৭ অক্টোবর ২০২৪, ১:১৩ এম
অবসরে গেছেন তিন তারকা ক্রিকেটার, বিশ্রাম দেওয়া হয়েছে আরও কয়েকজন শীর্ষ খেলোয়াড়দের। প্রায় দ্বিতীয় সারির ভারত দলের বিপক্ষেও প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পায়নি বাংলাদেশ। স্রেফ উড়ে গেছে সফরকারীরা। এমন হারের পর অধিনায়ক নাজমুল হাসান শান্তর মনে হচ্ছে, সামগ্রিকভাবেই দুই দলের মাঝে পার্থক্যটা বিশাল।
এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিশালী বেঞ্চ ভারতেরই। দলটির মূল দলের বাইরেও যারা থাকেন, তাদের অনেকেই অন্য দেশের একাদশে অনায়াসেই জায়গা করে নেবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে প্রতি বছর উঠে আসছেন নতুন নতুন প্রতিভা। ফলে ভারতের হাতে বাড়ছে দক্ষ ক্রিকেটারের সংখ্যা। বিপরীত চিত্র বাংলাদেশের, যেখানে বিশ্বকাপে ভরাডুবির পরও দলে এসেছে মাত্র তিন পরিবর্তন, যার মধ্যে একটি আবার সাকিব আল হাসানের অবসরের কারণে। অর্থাৎ, বিকল্প খেলোয়াড় খুব বেশি নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
আরও পড়ুন
পাওয়ার প্লেতেই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ, বললেন শান্ত |
![]() |
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক অকপটে স্বীকার করে নিয়েছেন নিজেদের দুর্বলতার জায়গা।
“এটা সত্য কথা যে দুই দলের অনেক পার্থক্য আছে। এবং এই জায়গায় অস্বীকার করার কিছু নেই। পার্থক্য আছে, এটা মাঠেও দেখা যায়, মাঠের বাইরেও দেখা যায়। আইপিএলের সাথে তো বিপিএলের তুলনা তো কখনই হবে না। তাই মাঠে ও মাঠের বাইরে আমাদের কীভাবে উন্নতি করতে হবে, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। বিপিএল কীভাবে আরও ভালো করা যায়, কীভাবে আরও ক্রিকেটার এখান থেকে বের হয়ে আসতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর আমরা যারা খেলছি, তাদেরও উন্নতি করতে হবে। তবে আমি বিশ্বাস করি, আমরা এরচেয়েও ভালো দল।”
ধুমধাড়াক্কা ক্রিকেটের এই ফরম্যাটে ভারত ঠিক সেভাবেই খেলেছে, যেভাবে আসলে খেলা দরকার। ১২৮ রানের টার্গেট স্পর্শ করেছে ১১.৫ ওভারেই। আর এই রান করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৫ রান করেন সাতে নামা মেহেদি হাসান মিরাজ। টপ অর্ডার ছিল একেবারেই ব্যর্থ, যার ফলে প্রথম ছয় ওভারে আসে মাত্র ৩৯ রান।
আরও পড়ুন
ব্যাটিং ব্যর্থতায় বড় হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের |
![]() |
তবে শান্ত মনে করেন, তাদের পরিকল্পনা ঠিকই ছিল। প্রয়োজন শুধু সেটা কাজে লাগানোর।
“সবার অ্যাপ্রোচ আমার ভালো লেগেছে। তবে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আমরা কোন সময়ে কোন পরিস্থিতিতে কেমন শট খেলব। আমরা যে আটজন ব্যাটসম্যান খেলেছি, আমাদের সবারই এই জায়গায় খেয়াল রাখতে হবে। আমি বিশ্বাস করি এই অ্যাপ্রোচে যদি আমরা সামনে খেলি, তাহলে অবশ্যই আমরা ভালো করব।”
সিরিজের প্রথম ম্যাচেই এই ধরনের হার একটা দলকে স্বাভাবিকভাবেই একটা বড় ধাক্কা দেয়। বুধবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে তাই বাংলাদেশকে খুব বিশেষ কিছুই করতে হবে। শান্ত বিশ্বাস রাখছেন নিজেদের সামর্থ্যে। “অবশ্যই বিশ্বাস করি আমরা কামব্যাক করতে পারি। যা বললাম, আমি বিশ্বাস করি না যে আমরা এমন দিল। আমরা এরচেয়েও ভালো দল। আশা করব পরবর্তী ম্যাচটা আরও বেশি প্রতিদ্বন্দিতাপূর্ন হবে।”
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে
২৮ দিন আগে