দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হেরেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটারের। বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ অনুযায়ী, ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাকাইয়ে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে দাপুটে জয়ে ২ উইকেটে ৪৩১ রান করে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে সেঞ্চুরি করা ট্রাভিস হেড (১৪২), মিচেল মার্শ (১০০) ও ক্যামেরন গ্রিন (১১৮*) র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
হেড এক ধাপ এগিয়ে যৌথভাবে ১১ নম্বরে উঠেছে। মার্শ চার ধাপ উঠে ৪৪ নম্বরে আর ৪০ ধাপ লাফিয়ে ক্যারিয়ার সেরা ৭৮ নম্বরে উঠে গেছেন গ্রিন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানের ইনিংস খেলা জশ ইংলিস ৩২ ধাপ এগিয়ে এখন আছেন ৬৪ নম্বরে।
আরও পড়ুন
আমরা ইউরোপের জন্য প্রস্তুত নই: ইউনাইটেড কোচ |
![]() |
ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। ভারতের দুই তারকা শুবমান গিল (৭৮৪ রেটিং) ও রোহিত শর্মা (৭৫৬) যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন। পাকিস্তানের বাবর আজম (৭৩৯) অবস্থান করছেন তৃতীয় স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের সমান ৬৭১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ভাগ করে নিয়েছেন শ্রীলঙ্কার রহস্য স্পিনার মাহিশ থিকশানা। সিরিজের শেষ ম্যাচে ১ উইকেট নিতে ৫৭ রান খরচ করে কিছু রেটিং পয়েন্ট হারিয়ে থিকশানার সমান হয়ে গেছেন।
দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি তিন ম্যাচে সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে এগিয়েছেন ছয় ধাপ, এখন তার অবস্থান ২৮তম। অস্ট্রেলিয়ার শন অ্যাবট নয় ধাপ এগিয়ে যৌথভাবে ৪৮তম আর নাথান এলিস ২১ ধাপ উঠে ৬৫তম স্থানে।
২৯ আগস্ট ২০২৫, ৫:১৮ পিএম
২৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১০৬ রান করেছে সফরকারীরা। এখনো পিছিয়ে ১৬০ রানে। উঁকি দিচ্ছে ইনিংস হার।
৭৫ রানে ৩ উইকটে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন ওপেনার মাহমুদুল হাসান জয়। প্রথম ওভারে ফেরেন ৪ রানে। তৃতীয় ওভারে দলীয় ৬ রানে ফেরেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা অমিত হাসান (০)।
থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ওপনোর ইফতেখার হোসেন ইফতি। ৬৯ বলে ৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে। চতুর্থ উইকেটে শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ৬৯ রানের একটি জুটি গড়েন ইফতি।
আরও পড়ুন
জিম্বাবুয়ের সামনে ৩০০ ছুঁই ছুঁই লক্ষ্য |
![]() |
৭৫ রানে ৩ উইকটে হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে ইয়াসির আলী রাব্বি (১৮) ও দিপু লড়াইয়ের চেষ্টা করছেন। ৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজনে। ৮৭ বলে ৪২ রানে অপরাজিত আছেন দিপু।
তার আগে সাউথ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৩৮০ রানে। আগের দিন ৮৩ রানে অপরাজিত থাকা জ্যাসন সাঙ্ঘা আজ তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৩১ রানে অপরাজিত থাকা হ্যারি নিলসেন করেছেন ফিফটি।
২৩৫ বলে ১৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সাঙ্ঘা। সেঞ্চুরি আশা জাগিয়েও ১৪৬ বলে ৮৬ রানে ফেরেন নিলসন। শেষ দিকে ৪৬ রান করেন হেনরি থরটন। তিনটি করে উইকটে নেন হাসান মুরাদ ও এনামুল হক। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ১১৪ রান।
সিরিজের প্রথম ওয়ানডেতে তিন ফিফটির কল্যাণে জিম্বাবুয়েকে ২৯৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে শ্রীলঙ্কা। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে লঙ্কানদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকেরা। পাতুম নিসাঙ্কা, জেনিত লিয়ানাগে ও কামিন্দু মেন্ডিসের ঝোড়ো ফিফটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
শুরুটা অবশ্য ভালো হয়নি লঙ্কানদের ৯ রানের হারায় ওপেনার নিশান মাদুশকার উইকেট। প্রথম ৫ ওভার পর্যন্ত এক অঙ্কের ঘরে ছিল তারা। ১৩ বলে ০ রানে ফেরেন মাদুশকা। দ্বিতীয় উইকটে কুশল মেন্ডিস ও নিসাঙ্কার ১০০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
আরও পড়ুন
সাফে ভুটানের বিপক্ষে হতাশার ড্র বাংলাদেশের |
![]() |
কুশল ৩৮ ও নিসাঙ্কা করেন ৯২ বলে ৭৬ রান। সাদিরা সামারবিক্রমাও (৩৫) থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৬ রানে আউট হন চরিত আসালাঙ্কা। ষষ্ঠ উইকটে লিয়ানাগে ও কামিন্দু ৮৩ বলে গড়েন ১৮৭ রানের অসাধারণ এক জুটি। তাতে স্কোরটা প্রায় তিন শ ছুঁই ছুঁই হয়।
লিয়ানাগে ৩ ছক্কা ও ৬টি চারে ৪৭ বলে করেন ৭০ রান। ২ ছক্কা ও ৪টি চারে ৩৬ বলে ৫৭ রান করেছেন কামিন্দু। ৩৪ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন রিচার্ড নাগারাভা।
হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে জিম্বাবুয়ে। তবে ম্যাচের আগ মুহূর্তে দুঃসংবাদ পায় স্বাগতিকেরা। চোটে পড়ে এই সিরিজ থেকে ছিটকে গেছেন অধিনায়ক ক্রেগ আরভিন। তাঁর অনুপস্থিতিতে জিম্বাবুয়ে দলের নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস।
ম্যাচের আগের দিন (গতকাল) রাতে বাঁ-পায়ের পেশীতে চোট পান আরভিন। এমআরআই স্ক্যান নিশ্চিত করেছে তাঁর বাম পায়ে গ্রেড-২ স্ট্রেইন এবং ডান পায়ে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে।
আরও পড়ুন
খেলতে গিয়ে ডাকাতি, আটক ৮২ আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার |
![]() |
৪০ বছর বয়সী আরভিন জিম্বাবুয়ের ব্যাটিংয়ে অভিজ্ঞ সদস্য। তবে সাম্প্রতিক বছরগুলোয় চোটের কারণে নিয়মিত ভুগছেন তিনি। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৮টি ওয়ানডেতে করেছেন ৩৬০০ রান, গড় ৩৩.০২। রয়েছে ৪টি সেঞ্চুরি ও ২৩টি ফিফটি।
জিম্বাবুয়ে-শ্রীলঙ্কান পরের দ্বিতীয় ও শেষ ওয়ানডে আগামী পরশু। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব ম্যাচই হারারেতে হবে।
ডাকতি মামলায় অভিযুক্ত হয়েছেন পাপুয়া নিউ গিনির ক্রিকেটার কিপলিং ডোরিগা। জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে গত সোমবার ভোরে এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন এই দ্বীপে চলমান সিডব্লিউসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ডে খেলছে নিউ গিনি। ডোরিগাও আছেন দলে।
২৯ বছর বয়সী ডোরিগা নিউ গিনির হয়ে ৩৯টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৭৩০ এবং টি-টোয়েন্টিতে করেছেন ৩৫৯ রান। তিনি ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন।
আরও পড়ুন
দাপুটে জয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সিনার |
![]() |
গতকাল সকালে ডোরিগা ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হন। জানা গেছে, তিনি ডাকাতির অভিযোগ স্বীকার করেছেন। রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কার্ক এই অভিযোগকে ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করেন এবং মামলাটি রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দেন।
ডোরিগাকে রয়্যাল কোর্টে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে হবে। তার জামিন আবেদন নাকচ করা হয়েছে, তত দিন পর্যন্ত তাঁকে সেই দ্বীপে আটক রাখা হবে।
২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরতে পারে ডারউইনে, আর সেই ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ায় সফরে নির্ধারিত বাংলাদেশের দুই টেস্টের সিরিজের একটি ম্যাচ হতে পারে নর্দান টেরিটরির এই শহরে।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। তবে ওই সময়েই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ টেস্ট হবে, যে ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড। সে কারণে বাংলাদেশের সফর এগিয়ে আনা হয়েছে ২০২৬ সালের জুলাই-অগাস্টে।
এ সময়ে অস্ট্রেলিয়ায় শীতকাল হওয়ায় মূল ভেন্যুগুলোতে সাধারণত খেলা হয় না। ফলে বাংলাদেশের সিরিজ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে ডারউইন, ম্যাকাই, কেয়ার্নস ও টাউন্সভিল।
আরও পড়ুন
দাপুটে জয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সিনার |
![]() |
কদিন আগে ডারউইনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ আয়োজনের মাধ্যমে প্রায় ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে এ ভেন্যুতে। আধুনিক সুবিধা ও পরিবেশে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। ফলে ২২ বছর পর টেস্ট ফেরাটাও এখন অনেকটাই সময়ের ব্যাপার।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা চাই ভিন্ন ভিন্ন জায়গায় ক্রিকেট আয়োজন করতে, যেন নতুন প্রজন্ম তাদের প্রিয় তারকাদের সামনে থেকে দেখতে পারে। ডারউইনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানকার আবহাওয়া এবং অবকাঠামো ক্রিকেট আয়োজনের জন্য একেবারে উপযুক্ত।’
ডারউইনে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ২০০৮ সালে, বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ দিয়ে। তারও আগে ২০০৩ সালে বাংলাদেশ ও ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট হয়ছিল।
আরও পড়ুন
৬০ হাজার টাকা আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচের টিকিট |
![]() |
এবার বাংলাদেশের সফরের আরেকটি টেস্ট আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে ম্যাকাই। ২০২৩ সালের সংস্কারকাজের পর ভেন্যুটি আকর্ষণীয় হয়ে উঠেছে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও খেলা হয়েছে সেখানে। এ ছাড়া মেয়েদের বিগ ব্যাশ লিগও নিয়মিত আয়োজিত হয় ম্যাকাইতে।
টাউন্সভিলও ভালো বিকল্প হলেও বজ্রপাতের শঙ্কাসহ কিছু কারণে পিছিয়ে আছে সম্ভাবনার তালিকায়। অন্যদিকে কেয়ার্নসেও অতীতে টেস্ট হলেও এবারের সিরিজে অবস্থান তুলনামূলক পিছিয়ে।
৩ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৬ দিন আগে
৮ দিন আগে
৮ দিন আগে
১০ দিন আগে
১০ দিন আগে
১২ দিন আগে
১২ দিন আগে
১৩ দিন আগে
১৩ দিন আগে
১৩ দিন আগে
১৪ দিন আগে
১৫ দিন আগে