অন্যান্য

টি-স্পোর্টসে আজকের খেলা (২৬ এপ্রিল, শুক্রবার)

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৬ এপ্রিল ২০২৪, ৬:০০ এম

news-details

বিপিএল ফুটবল 

শেখ রাসেল-ঢাকা আবাহনী

বিকাল ০৩.৩০ টা (টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস ডিজিটাল)


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

কোলকাতা নাইট রাইডার্স-পাঞ্জাব কিংস

রাত ৮ টা (টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস অ্যাপ)


সৌদি প্রো লিগ

আল ইতিহাদ-আল শাহাব

রাত ১২.০০ টা (টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস অ্যাপ)


স্কটিশ চ্যাম্পিয়নশিপ

এয়ারড্রায়োনিয়ানস-ডান্ডি ইউনাইটেড

রাত ০২.০০ টা (টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস অ্যাপ)

সর্বশেষ খবর
N/A
কোপা দেল রের ফাইনালে ‘অনিশ্চিত’ লেভানদভস্কি

৪ দিন আগে

N/A
৭ গোলের থ্রিলারে জিতে উচ্ছ্বসিত বার্সেলোনা কোচ

৪ দিন আগে

N/A
রিয়াল অধ্যায় শেষে সেই ব্রাজিলই হচ্ছে আনচেলত্তির গন্তব্য?

৪ দিন আগে

N/A
বিশ্বকাপে বাংলাদেশ, নিজেদের দোষে বাদ পড়ার হতাশায় ক্যারিবিয়ানরা

৫ দিন আগে

N/A
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফর্মে ফেরার আশায় শান্ত

৫ দিন আগে

N/A
মেজর লীগ ক্রিকেটে দল পেলেন ওয়ার্নার

৫ দিন আগে

N/A
উইন্ডিজের কাছে হেরে এবার সমীকরণের মারপ্যাচে বাংলাদেশ

৭ দিন আগে

N/A
শততম ম্যাচে ‘১০০’ নম্বর জার্সি গায়ে নেইমারের সঙ্গী অশ্রু

৭ দিন আগে

N/A
ছক্কার ঝড়ে তামিমের প্রথম সেঞ্চুরি

১৭ দিন আগে

N/A
আজ বেঙ্গালুরুর বিপক্ষেই নামছেন বুমরাহ!

১৭ দিন আগে

N/A
লিগ জয়র পর অমরত্বের দিকে চোখ এনরিকের

১৮ দিন আগে

N/A
আর্সেনালের চোটের লম্বা তালিকায় এবার যোগ হলেন গাব্রিয়েল

২১ দিন আগে

N/A
আরেকটি হারের পর আমোরিমের স্বীকারোক্তি, ‘হাতে সময় নেই’

২২ দিন আগে

N/A
শুরু হচ্ছে আনচেলত্তির কর ফাঁকির মামলার বিচার

২২ দিন আগে

bottom-logo

অন্যান্য

ময়মনসিংহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৪ এপ্রিল ২০২৫, ৯:৫০ পিএম

news-details

ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে শুরু হলো মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। বৃহস্পতিবার বিকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশীদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ কে এম মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। সভাপতির বক্তব্যে আল-আমিন জানান, ২০০১ সাল থেকে ময়মনসিংহে সুইমিং কমপ্লেক্স এর যাত্রা হলেও এখনো ভালো মানের সাঁতারু তৈরি হয়নি। তাই ভালো মানের সাঁতারু তৈরি করতে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তেব্যে মুফিদুল আলম জানান, সাঁতার না জানার কারনে দিন দিন পানিতে পরে মৃত্যুর হার বাড়ছে । তাই যারা এখানে প্রশিক্ষণ পাবে তারা নিজেরা ভালো সাঁতারু হওয়ার চেষ্টা করবে; একই সাথে নিজ এলাকায় সাঁতার শেখানোয় মানুষকে উদ্বুদ্ধ করবে।

সাঁতার প্রশিক্ষণে অংশ নিতে ১২০ জন বালক ও বালিকা হাজির হয়েছিলো ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে। প্রাথমিক বাছাই শেষে ৩২ জন বালক এবং ৮ জন বালিকা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এই ৪০ জন সাঁতারুদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। কোচের দায়িত্ব পালন করবেন ময়মনসিংহ জেলা সাঁতার কোচ মোঃ আব্দুস সামাদ কাজল।

bottom-logo

অন্যান্য

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে স্থগিত সেরি আ-এর ম্যাচ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ এপ্রিল ২০২৫, ৭:৩৭ পিএম

news-details

পুরো বিশ্বের মত রোমান ক্যাথলিক চার্চের প্রথম পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইতালিতেও। এর বাইরে নেই ইতালিয়ান ফুটবলও। শোক পালনে সোমবারের সেরি আয়ের সবগুলো ম্যাচ বাতিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন।


সোমবার সেরি আয় ছিল চারটি ম্যাচ, যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল তরিনো-উদিনেস, কাগলিয়ারি-ফিওরেন্তিনা, জেনোয়া-লাৎসিও এবং পার্মা-য়্যুভন্তুসের। 


লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে। 

“মহান পোপের মৃত্যুর পর লেগা নাজিওনাল প্রফেশনালস সেরি আ নিশ্চিত করতে পারে যে, সেরি আ এবং প্রাইমাভেরা ১-এর আজকের লিগ ম্যাচগুলো স্থগিত করা হয়েছে।”


এছাড়াও ইতালির অলিম্পিক কমিটি ঘোষণা দিয়েছে, চলতি সপ্তাহে দেশটির সব ধরণের ক্রীড়া ইভেন্ট শুরু হওয়ার আগে পোপের স্মৃতিতে এক মিনিটের নিরবতা পালন করা হবে।


আরও পড়ুন

৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব


গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পোপ। এরপর সম্প্রতি ভ্যাটিকানে ফেরেন এক যুগেরও বেশি সময় ধরে রোমান ক্যাথলিকদের শীর্ষ পদের দায়িত্বে থাকা ৮৮ বছর বয়সী পোপ। গেল রোববার হুইলচেয়ারে বসে বারান্দা থেকে সবাইকে ইস্টারের শুভেচ্ছা জানান তিনি।


তার প্রয়াণের খবরে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো শোক বার্তা দিয়েছে, যেখানে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও।

bottom-logo

অন্যান্য

বিসিএসএ'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৯ এপ্রিল ২০২৫, ৪:৪২ পিএম

news-details

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার ঢাকায় এক উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিসিএসএ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয় সংগঠনটির আগামী দুই বছরের নেতৃত্ব।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সারফুদ্দিন আহমেদ (সাজু)। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিসিএসএ'র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।


আরও পড়ুন

নতুন খেলোয়াড় কেনায় সিটির ভোগান্তি দেখছেন গার্দিওলা নতুন খেলোয়াড় কেনায় সিটির ভোগান্তি দেখছেন গার্দিওলা


সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী জামান সনেট ও আলতামিশ নাবিল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এম কামরুল আলম রিপন।


যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শিহাব আহসান খান। কোষাধ্যক্ষ পদে পুনরায় দায়িত্ব পেয়েছেন মো. রাফসানজানি রানা।


এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো: সাজ্জাদুর রহমান শাওন, অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ।


নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে বিসিএসএ'র নেতৃত্বে থাকবে।

bottom-logo

ফুটবল

মতামত: আপনার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে?

 
মতামত
মতামত
ঢাকা

১৪ মার্চ ২০২৫, ৫:২৯ পিএম

news-details

ম্যাচ শেষে দাঁড়িয়ে আছি স্টেডিয়ামের বাইরে। স্পেন কিছুক্ষণ আগে ৭ গোল দিয়েছে কোস্টারিকার জালে। কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় জয়, ইতিহাসেরও অন্যতম। সব সেট করে দাঁড়িয়ে আছি প্রোডিউসারের কলের অপেক্ষায়। খানিকটা দূর থেকে খুব সাধারণ প্রশ্ন এলো প্রায় নিত্য দিনকার মতোই,- “টি স্পোর্টস? ফ্রম হোয়ের?” 


জবাব দিলাম, বাংলাদেশ। আমার  এক কানে হেড ফোন, তাতে টি স্পোর্টসের লাইভ কাভারেজ শুনছি। মনোযোগও সেদিকেই। কিন্তু এর মাঝেও স্পষ্টই শুনতে পেলাম- প্রশ্নকর্তা একটা রিমার্ক রেখে গেলেন। চিৎকার করে একটা কথাই বললেন, সাকিব আল হাসান। 


হাত নাড়িয়ে সম্ভাষণ জানালাম, ক্লান্তিও উবে গেল নিমিষেই। কিন্তু কার উদ্দেশ্যে হাত নাড়লাম তাও জানিনা।  


সহজেই বুঝতে পারলাম, বাংলাদেশ নামের প্রতিশব্দ তাঁর কাছে ক্রিকেটার সাকিব। হয়ত তাঁর মতো আরও কোটি-কোটি মানুষের কাছেও তাই। 


আলোর ঝলকানিতে ভদ্রলোকের চেহারা মনে নাই। সাকিবের নামের শব্দচয়ন ভঙ্গি শুনে যতটুকু ধারণা করতে পারি তিনি হয়ত উপমহাদেশের কেউ হবেন। হয়ত উপমহাদেশ ছাড়িয়ে অন্য কোথাকার। তবে সহসা যেটা অনুমান করে নেওয়া যায় ; তিনি হয়ত স্পেনের কেউ হবেন না, কোস্টারিকার কেউ হবার সম্ভাবনা নেই বললেই চলে। অনুমানের ব্যপ্তি খাটো করলে বুঝতে পারি  নিশ্চয়ই ক্রিকেট খেলুড়ে দেশের কেউই হবেন। এখন ক্রিকেট তো নেদারল্যান্ডসও খেলে। সেখানকার কোনো একজন তো হতে পারেন? তবে যে দেশে ক্রিকেটের পেশাদার কাঠামো অনুপস্থিত সেখানকার কেউ জিওগ্রাফির সঙ্গে একজন ক্রিকেটারকে পরিচায়ক হিসেবে মেনে নেবেন- সেই সুযোগ বেশ কম!   


সাকিব বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছেন, ঠিক ততোটুকুর ভেতরই যতটুকুর গন্ডি ক্রিকেটের আছে। এর বাইরে যাওয়ার সাধ্য যেখানে ক্রিকেটেরই হয় না, সেখানে একজন ক্রিকেটারের হবে কী করে? 


সন্দেহাতীত ভাবে সাকিব আল হাসানই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। কারণ এখানে ক্রিকেটটা বড়। কারণ, সাকিব এই আলো বাতাসে বেড়ে উঠেছেন, এই কাদায় হেটেছেন, এই ধুলো মাড়িয়েছেন, নিজেদের মেধা দিয়ে এই দেশের এক্সিসটিং ‘বিশ্ব থেকে যোজন পিছিয়ে থাক প্রায় অকেজো একটা সিস্টেমের’  ভেতর দিয়েও তিনি ক্রিকেটে নিজেকে বিশ্বের সেরায় পরিণত করতে পেরেছিলেন।  


ব্যস এইটুকুই যথেষ্ট। ঠিক এই জায়গাতেই হামজা চৌধুরীর চেয়ে এ দেশের লোকেদের কাছে এগিয়ে থাকবেন সাকিব। আর হামজা বেড়ে উঠেছেন পৃথিবীর সবচেয়ে নামকরা ফুটবল ইন্সিটিটিশনগুলোর একটা থেকে। ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক নেই বলইলেই চলে, তবে এটুকু বুঝি বাংলাদেশ থেকে সাকিবের সাকিব হওয়ার ১% এর বেশি সম্ভাবনা সম্ভবত ছিল না। বাকি ৯৯ শতাংশ নিজ গুণে পেরেছেন বলেই তিনি সাকিব হয়েছেন। 


তবে কোনো কিছুই স্থায়ী বন্দোবস্ত নয়। ছোটবেলায় হামজাও ছুটিতে দেশে এসেছেন, বিয়ানিবাজারের মাঠে তার বাংলাদেশি বন্ধুদের সঙ্গে বলে লাথিটা মেরেছিলেন বলেই র্যা ঙ্কিং-এর ১৮৫ তম দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। টেলিভিশনে তিনি বাংলাদেশের ক্রিকেটটাও দেখেছেন, সাকিবকে ১৯ বিশ্বকাপে অতিমানব হতে দেখে নিশ্চয়ই ভেবেছেন, দেশটায় আর যাই হোক খেলার আবেগের অভাব নাই। 

 * 

লিওনেল মেসির কৈশোরটাই কেটেছে আর্জেন্টিনার বাইরে। একটা সময় নিজ দেশের লোকেরাই তাকে আপন করতে পারেননি। অপরিসীম ভালোবাসার সঙ্গে মেসি গাল মন্দও শুনেছেন,। দিয়েগো মারাদোনা বহু অকাজ-কুকাজ করেও মারাদোনাই রয়ে গেছেন। মেসি তাঁর সমান হবেন না কোনোদিন। তাতে মেসির হাত কই? বার্সেলোনা ত্রাতা না হলে এই মেসি কি আর মেসি হন? মারাদোনা বহু আগেই ওখানে ইশ্বর হয়ে গেছেন, সবার গল্প এক ছাঁচে পড়ে না। তবে সবাই এক ছাদের নিচের থাকতে পারেন।    


ডুয়েট ইয়র্ক, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ফুটবলার। ব্রায়ান লারা, একই দেশের ক্রিকেটার। একজন ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগ উইনার, আরেকজন- লারা তো লারা। এদের ভেতর কে বেশি জনপ্রিয়? এই নিয়ে ত্রিনিদাদে আলোচনা হয়। হামজা না সাকিব- কার তারকাখ্যাতি কতো বেশি এই নিয়ে দর্শক- সমর্থকদের আলোচনার আগ্রহ না থাকাটাই বরং অস্বাভাবিক। এই আলোচনা থাকবে, এবং এই আলোচনায় বাইনারি এবং নন-বাইনারি দুই মতই থাকতে পারে। দুই পক্ষেই থাকতে পারে।  


প্রশ্ন হচ্ছে কেন থাকতে পারে? জবাবটাও সহজ, ফুটবলের ব্যপ্তির কারণে। 


জনপ্রিয়তার দিক দিয়ে প্রিমিয়ার লিগের সম্ভবত বিশ্বের সবচেয়ে ধারাবাহিক জনপ্রিয় স্পোর্টিং ইভেন্ট। গেল কয়েক দশক ধরেই পৃথিবীর ট্রেন্ডটা এমন। টাকাই সব, টাকার অঙ্কে এই লিগের ধারে কাছেও আসে না কিছু। জার্মানি-ইতালির টপ ফুটবলার, কোচরা প্রিমিয়ার লিগের মিড টেবিল টিমে নাম লিখিয়ে ফেলেন অনায়াসেই। বেতনের সঙ্গে, ব্র্যান্ড ভ্যালুটাও ভালো। গোটা এশিয়া থেকে কয়জনের সুযোগ হয় সেই লিগে? এশিয়ার ম্যাপটায় চোখ বুলিয়ে ফেলতে পারেন, উপমহাদেশটাইকেই ছোট মনে হচ্ছে না? এতো বড় এশিয়া থেক এতোদিন মোটে ৫টা মহা সৌভাগ্যবান দেশের সুযোগ হয়েছে বিশ্বকাপ খেলার। সামনে সংখ্যাটা বাড়ছে আরও। এরা সবাই ফুটবল খেলে, দু একটা দেশ বাদ দিলে সবাই পেশাদার ফুটবল খেলে। এই প্রতিযোগিতার মাপকাঠি অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলার উপায় থাকে? 


প্রায় শূন্য টাকা খরচা করে একজন এফএ কাপ উইনারের স্বেচ্ছায় বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর গভীরতা বুঝতে পারা কি এতোই কঠিন? চিন্তা-ভাবনার সীমানা প্রাচীর বেঁধে দিলে অবশ্য সবই কঠিন।  


প্রিমিয়ার লিগের একটা ফুটবল ম্যাচে ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, অ্যারাবিক, বাংলা- সহ আরও কত ভাষায় সপ্তাহান্তে ধারাবাহিকিভাবে ধারাভাষ্য হয়। এই তো মাস দুই আগের ঘটনা- লেস্টার সিটির ম্যাচে বিইন স্পোর্টসের  অ্যারাবিক কমেন্টেটর হামজার পায়ে যতবার বল যাচ্ছে ঠিক ততোবারই   ‘ইয়া বাঙালি, ইয়া বাঙালি’ বলে গলা ফাটালেন; এর গভীরতা বোঝা খুব কঠিন?   


মধ্যপ্রাচ্যের স্থানীয় লোকেরা ক্রিকেটটা চেনেন না। বাংলাদেশ শব্দটা শুনলে তাদের মাথায় চট করে কী খেলে যাওয়া উচিত? কোনো ক্রিকেটারের নাম কি? নিশ্চয়ই নয়? হয়ত আপনার আমার মতো তামাটে বা কালচে রঙের খেটে খাওয়া কারও ছবিই তাঁদের চোখে ভাসে। এক হামজা যে কেবল বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর সিদ্ধান্ত নিয়েই ‘কামলা’ থেকে আপনার আমার ইমেইজ ‘আপগ্রেড’ করে দেওয়ার কাজ শুরু করে দিলেন, তা বুঝতে মেধা খরচ করতে হয়?


আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর ফিফার এক রিপোর্টার বাংলাদেশের এক সুপারস্টারের ইন্টারভিউ করতে চেয়েছিলেন। তাকে সাকিব আল হাসানের সন্ধানই দিয়েছিলাম। সাকিব নিজেও রাজি হয়েছিলেন, এরপর যে কোনো কারণেই হোক সাকিবের সেই কাজটা আর আগায়নি। ফিফা হামজার ইন্টারভিউও করবে, আজ হোক কাল হোক করবে, সে জন্য আমার কাছে আসতে হবে না, বরং আমারই ধর্ন্যা দেওয়া লাগবে ফিফার কাছে। 


সুপারস্টার বলতে আপনি কী বোঝেন? আপনি যা বোঝেন আমিও তাই বুঝি। তবে সেই সংজ্ঞা ক্ষেত্র বিশেষে পালটে যেতেই পারে। বৈশ্বিক সুপারস্টার এই দুইজনের সম্ভবত কেউ নন। একজন থাকলে সেটা সম্ভবত বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান। যিনি এক ফোনকলে মেসিকে খুঁজতে পারেন, রোনালদোকেও চাইতে পারেন। বাকি দুইজনের পক্ষে সে প্রায় অসম্ভব।   


সুপারস্টার আপাত দৃষ্টিতে খুব সহজ শব্দ মনে হয়। কিন্তু এর ভেতর ভাগ আছে অনেক। এরকম একটা জিনিস নিয়ে তর্ক হবে না? না হওয়াটাই তো অস্বাভাবিক!

bottom-logo

অন্যান্য

দাপুটে জয়ে কাবাডি টেস্ট সিরিজ শুরু বাংলাদেশের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২১ পিএম

news-details

শক্তি-সামর্থ্যে কাবাডিতে বাংলাদেশের চেয়ে সবসময়ই পিছিয়ে নেপাল। ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে লাল-সবুজ দলের জয়টাই অনিবার্য ফলাফল। প্রথম ম্যাচে হয়েছেও তাই। সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।


পল্টন ময়দানে বিকাল সাড়ে তিনটায় সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।


শনিবারের ম্যাচে বাংলাদেশ জাতীয় কাবাডি দল ৫৩-২৯ পয়েন্টে জয় তুলে নিয়েছে। সাথে লিড নিয়েছে ১-০ ব্যবধানে। প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেওয়া বাংলাদেশ নেপালকে চাপে রেখে ২৮-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে, বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।


এই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ ৫১ বছর পর বাংলাদেশে হচ্ছে কাবাডির টেস্ট সিরিজ। এর আগে সবশেষ ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথমবারের মত কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এরপর এই প্রতিযোগিতা এবার ফিরল আবার।


প্রথম ম্যাচের মত সিরিজেও বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ, ইতিহাস বা পরিসংখ্যানের দিক দিয়ে নেপালের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের সাক্ষাতে নেপাল জয় পায়নি কখনই। 


সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী রোববার বিকেল সাড়ে তিনটায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে।

bottom-logo