল ওভেনকে নিয়ে এসেছেন, গ্লেন ম্যাক্সওয়েলের জন্য তাদের চোটের প্রতিস্থাপন হিসাবে, যিনি আঙুল ভাঙার পরে আইপিএল 2025 এর বাইরে ছিলেন।
ওভেন পিএসএল -এর চলমান মৌসুমে আইএনআর 3 কোটি টাকার জন্য পেশোয়ার জালমির সাথে তাঁর পদক্ষেপের শেষে পিবিকেএসে যোগ দেবেন।
ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পিএসএলে পেশোয়ার জালমির অভিযান শেষেই আইপিএল খেলতে ভারতে পাড়ি জমাবেন ওয়েন।
জালমি টুর্নামেন্টে এই পর্যায়ে ছয়টি দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। আগামী ৯ মে তারা নিজেদের শেষ গ্রুপ ম্যাচটি খেলবে। দলটি যদি শেষ পর্যন্ত প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে ১৮ মে ফাইনাল পর্যন্ত ওয়েনকে থাকতে হতে পারে পিএসএলে। আর পাঞ্জাব তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৬ মে।
গত বছরের শেষের দিকে আইপিএলের মেগা নিলামের জন্য নিবন্ধভুক্ত থাকলেও চূড়ান্ত তালিকায় বাদ পড়েন ওয়েন। এবার প্রথমবারের মত আইপিএলে ডাক পেলেন বদলি হিসেবে।
তাসমানিয়ার ২৩ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার ওয়েন বিবিএল-এর সবশেষ আসর দিয়ে নজর কাড়েন। ফাইনালে রেকর্ড ৩৯ বলের সেঞ্চুরিতে হোবার্ট হারিকেন্সকে জেতান শিরোপা। সব মিলিয়ে ১১ ইনিংস থেকে ৪৫২ রান করেন ৪৫.২০ গড় আর অবিশ্বাস্য ২০৩.৬০ স্ট্রাইক রেটে!
পিএসএলেও ওয়েন ডাক পান বদলি হিসেবে। কর্বিন বোশ শেষ সময়ে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সে নাম লেখালে তাকে দলে নেয় জালমি। বল হাতেও অবদান রাখতে পারেন তিনি৷ পার্ট টাইম মিডিয়াম পেস করা ওয়েন টি-টোয়েন্টিতে ১০ ইনিংস নিয়েছেন ২০ উইকেট।
আগেও সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন, পেয়েছেন দুর্দান্ত সব সাফল্যও। তবে সবই ছিল অস্থায়ীভাবে নেতৃত্ব পেয়ে। লিটন দাস এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন স্থায়ীভাবেই। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসছে দুই সিরিজের জন্য তার কাঁধেই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিটনকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকবেন লিটন। সহ-অধিনায়ক করা হয়েছে স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসানকে।
বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ানে তিন ম্যাচের সেই সিরিজে জয় পায় সফরকারীরা। চোটের কারণে সেই সফরে দলের বাইরেই ছিলেন শান্ত। এরপর বছরের শুরুতে নিজেই জানান, এই ফরম্যাটে তিনি আর অধিনায়কত্ব করবেন না। ফলে নতুন অধিনায়ক খোঁজার বিকল্প ছিল না বিসিবির সামনে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে আসেনি খুব বেশি পরিবর্তন। বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ম্যাচ না খেলেই ছিটকে গেছেন পেসার রিপন মন্ডল। বাদ পড়ার তালিকায় আরও আছেন স্পিনার নাসুম আহমেদ। আর চোটের কারণে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের।
দলে ফিরেছেন দুই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা তানভীর ইসলামও আছেন দলে।
শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের সাথে দুই ম্যাচের সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আর পাকিস্তানের সাথে পাঁচ ম্যাচের সিরিজ শুরু ২৫ মে থেকে।
বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, তানভীর ইসলাম।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার সাথে ক্রিকেটের কোনো যোগাযোগ না থাকলেও ক্রমেই উপমহাদেশের ক্রিকেটকে প্রভাবিত করছে বিষয়টি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বৈরিতার সাথে সীমান্তে অস্থিরতার কারণে এতে চলে আসছে বাংলাদেশের নামও। ফলে আচমকাই অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের বাংলাদেশ সফর এবং চলতি বছরের এশিয়া কাপও।
চলতি মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান চলে গেছে মুখোমুখি অবস্থানে। এই ঘটনার জেরে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত হয়েছে। আর রয়েছে সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়া, ভিসা বাতিল সহ নানা পদক্ষেপ তৈরি করেছে এক যুদ্ধময় আবহের।
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং দলের নেতৃত্বে আকবর |
![]() |
এর প্রভাব পড়ছে ক্রিকেটেও। ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তানের সাথে কোনো ম্যাচই আপাতত খেলার পক্ষে নয় দেশটির সরকার। ফলে অনিশ্চয়তা জেগেছে এই বছর হতে যাওয়া এশিয়া কাপ নিয়ে, যেখানে গ্রুপ পর্বেই সাক্ষাৎ হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। অন্যদিকে বাংলাদেশের সাথে আপাতত ভারতীয় ক্রিকেট বোর্ডের সরাসরি কোনো সমস্যা না থাকায় আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে কিছুদিন আগেও ছিল না তেমন অনিশ্চয়তা।
তবে বিপত্তি বেঁধেছে ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের তদন্তকারী জাতীয় কমিশনের প্রধান এএলএম ফজলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টকে কেন্দ্র করে। যেখানে তিনি লিখেছেন, ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য (সেভেন সিস্টার্স) দখল করা।
সরকারের সাথে সরাসরি যুক্ত ফজলুর রহমানের এমন স্পর্শকাতর মন্তব্য খুব অল্প সময়ের মধ্যেই ফলাও করে প্রচার করে ভারতের শীর্ষ সব সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া তাদের সূত্রের বরাত দিয়ে এও জানায়, ভারতের বাংলাদেশে সাদা বলের সফর বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।
আর রাজনৈতিক কারণে ভারতের বিপক্ষে সিরিজ বাতিলের ঝুঁকি নিয়ে চিন্তা না করার কথাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডেইলি সানের এক প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের বোর্ডের মধ্যে এখনও ভালো সম্পর্ক বিদ্যমান এবং ভারত বাংলাদেশ সফরে আসবে নির্দিষ্ট সময়েই।
আরও পড়ুন
শান্তদের ব্যস্ত সূচিতে যোগ হল আরেকটি টি-টোয়েন্টি সিরিজ |
![]() |
তবে আনুষ্ঠানিকভাবে দুই দেশের সরকার বা বোর্ডের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসা পর্যন্ত এই সফর নিয়ে ধোঁয়াশা থেকে যাবেই। ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নতি না হলে নিশ্চিতভাবেই সেটা উপমহাদেশের রাজনীতিতে তৈরি করবে জটিল আবহ, যা প্রভাব ফেলতে পারে বাংলাদেশ ও ভারতের আসছে দুই ফরম্যাটের সিরিজেও।
জাতীয় দলের মত চলতি মাসে ব্যস্ত সময় আসছে বাংলাদেশ ইমার্জিং দলেরও। তাদের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজ খেলার জন্য এই সপ্তাহেই বাংলাদেশে পা রাখছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল, নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের নেতৃত্ব পেয়েছেন আকবর আলি।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সফরে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে প্রোটিয়া যুবারা।
আগামী রোববার ঢাকায় পা রেখে একইদিনে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে সফরকারীরা। এরপর দুই দিন বিশ্রামের পর চলবে দুই দিনের অনুশীলন।
আরও পড়ুন
শান্তদের ব্যস্ত সূচিতে যোগ হল আরেকটি টি-টোয়েন্টি সিরিজ |
![]() |
ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই, যার প্রথম ম্যাচ আগামী ১২ মে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৪ ও ১৬ মে। সবগুলো ম্যাচই হবে রাজশাহীত শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে।
প্রথম চারদিনের ম্যাচ হবে চট্টগ্রামে, আগামী ২০ থেকে ২৩ মে। আর শেষ ম্যাচটি হবে মিরপুরে, যা চলবে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত।
বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড :
আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, রায়হান রাফসান রহমান, মাহফিজুল ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, আরিফুল ইসলাম, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, আসাদুজ্জামান, আহরার আমিন, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দিকী।
৬ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
১৭ দিন আগে
২৭ দিন আগে
২৮ দিন আগে