সময় কত দ্রুত বদলে যায় - আনসু ফাতি এমনটা ভাবতেই পারেন। এই কয়েক বছর আগেও আনসু ফাতিকে ধরা হচ্ছিল বার্সেলোনার ভবিষ্যৎ হিসেবে, পেয়েছিলেন লিওনেল মেসির ১০ নম্বর জার্সিও। অথচ এই মৌসুমে ফিট থেকেও তিনি ব্রাত্য থেকে গেছেন হান্সি ফ্লিকের কাছে। ফলে কাতালান ক্লাবটি ছাড়ার সিদ্ধান্তই নিচ্ছেন ফাতি, খবর ইএসপিএনের।
কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে তারা জানিয়েছে, বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব মোনাকোতে যোগদানের জন্য আলোচনা করছেন, যা কার্যকর হতে পারে এই গ্রীষ্মেই।
আরও পড়ুন
‘আমি হলে মদ্রিচকে ছাড়তাম না, তবে এটাই রিয়ালের নীতি’ |
![]() |
২২ বছর বয়সী ফাতি এই মৌসুমে বার্সেলোনার হয়ে মাত্র তিনটি ম্যাচে ছিলেন শুরুর একাদশে। ফলে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ঠিকানা বদল করার ইচ্ছা তার।
মোনাকো অবশ্য শুরুতেই স্থায়ীভাবে দলে টানার পক্ষে নয়। ক্লাবটির ইচ্ছা এক বছর জন্য ধারের চুক্তি করা। এরপর ২০২৬ সালে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ করা। ফাতি এতে রাজি হলে তার ক্লাব ছাড়ায় কোনো সমস্যা হবে না, গেল শনিবার তা বলে দিয়েছেন কোচ ফ্লিক।
২০১৯ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পরই হইচই ফেলে দেন ফাতি৷ তাকে ভাবা হচ্ছিল মেসির উত্তরসূরী হিসেবে। তবে একের পর এক চোট আর ছন্দহীনতায় পথ হারান তিনি। মাঝে ২০২৩ সালে এক বছর ধারে খেলেন ইংলিশ ক্লাব ব্রাইটনে।
আরও পড়ুন
বার্সা অধ্যায়ের ইতি টানার পথে ফাতি |
![]() |
ইএসপিএন একই প্রতিবেদনে বলেছে, ফাতি যদি বিদায় নেন, তাহলে উইঙ্গার পজিশনে বার্সেলোনার নজর আছে লিভারপুলের লুইস দিয়াসের দিকে। এছাড়াও তাদের পছন্দের তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডও।
২৭ মে ২০২৫, ৩:৫১ পিএম
২৬ মে ২০২৫, ৫:০৬ পিএম
সাম্প্রতিক সময়ে গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন ফিফা সভাপতি। ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর ছাড়ার সম্ভাবনা এবার আরও বেড়ে গেছে। কারণ, পর্তুগাল তারকা নিজেই আভাস দিয়েছেন এমন কিছুর। অবশ্য কিছুটা ধোঁয়াশাও রেখে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই গোলস্কোরার।
গত সোমবার রাতে শেষ হয়েছে সৌদি প্রো লিগের মৌসুম। আল ফাতেহর বিপক্ষে ম্যাচে রোনালদো একবার জালের দেখা পেলেও তার দল হেরে যায় ৩-২ ব্যবধানে হেরে যায়। এটি ছিল আল নাসরের জার্সিতে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার ১০৫তম ম্যাচ। আর সব মিলিয়ে নামের পাশে গোল ৯৯টি।
আরও পড়ুন
দায়িত্ব নিয়ে আলোনসো বললেন, ‘একটা নতুন যুগের সূচনা হল’ |
![]() |
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আল নাসরের জার্সিতে নিজের একটি ছবি পোস্ট করে রোনালদো ইঙ্গিত দেন ঠিকানা বদলের।
“এই অধ্যায় শেষ। আর গল্পটা? সেটা এখনও লেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।”
আল নাসরের সাথে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনেই। সদ্য শেষ হওয়া সৌদি প্রো লিগের ২৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তবে আরও একবার খালি হাতেই মৌসুম শেষ করতে হয়েছে রোনালদোর দলকে।
চলতি সপ্তাহে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফা ক্লাব বিশ্বকাপ খেলার জন্য স্বল্পমেয়াদের চুক্তি করা নিয়ে কয়েকটি ক্লাবের সাথে আলোচনা চলছে ৪০ বছর বয়সী রোনালদোর।
এর আগে সংবাদমাধ্যমে খবর এসেছিল, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া নাম প্রকাশ না করা কয়েকটি ব্রাজিলিয়ান ক্লাব থেকে রোনালদো লোভনীয় প্রস্তাব পেয়েছেন স্রেফ এই টুর্নামেন্টে খেলার জন্য। ক্লাব বিশ্বকাপ চলবে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন
বার্সায় দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ‘নম্বর টেন’ ইয়ামাল |
![]() |
এসব গুঞ্জনের মাঝেই রোনালদোর এমন পোস্ট তার ভক্তদের মাঝে জাগাচ্ছে প্রশ্ন, আগামী মৌসুমে কোন ক্লাবের হয়ে খেলবেন রোনালদোর? বা ক্লাব বিশ্বকাপে কী দেখা যাবে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে?
এই প্রশ্নের উত্তর আপাতত দেওয়া কঠিনই। কারণ রোনালদোর সরাসরি আল নাসরকে বিদায় জানানোর কথা উল্লেখ করেননি। মৌসুম শেষের দিকটি উল্লেখ করেও তিনি একটা অধ্যায় শেষের কথা বলতেও পারেন।
ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮০১টি গোল করেছেন রোনালদো। আল নাসরের আগে খেলেছেন স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের হয়ে।
তার যে প্রতিভা, তাতে দুনিয়ার কোনো ক্লাবই ছাড়তে চাইবে না। ঠিক এই কারণেই লামিন ইয়ামালের সাথে বার্সেলোনার চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চিয়তা না থাকলেও গুরুত্বপূর্ণ ছিল এর ধরন। কারণ, একই সাথে ক্লাবটিকে যে নিশ্চিত করতে হবে যাতে স্প্যানিশ এই ফরোয়ার্ড থাকেন অন্যদের নাগালের বাইরে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দশ নম্বর জার্সি সহ লোভনীয় শর্তেই চুক্তির মেয়াদ লম্বা মেয়াদে বাড়াতে যাচ্ছে বার্সেলোনা।
গত সোমবার ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা ও ইয়ামালের এজেন্ট জর্জ মেন্ডেসের মধ্যকার ইতিবাচক বৈঠকের হয়। এর ফলে ১৭ বছর বয়সী এই ফুটবলার ২০৩১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর কাছাকাছি রয়েছেন, সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন।
ইয়ামালের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালে মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এটির মেয়াদ বাড়াতে চূড়ান্ত স্পর্শগুলি নিয়ে এখনও দুই পক্ষকে সম্মতিতে যেতে হবে। তবে ক্লাবের ঘনিষ্ঠ সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ইয়ামালের এজেন্টের সাথে তাদের আলোচনা ফলপ্রসু হয়েছে।
আরও পড়ুন
আল নাসরের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোনালদো? |
![]() |
এই আলোচনাতেই জানানো হয়েছে, বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি আগামী মৌসুম থেকে পাবেন ইয়ামাল, যা এক সময় পরিধান করে ইতিহাস গড়েছেন ক্লাব কিংবদন্তি লিওনেল মেসি।
আগামী ১৩ জুলাই ১৮ বছরে পা দিতে যাওয়া ইয়ামাল কয়েকবারই প্রকাশ্যে বলেছেন তার বার্সায় থাকার ইচ্ছার কথা। উল্লেখ্য, স্প্যানিশ এই উইঙ্গার ২০১৩ সালে তার বর্তমান চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তবে সেই সময় তার বয়স ১৮-এর কম হওয়ায় তাকে কেবল তিন বছরের চুক্তি করার অনুমতি দেওয়া হয়েছিল।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তিতে ইয়ামালের বেতন বাড়ার পাশাপাশি একাধিক বোনাসও রাখা হবে, যা তাকে অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ করে দেবে। এই বোনাসগুলোর মধ্যে একটি হল ব্যালন ডি’অর জয়।
আরও পড়ুন
দায়িত্ব নিয়ে আলোনসো বললেন, ‘একটা নতুন যুগের সূচনা হল’ |
![]() |
এই মৌসুমে ৫৫টি ম্যাচে ইয়ামাল ১৮ টি গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি গোল। বার্সেলোনার লা লিগা সহ তিন শিরোপা জয়ে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান।
প্রিমিয়ার লিগ জয়ের উদযাপনে রাস্তায় নেমে আসা লিভারপুল সমর্থকদের একটিন অংশের সাথে ঘটেছে মর্মান্তিক এক দুর্ঘটনা। আচমকা একটি গাড়ি ভক্তদের ভীড়ে প্রবেশ করায় আহহ হয়েছেন ২৭ জন। তীব্র সমালোচনার মুখে একজনকে গ্রেপ্তা করেছে পুলিশ, তবে তারা এটিকে উদ্দেশ্যমূলক হামলা বলে মানছেন না।
লিভারপুলের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার গত সোমবারের উদযাপনে কুচকাওয়াজ চলাকালীন লিভারপুলের ভক্তদের ভিড়ের মধ্যে একটি গাড়ি চলে আসে হুট করেই। ফলে অপ্রস্তুত জনতার পক্ষে নিরাপদ জায়গায় যাওয়ার সময়ই মেলেনি। গুরুতর আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন
অ্যানফিল্ডের ভালোবাসায় আপ্লূত আলেকজান্ডার-আর্নল্ড |
![]() |
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, লিভারপুল এরিয়া থেকে তারা ৫৩ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের ধারণা এই ব্যক্তিই ছিলেন সেই গাড়ির চালক। তবে তারা এই সংঘর্ষের ঘটনাকে সন্ত্রাসবাদ হিসাবে বিবেচনা করছেন না।
ঘটনাস্থলেই বিশ জনকে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছিল। অ্যাম্বুলেন্সের কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে নেওয়া ২৭ জনের চারজন শিশু ছিল। তাদের মধ্যে একটি শিশু ও একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অবস্থা গুরুতর ছিল। এছাড়া গাড়ির নীচে আটকা পড়া চারজনকে দমকলকর্মীরা উদ্ধার করেন।
সোশ্যাল মিডিয়ায় ছডিয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িটি দর্শকদের মধ্যে ঢুকে পড়ার সাথে সাথে বাতাসের বেগে আশেপাশের সবাইকে ছিটকে দেয়। গাড়িটি থামার পরে উত্তেজিত ভক্তরা চালককে হামলা করতে চায়। তাদের বাধা দেওয়া হলে ক্ষিপ্ত হয়ে গাড়ির জানালা ভেঙে ফেলতে শুরু করে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, লিভারপুল দলকে বহনকারী বাসটি পেরিয়ে যাওয়ার প্রায় ১০ মিনিট পরে এই সংঘর্ষটি ঘটে।
কোচিং ক্যারিয়ারের শুরুটা যেখানে, সেখানেই এবার ফিরেছেন বড় দায়িত্ব নিয়ে। জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদের কোচ হওয়া নানা কারণেই তার জন্য বড় এক পরীক্ষাই। অভিজ্ঞতার ঘাটতির সাথে রয়েছে শীর্ষ একটি ক্লাবের চাপের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটি। তবে সাবেক স্পেন মিডফিল্ডার বেশ আত্মবিশ্বাসী। রিয়ালের কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে জানালেন, একটা নতুন যুগের সূচনা দেখছেন তিনি।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালে খেলার সুবাদে ক্লাবের ব্যাপারে ভালো ধারণাই আছে আলোনসোর। খেলোয়াড়ি জীবনে কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলার, রাফায়েল বেনিতেজ, ভিসেন্তে দেল বক্সের মাপের কোচদের অধীনে খেলায় ফুটবল নিয়ে তার ধারণা বেশ সমৃদ্ধ। লেভারকুসেনে আড়াই মৌসুমে বুন্দেসলিগা সহ তিন শিরোপা জয় ও দুর্দান্ত ফুটবলে জানান দিয়েছেন কোচ হিসেবে ভালো কিছুরই।
আরও পড়ুন
আলোনসো অধ্যায় শেষে লেভারকুসেনের দায়িত্বে টেন হাগ |
![]() |
তারই ধারায় রিয়ালে স্থলাভিষিক্ত হয়েছেন আনচেলত্তির। সোমবার আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষরের পর সংবাদ সম্মেলনে আলোনসো জানান তাত প্রতিক্রিয়া।
“আমার কাছে মনে হচ্ছে এটা একটা নতুন যুগের সূচনা হল। (রিয়াল সভাপতি) ফ্লোরেন্তিনো পেরেজকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমি অনুভব করছি যে সমর্থক, মাদ্রিদিস্তারা এই নতুন যুগের শুরুটা নিয়ে রোমাঞ্চিত। আমরা সবাই মিলে এগিয়ে যাওয়ার জন্য এবং এই ক্লাবের ইতিহাসকে আরও সমৃদ্ধ করার জন্য প্রস্তুত।”
কোচ হিসেবে এখনও শুরুর দিকে থাকলেও আলোনসোকে ধরা হচ্ছে আধুনিক ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে। লেভারকুসেনকে ইতিহাস গড়ে বুন্দেসলিগা জেতানোর পাশাপাশি রয়েছে তার ধ্রুপদী কোচিং পদ্ধতি। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে, রিয়ালের মত একটি দলে প্রথম দিন থেকেই তাকে মুখোমুখি হতে হবে ভীষণ চাপের। তার ওপর এই মৌসুমে রিয়াল পারেনি কোনো শিরোপা জিততে।
ক্লাবের জন্য সময়টা কিছুটা কঠিন হলেও আলোনসো এর মধ্যেও দেখছেন ইতিবাচক দিক।
“আমরা এমন একটা সময় এই অধ্যায়টা শুরু করছি, যেখানে আমি ক্লাব ও সমর্থকদের মধ্যে একতা দেখতে পাচ্ছি। আমাদের একটা দুর্দান্ত দল আছে, এখানে অসাধারণ সব খেলোয়াড় আছে, যাদের মাঝে অনেক সম্ভাবনা রয়েছে। আর এটাই আমাকে অনেক প্রাণশক্তি ও উদ্দীপনা নিয়ে এখানে আসার জন্য প্রেরণা যুগিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীতে আমরা এমন কিছু অর্জন করতে পারব, যা রিয়াল মাদ্রিদের মত একটা ক্লাবের নামের পাশে থাকা উচিত।”
আলোনসো রিয়ালে থাকার সময়ে সতীর্থ হিসেবে পেয়েছিলেন লুকা মদ্রিচকে, যিনি সম্প্রতি দিয়েছেন ক্লাব ছাড়ার ঘোষণা। তবে তার আগে খেলবেন ফিফা ক্লাব বিশ্বকাপে। ফলে একই দলে খেলা এই দুজন এবার কাজ করবেন পুরোপুরি ভিন্ন দুই ভূমিকায়।
আরও পড়ুন
পিএসজি কামব্যাকের ম্যাচই মদ্রিচের কাছে রিয়ালের জার্সিতে সেরা |
![]() |
ক্রোয়াট মিডফিল্ডারের প্রতি সম্মান আর ভালোবাসাই বরাদ্দ আলোনসোর কন্ঠে।
“আমি লুকাকে নিয়ে খুব একটা নিরপেক্ষ হতে পারছি না, কারণ আমরা একসময় সতীর্থ ছিলাম। সে যখন দলে আসে, তখন আমাদের মধ্যে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। সে একজন কিংবদন্তি। ফিফা ক্লাব বিশ্বকাপে তাকে কোচিং করানো হবে আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার।”
রিয়ালের তারকায় ঠাসা স্কোয়াডে আলোনসো পাবেন সময়ের অন্যতম সেরা তিন ফুটবলার কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামদের। সবার কাছ থেকে সেরাটা বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্প্যানিশ এই কোচ।
“দলে এমন মানসম্পন্ন খেলোয়াড় থাকা একটা বড় আশীর্বাদ। শুধু কিলিয়ান বা ভিনিসিয়ুস নয়, আরও অনেকেই আছে যারা পার্থক্য গড়ে দেয়। আমাদের তাদের সর্বোচ্চটা আদায় করে নিতে হবে। তার (বেলিংহাম) বয়স মাত্র ২১, সে এই ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি তাকে একজন মিডফিল্ডার হিসেবেই দেখি। আমরা তাকে যতটা সম্ভব কার্যকর করে তোলার চেষ্টা করব।”
দেশের মাটিতে হামজা চৌধুরির অভিষেক ম্যাচের টিকিট বলেই দর্শকদের মাঝে রয়েছে বাড়তি উন্মাদনা। তবে সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে দুই দিনেও কাটেনি প্রতিকূলতা, যার পেছনে রয়েছে কালোবাজারিদের প্রভাব। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, টিকিট নিয়ে কোনো দূর্নীতির সুযোগ দেবেন না তারা।
আগামী ১০ জুন এএফসি এশিয়া কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে হামজার প্রথম ম্যাচের পাশাপাশি এটি হতে পারে সামিত-ফাহমিদুলদের সম্ভাব্য অভিষেকও। ফলে টিকিট নিয়ে রয়েছে বিশেষ আগ্রহ, যা অনলাইনে বিক্রি শুরু হয়েছে দুই দিন আগে। তবে শুরু থেকেই তা সংগ্রহ করতে চরম ভোগান্তিতে পড়ছেন দর্শকরা। টিকিট প্ল্যাটফর্ম সার্ভার ডাউন আছে গত রোববার থেকেই।
আরও পড়ুন
আলোনসো অধ্যায় শেষে লেভারকুসেনের দায়িত্বে টেন হাগ |
![]() |
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বাফুফে সভাপতি বললেন, দর্শকদের ভালোর জন্য শক্ত পদক্ষেপ নিচ্ছেন তারা।
“আমরা সবকিছু করছি যাতে সাধারণ দর্শক, নিবেদিত ফুটবল ভক্তরা যাতে টিকিটটা নিজের হাতে নিতে পারে, কোনো ব্রোকার বা অন্য কারও মাধ্যম না হয়ে। যারা যারা কালোবাজারি করতে চায়, আপনারা জানে সাইবার এটাক হয়েছে আমাদের ওয়েবসাইট আর টিকিট বিক্রির প্ল্যাটফর্মে। কারণ এক দুইটা আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিট ব্লক করার জন্য। তবে সেটা আমরা হতে দেইনি। আমরা নিয়মিতই কালোবাজারির ওপর নজরদারি রাখব। টিকিট বিক্রি থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ সব আমরা মনিটরিং করব।”
টিকিটের প্ল্যাটফর্ম ছাড়াও বাফুফের ওয়েবসাইটও ডাউন হয়ে যায় টিকিটের ব্যাপক চাহিদার কারণে। একজন সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন বলা হলেও সার্ভার জটিলতায় ২৪ ঘন্টা অপেক্ষা করেও একটি টিকিট কিনতে শোচনীয় অবস্থা অনেকেরই।
এই ব্যাপারে নিজেদের দায় স্বীকার করে নিয়েছেন তাবিথ।
“বাফুফে সব সময় ইনোভেটিভ কাজ করে থাকে। প্রথমবার ভুল-ত্রুটি হতে পারে। আমরা এটা স্বীকার করে নিয়েছি। ১০ জুন ম্যাচ এখনো অনেক সময় আছে। আমরা একটু সময় নিয়ে আবার কাজ শুরু করছি। আমরা আশাবাদী আজ আবার রাত দশটা থেকে সীমিত পরিসর হলেও সাইট ও প্ল্যাটফর্ম অন হবে।”
১০ ঘণ্টা আগে
২ দিন আগে
৭ দিন আগে
৮ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
২৬ দিন আগে