১ অক্টোবর ২০২৪, ১০:২৮ পিএম

ভারত সফরে আসার আগে বাংলাদেশ দল মাত্রই খেলে এসেছিল পাকিস্তানে। সেখানে দুর্দান্ত ক্রিকেট খেলে ইতিহাস গড়ে পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর পর সিরিজেও হারিয়ে দেয় বাংলাদেশ। তবে উড়তে থাকা নাজমুল হোসেন শান্তর দলকে মাটিতে নামিয়ে আনে ভারত। ধবলধোলাই করেছে সফরকারীদের৷ আর এই কারণে না খেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল।
এবারের পাকিস্তান সফরের আগে দলটিকে লাল বলের ক্রিকেটে হারাতেই পারেনি বাংলাদেশ। সেখান থেকে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে পূর্ণ শক্তির পাকিস্তানকে দুই টেস্টে সহজেই হারিয়ে দেয় সাকিব-মিরাজরা। অথচ সেই একই দল ভারতের সাথে কোনো লড়াই করতে পারেনি। দুই টেস্টেই হেসেখেলে জিতেছে রোহিত শর্মার দল।
সামাজিক যোগাযোগমাধ্যমে 'এক্স' প্ল্যাটফর্মে তাই পাকিস্তান দলের সমালোচনা করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “এই বাংলাদেশ দলের কাছ হারার জন্য পাকিস্তানকে কতটা খারাপ ক্রিকেট খেলতে হয়েছে?”
অনেকেই আবার দাবি তুলছেন পাকিস্তানকে ক্রিকেট খেলা থেকেই নিষিদ্ধ করে দেওয়ার। যেমনটা লিখেছেন সোহা নামের এক ক্রিকেট সমর্থক, “বাংলাদেশ দলের কাছে হারের জন্য পাকিস্তানকে টেস্ট ক্রিকেট থেকে নিষিদ্ধ করা উচিত!!!!!!!”
প্রায়ই একই সুরে টুইট করেছেন আরও অনেকেই। এই ক্ষোভের পেছনে মূল কারন বলা যেতে পারে কানপুর টেস্ট। বৃষ্টির কারনে দুই দিন ভেসে যাওয়া ম্যাচেও বাংলাদেশ হেরে গেছে ৭ উইকেটে। আর প্রথম ম্যাচে পরাজয় ছিল ২৮০ রানে।
No posts available.
৮ নভেম্বর ২০২৫, ৩:১০ পিএম

আবুধাবি টি-টেন লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। গত মাসে সাকিবকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে রয়্যাল চ্যাম্পস। অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বিবেচনায় সাকিবকেই অধিনায়কত্ব দিয়েছে তারা।
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবের অভিজ্ঞতা, কৌশল ও পারফরম্যান্স দলের জন্য বড় শক্তি হবে। নতুন দল হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না তারা। অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত অলরাউন্ডার সাকিব,
‘রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য গর্বের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। আমরা ফ্যানদের জন্য উত্তেজনাপূর্ণ, প্রতিযোগিতামূলক ও স্মরণীয় একটি টুর্নামেন্ট উপহার দিতে চাই। নতুন দল হিসেবে আমাদের উৎসাহ এবং চেষ্টার মাত্রা অনেক বেশি।’
দলের হেড কোচ কোর্টনি ওয়ালশ বলেন,
‘টি-টেনের দ্রুতগতির খেলায় মানিয়ে নিতে সক্ষম একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করা হয়েছে। প্রতিটি খেলোয়াড় জানে তাঁর ভূমিকা ও দায়িত্ব।
১৮ নভেম্বর কোয়েটা কাভালরি ও নর্দান ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে টি-টেন লিগের নতুন মৌসুম শুরু হবে। পর দিন ১৯ নভেম্বর ভিস্তা রাইডার্সের বিপক্ষে অভিষেক ম্যাচে লড়বে রয়্যাল চ্যাম্পস ।

পাঁচ ম্যাচের সিরিজের শুরু আর শেষটা হলো একইভাবেই। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর শেষ ম্যাচটিও একই পরিণতি দেখল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া জয়ের পর পরের দুই ম্যাচ টানা জিতে এগিয়ে যায় ভারত। তাতে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নিল সূর্যকুমার যাদবের দল।
ব্রিসবেনে কুড়ি ওভারের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে ভারত। দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল উড়ন্ত সূচনা করেন। ৪.৫ ওভারে ভারতের রান যখন ৫২, খেলা বন্ধ হয়ে যায় তখন। প্রায় দুই ঘন্টার বেশি অপেক্ষার পর শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচ।
৬ চারে ১৬ বলে ২৯ করে অপরাজিত ছিলেন গিল। আর এক ছক্কা ও এক চারে ১৩ বলে ২৩ রান করেন অভিষেক। সিরিজে মোট ১৬২ রান করে সিরিজসেরার পুরষ্কার জেতেন বিধ্বংসী এই ওপেনার। ছন্দের তুঙ্গে থাকা অভিষেক বিশ্বরেকর্ডেও নাম লেখান।
টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে ছুঁয়েছেন অভিষেক। হাজার রান করতে তাঁর লেগেছে ৫২৮ বল। বিশ্ব রেকর্ড গড়ে অভিষেক ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বল খেলে ৭৪ রানের ইনিংসের কল্যাণে ৫৬৯ বল টি-টোয়েন্টিতে ১০০০ রান করেন। ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৬১১ বল করেছিলেন এক হাজার রান।
এ ছাড়া ভারতের ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস খেলে এক হাজার রান করলেন অভিষেক শর্মা। ২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন ২৫ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার। ২৭ ইনিংসে সবচেয়ে দ্রুতত এক হাজার রান করেছিলেন বিরাট কোহলি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ১০০০ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সিরিজের পঞ্চম টি–টোয়েন্টিতে এই রেকর্ড করেছেন ভারতের এই বাঁহাতি ওপেনার। ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে ভারত। ৪.৫ ওভার খেলা হতেই বাগড়া দিয়েছে বৃষ্টি।
তার আগে অবশ্য ঝড় বইয়ে দিয়েছেন অভিষেক শুভমান গিল। অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে দুজনে যোগ করেছেন ৫২ রান। অভিষেক ১৩ বলে ২৩, গিল ১৬ বলে ২৯ রানে অপরাজিত আছেন। এই ইনিংসের সৌজন্যে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। এ জন্য তাঁর লেগেছে ৫২৮ বল।
বিশ্ব রেকর্ড গড়ে অভিষেক ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে। ডেভিড গত সপ্তাহে হোবার্টে ৩৮ বল খেলে ৭৪ রানের ইনিংসের কল্যাণে ৫৬৯ বল টি-টোয়েন্টিতে ১০০০ রান করেন। ভারতের অধিনায়ক সুর্যকুমার যাদব ৫৭৩ বল খেলে তালিকায় তিন নম্বরে আছেন। নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ৬১১ বল করেছিলেন এক হাজার রান।
ম্যাচের দিক থেকে দেখা যায়, অভিষেক শর্মা ২৮ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন। ভারতের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২৭ ইনিংসে সবচেয়ে দ্রুতত এক হাজার রান করেছিলেন বিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক্সে বিশ্ব রেকর্ড গড়া অভিষেককে অভিনন্দন জানিয়েছে,
‘টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম ১০০০ রান এখন ভারতের অভিষেক শর্মার কাছে!’

হংকং সিক্সেসে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান। মং ককে মোহাম্মদ শাহজাদের দুর্দান্ত বোলিংয়ের পর আবদুল সামাদের ১০ বলে ফিফটির সৌজন্যে ৫ উইকেটে প্রোটিয়াদের হারিয়েছে আব্বাস আফ্রিদির দল।
মিশন রোড গ্রাউন্ডে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। তাদের দেওয়া ১০৩ রানের লক্ষ্য ৩.৫ ওভারে ১ উইকেট হারিয়ে তাড়া করেছে পাকিস্তান।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রোটিয়া বোলারদের নাভিশ্বাস তোলেন সামাদ ও খাজা নাফে। ২.৪ ওভারে দুই ওপনোর যোগ করেন ৬২ রান। ১৩ বলে ৪টি ছক্কা ও ২ চারে ৩৬ রানে ফেরেন নাফে।
বাকি কাজ আব্বাস আফ্রিদিকে নিয়ে সারেন সামাদ। শেষ সাত বলে টানা ৭টি ছক্কা মেরেছে পাকিস্তান। চতুর্থ ওভারে সামাদের কাছে টানা ৫টি ছক্কা হজম করেন জর্ডান মরিস। ম্যাচ জিতে না গেলে শেষ বলে হয়তো ছয় ছক্কার ঝুঁকিটাও নিতে হয়তো সামাদ।
১০ বলে ৫০ রানে অপরাজিত থাকেন সামাদ। মেরেছেন ৮টি ছক্কা। দৌড়ে নিয়েছেন মাত্র ২ রান। ২ বলে দুই ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন আব্বাস। দক্ষিণ আফ্রিকার আবদুল্লাহ বায়ুমি ১ ওভারে ৩০ ও মরিস দেন ৫ বলে ৩০ রান।
তার আগে জোরিখ ফন শালকউইকের ১৩ বলে ৪০, ব্লেক স্নিজম্যানের ৯ বলে ২৯ ও ইথান-জন কানিংহামের ১০ বলে ২৯ রানের কল্যাণে ৩ উইকেটে ১০২ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পেসার শাহজাদ ১ ওভারে ১১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

ভারত দলে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি দীর্ঘ হচ্ছে চোটের কারণে। সেপ্টেম্বরে এশিয়া কাপে শেষবার দেশের জার্সি গায়ে শেষবার মাঠে নেমেছিলেন। তবে ভারতের সাবেক ব্যাটিং কোচ অভিষেক নায়ার মনে করেন, টি–টোয়েন্টি সংস্করণে ভারতের বর্তমান দলে হার্দিকের শূন্যতা এখন তেমন অনুভবই হচ্ছে না। কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন শিভম দুবের ধারাবাহিক অলরাউন্ড পারফরম্যান্সকে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে কুইন্সল্যান্ডের কারারা ওভালে সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে ভারতের ৪৮ রানের জয়ে বড় ভূমিকা রাখেন শিভম দুবে। ব্যাট হাতে ১৮ বলে ২২ রান এবং বল হাতে গুরুত্বপূর্ণ দুই উইকেট—মিচেল মার্শ ও টিম ডেভিডকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
নায়ার জিওস্টারের ম্যাচ–পরবর্তী অনুষ্ঠানে বলেন,
‘আমরা সব সময় বলি, হার্দিক পান্ডিয়া ভারতের জন্য প্রয়োজনীয় অলরাউন্ডার। কিন্তু ম্যাচের পর ম্যাচ শিভম দুবে প্রমাণ করে যাচ্ছে, সেও হতে পারে সেই অলরাউন্ডার। হার্দিকের অনুপস্থিতি তেমন অনুভূতই হয় না—কারণ শিভম গুরুত্বপূর্ণ ওভার বল করে, বড় উইকেট নেয় এবং ব্যাটিংয়েও পরিস্থিতি অনুযায়ী অবদান রাখে।’
নায়ার আরও বলেন,
‘চতুর্থ টি-টোয়েন্টিতেও সে গুরুত্বপূর্ণ রান করেছে এবং অস্ট্রেলিয়া যখন গতি বাড়াতে চাইছিল, তখন দুটো বড় উইকেট তুলে নিয়েছে। তাকে হয়তো এখনো সেরা অলরাউন্ডার ট্যাগ দেওয়া হয়নি, কিন্তু একজন ভারতীয় অলরাউন্ডারের যা যা করা উচিত—সবই সে করছে।’
হার্দিক ফেরা এখনো অনিশ্চিত হলেও দুবের পারফরম্যান্স ভারত টিম ম্যানেজমেন্টকে দিচ্ছে নতুন বিকল্প। তার উপস্থিতিতে হার্দিকের অভাব ততটা অনুভব হচ্ছে না।