চলতি বছর হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের ১৫ তম আসর স্থগিত করা হয়েছে। সূচি বদলে নিয়ে যাওয়া হয়েছে ২০২৬ সালে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই নিশ্চিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন।
চলতি বছরের জুন-জুলাইতে শ্রীলঙ্কায় বসার কথা ছিল এবারের সাফ। তবে টুর্নামেন্ট স্পনসর ও কতৃপক্ষ প্রতিযোগিতাকে আরও জমজমাট করার লক্ষ্যে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের চিন্তা করছে। যার জন্য আরও কিছু দিন সময় দরকার বলেই মানছে তারা। তাই পেছানো হয়েছে টুর্নামেন্টের সময়-সূচি।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, “আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য এবং স্পোর্টস ফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করছে যে, টুর্নামেন্টটি সঠিকভাবে আয়োজনের জন্য আরও কিছু সময় প্রয়োজন। তাই এই টুর্নামেন্টটি ২০২৬ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জাঁকজমকভাবে টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতির সময় পাওয়া যাবে।”
তবে আগামী বছর আবার রয়েছে বিশ্বকাপ। তাই নির্দিষ্ট সময় এখনো ঠিক করতে পারেনি তারা, “২০২৬ সাল ফিফা বিশ্বকাপের বছর হওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য একটি উপযুক্ত সময় ও ভেন্যু নির্ধারণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সব অংশীদার, সমর্থক, গণমাধ্যম এবং সদস্য অ্যাসোসিয়েশনকে অনুরোধ করছি আমাদের পাশে থাকার জন্য, যাতে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতাটি নিখুঁতভাবে আয়োজন করা যায়।”
২৩ এপ্রিল ২০২৫, ৯:০৭ পিএম
হেতাফের বিপক্ষে শেষ মুহূর্তে চোট পেয়ে মাঠ ছাড়েন এদুয়ার্দো কামাভিঙ্গা। প্রথমে চোট খুব একটা গুরতর মনে না হলেও , রিপোর্ট দিচ্ছে ভিন্ন তথ্য। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবয়াইটে এক বিবৃতিতে জানিয়েছে, কুঁচকির চোটে পড়েছেন কামাভিঙ্গা।
এই চোটে কতদিন কামাভিঙ্গা মাঠের বাইরে থাকবে তা নিশ্চিত করেনি রিয়াল। তবে ধারণা করা হচ্ছে তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ফরাসি এই মিডফিল্ডারকে।। তাতে তার মৌসুম মোটামুটি শেষই বলা যায়। তবে নিজেকে ফিট করে তুলতে পারলে ক্লাব বিশ্বকাপে হয়তো দেখা যেতে পারে কামাভিঙ্গাকে।
চোট অবশ্য কামাভিঙ্গার জন্য নতুন না। চলতি মৌসুমে সব মিলিয়ে চারবার চোটে পড়েছেন তিনি। খেলেছেন সব মিলিয়ে ৩৪ ম্যাচ, মিনিটের হিসেবে ২০০০ থেকে কিছুটা বেশি।
একই দিনে চোটে পড়েছেন ডেভিড আলাবাও। তার বদলি হিসেবেই মাঠে নেমেছিলেন কামাভিঙ্গা। এরপর তার পরিণিতিও একই।
চোটের হানা রিয়ালে চলছে মৌসুমজুড়ে। এসিএল চোটে এর আগে মৌসুম শেষ হয়ে গেছে এদের মিলিতাও, দানি কার্ভাহালের। এছাড়া কিলিয়ান এমবাপেও বেশ কয়েকবার পড়েছেন চোটে। দানি সেবায়স, মেন্দিরাও বাদ যায়নি চোটের থাবা থেকে।
বেশ নাটক জমিয়ে চার লিগ থেকে চার দল কেটেছে চ্যাম্পিয়নস লিগের টিকেট। লা লিগা থেকে বার্সেলোনা, লিগ আঁ থেকে পিএসজি, প্রিমিয়ার লিগ থেকে আর্সেনাল এবং সিরি’আ থেকে ইন্তার মিলান। মজার ব্যাপার চার দলের মাঝে তিন দলেরই সুযোগ ছিল ট্রেবল জেতার। বুধবার রাতে সেই সংখ্যা কমেছে এক। ইন্তার মিলান বাদ পড়েছে ট্রেবল জেতার তালিকা থেকে।
কোপা ইতালিয়ায় ইন্তার হার দেখেছে এসি মিলানের কাছে। তাতে ট্রেবল জেতার যেই স্বপ্ন সিমন ইনজাগি দেখছিল তা ভেস্তেই গেল। অবশ্য এখন তাদের লিগ জেতা নিয়েও আছে বেশ শঙ্কা। লিগে নিজেদের শেষ ম্যাচে তারা হার দেখেছিল বলনিয়ার সঙ্গে। তাতে ৩৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭১। নাপলির পয়েন্টও সমান তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ইন্তার।
ট্রেবল জেতার দৌড়ে এই মৌসুমে এখন আছে কেবল বার্সেলোনা ও পিএসজি। পরিস্থিতি বিবেচনায় বার্সা থেকে কিছুটা এগিয়ে আছে লুইস এনরিকের দল। এরই মধ্যে তারা জিতে নিয়েছে লিগ আঁ এর শিরোপা। তাতে বেশ চাপ মুক্ত থাকার সুযোগই পাচ্ছে পিএসজি। সেই সাথে তারা পৌঁছে গেছে ফ্রেন্স কাপের ফাইনালেও। যেখানে তাদের প্রতিপক্ষ রেঁস। অঘটন না ঘটলে উড়তে থাকা পিএসজির হাতেই শিরোপাটা উঠার কথা।
অন্যদিকে বার্সেলোনার জন্য কাজটা তুলনামূলক কিছুটা জটিল। লা লিগায় তারা ধরে রেখেছে শীর্ষস্থান। ৩৩ ম্যাচে তাদের পয়েন্ট ৭৬, সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭২। ম্যাচ বাকি পাঁচটা, চার পয়েন্টে এগিয়ে হান্সি ফ্লিকের দল। তবে এখানে আছে বড় একটা মারপ্যাঁচ। বাকি থাকা পাঁচ ম্যাচের মধ্যে একটা আবার বার্সেলোনাকে খেলতে হবে রিয়ালের বিপক্ষে। যেই ম্যাচের ফল মোড় ঘুরিয়ে দিতে পারে পুরো লিগের হিসেব-নিকেশ।
তার আগে অবশ্য ট্রেবল জেতার স্বপ্ন টিকিয়ে রাখতে বার্সেলোনাকে দিতে হবে কঠিন পরীক্ষা। সেখানেও তাদের জন্য বাধা সেই রিয়াল মাদ্রিদই। কোপা দেল রের ফাইনালে শনিবার রাতে লড়বে দুই দল। যেখানে হার দেখলে ট্রেবল জেতার স্বপ্নটা ভেস্তে যাবে তাদেরও।
অবশ্য নিয়তির খেল দুই দলের ট্রেবল জেতার স্বপ্নটা এনে দিতে পারে একই বিন্দুতে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে, আর বার্সেলোনার প্রতিপক্ষ ইন্তার মিলান। নিজেদের ম্যাচে যদি দুই দলই জয় পায় তাহলে ফাইনালে দেখা মিলবে বার্সা-পিএসজি লড়াই। একই সঙ্গে রিয়ালকে টপকে লা লিগা আর কোপা দেলরে বার্সেলোনা জিতে নিতে পারলে, আর রেঁসকে হারিয়ে পিএসজি ফ্রেন্স কাপ জিততে পারলে ট্রেবল জেতার মঞ্চটা তৈর হবে আলিয়াঞ্জ অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।
হেতাফেকে ১-০ গোলে হারিয়ে লা লিগা জয়ের দৌড়ে টিকে আছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটা করেছেন আর্দা গুলের। গোল ছাড়াও এদিন রিয়ালের মিডফিল্ড নিয়ন্ত্রণের দায়িত্বটা বেশ ভালোভাবেই সামলেছেন তুরস্কের এই ফুটবলার। তাতে নজর কেড়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। ম্যাচ শেষে তো গুলেরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আনচেলত্তি।
ম্যাচের ২১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জালে জড়ান গুলের। গোল করে ছুটে যান আনচেলত্তির কাছে। ইতালিয়ান এই অভিজ্ঞ কোচও হতাশ করেননি। কপালে চুমু খেয়ে গুলেরকে বুঝিয়ে দিলেন অসাধারণ কিছুই করেছেন তিনি। ম্যাচ শেষে তো গুলেরকে ভাসিয়েছেন প্রশংসায়।
“সে দুর্দান্ত ফুটবলার, শুধু গোল করেছে যে তার জন্য বলছি না, যেভাবে সে মিডফিল্ড নিয়ন্ত্রণ করেছে সেটাও ছিল চোখে লাগার মত। তার ভবিষ্যৎ বেশ উজ্বল। পিভট হিসেবে এখনি তাকে কল্পনা করা পাগলামি মনে হতে পারে, তবে সে এই পজিশনে বেশ ভালো করবে।”
সব মিলিয়ে চলতি মৌসুমে গুলের ম্যাচ খেলেছেন ৩৬টি। সংখ্যার হিসেবে যা খুব একটা মন্দ মনে না হলেও মিনিটের হিসেবে এখন পর্যন্ত তিনি মাঠে ছিলেন মোটে ১৩২৩ মিনিট। যার কারণও অবশ্য ব্যাখ্যা করেছেন আনচেলত্তি। মূলত দলের ফর্মেশনের মারপ্যাঁচে গুলেরকে খেলানোটা কিছুটা কঠিন বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
“মিডফিল্ডার হিসেবে খেললে সে তার মতো করে খেলতে পারে। আমরা ৪-৪-২ তে খেলি বেশি, যেখানে ও রাইট মিডফিল্ডার হিসেবে খেলতে হয়, সেন্ট্রালি খেলার সুযোগটা কম থাকে। তবে ৪-৩-৩ ফর্মেশনে খেললে সে নিজের সেরাটা দিতে পারে।”
এই জয়ে রিয়ালের সাথে বার্সার দূরত্বটা কমে দাঁড়িয়েছে চার পয়েন্টে। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে সবার শীর্ষে, সমান ম্যাচের রিয়ালের পয়েন্ট ৭২।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় স্তরের একটি ম্যাচের আগে প্রস্তুতি নেওয়ার সময় দেশটির তরুণ ফুটবলার সিনামান্ডলা জোন্ডি মারা গেছেন, নিশ্চিত করেছে তার ডারবান সিটি।
গত মঙ্গলবার মিলফোর্ড এফসির বিপক্ষে ডারবানের ম্যাচ শুরু হওয়ার আগে ২২ বছর বয়সী জোন্ডিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে হয়ে গেছে বেশ দেরি। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
আর ম্যাচের বিরতির সময় জোন্ডির প্রয়াণের খবর আসার পর ডারবান ও মিলফোর্ড এফসির ম্যাচটি রেফারি পরিত্যক্ত ঘোষণা করেন।
জোন্ডির মৃত্যুতে ডারবান ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়েছে।
“গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করছি যে, ডারবান সিটি পরিবারের একজন প্রিয় সদস্য, সিনামান্ডলা জোন্ডি আর আমাদের মাঝে নেই।”
কঠিন সময়ে জোন্ডির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ডারবান।
“সিনামান্ডলা আমাদের কাছে একজন প্রতিভাবান ফুটবলারের চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি ছিলেন সবার প্রিয় সতীর্থ, একজন বন্ধু, একজন ভাই, একজন ছেলে। যারা তাকে চিনতেন, সবার কাছেই তিনি ছিলেন এক অনুপ্রেরণার নাম। তার পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ, কোচ এবং এই মর্মান্তিক ঘটনায় শোকাহত সবার প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”
জোন্ডির পেশাদার ক্যারিয়ারের অভিষেক হয় ২০২১ সালের সেপ্টেম্বরে। তরুণ এই ডিফেন্ডার এই মৌসুমে তার ক্লাবের নিয়মিত খেলোয়াড় ছিলেন। তার দল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এবং দক্ষিণ আফ্রিকান ফুটবলের সবার ওপরের লিগে উন্নীত হওয়ার পথে রয়েছে। তবে সেই পথচলায় সঙ্গী হতে পারলেন না জোন্ডি।
গেল বছর গুরুতর অসুস্থ হয়ে একবার ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। মানসিক ও শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য এবার অনির্দিষ্টকালের জন্য কোচিং ক্যারিয়ার থেকে বিরতি নিলেন ব্রাজিল জাতীয় দলের সাবেক কোচ তিতে।
ব্রাজিলের ২০১৯ কোপা আমেরিকা জয়ী দলের কোচের দায়িত্ব পালন করা তিতে গত আগস্টে হার্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পরের মাসে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গো।
এরপর বেকারই ছিলেন ৬৩ বছর বয়সী এই কোচ। তবে আশাবাদ ব্যক্ত করেছিলেন আবারও কোচিংয়ে ফেরার। সেই ধারায় সম্প্রতি গুঞ্জন ছিল আরেক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়াসের দায়িত্ব নেওয়ার।
তবে মঙ্গলবার ছেলে ম্যাথিউস বাচির ইনস্টাগ্রামে প্রোফাইলের পোস্ট করা এক বিবৃতিতে তিনে জানান বিরতি নেওয়ার কথা।
“আমি বুঝতে পারছিলাম যে এমন একটা সময় আছে, যখন আপনাকে বুঝতে হবে যে একজন মানুষ হিসাবে আমি দুর্বল হয়ে যেতে পারি। আমি বিশ্বাস করি এটা স্বীকার করে নেওয়াটা আমাকে আরও শক্তিশালী করবে।”
খুব দ্রুতই কোচিংয়ে ফেরার কোনো তাড়া দেখছেন না তিতে।
“আমি যে কাজটা করি, সেটা নিয়ে আমি অনেক আবেগী এবং আমি কাজটা চালিয়ে যাব। তবে আমার পরিবারের সাথে কথা বলার পর আর আমার শরীরের অবস্থা পর্যবেক্ষণ করে আমার কাছে মনে হয়েছে, এখন সবচেয়ে ভালো কাজটি হল ক্যারিয়ার থেকে যতক্ষণ লাগে ততক্ষণ বিরতি নিয়ে নিজের দেখভাল করা।”
২০২২ বিশ্বকাপ থেকে কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের বিদায়ের পর মেয়াদের আগেই চাকরি ছেড়ে দেন তিতে। কোচ হিসেবে তিনি এর আগে তিনি গ্রেমিও, আথলেতিকো মিনেইরো এবং পালমেইরাসের দায়িত্ব পালন করেছেন।
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৮ দিন আগে
১৮ দিন আগে
২১ দিন আগে
২২ দিন আগে
২২ দিন আগে