গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে বাজিমাত। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে সাকিব আল হাসান নেন ৪ উইকেট। কিন্তু এরপর থেকে যেন উইকেটের সঙ্গে তার চলছে শীতল সম্পর্ক। পরের পাঁচ ম্যাচে পেয়েছেন আর মাত্র ১টি উইকেট। যে কারণে ক্রমেই বাড়ছে ৫০০ উইকেটের অপেক্ষা।
এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব। আসরের প্রথম দুই ম্যাচে তাকে সে অর্থে বোলার হিসেবে ব্যবহারই করেননি অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম।
সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস এবং বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে খেললেও, দুই ম্যাচে মাত্র ১টি করে ওভার করার সুযোগ পেয়েছেন সাকিব। দুই ম্যাচের একটিতেও কোনো উইকেট পাননি ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার।
আরও পড়ুন
অনুজ্জ্বল সাকিব, তারপরও জিতেছে তাঁর দল অ্যান্টিগা ফ্যালকনস |
![]() |
সাকিবের উইকেটখরা অবশ্য চলছে লম্বা সময় ধরেই। স্বীকৃতি টি-টোয়েন্টিতে সবশেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র ৮ উইকেট পেয়েছেন বাঁহাতি এই স্পিনার। এর মধ্যে গ্লোবাল সুপার লিগের এক ম্যাচেই নিয়েছেন ৪টি। বাকি ১৪ ম্যাচে ৩৭ ওভার হাত ঘুরিয়ে তার শিকার মাত্র ৪টি উইকেট।
বল হাতে এমন নিষ্প্রভতার কারণে ৫০০ উইকেটের অপেক্ষা বেড়েই চলেছে তার। গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ৪৯০ উইকেট ছুঁয়েছিলেন সাকিব। এরপর ১৪ মাস পেরিয়ে গেলেও ৫০০ ছোঁয়া হয়নি তার।
অবশ্য সুযোগ শেষ হয়ে যায়নি। সিপিএলের প্রথম রাউন্ডে আরও অন্তত ৮ ম্যাচ খেলবে অ্যান্টিগা। এর প্রথমটি বাংলাদেশ সময় সোমবার ভোরে, সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে। এদিন বা সামনের ম্যাচগুলোতে আর ২ উইকেট পেলেই ইতিহাস গড়বেন সাকিব।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৫০০ উইকেট আছে চারজনের- রশিদ খান (৬৫৫), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৮৯) ও ইমরান তাহির (৫৪৯)। তারা চারজনই ডানহাতি বোলার। তাই আর ২ উইকেট হলেই বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট গড়ার রেকর্ড গড়বেন সাকিব।
২৫ আগস্ট ২০২৫, ৪:৫৫ পিএম
২৫ আগস্ট ২০২৫, ৪:২৯ পিএম
অবসর ভেঙে আবারো ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা নারী দলের সাবেক অধিনায়ক ডেন ফন নিকার্ক। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তা দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রত্যাহার করেন।
ইনস্টাগ্রামে তিনি বলেছেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করছি। অবসরের পর দেশকে প্রতিনিধিত্ব করা মিস করেছি। আবারও সেই সুযোগ পাওয়ার জন্য পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।'
২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না হওয়ায় হঠাৎ করেই নিকার্ক অবসরের ঘোষণা দেন। মূলত ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় সে সময় তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
নিকার্ক দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৭টি ওয়ানডে, ৮৬ টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলেছেন। প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ৪০৭৪ রান এবং ২০৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা নারী দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।
৩২ বছর বয়সী নিকার্ক দক্ষিণ আফ্রিকা বোর্ডের কাছে তাঁর অবসর নেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন এবং আশা করছেন আবার দেশের হয়ে খেলতে পারবেন, ‘আমি যেভাবে অবসর নিয়েছি তার জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কাছে ক্ষমা চাচ্ছি। গভীরভাবে কৃতজ্ঞ, আশা করি আন্তর্জাতিক মঞ্চে আবারো আমার দক্ষতা প্রদর্শনের সুযোগ পাব।'
এশিয়া কাপ শুরু হতে আরও সপ্তাহ দুয়েক বাকি। তবে টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথার লড়াই এরই মধ্যে শুরু হয়ে গেছে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে দেখা হবে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। কোহলি–রোহিতবিহীন ভারতকে সতর্ক করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাজিদ খান।
বাজিদের মতে, বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা হবে। শুধু দাবি করেছেন, অধিনায়ক সূর্যকুমার যাদবও পাকিস্তানের বিপক্ষে কার্যকর নন। পিটিভি স্পোর্টসে বাজিদ বলেন, ‘ভারতের দলে থাকা সবাই বিশ্বমানের ক্রিকেটার। কিন্তু কোহলি ও রোহিত যে উচ্চমাত্রার তীব্রতা খেলায় আনতেন, সেটা এবার দল থেকে হারিয়ে যাবে। ভারত নিশ্চিতভাবেই সেটি মিস করবে।’
সূর্যকুমারের পারফরম্যান্স টেনে বাজিদ বলেন, ‘সুর্যকুমার প্রায় সব দলের বিপক্ষে রান করেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে কোনোভাবে কার্যকর হতে পারেননি। সেটা আমাদের পেস আক্রমণ হোক বা অন্য কিছু, বিষয়টা ভারতের জন্য সমস্যা বটে।’
বাজিদ ভারতের আরেকটি বড় ঘাটতির দিকও তুলে ধরেন—রবীন্দ্র জাদেজার অনুপস্থিতি। তাঁর ভাষায়, ‘সবাই কোহলি ও রোহিতের কথা বলছে, কিন্তু জাদেজা ছিলেন সেই ক্রিকেটার যিনি পুরো দলকে একসঙ্গে বাঁধতেন। অক্ষর প্যাটেল আছে, কিন্তু জাদেজা আপনাকে ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও যে ভারসাম্য দিতেন, তা কেউ দিতে পারবে না। বিশ্ব ক্রিকেটে জাদেজা সেরা এক–দুই ফিল্ডারের একজন।’
বাজিদের মতে, এশিয়া কাপে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সঠিক সমন্বয় খুঁজে বের করা। শুধু অনুপস্থিতি কাটানোই নয়, বরং চাপের ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখা হবে তাঁদের আসল পরীক্ষা।
২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন এবিডি ভিলিয়ার্স। আইপিএলে লম্বা সময় খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে। ২২ গজে বিনোদনের রঙিন পাতায় সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি ‘মিস্টার ৩৬০’ খ্যাত এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ইঙ্গিত দিলেন, আবারও আইপিএলে ফিরতে পারেন তিনি। তবে এবার ভূমিকা হবে ভিন্ন। কোচ বা মেন্টরের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, ডি ভিলিয়ার্সকে ২০২৬ আইপিএলে আরসিবিতে ফিরতে পারেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও দলটির সঙ্গে তাঁর বন্ধন এখনও টিকে আছে।
আরও পড়ুন
বাংলাদেশের সাবেক কোচের জায়গা নিলেন শেন বন্ড |
![]() |
আরসিবির সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি ভবিষ্যতে আইপিএলে ফিরতে পারি, তবে ভিন্ন ভূমিকায়। পুরো মৌসুমে পেশাদার দায়িত্ব নেওয়া কঠিন, সেই সময়টা শেষ। তবে কখনোই না বলার সুযোগ নেই। আমার হৃদয় সব সময় আরসিবির সঙ্গে থাকবে। তাই যদি দল মনে করে, আমার জন্য কোনো ভূমিকা আছে, আর সময়-সুযোগ মিলে যায়, তাহলে সেটা অবশ্যই আরসিবিই হবে।’
২০০৮ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) হয়ে অভিষেক হয়েছিল ডি ভিলিয়ার্সের। তিন মৌসুম পর ২০১১ সালে যোগ দেন আরসিবিতে, আর এরপরই শুরু হয় তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির অটুট সম্পর্ক।
আরসিবির জার্সিতে ১৫৭ ম্যাচ করেছেন ৪৫২২ রান। গড় ৪১.১০ আর ঝড়ো স্ট্রাইক রেট ১৫৮.৩৩। করেছেন ২টি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটি। ২০১৬ মৌসুমে বিরাট কোহলির সঙ্গে গড়েছিলেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ জুটির রেকর্ড। গুজরাট লায়ন্সের বিপক্ষে ২২৯ রানের সেই দ্বিতীয় উইকেট জুটি এখনও কেউ ভাঙতে পারেনি।
দুই ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে আইপিএলে ১৮৪ ম্যাচে ৫১৬২ রান ভিলিয়ার্সের। ৪০টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি।‘মিস্টার ৩৬০’ ২০২২ সালে ক্রিস গেইলসহ একসঙ্গে জায়গা করেন আরসিবির হল অব ফেমে। এবার হয়তো আরসিবি ভক্তদের জন্য আসছে আরও এক চমক—ব্যাট হাতে নয়, বরং ড্রেসিংরুমে মেন্টর হিসেবে!
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিলেন শেন বন্ড। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওটিস গিবসনের জায়গায় নতুন এই দায়িত্ব পালন করবেন নিউ জিল্যান্ডের সাবেক তারকা পেসার।
কোচিং প্যানেলে আরও কিছু পরিবর্তন এনেছে গালফ জায়ান্টস। হেড কোচ হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারের জায়গায় জনাথন ট্রটকে নিয়োগ দিয়েছে তারা।
আরও পড়ুন
এইচপির তিন ক্রিকেটার যাচ্ছেন সিলেট, বাকিরা রাজশাহী |
![]() |
আফগানিস্তান জাতীয় দল ও এসএটোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রট।
আর সাম্প্রতিক সময়ে আইপিএলের দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস এবং এসএটোয়েন্টিতে পার্ল রয়্যালসের হয়ে কাজ করেছেন বন্ড।
এর বাইরে ব্যাটিং কোচ হিসেবে অ্যান্ড্রু পুটিক, ফিল্ডিং কোচ হিসেবে জিম ট্রাউটন ও ফিটনেস কোচ হিসেবে নিক লিকে দায়িত্ব দিয়েছে গালফ জায়ান্টস। বাংলাদেশ দলের ফিটনেস কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে নিক লির।
গালফ জায়ান্টস দলে বর্তমানে আছেন জেমস ভিন্স, আয়ান খান, মার্ক এডায়ার, ব্লেসিং মুজারাবানি, জেরহার্ড এরাসমাস, মইন আলি, আজমতউল্লাহ ওমরজাই ও রহমানউল্লাহ গুরবাজ।
আরও পড়ুন
এশিয়া কাপের আগে স্পন্সর হারাচ্ছে ভারত |
![]() |
২০২৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল গালফ জায়ান্টস। দ্বিতীয় আসরে দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে বিদায় নেয় তারা। আর সবশেষ আসরে নিচ থেকে দুই নম্বর হয় দলটি।
দুবাইয়ে আগামী ৩০ সেপ্টেম্বর হবে আইএল টি-টোয়েন্টির ক্রিকেটার নিলাম। সব ঠিক থাকলে আগামী ২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টের চতুর্থ আসর।
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে প্রথমবারের মতো এত বড় মঞ্চে খেলার ডাক পেয়েছেন ৭ ক্রিকেটার।
ফাতিমা সানার নেতৃত্বাধীন এই দলে প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন আয়মান ফাতিমা। জাতীয় দলের হয়ে এরই মধ্যে ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ২০ বছর বয়সী ব্যাটার।
আয়মান ফাতিমাসহ প্রথমবার বিশ্বকাপ দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন নাটালিয়া পারভেজ, রামিন শামীন, সাদাফ শামস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার ও সৈয়দা আরুব শাহ।
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার খেলাধুলায় ‘কিংবদন্তি’ খেতাব পেলেন ক্লার্ক |
![]() |
বিশ্বকাপ দলে ফাতিমা সানার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন কিপার-ব্যাটার মুনিবা আলি। রিজার্ভ হিসেবে থাকবেন ৫ ক্রিকেটার।
গত এপ্রিলে বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে পাকিস্তান। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই স্কোয়াড নিয়ে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
বিশ্বকাপে নিজেদের সবগুলো ম্যাচ কলম্বোতে খেলতে পাকিস্তান। আগামী ২ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা।
পাকিস্তান স্কোয়াড:
ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলি (সহ-অধিনায়ক), আলিয়া রাজ, দিয়ানা বেগ, আয়মান ফাতিমা, নাশরা সান্ধু, নাটালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামীম, সাদাফ শামস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নাওয়াজ, সৈয়দা আরুব শাহ।
রিজার্ভ:
গুল ফিরোজা, নাজিহা আলভি, তুবা হাসান, উম্মে হানি, ওয়াহিদা আখতার।
১৪ ঘণ্টা আগে
২ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
১০ দিন আগে
১১ দিন আগে
১১ দিন আগে
১১ দিন আগে