আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গিয়েছিল অনেকটা সময় ধরেই। বয়সের কারণে শিখর ধাওয়ানের জাতীয় দলে ফেরার বাস্তবসম্মত সুযোগ ছিলো না বললেই চলে। তবে ঘরোয়া খেলছিলেন নিয়মিতই। তবে আচমকাই আন্তর্জাতিকের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরের ঘোষণাই দিয়েছেন ভারতের সাবেক এই ওপেনার।
ধাওয়ানকে আধুনিক ওয়ানডে ক্রিকেটের একজন গ্রেট হিসেবেই দেখা হয়। ইতিহাসে মাত্র আটজন ব্যাটারদের একজন হিসেবে এই ফরম্যাটের ৪০ প্লাস গড় ও ৯০-এর বেশি স্ট্রাইক রেটে ৫ হাজারের বেশি রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে তিনি আর ভারতের হয়ে খেলেননি।
আরও পড়ুন: শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্টের মাঝে ১ দিনের বিরতি
ধাওয়ান শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। “জীবনে এগিয়ে যাওয়ার জন্য পরের অধ্যায়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ এবং সেই কারণেই আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি মনের মধ্যে এই শান্তি নিয়ে চলে যাচ্ছি যে, আমি এতদিন ভারতের হয়ে এতদিন খেলেছি। আমি নিজেকে বলেছি তুমি আর ভারতের হয়ে খেলবে না ভেবে দুঃখ বোধ করো না। বরং তুমি দেশের হয়ে খেলেছ বলে খুশি থাকো।”
ধাওয়ান শেষবার এই বছরের এপ্রিলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেন, যেখানে তিনি আইপিএলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৬৯ ম্যাচে তার নামের পাশে রয়েছে ২৪টি সেঞ্চুরি।
সব মিলিয়ে ধাওয়ান টেস্ট খেলেছেন ৩৪টি, ওয়ানডে ১৬৭টি ও টি-টোয়েন্টি ৬৮টি। এই তিন ফরম্যাটে তার রান যথাক্রমে ২ হাজার ৩১৫, ৬ হাজার ৭৯৩ ও ১ হাজার ৫৭৯ রান।
ধাওয়ানের শেষ টেস্ট ম্যাচ ছিল বেশ আগে, ২০১৮ সালে। আর জাতীয় দলের হয়ে ২০ ওভারের সবশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালে।
আইপিলের ইতিহাসের অন্যতম সফল ব্যাটারদের একজন হিসেবেই বিবেচিত ধাওয়ান। ২২২ ম্যাচের বিশাল ক্যারিয়ারে মোট রান ৬ হাজার ৭৬৯। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে একবার জিতেছেন এই টুর্নামেন্টের শিরোপা।
১০ দিন আগে
১০ দিন আগে
১০ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২৪ দিন আগে
২৪ দিন আগে